ইতিহাসে আজকের দিন: ২৯ সেপ্টেম্বর
ইতিহাসে আজকের দিন: ২৯ সেপ্টেম্বর
১৩৯৯ – দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।
১৪৪৮ – প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২১ – তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।
১৭৬০ – রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।
১৮২৯ – পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।
১৮৯২ – নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।
১৯০৬ – মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।
১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।
১৯৩৫ – ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।
১৯৩৯ – পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।
১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৮৮ – মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।
১৯৯২ – চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।
১৯৯২ – আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
১৫৪৭ – মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।
১৫৪৭ – মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার, কবি ও লেখক।
১৭২৫ – রবার্ট ক্লাইভ, ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। (মৃত্যু: ২২/১১/১৭৭৪)
১৮৪১ – দুর্গাচরণ রক্ষিত, ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান লেজিয়ঁ দনার প্রাপ্ত বাঙালি উদ্যোগপতি। (মৃত্যু: ১৮৯৮)
১৯০১ – এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
১৯০৯ – শশধর মুখার্জী, ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা। (মৃত্যু: ১৯৯০)
১৯১৪ – মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সির তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। (মৃত্যু: ০৭/০৪/২০০৯)
১৯৩১ – আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।
১৯৩২ – মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক। (মৃত্যু: ২৩/০৭/২০০৪)
১৯৩৬ – সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধনাঢ্য ব্যবসায়ী।
১৯৪৩ – লেস ওয়ালেসা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।
১৯৫৮ – তাপস পাল, বাঙালি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (মৃত্যু: ১৮/০২/২০২০)
১৯৭০ – খুসবু সুন্দর, ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ।
১৯৭৯ – ফ্লোরা সাইনি, ভারতীয় মডেল এবং অভিনেত্রী।
১৯৯১ – মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশী ক্রিকেটার।
মৃত্যু
১৯০০ – গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) প্রথম এম.এ. ডিগ্রিধারী এবং বিহারের প্রথম ইংরেজি দৈনিক বিহার হেরাল্ড-এর প্রতিষ্ঠাতা। (জন্ম: ১৮৪২)
১৯০২ – এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
১৯৪২ – মাতঙ্গিনী হাজরা, ভারতীয় বিপ্লবী এবং স্বাধীনতা আন্দোলনের শহীদ। (জন্ম: ১৭/১১/১৮৭০)
১৯৭৩ – ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।
Today In History: 29 September
1399 – Richard II was deposed by the Parliament.
1448 – Christian I was crowned as the King of Denmark.
1521 – The army of Ottoman Sultan Suleiman I captured Belgrade.
1760 – Russian and Austrian forces occupied Berlin.
1829 – The police force in London began its first duty.
1892 – The first night football match was held.
1906 – The U.S. Army reoccupied Cuba.
1918 – Bulgaria surrendered to the Allied Forces after several defeats in World War I.
1922 – Benito Mussolini established the first fascist government in Italy.
1929 – BBC began its first experimental TV broadcast.
1935 – The first Bengali Linotype was used in printing.
1939 – Poland was divided as Germany and the Soviet Union reached an agreement.
1939 – Identity cards were introduced in Britain.
1988 – The unpublished portion of Maulana Abul Kalam Azad’s book India Wins Freedom was opened in the Delhi High Court.
1992 – The first international flight was launched from Chittagong Shah Amanat International Airport.
1992 – The first free elections were held in Angola, located in southern Africa.
Birth
1547 – Miguel de Cervantes, Spanish novelist.
1547 – Miguel de Carvantes, renowned Spanish playwright, poet, and writer.
1725 – Robert Clive, the first English governor in India, played a key role in establishing British rule in the Indian subcontinent. (Died: 22/11/1774)
1841 – Durga Charan Rakshit, the first Bengali entrepreneur to be honored with the highest French award, Légion d’Honneur. (Died: 1898)
1901 – Enrico Fermi, Italian physicist.
1909 – Shashadhar Mukherjee, Indian Bollywood Hindi film producer. (Died: 1990)
1914 – Moni Guha, one of the prominent leaders of the Tebhaga movement in Bengal Presidency. (Died: 07/04/2009)
1931 – Anita Ekberg, famous Swedish actress.
1932 – Mehmood Ali, known as Mehmood, Indian actor, singer, director, and producer. (Died: 23/07/2004)
1936 – Silvio Berlusconi, Italian Prime Minister and wealthy businessman.
1943 – Lech Wałęsa, Nobel Peace Prize-winning Polish labor leader.
1958 – Tapas Paul, Bengali Indian film actor. (Died: 18/02/2020)
1970 – Khushbu Sundar, Indian actress and politician.
1979 – Flora Saini, Indian model and actress.
1991 – Mominul ‘Sohraw’ Haque, Bangladeshi cricketer.
Death
1900 – Guruprasad Sen, the first M.A. from East Bengal (now Bangladesh) and the founder of Bihar’s first English daily, Bihar Herald. (Born: 1842)
1902 – Émile Zola, French novelist.
1942 – Matangini Hazra, Indian revolutionary and martyr of the freedom movement. (Born: 17/11/1870)
1973 – W. H. Auden, Anglo-American poet.