ইতিহাসে আজকের দিন ১৯ অক্টোবর

ইতিহাসে আজকের দিন ১৯ অক্টোবর

১৩৮৬ – জার্মানির সর্বাপেক্ষা প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৩৮৬ – ওসমানীয় বাহিনী বুলগেরিয়ার রাজধানী সোফিয়া দখল করে।

১৭৮১ – যুক্তরাষ্ট্রে ব্রিটিশ সেনা প্রধান লর্ড কর্ণওয়ালিস মার্কিন সেনা প্রধান জর্জ ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করে, যা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটায়।

১৮১২ – প্রাকৃতিক প্রতিকূলতার কারণে নেপোলিয়ন মস্কো ত্যাগে বাধ্য হন।

১৮৮৮ – রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।

১৯২৩ – কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ – চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।

১৯৪৪ – ফিলিপাইনে মার্কিন সেনাদের সাথে জাপানি সৈন্যদের সংঘর্ষ শুরু হয়।

১৯৫০ – জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং দখল করে।

১৯৫১ – ব্রিটেন সুয়েজ খন অঞ্চল অধিকার করে।

১৯৫৪ – একদল অস্ট্রেলীয় অভিযাত্রী কর্তৃক পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু বিজয়।

১৯৬২ – ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

১৯৬৫ – চীন-নেপাল আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক-ব্যবস্থা চালু হয়।

১৯৭২ – বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে।

১৯৭৩ – স্পেনে বন্যায় ২০০ লোকের প্রাণহানি ঘটে।

১৯৭৬ – ফিলিস্তিন মুক্তি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আলী হাসান সালামাহ্ ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসাদের ষড়যন্ত্রের স্বীকার হয়ে লেবাননে শাহাদাত বরণ করেন।

১৯৭৭ – দক্ষিণ আফ্রিকার ১৮টি বর্ণবাদ বিরোধী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৮৩ – বামপন্থী সামরিক অভ্যুত্থানে গ্রেনাডার প্রধানমন্ত্রী মবিশ নিহত হন।

১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার সীমান্তে বিমান দুর্ঘটনায় মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোর মাশেল ৩০ জন সহযাত্রীসহ নিহত হন।

১৯৮৮ – ভারতে পৃথক বিমান দুর্ঘটনায় ১৬৪ জন নিহত হয়।

১৯৯১ – বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান ঘটে।

১৯৯৩ – পিপলস পার্টির নেত্রী বেনজীর ভুট্টো দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯৬ – বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের উদ্বোধন হয়।

১৯৯৬ – পেইচিংয়ে চীনের প্রথম হট এয়ারশীপ “চীন ১ নম্বর” সাফল্যের সঙ্গে আকাশে উড়ে।

জন্ম

১৬০৫ – টমাস ব্রাউন, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৪ – অগুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত। (মৃ. ১৯৫৪)

১৮৯৬ – চারুচন্দ্র ভাণ্ডারী, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা। (মৃ. ১৯৮৫)

১৮৯৭ – সেলিমুজ্জামান সিদ্দিকী, পাকিস্তানি শিক্ষাবিদ ও বিজ্ঞানী।

১৮৯৯ – গুয়াতেমালার নোবেলজয়ী কথাশিল্পী মিগুয়েল আনজেল আন্তুরিয়াস। (নোবেল ১৯৬৭)

১৯০৩ – রাইচাঁদ বড়াল, প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক। (মৃ. ২৫/১১/১৯৮১)

১৯১০ – সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

১৯২৪ – নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি। (মৃ. ২৫/১২/২০১৮)

১৯২৮ – মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬১ – সানি দেওল, ভারতীয় অভিনেতা ও প্রযোজক।

১৯৮৩ – রেবেকা ফার্গুসন, সুয়েডীয় অভিনেত্রী।

মৃত্যু

১৭৪৫ – ইংরেজ সাহিত্যিক জোনাথন সুইফট।

১৯২২ – চন্দ্রশেখর মুখোপাধ্যায়, যশস্বী বাঙালি লেখক। (মৃ. ২৭/১০/১৮৪৯)

১৯৩৬ – মহান চীনা সাহিত্যিক লু স্যুন।

১৯৩৭ – আর্নেস্ট রাদারফোর্ড, নিউজিল্যান্ডীয় নিউক্লীয় পদার্থবিজ্ঞানী।

১৯৭২ – কিথ জনসন, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।

১৯৭৪ – ফররুখ আহমদ, বাঙালি কবি।

১৯৮৭ – মুহম্মদ মনসুর উদ্দিন, লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক।

