ইতিহাসে আজকের দিন ১ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ১ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ১ ডিসেম্বর

ঘটনাবলী

৬৩১ – হযরত মোহম্মদ (সা.)-এর তাবুক অভিযান শুরু হয়।

১৪২০ – ইংল্যান্ডের চতুর্থ হেনরি প্যারিসে প্রবেশ করেন।

১৬২৬ – জেরুজালেমের শাসক পাশা মোহাম্মদ ইবনে ফারুক ক্ষমতাচ্যুত হন।

১৬৪০ – স্পেনের দখল থেকে পর্তুগাল স্বাধীনতা লাভ করে।

১৭৬৮ – দাস বহনকারী একটি জাহাজ ডুবে যায়।

১৮২১ – স্পেনের কবলমুক্ত হয়ে সান ডেমিঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৩৪ – কেপ উপনিবেশে দাসত্ব বিলুপ্ত করা হয়।

১৮৩৫ – হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের প্রথম বই প্রকাশিত হয়।

১৮৫২ – নেদারল্যান্ডসে টেলিগ্রাফ কোম্পানি চালু হয়।

১৯১৮ – আইসল্যান্ড ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৯ – লেডি অ্যাস্টর প্রথম মহিলা সংসদ সদস্য হিসেবে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে আসন গ্রহণ করেন।

১৯২০ – পি. জে. হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন।

১৯৪৮ – ইউনিয়ন অব বার্মা গঠিত হয়।

১৯৫৫ – মন্টেগোমারিতে মার্টিন লুথার কিং (জুনিয়র) কৃষ্ণাঙ্গদের বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

১৯৫৮ – মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৯ – অ্যান্টার্কটিকা বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৩ – নাগাল্যান্ড ভারতের ১৬তম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়।

১৯৬৪ – মালাউই, মাল্টা ও জাম্বিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭১ – ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর পুনরুদ্ধার করে।

১৯৮০ – বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

১৯৮১ – এইচআইভি ভাইরাসের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১৯৮৮ – বেনজির ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

১৯৯০ – ইংলিশ চ্যানেলের নিচে টানেল তৈরি করে যুক্তরাজ্য ও ফ্রান্সের সংযোগ স্থাপন করা হয়।

২০০২ – গাইবান্ধায় জাকাতের কাপড় বিতরণে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু হয়।

জন্ম

১০৮১ – ফ্রান্সের ষষ্ঠ লুই।

১৭৬১ – ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।

১৮৪৭ – জুলিয়ান মুর, আমেরিকান কবি।

১৮৫৮ – মহেশচন্দ্র ভট্টাচার্য, হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী, সমাজসেবী ও দানবীর। (মৃত্যু: ১০/০২/১৯৪৪)

১৯০০ – মুহম্মদ কুদরাত-এ-খুদা, রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ।

১৯০৩ – অনন্ত সিং, চট্টগ্রামের যুব বিদ্রোহের অন্যতম নায়ক। (মৃত্যু: ২৫/০১/১৯৭৯)

১৯১৭ – বিমলচন্দ্র সিংহ, সংস্কৃত সাহিত্য, দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষায় পণ্ডিত ও লেখক। (মৃত্যু: ১৭/০৪/১৯৬১)

১৯৩২ – অদ্রীশ বর্ধন, বাঙালি ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান লেখক ও সম্পাদক। (মৃত্যু: ২০/০৫/২০১৯)

১৯৩৫ – উডি অ্যালেন, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, নাট্যকার এবং জ্যাজ সঙ্গীতজ্ঞ।

১৯৪২ – রেজাউল করিম হীরা, বাংলাদেশের রাজনীতিবিদ।

১৯৫৪ – মেধা পাটকর, ভারতের খ্যাতনামা সমাজকর্মী।

১৯৫৫ – উদিত নারায়ণ, ভারতীয় সঙ্গীতশিল্পী।

মৃত্যু

১১৩৫ – ইংল্যান্ডের প্রথম হেনরি, রাজা।

১২৪১ – ইংল্যান্ডের ইসাবেলা, জার্মানির রাণী।

১৪৩৩ – সম্রাট গো-কোমাত্সু, জাপানের সম্রাট।

১৯২৮ – হোসো রিভেরা, কলম্বীয় কবি ও ঔপন্যাসিক।

১৯৪৭ – গডফ্রি হ্যারল্ড হার্ডি, ব্রিটিশ গণিতবিদ।

১৯৫২ – মুহাম্মদ আবদুল্লাহিল বাকী, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।

১৯৬৪ – জে. বি. এস. হ্যালডেন, ব্রিটিশ-ভারতীয় বিজ্ঞানী। (জন্ম: ০৫/১১/১৮৯২)

১৯৭৪ – সুচেতা কৃপালনী, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক। (জন্ম: ২৫/০৬/১৯০৮)

১৯৯০ – বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক ও রাজনীতিবিদ। (জন্ম: ১৮/০৮/১৯০০)

