ইতিহাসে আজকের দিন ২৫ সেপ্টেম্বর

ইতিহাসে আজকের দিন ২৫ সেপ্টেম্বর

ইতিহাসে আজকের দিন ২৫ সেপ্টেম্বর

– ১৩৪০ সালে ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর করে।

– ১৩৯৬ সালে দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয়।

– ১৪৯৩ সালে ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।

– ১৫২৪ সালে বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।

– ১৬৩৯ সালে আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।

– ১৬৫৪ সালে ইংল্যান্ড ও ডেনমার্ক বাণিজ্যচুক্তি করে।

– ১৮০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয়।

– ১৮৯৭ সালে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।

– ১৯১২ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।

– ১৯১৭ সালে কেরেনেস্কির নেতৃত্বে রাশিয়ায় তৃতীয় কোয়ালিশন সরকার দায়িত্ব নেয়।

– ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল, ইহুদি শরণার্থী সে দেশে ঢুকতে পারবে না।

– ১৯৬৯ সালে ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয়।

– ১৯৭২ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।

– ১৯৭২ সালে নরওয়তে গণভোটে কমন মার্কেটে যোগদানের বিপক্ষে ভোট পড়ে।

– ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

– ১৯৭৭ সালে শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

– ১৯৯৭ সালে ইসরাইলী গুপ্তচর সংস্থা মোসাদ ফিলিস্তিনের সংগ্রামী নেতা খালেদ মাশালকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়।

– ২০০৩ সালে জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম

১৬৪৪: ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী। (মৃত্যু: ১৭১০)

১৭৪৪: প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।

১৮৬৬: টমাস হান্ট মর্গান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ। (মৃত্যু: ১৯৪৫)

১৮৮১: চীনা লেখক লু শুন।

১৮৯৭: নোবেলজয়ী (১৯৪৯) মার্কিন কথাসাহিত্যিক উয়িলিয়াম ফকনার।

১৯২০: সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী। (মৃত্যু: ২০০২)

১৯২৫: স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশী ব্যবসায়ী ও শিল্পপতি। (মৃত্যু: ২০১২)

১৯২৯: নারী সাংবাদিকতার পথিকৃৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস। (মৃত্যু: ২০২২)

১৯৩৩: সত্য বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা। (মৃত্যু: ২০০৬)

১৯৩৯: ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। (মৃত্যু: ২০০৯)

১৯৪২: পিটার পেথেরিক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃত্যু: ২০১৫)

১৯৪৪: মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।

১৯৪৬: বিষেন সিং বেদী, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫০: জাফর ইকবাল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। (মৃত্যু: ১৯৯২)

১৯৫২: ক্রিস্টোফার রিভ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃত্যু: ২০০৪)

১৯৬৫: মিনহাজুল আবেদীন নান্নু, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৬৬: দোয়েল, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। (মৃত্যু: ২০১১)

১৯৬৮: উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯৬৯: ব্রাত্য বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৬৯: ক্যাথরিন জিটা-জোন্স, ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।

১৯৬৯: হানসি ক্রনিয়ে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃত্যু: ২০০২)

১৯৭৭: দিব্যা দত্ত, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।

১৯৮৭: অ্যাডাম লিথ, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু

১২৯৪: প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান

১৬১৭: জাপানের সম্রাট গো-ইয়োজেই

১৯৫৩: জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন

১৯৬২: চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার

১৯৬৯: মধু বসু, আসল নাম সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব (জ. ১২/০২/১৯০০)।

১৯৭০: জার্মান লেখক এরিখ মারিয়া রেমার্ক (জ. ১৮৯৮)।

১৯৭২: আর্জেন্টিনীয় কবি আলেহানদ্রা পিসারনিক (জ. ১৯৩৬)।

১৯৮০: মার্কিন চলচ্চিত্র পরিচালক লুইস মাইলস্টোন (জ. ১৮৯৫)।

১৯৮৪: কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা ওয়াল্টার পিজেয়ন (জ. ১৮৯৭)।

১৯৯০: ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন (জ. ১০/০৪/১৮৯৭)।

২০০১: বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস (জ. ১৯২৯)।

২০০৩: ফিলিস্তিনের প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এডওয়ার্ড সাইদ

২০২০: ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা এস. পি. বালসুব্রহ্মণ্যম (জ. ০৪/০৬/১৯৪৬)।

২০২১: ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন (জ. ২৪/০৪/১৯৪৬)।

Today in History: September 25

– In 1340, England and France signed a disarmament treaty.

