ইতিহাসে আজকের দিন ১১ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ১১ ডিসেম্বর

ঘটনাবলি

🔹 ৩৬১: জুলিয়ান এপোসাইট বিভক্ত রোম সাম্রাজ্যের সম্রাট হন। তিনি কন্সটান্টিনোপল থেকে তার সাম্রাজ্য পরিচালনা করেন এবং প্যাগান ধর্ম পুনরায় চালু করার চেষ্টা করেন।

🔹 ৯৬৯: বাইজেনটাইন সম্রাট দ্বিতীয় নিকেফোরস তার স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন।

🔹 ১৬০২: জেনেভায় ডিউক অব স্যাভয় ও তার শ্যালক ফিলিপ তৃতীয় অতর্কিত আক্রমণ চালান। কিন্তু জেনেভার নাগরিকরা সফলভাবে এই আক্রমণ প্রতিহত করেন।

🔹 ১৬১৮: রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

🔹 ১৬৮৭: ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে প্রথম পৌরসভা প্রতিষ্ঠার সনদ তৈরির অনুমোদন দেয়।

🔹 ১৬৮৮: রাজা দ্বিতীয় জেমসকে গ্রেপ্তার করা হয়।

🔹 ১৭৯২: ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের বিচার শুরু হয়।

🔹 ১৮১৬: ইন্ডিয়ানা ১৯তম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়।

🔹 ১৮২৩: রাজা রামমোহন রায় ইংরেজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন।

🔹 ১৮৫১: কলকাতায় স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

🔹 ১৮৬২: কানাডায় আর্থার লুকাস নামক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, যা দেশটিতে সর্বশেষ ফাঁসির আদেশ কার্যকর।

🔹 ১৮৯৪: প্যারিসে প্রথম মোটর গাড়ির প্রদর্শনী শুরু হয়।

🔹 ১৯০১: মার্কনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।

🔹 ১৯০৭: নিউজিল্যান্ডের সংসদ ভবন আগুনে ধ্বংস হয়ে যায়।

🔹 ১৯১৭: ব্রিটিশ জেনারেল অ্যাডমন্ড অ্যালানবি জেরুজালেমে প্রবেশ করে সামরিক আইন ঘোষণা করেন।

🔹 ১৯২৭: সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে।

🔹 ১৯৩০: ইতালি জাতিসংঘ ত্যাগ করে।

🔹 ১৯৩৭: দ্বিতীয় ইতালি-আবিসিনিয়া যুদ্ধ শুরু হয়।

🔹 ১৯৪১: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি ও ইতালি।

🔹 ১৯৪৬: নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রতিষ্ঠিত হয়।

🔹 ১৯৫৮: আপার ভোল্টা (বর্তমানে বুরকিনা ফাসো) ফ্রান্সের নিকট থেকে স্বায়ত্বশাসন লাভ করে।

🔹 ১৯৬৪: চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

🔹 ১৯৭১: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়।

🔹 ১৯৮১: এল সালভাদরের সেনাবাহিনী প্রায় ৯০০ সাধারণ নাগরিককে হত্যা করে।

🔹 ১৯৯১: ইসির রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক ইউনিয়ন গঠনের চুক্তি স্বাক্ষর করেন।

🔹 ১৯৯৪: রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন প্রথম চেচনিয়া যুদ্ধে সেনাবাহিনী পাঠানোর আদেশ দেন।

🔹 ২০০১: চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

🔹 ২০১৯: ভারতে নাগরিকত্ব (সংশোধন) বিল, ২০১৯ নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এ রূপান্তরিত হয়।

জন্ম

🔹 ১৮১০: ঊনবিংশ শতাব্দির বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড ডি মুসেট।

🔹 ১৮৪৩: রবার্ট কখ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।

🔹 ১৮৪৬: অক্ষয়চন্দ্র সরকার, বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক। (মৃ. ০২/১০/১৯১৭)

🔹 ১৮৬৮: বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু)। (মৃ. ২৮/১১/১৯৩২)

🔹 ১৮৮৩: শ্রীঅরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী মাস্টারমশাই নামে পরিচিত জ্যোতিষ ঘোষ। (মৃ. ১৩/০৩/১৯৭১)

🔹 ১৯১১: নাগিব মাহফুজ, নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক।

🔹 ১৯১৫: বিভূতিভূষণ সরকার, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৮৮)