১৯৯১ – অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার, অর্থনীতিতে নোবেলজয়ী।

১৯৯৭ – খান আতাউর রহমান, বাংলাদেশি চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও নির্মাতা।

১৯৯৯ – শান্তিদেব ঘোষ, বাঙালি লেখক, কণ্ঠশিল্পী ও রবীন্দ্রসংগীত বিশারদ। (জন্ম: ০৭/০৫/১৯১০)

২০১৩ – পূরবী দত্ত, বাঙালি সঙ্গীতশিল্পী ও নজরুলগীতি বিশেষজ্ঞা। (জন্ম: ১৯৪২)

২০১৫ – উস্তাদ সাবরি খান, ভারতীয় সারেঙ্গি বাদক। (জন্ম: ১৯২৭)

২০১৮ – আনোয়ার হোসেন, বাংলাদেশি আলোকচিত্রী ও চলচ্চিত্র ভিডিওগ্রাফার।

২০১৮ – তারামন বিবি, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা।

Events

631 – The Tabuk expedition led by Prophet Muhammad (PBUH) begins.

1420 – Henry IV of England enters Paris.

1626 – Pasha Muhammad Ibn Faruq, the governor of Jerusalem, is deposed.

1640 – Portugal gains independence from Spain.

1768 – A slave ship sinks, resulting in numerous deaths.

1821 – Santo Domingo declares independence from Spanish rule.

1834 – Slavery is abolished in the Cape Colony.

1835 – Hans Christian Andersen publishes his first book.

1852 – Telegraph services begin in the Netherlands.

1918 – Iceland gains independence from Denmark.

1919 – Lady Astor becomes the first female Member of Parliament to take her seat in the UK’s House of Commons.

1920 – P.J. Hartog becomes the first Vice-Chancellor of Dhaka University.

1948 – The Union of Burma is established.

1955 – Martin Luther King Jr. begins a historic movement against racial segregation in Montgomery, Alabama.

1958 – The Central African Republic gains independence from France.

1959 – An agreement is signed declaring Antarctica as a scientific preserve.

1963 – Nagaland is declared the 16th state of India.

1964 – Malawi, Malta, and Zambia gain membership in the United Nations.

1971 – Indian forces recapture parts of Kashmir from Pakistan.

1980 – The first color television broadcast begins in Bangladesh.

1981 – The existence of the HIV virus is officially announced.

1988 – Benazir Bhutto is elected as the first female Prime Minister of Pakistan.

1990 – A tunnel under the English Channel connects the UK and France.

2002 – 50 people are trampled to death in Gaibandha, Bangladesh, during a stampede for zakat clothing distribution.

Births

1081 – Louis VI of France.

1761 – Marie Tussaud, founder of Madame Tussauds Wax Museum.

1847 – Julian Moore, American poet.

1858 – Mahesh Chandra Bhattacharyya, homeopathy pioneer and philanthropist. (Died: 10/02/1944)

1900 – Muhammad Qudrat-e-Khuda, chemist, writer, and educator.

1903 – Ananta Singh, a leader of the youth rebellion in Chittagong. (Died: 25/01/1979)

1917 – Bimal Chandra Singh, a scholar in Sanskrit literature, philosophy, and French. (Died: 17/04/1961)

1932 – Adrish Bardhan, Bengali novelist, science fiction writer, and editor. (Died: 20/05/2019)

1935 – Woody Allen, American filmmaker, producer, actor, playwright, and jazz musician.

1942 – Rezaul Karim Hira, Bangladeshi politician.

1954 – Medha Patkar, renowned Indian social activist.

1955 – Udit Narayan, Indian playback singer.

Deaths

1135 – Henry I of England.

1241 – Isabella of England, Queen of Germany.

1433 – Emperor Go-Kōmyō of Japan.

1928 – José Eustasio Rivera, Colombian poet and novelist.

1947 – G.H. Hardy, British mathematician.

1952 – Muhammad Abdullahil Baki, anti-British revolutionary.

1964 – J.B.S. Haldane, British-Indian scientist. (Born: 05/11/1892)

1974 – Sucheta Kripalani, Indian freedom fighter and politician. (Born: 25/06/1908)

1990 – Vijaya Lakshmi Pandit, Indian diplomat and politician. (Born: 18/08/1900)

1991 – Prof. George J. Stigler, Nobel Prize-winning economist.

1997 – Khan Ataur Rahman, Bangladeshi actor, composer, singer, and filmmaker.

1999 – Shantidev Ghosh, Bengali author, singer, and Rabindra Sangeet specialist. (Born: 07/05/1910)

2013 – Purabi Dutta, Bengali singer and Nazrul Sangeet expert. (Born: 1942)

2015 – Ustad Sabri Khan, Indian Sarangi player. (Born: 1927)

2018 – Anwar Hossain, Bangladeshi photographer and cinematographer.

2018 – Taramon Bibi, Bir Protik awardee and female freedom fighter of Bangladesh.

Share:

Leave a Comment

error: Content is protected !!