ইতিহাসে আজকের দিন ৩০ সেপ্টেম্বর
ইতিহাসে আজকের দিন ৩০ সেপ্টেম্বর
“১৬৬৭ – অওরঙ্গজেবের শাসনামলে গোলকুণ্ডা মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়।
১৮৬০ – যুক্তরাজ্যে প্রথম ট্রাম চালু করা হয়।
১৮৮২ – থমাস এডিসনের উদ্ভাবিত প্রথম হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।
১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেন।
১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু করে।
১৯৩৮ – জার্মানির মিউনিখে ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৩৯ – পোল্যান্ডের বিভক্তি মেনে নিয়ে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ – যুক্তরাজ্যে পরিচয়পত্র ব্যবস্থা চালু হয়।
১৯৪৭ – পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৬৬ – বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে গিনি-বিসাউ স্বীকৃতি প্রদান করে।
১৯৯২ – বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থার সূচনা হয়।
১৯৯৩ – ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।”
জন্ম
“১২০৭ – জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি। (মৃ. ১২৭৩)
১৪৪৪ – ডোনাটো ব্রামান্তে, ইতালীয় স্থপতি।
১৭০০ – স্টানিস্লাও কনারস্কি, পোলীয় সন্ন্যাসী, কবি ও নাট্যকার।
১৮২৮ – যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), ভারতীয় যোগী ও গুরু। (মৃ. ১৮৯৫)
১৮৫৭ – কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী। (মৃ. ১৯৩২)
১৮৬৪ – সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী। (মৃ. ১৯৩২)
১৮৭০ – জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৮৯৩ – ভি. পি. মেনন, প্রাক্তন সচিব, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৯০৪ – বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৯৭)
১৯০৫ – নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯০৫ – মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)
১৯১৭ – রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। (মৃ. ১৯৯৫)
১৯২২ – হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক। (মৃ. ২০০৬)
১৯২৮ – এলি ওয়িইয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।
১৯৩১ – জ্যাঁ মারি লেঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৩৩ – অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৩)
১৯৩৪ – আনা কাশফি, ব্রিটিশ অভিনেত্রী, জন্ম ব্রিটিশ ভারতে।
১৯৩৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ। (মৃ. ২০২১)
১৯৩৯ – জাঁ মারি লেহন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।
১৯৪৩ – যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।
১৯৪৪ – আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।
১৯৫১ – ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।
১৯৬২ – প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৬৭ – দীপ্তি ভটনাগর, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
১৯৭০ – দীপা মালিক, ভারতীয় ক্রীড়াবিদ, প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিক গেমস পদক প্রাপিকা।
১৯৭২ – শান্তনু মুখার্জী, শান নামে অধিক পরিচিত, ভারতীয় গায়ক।
১৯৮৫ – শ্বেতা ভরদ্বাজ, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।
১৯৮৫ – টি-পেইন, মার্কিন র্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা।”
মৃত্যু
“১৮৭৫ – প্যারীচরণ সরকার, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও উনিশ শতকের বাংলা পাঠ্যপুস্তক রচয়িতা। (জ. ২৩/০১/১৮২৩)
১৯১৯ – শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক ও ঐতিহাসিক। (জ. ৩১/০১/১৮৪৭)
১৯৪৩ – রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক। (জ. ২৯/০৫/১৮৬৫)
১৯৫৩ – আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক। (জ. ১১/১০/১৮৭১)
১৯৫৫ – জেমস ডিন, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩১)
১৯৮৫ – সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী। (জ. ১৯২১)
১৯৯০ – প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলীয় লেখক।
১৯৯৮ – রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।
১৯৯৯ – শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।
২০০৪ – মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০১৩ – রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটারিস্ট।”
Today In History: 30 September
“1667 – Golconda was annexed into Aurangzeb’s empire.
1860 – The first tram service was introduced in Britain.
1882 – The first hydro-electric power plant, invented by Thomas Edison, was launched.
