ইতিহাসে আজকের দিন ২৩ অক্টোবর
ইতিহাসে আজকের দিন ২৩ অক্টোবর
১০৯১: লন্ডনে টর্নেডোর কারণে দুজনের মৃত্যু হয়।
১১৫৭: ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৫২০: জার্মানির রাজা প্রথম কার্লোস অভিষিক্ত হন।
১৬৮১: ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।
১৭৬৪: বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজিত হন।
১৭৯০: হাইতিতে দাস বিদ্রোহের ঘটনা ঘটে।
১৮১৪: ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি সম্পন্ন হয়।
১৮৫৩: রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।
১৯১৫: নিউ ইয়র্কে ভোটাধিকারের দাবিতে ২৫ হাজার নারীর বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।
১৯১৮: চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।
১৯২৩: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
১৯৩২: রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।
১৯৪১: ওয়াল্ট ডিজনির ‘ডাম্বো’ মুক্তি পায়।
১৯৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিশরের আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসী বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়।
১৯৪৩: আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৩: হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি কমিউনিস্ট পার্টিকে ভেঙ্গে দিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।
১৯৫৫: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়।
১৯৫৬: সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।
১৯৫৯: কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।
১৯৭১: সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানায় যে, শেখ মুজিবের মুক্তি এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি ছাড়া সৈন্য প্রত্যাহার সম্ভব নয়।
১৯৮৩: বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসী সেনাদের ঘাটিতে মুসলমান জঙ্গিদের হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসী সেনা নিহত হয়।
১৯৮৯: হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
১৯৯১: কম্বোডিয়ায় গৃহযুদ্ধের অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯১: ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।
১৯৯৩: চীনের ইয়াং ফু সেতু সকাল ১০টায় সফলভাবে নির্মিত এবং চালু হয়।
জন্ম
১৫০৩: জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।
১৮৩৮: গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি। (মৃ. ১৯১৭)
১৮৮৬: সুখলতা রাও, প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী। (মৃ. ০৯/০৭/১৯৬৯)
১৯২৯: শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক। (মৃ. ১৭/০৮/২০০৬)
১৯৪০: ফুটবল জাদুকর পেলে।
১৯৪১: চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।
১৯৪৩: মোহাম্মদ রফিক, বাংলাদেশি কবি।
১৯৪৬: সৈয়দ আবুল মকসুদ, কবি, লেখক, গবেষক ও কলামিস্ট।
১৯৫৭: সুনীল মিত্তল, ভারতীয় শিল্পপতি এবং সমাজসেবী।
১৯৫৮: হানিফ সংকেত, বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।
১৯৭০: চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।
১৯৭৩: মালাইকা অরোরা, ভারতীয় মডেল এবং অভিনেত্রী।
১৯৭৩: পেরিজাদ জোরাবিয়ান, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৯: প্রভাস, ভারতীয় অভিনেতা, মূলত তেলুগু সিনেমায় কাজ করেছেন।
১৯৯৫: অনুস্মৃতি সরকার, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
১৬২৩: তুলসীদাস, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।
১৮৬৭: ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৭২: থিওফিল গৌতিয়া, ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।
১৯১০: থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।
১৯১২: রামতারণ সান্যাল, বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা। (জন্ম: ১৮৫৮)
১৯২১: জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক। (জন্ম: ১৮৪০)
১৯৭৩: নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী। (জন্ম: ১২/০১/১৮৮৬)
১৯৮৩: খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
২০০৫: আবদুর রাজ্জাক, বাংলাদেশী চিত্রশিল্পী ও ভাস্কর।
২০১২: সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। (জন্ম: ৭/০৯/১৯৩৪)
২০১৪: গোলাম আযম, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ইসলামী রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী।
২০২৩: বিষেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার। (জন্ম: ২৫/০৯/১৯৪৬)
Today In History 23 October
1091: Two people die in a tornado in London.
1157: The civil war in Denmark comes to an end.
1520: Charles I of Germany is inaugurated.
1681: The French army captures Strasbourg.
1764: Mir Kasim is defeated by the British in the Boxer War.
1790: A slave rebellion occurs in Haiti.
1814: The first plastic surgery is performed in England.
1853: The Russo-Turkish War begins.
1915: A massive march of 25,000 women advocating for voting rights takes place in New York.
1918: Charlie Chaplin marries Mildred Harris.
1923: Chittaranjan Das publishes the newspaper ‘Forward.’
1932: The Fred Allen Show begins on the radio.
1941: Walt Disney’s ‘Dumbo’ is released.
1942: The famous Battle of El Alamein takes place between British and German Nazi forces in northern Egypt during World War II.
1943: The Azad Hind government declares war against Britain.
1953: Hungarian nationalist Prime Minister Imre Nagy dissolves the Communist Party and establishes an independent government free from Soviet influence.
1955: The Awami Muslim League holds a biennial conference in East Pakistan, forming the Awami League by dropping the term “Muslim.”
1956: The people of Hungary begin a revolt against Soviet dominance.
1959: Border clashes between India and China begin in Kashmir.
1971: Soviet authorities inform the U.S. government that troop withdrawal is impossible without the release of Sheikh Mujibur Rahman and a quick political resolution in East Pakistan.
1983: In Beirut, 241 U.S. and 58 French soldiers are killed in a militant attack on their barracks.
1989: Hungary becomes a democratic republic.
1991: A peace treaty is signed in Cambodia to end the civil war after 13 years.
1991: South Africa gains the right to participate in the Cricket World Cup after 21 years.
1993: The Yangpu Bridge in China is successfully constructed and opened at 10 a.m.
Birth
1503: Empress Isabella of Germany.
1838: Govindachandra Roy, Indian Bengali poet. (Died 1917)
1886: Sukhlata Rao, renowned Bengali children’s author and social worker. (Died 09/07/1969)
1929: Shamsur Rahman, Bengali poet and writer. (Died 17/08/2006)
1940: Football legend Pelé.
1941: Chashi Nazrul Islam, Bangladeshi film director.
1943: Mohammad Rafiq, Bangladeshi poet.
1946: Syed Abul Maksud, poet, writer, researcher, and columnist.
1957: Sunil Mittal, Indian businessman and philanthropist.
1958: Hanif Sanket, Bangladeshi television presenter, writer, and director.
1970: Fan Changqiang, a renowned correspondent from China.
1973: Malaika Arora, Indian model and actress.
1973: Perizaad Zorabian, Indian actress.
1979: Prabhas, Indian actor known primarily for Telugu cinema.
1995: Anushmriti Sarkar, Indian actress.
Death
1623: Tulsidas, a prominent Hindi poet and author of the Ramayana.
1867: Franz Bopp, German linguist.
1872: Théophile Gautier, a famous French writer and poet.
1910: King Chulalongkorn of Thailand.
1912: Ramtaran Sanyal, a renowned musicologist and stage actor. (Born: 1858)
1921: John Boyd Dunlop, inventor of the tire. (Born: 1840)
1973: Nelly Sengupta, a political activist, social worker, and tireless freedom fighter. (Born: 12/01/1886)
1983: Khandakar Abdul Hamid, a Bangladeshi journalist and politician.
2005: Abdur Razzak, Bangladeshi painter and sculptor.
2012: Sunil Gangopadhyay, Bengali writer. (Born: 07/09/1934)
2014: Ghulam Azam, a retired Islamic politician from Bangladesh, convicted for crimes against humanity during the Liberation War.
2023: Bishen Singh Bedi, a former and renowned international cricketer from India. (Born: 25/09/1946)