ইতিহাসে আজকের দিন ৩ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ৩ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ৩ ডিসেম্বর

🔹 ১৭৯০: লর্ড কর্নওয়ালিস নবাবের কাছ থেকে ফৌজদারি বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেন।

🔹 ১৮১০: ব্রিটিশরা ফরাসিদের কাছ থেকে মৌরিতাস দখল করে।

🔹 ১৮১৮: ইলিনয় আমেরিকার ২১তম অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

🔹 ১৮২৮: এন্ড্রু জ্যাকসন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

🔹 ১৮৫১: একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসে জনগণের বিদ্রোহ শুরু হয়।

🔹 ১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান পার্ল হারবার আক্রমণ করে।

🔹 ১৯৫৫: বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।

🔹 ১৯৬৭: ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড দক্ষিণ আফ্রিকার কেপটাউনে প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন।

🔹 ১৯৭১: পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় ভারত আক্রমণ করে, ফলে ভারতে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করা হয়।

🔹 ১৯৭৬: বিখ্যাত পপশিল্পী বব মারলির ওপর হামলা চালানো হয়, তবে তিনি বেঁচে যান।

🔹 ১৯৮৩: বাংলা একাডেমী বাংলা ভাষায় প্রথম শিশুদের অভিধান প্রকাশ করে।

🔹 ১৯৮৪: ভারতের ভূপালে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আড়াই হাজারেরও বেশি মানুষ মারা যায়।

🔹 ১৯৯০: তেহরানে ফিলিস্তিন বিষয়ক প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।

🔹 ১৯৯৯: বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

🔹 ২০০০: ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনার কারণে পঙ্গু শিশুদের জন্য পেনশন দাবী করা হয়।

🔹 ২০২০: কলকাতার মাঝেরহাটে সুভাষচন্দ্র বসুর স্মরণে “জয় হিন্দ সেতু” উদ্বোধন করা হয়।

জন্ম

🔹 ১৩৬৮: ষষ্ঠ চার্লস, ফ্রান্সের রাজা।

🔹 ১৮৫৭: পোলিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক জোসেফ কনরাড, ‘লর্ড জিম’ তার বিখ্যাত উপন্যাস।

🔹 ১৮৮২: খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু।

🔹 ১৮৮৪: রাজেন্দ্র প্রসাদ, ভারতের দার্শনিক, রাজনীতিবিদ এবং প্রথম রাষ্ট্রপতি। (মৃ. ২৮/০২/১৯৬৩)

🔹 ১৮৮৬: কার্ল মানে গেয়র্গ জিগবান, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী। (মৃ. ২৬/০৯/১৯৭৮)

🔹 ১৮৮৯: ক্ষুদিরাম বসু, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী বিপ্লবী। (মৃ. ১১/০৮/১৯০৮)

🔹 ১৯০০: রিচার্ড কুহ্ন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান প্রাণরসায়নী।

🔹 ১৯২২: শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের কিংবদন্তি সুরকার ও শিল্পী। (মৃ. ২৮/০৭/২০১০)

🔹 ১৯২৫: কিম দায়ে জং, নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

🔹 ১৯৩০: জাঁ লুক, ফরাসি চিত্রপরিচালক।

🔹 ১৯৩৩: পল জে. ক্রুটযেন, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ রসায়নবিদ।

🔹 ১৯৩৫: নিতুন কুণ্ডু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

🔹 ১৯৩৬: আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষাবিদ, কবি ও লেখক।

🔹 ১৯৪৮: রক ব্যান্ড ব্ল্যাক সাবাথের ভোকাল ওজি অসবর্ন।

🔹 ১৯৭০: ক্রিস্তিয়ান কারেম্ব্যু, ফরাসি ফুটবল খেলোয়াড়।

🔹 ১৯৭৬: মার্ক বাউচার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

🔹 ১৯৮১: ব্রায়ান বনসাল্, আমেরিকান অভিনেতা।

🔹 ১৯৮২: মাইকেল এসিয়েন, ঘানার ফুটবলার।

🔹 ১৯৮৬: ব্রিটানি ক্যামেরুন, মার্কিন ফুটবলার।

মৃত্যু

🔹 ১৫৫২: সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, রোমান ক্যাথলিক মিশনারী।

🔹 ১৮৬৮: হরচন্দ্র ঘোষ, ঊনিশ শতকের বাঙালি বিচারক ও সমাজ সংস্কারক। (জ. ২৩/০৭/১৮০৮)

🔹 ১৮৯০: বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার।

🔹 ১৮৯২: আফানাস্য ফেট, রাশিয়ান লেখক ও কবি।

🔹 ১৯১৯: অগাস্টো রেনোয়ার, ফরাসি চিত্রশিল্পী।

🔹 ১৯৩৮: ব্রজেন্দ্রনাথ শীল, বাঙালি দার্শনিক। (জ. ০৩/০৯/১৮৩৮)

🔹 ১৯৫৬: মানিক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। (জ. ১৯/০৫/১৯০৮)

🔹 ১৯৫৬: সৈয়দ এমদাদ আলী, পূর্ব পাকিস্তানের লেখক।

🔹 ১৯৭৯: মেজর ধ্যানচাঁদ, প্রখ্যাত ভারতীয় হকি খেলোয়াড়। (জ. ১৯০৫)

