ইতিহাসে আজকের দিন ২ ডিসেম্বর
ইতিহাসে আজকের দিন ২ ডিসেম্বর
ঘটনাবলী
🔹 ১৮০৪: নেপোলিয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হন।
🔹 ১৮১৫: নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।
🔹 ১৮২৩: মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো তার বিখ্যাত মনরো নীতি ঘোষণা করেন।
🔹 ১৮৫২: তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।
🔹 ১৮৫৯: আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।
🔹 ১৯৪২: স্ট্যালিনগ্রাডে জার্মানির পরাজয়।
🔹 ১৯৭১: পাক বাহিনীর হামলায় রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়।
জন্ম
🔹 ১৮৫৯: জর্জ সেউরাট, ফরাসি চিত্রশিল্পী।
🔹 ১৮৮৮: ক্ষিতিমোহন সেন, বাঙালি গবেষক ও সংগ্রাহক।
🔹 ১৯২১: কামরুল হাসান, বাংলাদেশী চিত্রশিল্পী।
🔹 ১৯৫৯: বোমান ইরানি, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
🔹 ১৯৬০: সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশী অভিনেত্রী।
মৃত্যু
🔹 ১৮৮১: কার্ল মার্ক্সের স্ত্রী জেনি মার্কস।
🔹 ১৯১৮: গুরুদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি।
🔹 ১৯৮৫: ফিলিপ লার্কিন, ইংরেজ লেখক ও কবি।
🔹 ১৯৯১: বিমল মিত্র, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক।
Today In History: 2 December
Events
🔹 1804: Napoleon assumes power.
🔹 1815: Peace treaty signed between the King of Nepal and the British.
🔹 1823: U.S. President James Monroe announces his famous Monroe Doctrine.
🔹 1852: Second French Empire proclaimed with Napoleon III as Emperor.
🔹 1859: American abolitionist and reformer John Brown is executed.
🔹 1942: German forces face defeat in Stalingrad.
🔹 1971: Power supply lines in Rampura and Malibagh damaged by attacks from Pakistani forces.
Births
🔹 1859: Georges Seurat, French painter.
🔹 1888: Kshitimohan Sen, Bengali researcher and collector.
🔹 1921: Kamrul Hasan, Bangladeshi painter.
🔹 1959: Boman Irani, Indian film actor.
🔹 1960: Suborna Mustafa, Bangladeshi actress and producer.
Deaths
🔹 1881: Jenny Marx, wife and lifelong companion of Karl Marx.
🔹 1918: Gurudas Banerjee, first Indian Bengali judge of the Calcutta High Court.
🔹 1985: Philip Larkin, English writer and poet.
🔹 1991: Bimal Mitra, Indian Bengali novelist.