– In 1396, the Battle of Nicopolis took place on the banks of the Danube River.

– In 1493, Christopher Columbus embarked on his second voyage with 17 ships.

– In 1524, the notable navigator Vasco da Gama came to India for the third and final time as the Viceroy of Portugal.

– In 1639, the first printing press was established in America.

– In 1654, England and Denmark signed a trade agreement.

– In 1804, the 12th Amendment to the U.S. Constitution was adopted.

– In 1897, the first British bus service was launched.

– In 1912, Columbia University established a graduate program in journalism.

– In 1917, under the leadership of Kerensky, the third coalition government of Russia took power.

– In 1942, during World War II, Switzerland issued an order barring Jewish refugees from entering the country.

– In 1969, the charter of the Organization of Islamic Cooperation (OIC) was signed.

– In 1972, Vatican City recognized Bangladesh as an independent country.

– In 1972, a referendum in Norway voted against joining the Common Market.

– In 1974, Bangladesh’s Prime Minister Sheikh Mujibur Rahman delivered a speech in Bengali at the 29th session of the United Nations.

– In 1977, nearly 4,200 people participated in the Chicago Marathon.

– In 1997, Israel’s intelligence agency Mossad made an unsuccessful attempt to assassinate Palestinian leader Khaled Mashal.

– In 2003, an 8.0 magnitude earthquake struck the city of Hokkaido, Japan.

Births

– 1644: Ole Rømer, Danish astronomer. (Died: 1710)

– 1744: Frederick William II, King of Prussia.

– 1866: Thomas Hunt Morgan, American geneticist and embryologist. (Died: 1945)

– 1881: Lu Xun, Chinese writer.

– 1897: William Faulkner, American novelist and Nobel laureate (1949). (Died: 1962)

– 1920: Satish Dhawan, Indian mathematician and aerospace engineer. (Died: 2002)

– 1925: Samson H. Chowdhury, Bangladeshi businessman and industrialist. (Died: 2012)

– 1929: Barbara Walters, pioneering American television journalist and presenter. (Died: 2022)

– 1933: Satya Bandyopadhyay, prominent actor in West Bengal’s stage and film industry. (Died: 2006)

– 1939: Feroz Khan, Indian actor, director, and producer. (Died: 2009)

– 1942: Peter Petherick, New Zealand cricketer. (Died: 2015)

– 1944: Michael Douglas, American actor and producer.

– 1946: Bishan Singh Bedi, renowned former Indian international cricketer.

– 1950: Zafar Iqbal, Bangladeshi film actor and singer. (Died: 1992)

– 1952: Christopher Reeve, American film actor. (Died: 2004)

– 1965: Minhajul Abedin Nannu, Bangladeshi cricketer.

– 1966: Doyel, Bangladeshi film actress. (Died: 2011)

– 1968: Will Smith, American actor and singer.

– 1969: Bratya Basu, Indian Bengali playwright, actor, and politician.

– 1969: Catherine Zeta-Jones, Welsh film, television, and stage actress.

– 1969: Hansie Cronje, South African cricketer. (Died: 2002)

– 1977: Divya Dutta, Indian film actress and model.

– 1987: Adam Lyth, English cricketer.

Deaths

– 1294: Renowned British philosopher and chemist Roger Bacon.

– 1617: Emperor Go-Yōzei of Japan.

– 1953: German architect Erich Mendelsohn.

– 1962: Abdul Khaleque Engineer, founder of the Daily Azadi in Chittagong.

– 1969: Madhu Bose (real name Sukumar Bose), famous Bengali film director, actor, and theater personality (b. 12/02/1900).

– 1970: German writer Erich Maria Remarque (b. 1898).

– 1972: Argentine poet Alejandra Pizarnik (b. 1936).

– 1980: American film director Lewis Milestone (b. 1895).

– 1984: Canadian-American film, television, and stage actor Walter Pidgeon (b. 1897).

– 1990: Indian Bengali politician, freedom fighter, Gandhian leader, and third Chief Minister of West Bengal, Prafulla Chandra Sen (b. 10/04/1897).

– 2001: Bangladeshi composer and music director Samar Das (b. 1929).

– 2003: Prominent Palestinian writer and intellectual Edward Said.

– 2020: Indian playback singer, music director, and actor S. P. Balasubrahmanyam (b. 04/06/1946).

– 2021: Prominent Indian feminist writer, trainer, and activist Kamla Bhasin (b. 24/04/1946).

Update Affairs

Share:

Leave a Comment

error: Content is protected !!