ইতিহাসে আজকের দিন ১৩ অক্টোবর
ইতিহাসে আজকের দিন ১৩ অক্টোবর
1. ৫৩৯ খ্রিস্টপূর্ব – ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করেন।
2. ৬৩৫ – খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।
3. ১৫৫৬ – মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।
4. ১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।
5. ১৭৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
6. ১৮১২ – কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।
7. ১৮১৫ – সিসিলির রাজা জোযামিন মোরাটের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
8. ১৮৮৪ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।
9. ১৯২৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।
10. ১৯৩৭ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয়।
11. ১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
12. ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।
13. ১৯৪৬ – মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।
14. ১৯৬২ – যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চলে নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
15. ১৯৬৬ – শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
16. ১৯৮৯ – আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বৌদ্ধ মূর্তি – ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।
17. ১৯৯০ – ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।
18. ১৯৯১ – বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
19. ১৯৯৪ – মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উৎপাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে, কিন্তু কেউ মারা যায়নি।
20. ১৯৯৭ – পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস টি উলফেনসন ঢাকা আগমন করেন।
21. ১৯৯৯ – ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।
22. ২০০১ – ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলা – সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু।
23. ২০০২ – বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।
24. ২০০৪ – ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।
25. ২০০৬ – শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।
26. ২০২০ – বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে “নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ” জারি করা হয়।
27. ২০২১ – বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপ থেকে কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ধর্মান্ধ গোষ্ঠি কর্তৃক পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার সূত্রপাত হয়।
জন্ম
১৮২১ – রুডল্ফ ফিরখো, একজন জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগবিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক, সম্পাদক এবং রাজনীতিক ছিলেন। (মৃ. ১৯০২)
১৮৬২ – পর্যটক এবং লেখক মেরি কিংসলে।
১৮৯০ – কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (মৃ. ১৯৬৮)
১৯১১ – অশোক কুমার, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১০/১২/২০০১)
১৯১২ – কর্নেল ওয়াইল্ড, একজন হাঙ্গেরীয়-মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৯)
১৯২৫ – লেনি ব্রুস, মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, সামাজিক সমালোচক এবং বিদ্রুপাত্মক লেখক। (মৃ. ১৯৬৬)
১৯২৫ – মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী, যিনি লৌহমানবী নামে পরিচিত। (মৃ. ০৮/০৪/২০১৩)
১৯৩১ – রেমোঁ কোপা, একজন ফরাসি ফুটবলার। (মৃ. ২০১৭)
১৯৩৮ – হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৩৯ – মেলিন্ডা ডিলন, একজন মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০২৩)
১৯৪১ – পল সাইমন, একজন আমেরিকান সঙ্গীতজ্ঞ, গায়ক ও গীতিকার।
১৯৪৮ – নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানি কাওয়ালি সঙ্গীত শিল্পী। (মৃ. ১৯৯৭)
১৯৬২ – কেলি প্রেস্টন, একজন আমেরিকান অভিনেত্রী। (মৃ. ২০২০)
১৯৭১ – সাশা ব্যারন কোহেন, একজন ব্রিটিশ অভিনেতা, কৌতুকাভিনেতা এবং চিত্রনাট্যকার।
১৯৭৯ – ওয়েস ব্রাউন, একজন ইংরেজ ফুটবল খেলোয়াড়।
১৯৮২ – ইয়ান থর্প, বিখ্যাত অস্ট্রেলীয় সাঁতারু।
১৯৯৩ – টিফানি ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প এবং মারলা ম্যাপলেসের কন্যা।
১৯৯৪ – লিটন দাস, বাংলাদেশী ক্রিকেটার।
১৯৯৫ – পার্ক জিমিন, একজন দক্ষিণ কোরিয়ান গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।
২০০১ – কেলেব ম্যাকলখলিন, একজন আমেরিকান অভিনেতা।
মৃত্যু
১৮২২ – আন্তেনিও কানোভা, একজন ইতালীয় ভাস্কর।
১৮৮২ – জোযেফ আর্থার গোবিনো, একজন ফরাসী দার্শনিক ও লেখক।
১৯১১ – ভগিনী নিবেদিতা (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারতহিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। (জন্ম: ১৮৬৭)
১৯৬৪ – প্রেমাঙ্কুর আতর্থী, কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। (জন্ম: ১৮৯০)
গোলাম মোস্তফা, একজন বাঙালি কবি।
১৯৭১ – আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৮৩ – অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক। (জন্ম: ১৯৩৩)
১৯৮৭ – কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক। (জন্ম: ১৯২৯)
অমলেন্দু বিশ্বাস, একজন বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।
২০০২ – ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী এবং তেভাগা আন্দোলনের নেত্রী। (জন্ম: ১৯২৫)
২০০৪ – নিরূপা রায়, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (জন্ম: ১৯৩১)
২০০৬ – প্রতিভা বসু, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক। (জন্ম: ১৯১৫)
২০০৭ – ওবায়েদ উল হক, সাংবাদিক ও চলচ্চিত্রকার।
২০১৩ – জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি। (জন্ম: ১৯২৫)
২০২০ – রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক এবং মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক। (জন্ম: ১৯৪১)
- IBA Job Solution Plus ( Practice Part ) PDF Download
- ভূমি মন্ত্রণালয় ( MinLand ) প্রশ্ন ব্যাংক ও সমাধান PDF
Today In History: 13 October
1. 539 BC – Cyrus, the founder of the Achaemenid Empire, conquers the historic city of Babylon in Iraq.
2. 635 – Khalid ibn al-Walid conquers the capital of Syria, Damascus.
3. 1556 – The reign of Mughal Emperor Akbar begins.