🔹 ১৯১৮: আলেক্সান্দ্র্‌ সলজেনিৎসিন, নোবেলজয়ী রুশ লেখক।

🔹 ১৯২২: দিলীপ কুমার (জন্ম নাম মুহাম্মদ ইউসুফ খান), ‘ট্রাজেডি কিং’ নামে সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ০৭/০৭/২০২১)

🔹 ১৯২৪: কথাসাহিত্যিক সমরেশ বসু (কালকূট)। (মৃ. ১২/০৩/১৯৮৮)

🔹 ১৯২৮: খান আতাউর রহমান, বাংলাদেশী চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা।

🔹 ১৯৩৫: ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ তথা ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি। (মৃ. ৩১/০৮/২০২০)

🔹 ১৯৪২: আনন্দশঙ্কর, বিশ্ববিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, ফিউশন মিউজিকের গুরু। (মৃ. ২৬/০৩/১৯৯৯)

🔹 ১৯৫৪: জ্যাকসন ৫-এর সদস্য ও মাইকেল জ্যাকসনের ভাই জার্মেইন জ্যাকসন।

🔹 ১৯৬৯: বিশ্বনাথন আনন্দ, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।

🔹 ১৯৭৭: রুখসানা রিমি, বাংলাদেশী কবি। [অনুরাগের সুধা (একক কাব্যগ্রন্থ), শত কবির দ্রোহের কবিতা (আহমেদ জহুর সম্পাদিত), হৃদয়ে বনলতা (আহমেদ জহুর সম্পাদিত)]

🔹 ১৯৮১: হাভিয়ের সাভিয়োলা, আর্জেন্টাইন ফুটবলার।

🔹 ২০০০: দীপঙ্কর সাহা (দীপ), আধুনিক বাংলার খুদে কবি।

মৃত্যু

🔹 ১৮৪০: জাপানের সম্রাট কোকাকু।

🔹 ১৯৬১: তুলসী চক্রবর্তী, বাংলা সিনেমার স্বনামধন্য কমিক অভিনেতা।

🔹 ১৯৭১: আ. ন. ম. গোলাম মোস্তফা, বাংলাদেশী সাংবাদিক।

🔹 ১৯৭৮: নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ভিনসেন্ট ড্যু ভিগনাউড।

🔹 ১৯৮০: সাংবাদিক জহুর হোসেন চৌধুরী।

🔹 ১৯৮২: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায়। (জ. ১৬/০১/১৮৮৮)

🔹 ২০০৪: কর্ণাটক শাস্ত্রীয় সংগীতের সংগীত শিল্পী ভারতরত্ন এম এস শুভলক্ষ্মী। (জ. ১৯১৬)

🔹 ২০০৬: বিনয় মজুমদার, বাঙালি কবি। (জ. ১৭/০৯/১৯৩৪)

🔹 ২০১২: মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ।

🔹 ২০১২: পণ্ডিত রবি শঙ্কর, ভারতের বাঙালি সঙ্গীতজ্ঞ ও কিংবদন্তি সেতার বাদক। (জ. ০৭/০৪/১৯২০)

Today in History: December 11

Events

361: Julian the Apostate becomes the Emperor of the divided Roman Empire. He governs from Constantinople and attempts to restore paganism.

969: Byzantine Emperor Nikephoros II is assassinated by his wife and her lover.

1602: The Duke of Savoy and his brother-in-law Philip III launch a surprise attack on Geneva, which is successfully defended by its citizens.

1618: A peace treaty is signed between Russia and Poland.

1687: The East India Company is authorized to establish the first municipal corporation in Madras.

1792: The trial of King Louis XVI of France begins.

1816: Indiana becomes the 19th state of the United States.

1901: Guglielmo Marconi sends the first transatlantic wireless signal.

1946: UNICEF (United Nations International Children’s Emergency Fund) is established in New York.

1971: During the Bangladesh Liberation War, Tangail, Dimla in Nilphamari, and Hili in Dinajpur are liberated.

2019: The Citizenship (Amendment) Act is passed in India.

Births

1810: Alfred de Musset, renowned French poet and playwright.

1843: Robert Koch, German microbiologist and Nobel laureate.

1922: Dilip Kumar, legendary Indian film actor known as the “Tragedy King.”

1969: Viswanathan Anand, Indian chess grandmaster.

Deaths

1840: Emperor Kōkaku of Japan.

1971: A. N. M. Golam Mostafa, Bangladeshi journalist.

2004: M. S. Subbulakshmi, renowned Indian Carnatic vocalist.

2012: Pandit Ravi Shankar, legendary Indian sitar maestro.

Share:

Leave a Comment

error: Content is protected !!