ইতিহাসে আজকের দিন ২৯ নভেম্বর
ইতিহাসে আজকের দিন ২৯ নভেম্বর
ঘটনাবলী
🔹 ১৫২০ – স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান করেন।
🔹 ১৫৯৬ – রাজা দ্বিতীয় ফিলিপ দেশের মুদ্রা অবমূল্যায়ন করেন।
🔹 ১৭৭৫ – স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
🔹 ১৭৯২ – মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
🔹 ১৮৩৯ – গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
🔹 ১৮৯৭ – ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
🔹 ১৯১০ – ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
🔹 ১৯১৩ – যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
🔹 ১৯১৮ – লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়।
🔹 ১৯৩২ – সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
🔹 ১৯৪৪ – আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
🔹 ১৯৪৭ – জাতিসংঘ ফিলিস্তিন ভূখণ্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা ঘোষণা করে।
🔹 ১৯৮৮ – প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ বিধ্বস্ত হয়।
🔹 ১৯৯৪ – নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
🔹 ১৯৯৬ – সীমান্ত সমস্যা নিয়ে চীন ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
🔹 ২০০৪ – বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।
জন্ম
🔹 ১৪২৭ – ঝেংটংয়ে, চীনের রাজা।
🔹 ১৮৭৪ – অ্যাগাস মোনেশ, পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ।
🔹 ১৮৯৪ – বোরিস পিলনিয়াক, রুশ ঔপন্যাসিক।
🔹 ১৯০১ – মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৪৪)
🔹 ১৯১৩ – আলী সরদার জাফরি, ভারতীয় উর্দু কবি। (মৃ. ২০০০)
🔹 ১৯৩০ – অশোক রুদ্র, বিশিষ্ট বাঙালি অর্থনীতিবিদ। (মৃ. ১৯৯২)
🔹 ১৯৩২ – জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।
🔹 ১৯৩৬ – শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। (মৃ. ০৫/০৭/২০০৭)
🔹 ১৯৪৪ – মানিক সরকার, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী।
🔹 ১৯৭৩ – রায়ান গিগস, ওয়েলশ ফুটবলার।
মৃত্যু
🔹 ১০৫৮ – ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।
🔹 ১৬৪৩ – ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।
🔹 ১৮১২ – হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর। (জ. ০৩/০১/১৭৩২)
🔹 ১৯২৪ – জিয়াকোমো পুচিনো, ইটালির মিউজিক কম্পোজার।
🔹 ১৯৪৯ – কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, রস-সাহিত্যিক। (জ. ১৫/০২/১৮৬৩)
🔹 ১৯৫১ – প্রমথেশ চন্দ্র বড়ুয়া, ভারতের বিখ্যাত অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক। (জ. ২৪/১০/১৯০৩)
🔹 ১৯৮৭ – মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ও রাজনীতিবিদ।
🔹 ১৯৯৩ – জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা, ভারতের অগ্রগণ্য শিল্পপতি। (জ. ২৯/০৭/১৯০৪)
🔹 ২০০১ – জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর প্রতিভাবান গায়ক ও গিটারিস্ট।
Today In History 29 November
Events
🔹 1520 – Spanish navigator Magellan discovered a new strait.
🔹 1596 – King Philip II of Spain devalued the country’s currency.
🔹 1775 – Sir James Jay invented invisible ink.
🔹 1792 – Mark Wood’s map of entire Kolkata was first published by Mr. Bailey.
🔹 1839 – ‘Sambad Rasraj’, a weekly edited by Gourishankar Tarkabagish, was published.
🔹 1897 – The first motorcycle race took place in Surrey, England.
🔹 1910 – The traffic light was patented.
🔹 1913 – The Anti-Fascism Front was formed in Yugoslavia under the leadership of Marshal Tito.
🔹 1918 – Lithuania was declared a republic.
🔹 1932 – A treaty was signed between the Soviet Union and France.
🔹 1944 – Albania was liberated from Nazi occupation.
🔹 1947 – The United Nations voted to partition Palestine and declared Jerusalem an international zone.
🔹 1988 – A devastating cyclone and tidal surge destroyed vast areas in southern Bangladesh.
🔹 1994 – Manmohan Adhikari, a leader of Nepal’s Communist Party, was appointed Prime Minister.
🔹 1996 – A border agreement was signed between China and India.
🔹 2004 – Bangladesh Parliament passed the Reserved Women Seats Bill-2004.
Births
🔹 1427 – Zhengtong Emperor, Emperor of China.
🔹 1874 – Egas Moniz, Portuguese neurologist.
🔹 1894 – Boris Pilnyak, Russian novelist.
🔹 1901 – Mildred Harris, American silent film actress. (d. 1944)
🔹 1913 – Ali Sardar Jafri, Indian Urdu poet. (d. 2000)
🔹 1930 – Ashok Rudra, renowned Bengali economist. (d. 1992)
🔹 1932 – Jacques Chirac, former President of France.
🔹 1936 – Subhendu Chatterjee, Indian Bengali film and television actor. (d. 05/07/2007)
🔹 1944 – Manick Sarkar, Indian Bengali-American animator and laser artist.
🔹 1973 – Ryan Giggs, Welsh footballer.
Deaths
🔹 1058 – King Philip IV of France.
🔹 1643 – Claudio Monteverdi, renowned Italian composer.
🔹 1812 – Haji Muhammad Mohsin, Indian Bengali Muslim philanthropist and educator. (b. 03/01/1732)
🔹 1924 – Giacomo Puccini, Italian composer.
🔹 1949 – Kedarnath Bandyopadhyay, Bengali humorist and writer. (b. 15/02/1863)
🔹 1951 – Pramathesh Chandra Barua, renowned Indian actor, filmmaker, and screenwriter. (b. 24/10/1903)
🔹 1987 – Muhammad Toaha, active participant in the Bengali Language Movement and politician.
🔹 1993 – J.R.D. Tata, leading Indian industrialist. (b. 29/07/1904)
🔹 2001 – George Harrison, iconic singer and guitarist of the 20th century.