ইতিহাসে আজকের দিন ১২ অক্টোবর
ইতিহাসে আজকের দিন ১২ অক্টোবর
১৪৯২ সালে পর্তুগিজ নাবিক ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান এবং তার মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
১৫৩২ সালে ফ্রাসোয়া পিজারোর নেতৃত্বে স্প্যানিশ বাহিনী পেরুর উপর আক্রমণ চালায়।
১৭৮১ সালে ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।
১৯০৯ সালে কলকাতায় অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৬৪ সালে তিনজন রুশ নভোচারী—ভ্লাদিমির কোমানভ, কন্সতান্তিন ফিওক্তিস্তভ এবং বোসি ইয়োগোরভ—নভোযান ভস্তক-২৪ এর মাধ্যমে মহাশূন্যে যাত্রা করেন এবং ২৪ ঘণ্টা ১৭ মিনিটের মিশন শেষে সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।
১৯৬৮ সালে ঘানা স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উপস্থাপিত হয়।
১৯৭৬ সালে বিশ্বের বৃহত্তম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, যা সৌদি আরবের বাদশাহ খালেদ পরিচালনা করেন।
১৯৮৬ সালে এল সালভাদরে এক বিধ্বংসী ভূমিকম্পে ১৮০০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯২ সালে কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসবের সূচনা হয়।
১৯৯৯ সালে পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন।
১৯৯৯ সালে জাতিসংঘের ধার্য করা “বিশ্বের ৬০০ কোটি লোকসংখ্যা দিবস” পালন করা হয়, এবং বেইজিংয়ে এ উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
২০০৮ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৮৬৪ সালে জন্মগ্রহণ করেন কামিনী রায়, যিনি একজন প্রখ্যাত বাঙালি কবি ছিলেন। (মৃত্যু: ২৭ সেপ্টেম্বর ১৯৩৩)
১৮৬৫ সালে জন্মগ্রহণ করেন আর্থার হার্ডেন, একজন নোবেলজয়ী ইংরেজ জীবরসায়নবিদ।
১৮৯৬ সালে ইতালীয় কবি ও লেখক ইউজিনিও মন্তাল জন্মগ্রহণ করেন, যিনি ১৯৭৫ সালে নোবেল পুরস্কার পান।
১৯০২ সালে জন্মগ্রহণ করেন উমাপ্রসাদ মুখোপাধ্যায়, একজন পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক এবং শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকারদের মধ্যে অন্যতম। (মৃত্যু: ১২ অক্টোবর ১৯৯৭)
১৯২৪ সালে কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন, যিনি একজন খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী ছিলেন। (মৃত্যু: ৫ এপ্রিল ২০০০)
১৯২৭ সালে জন্মগ্রহণ করেন এহতেশাম হায়দার চৌধুরী, একজন পাকিস্তানি এবং বাংলাদেশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।
১৯৩১ সালে জন্মগ্রহণ করেন উলাহ্-ইয়োহান ডাল, একজন নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।
১৯৪০ সালে জন্মগ্রহণ করেন সুমিত রায়, একজন প্রখ্যাত বাঙালি প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী, এবং অভিনেতা বিকাশ রায়ের পুত্র। (মৃত্যু: ২৬ মে ২০২১)
১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন কারী আব্দুল গণী, একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী।
১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন হরিশংকর জলদাস, একজন প্রখ্যাত বাংলাদেশি লেখক।
১৯৬০ সালে জন্মগ্রহণ করেন হ্যাপী আখন্দ, একজন বাংলাদেশি পপ রক গায়ক।
১৯৮১ সালে জন্মগ্রহণ করেন সুহাসিনী রাজারাম নাইডু, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যার চলচ্চিত্র নাম স্নেহা।
২০০০ সালে জন্মগ্রহণ করেন সরদার মোহাম্মদ আব্দুল আহাদ, সর্বকনিষ্ঠ বিশিষ্ট মহাকাশ চিন্তাবিদ ও গবেষক।
মৃত্যু
১৯২৪ – ফরাসি কথাসাহিত্যিক আনাতোল ফ্রাঁস।
১৯৬৮ – ইরানের মিনিয়েচার শিল্পের অন্যতম শিল্পী হোসেইন বেহজাদ।
১৯৭৮ – প্রখ্যাত সমাজসেবী ও সর্বোদয় কর্মী শিশিরকুমার সেন। (জন্ম: ১৮৯৬)
১৯৮১ – ভারতের পদার্থবিদ ও রসায়নবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৯৮৬ – চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী। (জন্ম: ০১/০৩/১৯১২)
১৯৯১ – ভারতের কমিউনিস্ট নেতা ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।
১৯৯৭ – উমাপ্রসাদ মুখোপাধ্যায়, পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক ও অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার। (জন্ম: ১২/১০/১৯০২)
- Job Solution February 2024 PDF Download
- ১১৮ সেট MCQ Job Solution 2023 [ January to October ] PDF Download
Today In History: 12 October
In 1492, Portuguese navigator Christopher Columbus reached the West Indies, marking the discovery of the Americas.