1922 – Benito Mussolini established the first fascist government in Italy.
1929 – The BBC began its first experimental television broadcast.
1938 – The historic Munich Conference took place in Germany.
1939 – Germany and the Soviet Union signed an agreement acknowledging the division of Poland.
1939 – Identity cards were introduced in Britain.
1947 – Pakistan and Yemen joined the United Nations.
1966 – Botswana gained independence from British colonial rule and began celebrating this day as its National Day.
1973 – Guinea-Bissau recognized Bangladesh as an independent nation.
1992 – Card phone service was introduced in Bangladesh.
1993 – A devastating earthquake in Maharashtra, India, claimed the lives of over 20,000 people.”
Birth
“1207 – Jalaluddin Muhammad Rumi, Persian poet. (d. 1273)
1444 – Donato Bramante, Italian architect.
1700 – Stanisław Konarski, Polish monk, poet, and playwright.
1828 – Yogiraj Shyama Charan Lahiri (Lahiri Mahasaya), Indian yogi and guru. (d. 1895)
1857 – Carl Benda, German microbiologist. (d. 1932)
1864 – Suniti Devi, Maharani of the princely state of Cooch Behar, British India. (d. 1932)
1870 – Jean-Baptiste Perrin, French-American physicist and Nobel laureate.
1893 – V. P. Menon, former Secretary of the Ministry of Home Affairs, India.
1904 – Balailal Das Mahapatra, Bengali freedom fighter. (d. 1997)
1905 – Nevill Francis Mott, English physicist and Nobel laureate.
1905 – Michael Powell, English film director, producer, and screenwriter. (d. 1990)
1917 – Rajyeswar Mitra, prominent 20th-century Bengali musician. (d. 1995)
1922 – Hrishikesh Mukherjee, Bengali director of Indian Hindi cinema. (d. 2006)
1928 – Elie Wiesel, Romanian-born American writer, professor, and social activist, Nobel laureate.
1931 – Jean-Marie Lehn, French chemist and Nobel laureate.
1933 – Ajitesh Bandopadhyay, Bengali playwright and actor. (d. 1983)
1934 – Anna Kashfi, British actress, born in British India.
1938 – Gouri Ghosh, renowned Bengali elocutionist and voice artist. (d. 2021)
1939 – Jean-Marie Lehn, French chemist and Nobel laureate.
1943 – Johann Deisenhofer, German biochemist and Nobel laureate.
1944 – Abul Kashem Fazlul Haq, Bangladeshi essayist and political thinker.
1951 – Barry Marshall, Australian physician and Nobel laureate.
1962 – Prosenjit Chatterjee, Indian Bengali film actor.
1967 – Deepti Bhatnagar, Indian actress and model.
1970 – Deepa Malik, Indian athlete and the first Indian woman to win a Paralympic Games medal.
1972 – Shantanu Mukherjee, better known as Shaan, Indian singer.
1985 – Shweta Bhardwaj, Indian actress and model.
1985 – T-Pain, American rapper, singer, producer, and actor.”
Death
“1875 – Paricharan Sarkar, Indian Bengali educator, social reformer, and author of 19th-century Bengali textbooks. (b. 23/01/1823)
1919 – Shivnath Shastri, Indian Bengali educator, social reformer, philosopher, writer, translator, and historian. (b. 31/01/1847)
1943 – Ramananda Chattopadhyay, British Indian educator and journalist. (b. 29/05/1865)
1953 – Abdul Karim Sahitya Bisharad, collector and editor of ancient Bengali literature. (b. 11/10/1871)
1955 – James Dean, American actor. (b. 1931)
1985 – Simone Signoret, French actress of German descent. (b. 1921)
1990 – Patrick White, Nobel Prize-winning English-born Australian writer.
1998 – Robert Louis Taylor, American writer.
1999 – Sheikh Ishtiaq, Bangladeshi musician.
2004 – Michael Relph, English director, producer, and screenwriter.
2013 – Ramblin’ “Tommy” Scott, American singer and guitarist.”