ইতিহাসে আজকের দিন ২৮ নভেম্বর

ইতিহাসে আজকের দিন ২৮ নভেম্বর

ঘটনাবলী

🔹 ১০৯৮: সিরিয়ায় ক্রুসেডারদের হাতে ৭০,০০০ মুসলমান নিহত হয়।

🔹 ১৪৪৩: সেকেন্দার বেগ মধ্য আলবেনিয়ার ক্রুজ অঞ্চল জয় করেন এবং প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।

🔹 ১৫২০: ইউরোপীয় নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

🔹 ১৬৬০: ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

🔹 ১৬৭৬: পুদুচেরি বন্দর ফরাশিদের নিয়ন্ত্রণে আসে।

🔹 ১৮১৪: ভারতের প্রথম প্রোটেস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন কলকাতার চাঁদপাল ঘাটে পদার্পণ করেন।

🔹 ১৮১৪: লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

🔹 ১৮২১: স্পেন থেকে পানামার স্বাধীনতা ঘোষণা।

🔹 ১৯১২: তুরস্ক থেকে আলবেনিয়ার স্বাধীনতা লাভ।

🔹 ১৯৬০: মৌরিতানিয়া ফ্রান্স থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে।

🔹 ১৯৭১: ইরান ব্রিটিশ দখলমুক্ত তিনটি দ্বীপের ওপর শাসন প্রতিষ্ঠা করে।

🔹 ২০২৩: ভারতের উত্তরাখণ্ডে সিলকিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়।

জন্ম

🔹 ১১১৮: বাইজেন্টাইন সম্রাট প্রথম ম্যানুয়েল কম্নেনস।

🔹 ১৬২৮: জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।

🔹 ১৭৫৭: উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।

🔹 ১৮২০: ফ্রেডরিখ এঙ্গেলস, জার্মান সমাজবিজ্ঞানী ও মার্কসবাদের সহ-প্রতিষ্ঠাতা।

🔹 ১৯০৭: আলবার্তো মোরাভিয়া, ইতালীয় লেখক।

🔹 ১৯৩১: গোলাম রহমান, প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

🔹 ১৯৪৩: রফিকুন নবী, বাংলাদেশি চিত্রকর ও কার্টুনিস্ট।

🔹 ১৯৫০: রাসেল অ্যালান হাল্স, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

🔹 ১৯৮৭: কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।

মৃত্যু

🔹 ১০৫৮: পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।

🔹 ১৬৮০: গিয়ান লরেনজো বের্নিনি, ইতালীয় ভাস্কর ও চিত্রকর।

🔹 ১৮৫৯: ওয়াশিংটন আরভিং, মার্কিন লেখক ও কূটনীতিক।

🔹 ১৯৫৪: এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।

🔹 ১৯৯৯: জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশি শিক্ষাবিদ।

🔹 ২০০৬: মোহাম্মদ হানিফ, অবিভক্ত ঢাকার প্রথম মেয়র।

🔹 ২০১৪: চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা ও পরিচালক।

Events

🔹 1098: 70,000 Muslims were killed by Crusaders in Syria.

🔹 1443: Skanderbeg captured the Krujë region in central Albania and raised the Albanian flag for the first time.

🔹 1520: Ferdinand Magellan became the first European sailor to cross the Atlantic Ocean and enter the Pacific Ocean.

🔹 1660: The Royal Society was established in England.

🔹 1676: The French took control of the port of Pondicherry in eastern India.

🔹 1814: Thomas Fanshawe Middleton, the first Protestant bishop of India, arrived at Chandpal Ghat, Kolkata.

🔹 1814: The London Times was printed for the first time using an automatic machine.

🔹 1821: Panama declared independence from Spain.

🔹 1912: Albania gained independence from Turkey.

🔹 1960: Mauritania officially declared independence from France.

🔹 1971: After British troops left the islands of Abu Musa, Greater Tunb, and Lesser Tunb, Iran established control over them.

🔹 2023: In Uttarakhand, India, 41 workers trapped in the Silkyara tunnel were rescued after 17 days.

Births

🔹 1118: Manuel I Komnenos, Byzantine Emperor.

🔹 1628: John Bunyan, English preacher and author.

🔹 1757: William Blake, English poet and painter.

🔹 1820: Friedrich Engels, German sociologist, philosopher, and co-founder of Marxism.

🔹 1907: Alberto Moravia, Italian journalist and writer.

🔹 1931: Golam Rahman, renowned Bangladeshi children’s author and journalist.

🔹 1943: Rafiqun Nabi, Bangladeshi painter and cartoonist.

🔹 1950: Russell Alan Hulse, American physicist and Nobel laureate.

🔹 1987: Karen Gillan, Scottish actress.

Deaths

🔹 1058: Casimir I, Duke of Poland.

🔹 1680: Gian Lorenzo Bernini, Italian sculptor and painter.

🔹 1859: Washington Irving, American writer and diplomat.

🔹 1954: Enrico Fermi, Italian physicist.

🔹 1999: National Professor Abdur Razzak, Bangladeshi scholar and educator.

🔹 2006: Mohammad Hanif, the first mayor of undivided Dhaka.

🔹 2014: Chespirito, Mexican actor, director, producer, and screenwriter.

Share:

Leave a Comment

error: Content is protected !!