4. 1770 – The introduction of ‘ani’ in place of copper coins begins.
5. 1792 – The cornerstone of the White House in the United States is laid.
6. 1812 – The Battle of Queenston Heights begins.
7. 1815 – The death sentence of King Joachim Murat of Sicily is carried out.
8. 1884 – Greenwich is adopted as the universal meridian at the Washington Conference.
9. 1923 – Ankara is declared the new capital of Turkey.
10. 1937 – The New Fourth Army of China’s National Revolutionary Army is established.
11. 1943 – Italy declares war on Germany.
12. 1944 – During World War II, Yugoslav leader Marshal Tito successfully liberates Belgrade from German occupation with the help of the Soviet Union.
13. 1946 – After fruitful discussions between Muhammad Ali Jinnah and Lord Wavell, the All-India Muslim League Working Committee accepts the proposal to join the interim central government as Minister of Finance.
14. 1962 – A celebratory event is held in the Panama Canal Zone for the completion of construction on the new Panama Canal Bridge.
15. 1966 – During the Six-Point Movement led by Sheikh Mujibur Rahman, President Ayub Khan threatens to use force, to which Rahman strongly protests.
16. 1989 – The construction of the world’s largest bronze Buddha statue, the 26.4-meter tall Tian Tan Buddha, is completed on Lantau Island, Hong Kong.
17. 1990 – Le Duc Tho, one of the founders and theorists of the Vietnamese Communist Party, passes away.
18. 1991 – The ancient theater of Bengal, Star Theater, is destroyed in a sudden fire.
19. 1994 – The U.S. Centers for Disease Control and Prevention confirms that thousands of people across the U.S. experienced poisoning incidents after consuming ice cream produced by a private ice cream company, although no fatalities occurred.
20. 1997 – James D. Wolfensohn, President of the World Bank, arrives in Dhaka on a five-day visit.
21. 1999 – Atal Bihari Vajpayee, leader of the Hindu nationalist party in India, takes the oath of office as Prime Minister.
22. 2001 – A terrorist attack occurs at the Indian Parliament building, resulting in the deaths of 15 individuals, including all the attackers.
23. 2002 – Ila Mitra, a prominent Bengali woman and farmer leader, passes away.
24. 2004 – The University Cardiac Center at Bangabandhu Sheikh Mujib Medical University in Dhaka begins operations.
25. 2006 – Dr. Muhammad Yunus and Grameen Bank are awarded the Nobel Peace Prize.
26. 2020 – In Bangladesh, the “Women and Children Repression Prevention (Amendment) Ordinance” is issued, instituting the death penalty for rape.
27. 2021 – On the eighth day of Durga Puja in Bangladesh, following the discovery of the Quran at a puja mandap in the Nanuar Dighi area of Comilla, attacks by fanatic groups on puja mandaps and temples erupt in various districts across the country.
Birth
1821 – Rudolf Virchow, a German physician, anthropologist, pathologist, biologist, author, editor, and politician. (d. 1902)
1862 – Mary Kingsley, a traveler and writer.
1890 – Conrad Richter, an American novelist. (d. 1968)
1911 – Ashok Kumar, an Indian film actor. (d. 10/12/2001)
1912 – Cornell Wilde, a Hungarian-American actor and film director. (d. 1989)
1925 – Lenny Bruce, an American stand-up comedian, social critic, and satirist. (d. 1966)
1925 – Margaret Thatcher, the former Prime Minister of the United Kingdom, known as the Iron Lady. (d. 08/04/2013)
1931 – Raymond Kopa, a French footballer. (d. 2017)
1938 – Hugo Young, an English journalist and author.
1939 – Melinda Dillon, an American actress. (d. 2023)
1941 – Paul Simon, an American musician, singer, and songwriter.
1948 – Nusrat Fateh Ali Khan, a Pakistani qawwali singer. (d. 1997)
1962 – Kelly Preston, an American actress. (d. 2020)
1971 – Sacha Baron Cohen, a British actor, comedian, and screenwriter.
1979 – Wes Brown, an English football player.
1982 – Ian Thorpe, a famous Australian swimmer.
1993 – Tiffany Trump, the daughter of Donald Trump and Marla Maples.
1994 – Liton Das, a Bangladeshi cricketer.
1995 – Park Jimin, a South Korean singer, songwriter, and dancer.
2001 – Caleb McLaughlin, an American actor.
Death
1822 – Antonio Canova, an Italian sculptor.
1882 – Joseph Arthur de Gobineau, a French philosopher and writer.
1911 – Sister Nivedita (born Margaret Elizabeth Noble), an Anglo-Irish social worker, writer, educator, and disciple of Swami Vivekananda. (b. 1867)
1964 – Premankur Atarthy, a storyteller, journalist, and filmmaker. (b. 1890)
Ghulam Mustafa, a Bengali poet.
1971 – Abdul Monem Khan, the Governor of East Pakistan.
1983 – Ajitesh Bandopadhyay, an actor, playwright, and theater director. (b. 1933)
1987 – Kishore Kumar, an Indian Bengali actor and singer. (b. 1929)
Amlendu Biswas, a Bangladeshi theater actor and director.
2002 – Ila Mitra, a prominent Bengali woman and leader of the Tebhaga movement. (b. 1925)
2004 – Nirupa Roy, an Indian film actress. (b. 1931)
2006 – Pratibha Basu, an Indian Bengali novelist, short story writer, and essayist. (b. 1915)
2007 – Obaidul Haq, a journalist and filmmaker.
2013 – Chittaranjan Maity, a popular Bengali writer. (b. 1925)
2020 – Rashid Haider, a Bangladeshi writer, fiction writer, and researcher on the Liberation War, winner of the Ekushey Padak and Bangla Academy Literary Award, and former executive director of the Nazrul Institute. (b. 1941)