🔹 ১৯৮২: বিষ্ণু দে, কবি ও প্রাবন্ধিক। (জ. ১৮/০৭/১৯০৯)

🔹 ১৯৯৮: সুবোধচন্দ্র সেনগুপ্ত, সাহিত্য সমালোচক ও শেক্সপিয়ার বিশেষজ্ঞ। (জ. ২৭/০৬/১৯০৩)

🔹 ১৯৯৯: রোকনুজ্জামান খান, সাহিত্যিক ও সাংবাদিক। (জ. ০৯/০৪/১৯২৫)

🔹 ২০১১: দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা। (জ. ২৬/০৯/১৯২৩)

🔹 ২০২২: মায়া ঘোষ, খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব। (জ. ১৯৪৩)

🔹 1790: Lord Cornwallis assumed criminal judicial responsibilities from the Nawab.

🔹 1810: The British captured Mauritius from the French.

🔹 1818: Illinois became the 21st state of the United States.

🔹 1828: Andrew Jackson was elected as the 7th President of the United States.

🔹 1851: The citizens of Paris revolted against the autocrat Louis Napoleon.

🔹 1941: Japan attacked Pearl Harbor during World War II.

🔹 1955: The Bangla Academy was established.

🔹 1967: Dr. Christiaan Barnard performed the first human heart transplant in Cape Town, South Africa.

🔹 1971: Pakistan attacked India during the Liberation War, prompting India to declare its second state of emergency.

🔹 1976: An assassination attempt was made on iconic pop singer Bob Marley, but he survived.

🔹 1983: Bangla Academy published the first children’s dictionary in the Bengali language.

🔹 1984: A toxic gas leak in Bhopal, India, killed over 2,500 people.

🔹 1990: The first Islamic Conference on Palestine was held in Tehran.

🔹 1999: Bangladesh hosted its first women’s book fair at Dhanmondi Women’s Complex.

🔹 2000: Calls were made in Ukraine to provide pensions for over 2,000 disabled children affected by the Chernobyl disaster.

🔹 2020: The “Jai Hind Bridge” was inaugurated in Kolkata to honor the 125th birth anniversary of Subhas Chandra Bose.

Births

🔹 1368: Charles VI, King of France.

🔹 1857: Joseph Conrad, Polish-born English author of Lord Jim.

🔹 1882: Renowned painter Nandalal Bose.

🔹 1884: Rajendra Prasad, India’s philosopher, politician, and first President. (d. 28/02/1963)

🔹 1886: Carl Manne Georg Siegbahn, Nobel laureate Swedish physicist. (d. 26/09/1978)

🔹 1889: Khudiram Bose, a prominent revolutionary of the Indian independence movement. (d. 11/08/1908)

🔹 1900: Richard Kuhn, Nobel laureate Austrian-born German biochemist.

🔹 1922: Shyamal Gupta, a legendary lyricist, composer, and singer of modern Bengali romantic songs. (d. 28/07/2010)

🔹 1925: Kim Dae-jung, Nobel laureate and President of South Korea.

🔹 1930: Jean-Luc, French filmmaker.

🔹 1933: Paul J. Crutzen, Nobel laureate Dutch chemist.

🔹 1935: Nitun Kundu, Bangladeshi painter and entrepreneur.

🔹 1936: Abu Hena Mustafa Kamal, academic, poet, and writer.

🔹 1948: Ozzy Osbourne, vocalist of the rock band Black Sabbath.

🔹 1970: Christian Karembeu, French footballer.

🔹 1976: Mark Boucher, South African cricketer.

🔹 1981: Brian Bonsall, American actor.

🔹 1982: Michael Essien, Ghanaian footballer.

🔹 1986: Brittany Cameron, American footballer.

Deaths

🔹 1552: Saint Francis Xavier, Roman Catholic missionary.

🔹 1868: Harchandra Ghosh, 19th-century Bengali judge and social reformer. (b. 23/07/1808)

🔹 1890: Billy Midwinter, English cricketer.

🔹 1892: Afanasy Fet, Russian poet and writer.

🔹 1919: Pierre-Auguste Renoir, French painter.

🔹 1938: Brajendra Nath Seal, Bengali philosopher. (b. 03/09/1864)

🔹 1956: Manik Bandopadhyay, Indian Bengali novelist. (b. 19/05/1908)

🔹 1956: Syed Emdad Ali, writer from East Pakistan.

🔹 1979: Major Dhyan Chand, legendary Indian hockey player. (b. 1905)

🔹 1982: Bishnu Dey, poet and essayist. (b. 18/07/1909)

🔹 1998: Subodh Chandra Sengupta, literature critic and Shakespearean scholar. (b. 27/06/1903)

🔹 1999: Rokonuzzaman Khan, prominent Bangladeshi writer and journalist. (b. 09/04/1925)

🔹 2011: Dev Anand, Indian actor and filmmaker. (b. 26/09/1923)

🔹 2022: Maya Ghosh, renowned drama personality. (b. 1943)

Share:

Leave a Comment

error: Content is protected !!