১৯৯০ – অশোকবিজয় রাহা, ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক ও সমালোচক। (জ. ১৯১০)

১৯৯৫ – জহুরুল ইসলাম, শিল্পপতি ও “ইসলাম গ্রুপ” এর প্রতিষ্ঠাতা।

২০০৩ – বসনিয়ার বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ আলী ইজ্জাত বেগুভিচ।

২০০৪ – কেনেথ আইভার্সন, টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী।

২০১৪ – এ. এফ. সালাহ্উদ্দীন আহমদ, বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক। (জ. ১৯২০)

২০১৮ – প্রিন্সিপাল হাবিবুর রহমান, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর। (জ. ১৯৪৯)

1386 – Heidelberg University, Germany’s oldest institution of higher education, is established.

1386 – Ottoman forces capture Sofia, the capital of Bulgaria.

1781 – British Army chief Lord Cornwallis surrenders to American Army chief George Washington, marking the end of the American Revolutionary War.

1812 – Napoleon is forced to leave Moscow due to natural adversities.

1888 – Rabindranath Tagore establishes Santiniketan.

1923 – Under the leadership of Kemal Pasha, the secular state of the Turkish Republic is established.

1942 – The first monthly film magazine, ‘Chitrapanji,’ is published.

1944 – Fighting begins in the Philippines between American troops and Japanese soldiers.

1950 – UN forces capture Pyongyang, the capital of North Korea.

1951 – Britain occupies the Suez Canal region.

1954 – A group of Australian explorers successfully climbs Cho Oyu, the sixth highest mountain in the world.

1962 – The India-China border conflict begins.

1965 – A formal direct mail service between China and Nepal is established.

1972 – Bangladesh gains membership in UNESCO.

1973 – A flood in Spain results in the deaths of 200 people.

1976 – Ali Hassan Salamah, a senior official of the Palestine Liberation Organization, is martyred in Lebanon due to a conspiracy by Israel’s intelligence agency, Mossad.

1977 – Eighteen anti-apartheid organizations in South Africa are banned.

1983 – Grenada’s Prime Minister Maurice Bishop is killed in a leftist military coup.

1986 – Mozambican President Samora Machel dies in a plane crash on the South African border, along with 30 passengers.

1988 – In separate plane crashes in India, 164 people lose their lives.

1991 – The presidential rule government in Bangladesh comes to an end.

1993 – Benazir Bhutto is elected Prime Minister of Pakistan for the second time.

1996 – The Prime Minister of Bangladesh inaugurates the Joynul Arts and Crafts Museum in Sonargaon.

1996 – China’s first hot airship, “China No. 1,” successfully flies in Beijing.

Birth

1605 – Thomas Browne, English writer.

1864 – Auguste Lumière, French filmmaker and pioneer of cinema. (d. 1954)

1896 – Charuchandra Bhandari, senior Gandhian and leader of the Sarvodaya movement. (d. 1985)

1897 – Selimuzzaman Siddiqui, Pakistani educator and scientist.

1899 – Miguel Ángel Asturias, Guatemalan Nobel Prize-winning novelist (1967).

1903 – Raichand Boral, renowned Indian Bengali musician and music director. (d. 25/11/1981)

1910 – Subrahmanyan Chandrasekhar, American astrophysicist born in British India.

1924 – Nirendranath Chakravarty, Indian Bengali poet. (d. 25/12/2018)

1928 – Mizanur Rahman Chowdhury, former Prime Minister of Bangladesh.

1961 – Sunny Deol, Indian actor and producer.

1983 – Rebecca Ferguson, Swedish actress.

Death

1745 – Jonathan Swift, English writer.

1922 – Chandra Sekhar Mukhopadhyay, renowned Bengali author. (d. 27/10/1849)

1936 – Lu Xun, renowned Chinese writer.

1937 – Ernest Rutherford, New Zealand nuclear physicist.

1972 – Keith Johnson, famous Australian cricket administrator.

1974 – Farukh Ahmad, Bengali poet.

1987 – Muhammad Mansur Uddin, folk song collector and editor.

1990 – Ashokbihari Raha, Indian Bengali poet, essayist, and critic. (b. 1910)

1995 – Jahurul Islam, businessman and founder of the “Islam Group.”

2003 – Ali Izzat Begovic, prominent Bosnian writer and politician.

2004 – Kenneth Iverson, Turing Award-winning computer scientist.

2014 – A. F. Salahuddin Ahmed, historian and national professor of Bangladesh. (b. 1920)

2018 – Principal Habibur Rahman, Bangladeshi Deobandi Islamic scholar and Amir of the Bangladesh Khilafat Majlis. (b. 1949)

Share:

Leave a Comment

error: Content is protected !!