ইতিহাসে আজকের দিন ৪ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ৪ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ৪ ডিসেম্বর

ঘটনাবলী

🔹 ১১৫৪ – চতুর্থ অড্রিয়ান পোপ নির্বাচিত হন। তিনি একমাত্র ইংরেজ যিনি পোপ পদে অধিষ্ঠিত হয়েছেন।

🔹 ১৫৩৪ – তুরস্কের সুলতান সুলেমান বাগদাদ দখল করেন।

🔹 ১৬৪৪ – শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

🔹 ১৭৯১ – বিশ্বের প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা দি অবজার্ভার ব্রিটেনে প্রকাশিত হয়।

🔹 ১৭৯৮ – ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।

🔹 ১৮২১ – ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক সম্বাদ কৌমুদী প্রথম প্রকাশিত হয়।

🔹 ১৮২৯ – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন।

🔹 ১৮৩৩ – আমেরিকায় দাসপ্রথাবিরোধী সংগঠন গঠিত হয়।

🔹 ১৮৯৯ – টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য প্রথমবারের মতো এই জ্বরের ভ্যাকসিন মানবদেহে ব্যবহার করা হয়।

🔹 ১৯২৪ – মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।

🔹 ১৯৫৩ – শেরে বাংলা, মওলানা ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়।

🔹 ১৯৫৯ – ভারত ও নেপালের মধ্যে সেচ ও বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।

🔹 ১৯৬৫ – যুক্তরাষ্ট্র হারকিউলিস-২ রকেট দিয়ে “জেমিনি ৭” নভোযান উৎক্ষেপণ করে।

🔹 ১৯৭০ – পল্টনের বিশাল জনসমুদ্রে মওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন।

🔹 ১৯৭১ – ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ ধ্বংস করে।

🔹 ১৯৭৪ – শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন নিহত হন।

🔹 ১৯৭৫ – সুরিনাম জাতিসংঘে যোগদান করে।

🔹 ১৯৮০ – ড্রামার জন বনহ্যামের মৃত্যুর কারণে লেজেন্ডারি ইংরেজ রক ব্যান্ড লেড জেপ্লিন ভেঙে যায়।

🔹 ১৯৮১ – দিল্লির কুতুবমিনার এলাকায় পদপিষ্ট হয়ে ৪৫ জন প্রাণ হারান।

🔹 ১৯৯০ – বাংলাদেশের প্রেসিডেন্ট এরশাদ গণআন্দোলনের মুখে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন।

🔹 ১৯৯১ – সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করা হয়।

🔹 ১৯৯১ – বৈরুতে সাংবাদিক টেরি এ. অ্যান্ডারসন সাত বছর বন্দি থাকার পর মুক্তি পান।

🔹 ১৯৯৩ – রাশিয়ায় প্রেসিডেন্ট ইয়েলৎসিনের অনুগত বাহিনী পার্লামেন্ট ভবন দখল করে এবং বিদ্রোহীদের গ্রেফতার করে।

🔹 ১৯৯৫ – প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট চালু হয়।

🔹 ১৯৯৬ – মঙ্গল গ্রহে অভিযানের জন্য নভোযান পাথফাইন্ডার ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়।

🔹 ১৯৯৯ – মিশেল ফ্রান্সের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।

জন্ম

🔹 ১৮৭৫ – জার্মান কবি রাইনার মারিয়া রিলকে।

🔹 ১৮৮৮ – রমেশচন্দ্র মজুমদার, ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ। (মৃ. ১১/০২/১৯৮০)

🔹 ১৮৯৩ – দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা। (মৃ. ২০/০৬/১৯৪৩)

🔹 ১৯১০ – আর. ভেঙ্কটরমন, ভারতীয় আইনজ্ঞ, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি। (মৃ. ২৭/০১/২০০৯)

🔹 ১৯৩৫ – কাজী আবদুল বাসেত, বাংলাদেশি চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক।

🔹 ১৯৮৩ – কাজী মারুফ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

🔹 ১৯৯১ – সারাহ ভিঞ্চি, অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

মৃত্যু

🔹 ১১৩১ – ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম।

🔹 ১৯৮৯ – সৈয়দ মুহাম্মদ আহসান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

🔹 ২০০০ – কলিন কাউড্রে, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।

🔹 ২০১৬ – অরুণকুমার বসু, রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা। (জ. ১৯৩৩)

🔹 ২০১৭ –

🔸 পূরবী মুখোপাধ্যায়, প্রথিতযশা রবীন্দ্র সংগীত শিল্পী। (জ. ১৯৩৪)

🔸 শশী কাপুর, বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৮/০৩/১৯৩৮)

🔹 ২০১৯ – বব উইলিস, সাবেক ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার।

🔹 ২০২২ – বিশ্বের সেরা ১০ টেনিস তারকার কোচ নিক বলেতিয়েরি। (জ. ৩১/০৭/১৯৩১)

Today in History: December 4

Events

🔹 1154 – Adrian IV was elected as Pope. He is the only Englishman to become Pope.