In 1532, under the leadership of Francisco Pizarro, Spanish forces launched an attack on Peru.
In 1781, the British Army captured Nagapattinam in South India.
In 1909, the Anushilan Samiti was banned in Kolkata.
In 1964, three Russian astronauts—Vladimir Komarov, Konstantin Feoktistov, and Boris Yegorov—traveled to space aboard Vostok 24 and successfully returned to Earth after a 24-hour, 17-minute mission.
In 1968, Ghana gained independence from Spain.
In 1972, the Constitution of Bangladesh was first presented to the Constituent Assembly.
In 1976, the foundation stone of the world’s largest mosque was laid in Islamabad, Pakistan, with Saudi Arabia’s King Khalid presiding over the ceremony, as Saudi Arabia funded the construction.
In 1986, a devastating earthquake in El Salvador claimed the lives of 1,800 people.
In 1992, the first South Asian Festival began in Kolkata.
In 1999, Pakistan’s army chief, General Pervez Musharraf, took control of the government through a coup, ousting Prime Minister Nawaz Sharif.
In 1999, the United Nations observed “The Day of 6 Billion” as the world’s population reached 6 billion. A grand assembly was held in Beijing to address the global challenges of population and development.
In 1999, the foundation stone of Mawlana Bhashani Science and Technology University was laid in Tangail, Bangladesh.
In 2008, Begum Rokeya University was established in Rangpur, Bangladesh.
Birth
1864 – Kamini Roy, Bengali poet. (Died: 27/09/1933)
1865 – Arthur Harden, Nobel laureate English biochemist.
1896 – Eugenio Montale, Nobel Prize-winning (1975) Italian poet and writer.
1902 – Uma Prasad Mukhopadhyay, mountain enthusiast, tireless traveler, and one of the finest travel writers. (Died: 12/10/1997)
1924 – Kanika Bandopadhyay, renowned Rabindra Sangeet artist. (Died: 05/04/2000)
1927 – Ehtesham Haider Chowdhury, Pakistani and Bangladeshi film producer and director.
1931 – Ullah-Johan Dahl, Norwegian computer scientist.
1940 – Sumit Roy, eminent Bengali technologist and scientist, son of actor Bikash Roy. (Died: 26/05/2021)
1944 – Qari Abdul Ghani, Bangladeshi Islamic scholar and Qari.
1955 – Harishankar Jaldas, Bangladeshi writer.
1960 – Happy Akhand, Bangladeshi pop-rock singer.
1981 – Suhasini Rajaram Naidu, South Indian film actress (stage name Sneha).
2000 – Sardar Mohammad Abdul Ahad, youngest distinguished space thinker and researcher.
Death
1924 – Anatole France, French novelist.
1968 – Hossein Behzad, one of the key figures in Iranian miniature art.
1978 – Prominent social worker and Sarvodaya activist Shishirkumar Sen. (Born: 1896)
1981 – Indian physicist and chemist Dr. Guruprasad Chattopadhyay.
1986 – Dr. Vijay Kumar Basu, a member of the Indian medical mission led by Kotnis in China and the pioneer of acupuncture treatment in India. (Born: 01/03/1912)
1991 – Bishwanath Mukhopadhyay, Indian communist leader and freedom fighter.
1997 – Uma Prasad Mukhopadhyay, mountain lover, tireless traveler, and one of the finest travel writers. (Born: 12/10/1902)