ইতিহাসে আজকের দিন ২৪ সেপ্টেম্বর
ইতিহাসে আজকের দিন ২৪ সেপ্টেম্বর
– ১৭২৬: ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
– ১৭৮৯: যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয়।
– ১৭৮৯: মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
– ১৮০৫: ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান স্থগিত করেন।
– ১৮৪১: ব্রুনেইর সুলতান সারাওয়াক দ্বীপ ব্রিটেনের কাছে হস্তান্তর করেন।
– ১৮৭৫: কলকাতায় আলিপুর চিড়িয়াখানা খোলা হয়।
– ১৯১৯: বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঝড়ে ফরিদপুর, ঢাকা ও পূর্ব ময়মনসিংহের বহু এলাকা বিধ্বস্ত হয়।
– ১৯৩২: প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় ক্লাব আক্রমণ শেষে আত্মাহুতি দেন।
– ১৯৩২: মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
– ১৯৩৯: জার্মান বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে।
– ১৯৪৮: হোন্ডা মোটরস্ কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
– ১৯৬০: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।
– ১৯৬৮: সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
– ১৯৭৩: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে নাইজার স্বীকৃতি দেয়।
– ১৯৭৪: গিনি-বিসাউ পর্তুগালের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
– ১৯৮৮: বাংলাদেশের বিশিষ্ট আলেম ও বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী ইন্তেকাল করেন।
– ১৯৯০: সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
– ২০০৭: ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
জন্ম
– ১৫০১: জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি। (মৃ. ১৫১৫)
– ১৫৩৪: গুরু রামদাস, শিখ ধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু। (মৃ. ১৫৮১)
– ১৮৬১: ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। (মৃ. ১৩/০৮/১৯৩৬)
– ১৮৬৯: ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক। (মৃ. ১৭/১০/১৯৩৭)
– ১৮৮৪: ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৭৩)
– ১৮৯৬: এফ. স্কট ফিট্জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক। (মৃ. ১৯৪০)
– ১৮৯৮: হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী। (মৃ. ১৯৬৮)
– ১৯০২: রুহুল্লাহ খোমেনী, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। (মৃ. ১৯৮৯)
– ১৯০৭: সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর। (মৃ. ০৬/০৬/১৯৭৪)
– ১৯৪০: আরতি সাহা, ভারতীয় সাঁতারু। (মৃ. ২৩/০৮/১৯৯৪)
– ১৯৫০: মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক।
– ১৯৫৮: মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২২/০৭/১৯৮৬)
– ১৯৫৯: মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার ও বিশিষ্ট চিত্রগ্রাহক।
মৃত্যু
– ১৮৫৯: সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।
– ১৮৬০: ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া (মোহসীন উদ্দীন)।
– ১৯২৪: উইলিয়াম পিয়ার্সন, ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসাহিত্যের ইংরেজি অনুবাদক (জ. ১৮৮১)।
– ১৯২৫: গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক (জ. ২৮/০৬/১৮৯৪)।
– ১৯৩২: প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতিদানকারী বাঙালি নারী (জ. ০৫/০৫/১৯১১)।
– ২০০৪: রাজা রামান্না, ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী (জ. ২৮/০১/১৯২৫)।
– ২০১০: ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক (জ. ১৭/০১/১৯৩০)।
– ২০২০: শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী (জ. ২০/০৯/১৯৫২)।
Today in History 24 September
– 1726: The East India Company received permission to establish Municipal Corporation Mayor Courts in Kolkata, Madras, and Bombay.
– 1789: The postal system was introduced in the United Kingdom.
– 1789: The Supreme Court of the United States was established.
– 1805: French Emperor Napoleon Bonaparte suspended his major military campaign.
– 1841: The Sultan of Brunei ceded the island of Sarawak to Britain.
– 1875: Alipore Zoo in Kolkata was opened.
– 1919: A severe cyclone originating from the Bay of Bengal devastated the districts of Faridpur, Dhaka, and East Mymensingh.
– 1932: Pritilata Waddedar, a revolutionary woman from Bengal, gave her life after attacking the European Club in Chittagong.
– 1932: Mahatma Gandhi and B. R. Ambedkar agreed on the Poona Pact.
– 1939: The German air force began a massive bombing campaign on Warsaw, the capital of Poland.
– 1948: Honda Motor Company was founded.
– 1960: The International Development Association (IDA) was formed.
– 1968: Swaziland gained membership in the United Nations.
– 1973: Niger recognized Bangladesh as an independent nation.
– 1974: Guinea-Bissau gained independence from Portugal.
– 1988: Notable Bangladeshi scholar, social reformer, and revolutionary leader Shamsul Huda Panchbagi passed away.
– 1990: The Soviet Parliament voted in favor of a market economy.
– 2007: The Indian cricket team became world champions after defeating Pakistan in the T20 World Cup final.
Birth
– 1501: Girolamo Cardano, an Italian physician, mathematician, astrologer, and gambler. (d. 1515)
– 1534: Guru Ram Das, the fourth Guru among the ten Sikh Gurus. (d. 1581)
– 1861: Vikaji Rustam Kama, an important figure in the Indian independence movement and revolutionary activities. (d. 13/08/1936)
– 1869: Kshitindranath Thakur, a member of the Thakur family and an activist and writer in the Brahmo Samaj. (d. 17/10/1937)
– 1884: Ismet İnönü, a Turkish general and politician. (d. 1973)
– 1896: F. Scott Fitzgerald, an American novelist. (d. 1940)
– 1898: Howard Florey, a Nobel Prize-winning Australian biologist. (d. 1968)
– 1902: Ruhollah Khomeini, known in the Western world as Ayatollah Khomeini, an Iranian politician, revolutionary, and religious leader. (d. 1989)
– 1907: Sudhir Ranjan Khastagir, an Indian painter of Bengal’s artistic heritage. (d. 06/06/1974)
– 1940: Arati Saha, an Indian swimmer. (d. 23/08/1994)
– 1950: Mahindra Amarnath, a former Indian Test cricketer and cricket analyst.
– 1958: Mahua Ray Chowdhury, a renowned Indian Bengali actress. (d. 22/07/1986)
– 1959: Mishuk Munier, a prominent television journalist and cameraman from Bangladesh.
Death
– 1859: Nanasahib, a brave warrior of the Sepoy Mutiny.
– 1860: Dudu Mia (Mohsin Uddin), leader of the Faraizi Movement.
– 1924: William Pearson, British clergyman, educator, and translator of Rabindranath Tagore’s works into English (b. 1881).
– 1925: Gokulchandra Nag, one of the founders and assistant editor of the renowned ‘Kallol’ magazine (b. 28/06/1894).
– 1932: Pritilata Waddedar, a Bengali woman who sacrificed her life in the anti-British independence movement (b. 05/05/1911).
– 2004: Raja Ramanna, renowned Indian nuclear scientist (b. 28/01/1925).
– 2010: Kshetra Gupta, Bengali professor, critic, and essayist (b. 17/01/1930).
– 2020: Shekhar Basu, prominent Indian Bengali nuclear scientist (b. 20/09/1952).