🔹 1534 – Sultan Suleiman of Turkey captured Baghdad.

🔹 1644 – A peace conference was held.

🔹 1791 – The Observer, the world’s oldest weekly newspaper, was first published in Britain.

🔹 1798 – Income tax was introduced in England.

🔹 1821 – The weekly Samvad Kaumudi, edited by Bhabanicharan Bandyopadhyay and Taracharan Dutta, was first published.

🔹 1829 – Lord William Bentinck abolished the Sati practice through legislation.

🔹 1833 – An anti-slavery society was formed in America.

🔹 1899 – The typhoid fever vaccine was used on humans for the first time.

🔹 1924 – The Gateway of India was inaugurated in Mumbai.

🔹 1953 – The United Front was formed under the leadership of Sher-e-Bangla, Maulana Bhashani, and Suhrawardy.

🔹 1959 – An international agreement between India and Nepal was signed for irrigation and power projects.

🔹 1965 – The United States launched the Gemini 7 spacecraft using a Hercules-2 rocket.

🔹 1970 – Maulana Bhashani demanded independence for East Pakistan in a massive rally at Paltan.

🔹 1971 – The Indian Navy destroyed four Pakistani Navy ships during the India-Pakistan War of 1971.

🔹 1974 – A plane crash in Sri Lanka killed 191 people.

🔹 1975 – Suriname joined the United Nations.

🔹 1980 – The legendary English rock band Led Zeppelin disbanded following the death of drummer John Bonham.

🔹 1981 – A stampede at the Qutub Minar area in Delhi claimed 45 lives.

🔹 1990 – President Ershad of Bangladesh announced his decision to resign amid mass protests.

🔹 1991 – The Soviet Union was officially declared dissolved.

🔹 1991 – Journalist Terry A. Anderson was freed in Beirut after being held captive for seven years.

🔹 1993 – Russian President Yeltsin’s loyal forces captured the parliament building, detaining 1,000 rebels after a 10-hour violent clash.

🔹 1995 – The JavaScript programming language was launched.

🔹 1996 – The Pathfinder spacecraft was launched from Florida on a mission to Mars.

🔹 1999 – Michelle became the first female chairperson of a major political party in France.

Births

🔹 1875 – German poet Rainer Maria Rilke.

🔹 1888 – Ramesh Chandra Majumdar, Indian Bengali historian and professor. (D. 11/02/1980)

🔹 1893 – Durga Das Bandopadhyay, prominent Indian Bengali actor. (D. 20/06/1943)

🔹 1910 – R. Venkataraman, Indian lawyer, freedom fighter, and the eighth President of India. (D. 27/01/2009)

🔹 1935 – Kazi Abdul Baset, Bangladeshi painter and art teacher.

🔹 1983 – Kazi Maruf, Bangladeshi film actor.

🔹 1991 – Sarah Vinci, Australian 1-point wheelchair basketball player.

Deaths

🔹 1131 – Omar Khayyam, the legendary Persian poet and mathematician.

🔹 1989 – Syed Muhammad Ahsan, Governor of East Pakistan.

🔹 2000 – Colin Cowdrey, renowned English cricketer and captain, born in the Madras Presidency of British India.

🔹 2016 – Arun Kumar Basu, Rabindra expert, teacher, and creator of timeless Bengali songs. (B. 1933)

🔹 2017 –

🔸 Purabi Mukhopadhyay, eminent Rabindra Sangeet artist. (B. 1934)

🔸 Shashi Kapoor, famous Indian actor and film producer. (B. 18/03/1938)

🔹 2019 – Bob Willis, former England cricket captain, legendary fast bowler, and long-time commentator.

🔹 2022 – Nick Bollettieri, coach of 10 of the world’s top tennis players. (B. 31/07/1931)

Share:

Leave a Comment

error: Content is protected !!