ইতিহাসে আজকের দিন ৬ অক্টোবর

ইতিহাসে আজকের দিন ৬ অক্টোবর

1. ১৭০২ সালে ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথমবারের মতো ব্রিটিশ পতাকা উত্তোলিত হয়।

2. ১৭৬৯ সালে ক্যাপটেন কুক প্রথমবারের মতো নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

3. ১৮৬০ সালে ভারতীয় দন্ডবিধি আইন হিসেবে প্রণীত হয়, তবে এটি কার্যকর হয় ১৮৬২ সালের ১ জানুয়ারি থেকে।

4. ১৯০৮ সালে অস্ট্রিয়া বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূখণ্ডকে নিজের নিয়ন্ত্রণে নেয়।

5. ১৯১৮ সালে ফ্রান্স তুর্কী সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন বৈরুতে নিজেদের দখল প্রতিষ্ঠা করে।

6. ১৯২৮ সালে চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতি হন।

7. ১৯৭২ সালে মেক্সিকোর সিয়াটলের নিকটবর্তী এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় ২০৮ জন নিহত হন।

8. ১৯৭৩ সালে ক্যামেরুন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

9. ১৯৭৬ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

10. ১৯৯৫ সালে বসনিয়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম

✏️ ৮৭৭: চার্লস টাক, রোমান সম্রাট।

✏️ ১৬৬০: পল স্কারণ, ফরাসি কবি ও লেখক।

✏️ ১৮২০: জেনি লিন্ড, সুইডিশ গায়িকা ও অভিনেত্রী।

✏️ ১৮৩১: রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।

✏️ ১৮৮৭: লে করবুসিয়, সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

✏️ ১৮৮৮: নির্মলচন্দ্র চন্দ্র, জাতীয়তাবাদী রাজনীতিবিদ ও আইনজীবী (মৃত্যু: ১৯৫৩)।

✏️ ১৮৯২: লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।

✏️ ১৮৯৩: মেঘনাদ সাহা, বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী (মৃত্যু: ১৯৫৬)।

✏️ ১৯০৩: আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন, নোবেল বিজয়ী আইরিশ পদার্থবিদ ও অধ্যাপক।

✏️ ১৯০৬: জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী (মৃত্যু: ১৯৮৪)।

✏️ ১৯০৮:

ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী (মৃত্যু: ১৯৪২)।

মোহাম্মদ মোদাব্বের, বাংলাদেশী সাংবাদিক, শিশুসাহিত্যিক ও সমাজসেবক (মৃত্যু: ১৯৮৪)।

✏️ ১৯১২: অগাস্ট মারি ফ্রাঙ্কইস বেরনাইয়েরট, নোবেল বিজয়ী বেলজিয়ান রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।

✏️ ১৯৩০: রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেটার (মৃত্যু: ২০১৫)।

✏️ ১৯৩১:

নিকলাই চের্নিখ, রুশ বংশোদ্ভূত সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী (মৃত্যু: ২০০৪)।

রিকার্ডো গিয়াকনি, ইতালীয় বংশোদ্ভূত আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ।

✏️ ১৯৩৩: ভারতীয় বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত (মৃত্যু: ২০২০)।

✏️ ১৯৩৪: আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশী অর্থনীতিবিদ, কূটনীতিবিদ ও ভাষাসৈনিক।

✏️ ১৯৪৬:

জন ক্রেইগ ভেন্টার, মার্কিন জীববিজ্ঞানী।

টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার (মৃত্যু: ২০১২)।

✏️ ১৯৬৬:

শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ এবং প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার।

নিয়াল কুইন, সাবেক আইরিশ ফুটবলার ও ম্যানেজার।

✏️ ১৯৮৬: অলিভিয়া থিরল্বয়, আমেরিকান অভিনেত্রী।

✏️ ১৯৮৯: শফিউল ইসলাম সুহাস, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু

👁️ ১৯৫১: অট্টো ফ্রিটজ মেয়ারহফ, নোবেল বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।

👁️ ১৯৬২: টড ব্রাউনিং, আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

👁️ ১৯৬৭: যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, সুভাষচন্দ্র বসুর সহযোগী (জন্ম: ১৮৯৫)।

👁️ ১৯৮১: মুহাম্মদ আনোয়ার আল সাদাত, নোবেল বিজয়ী মিশরীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

👁️ ১৯৯২: বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

👁️ ১৯৯৯: আমালিয়া রডরিগুয়েজ, পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।

👁️ ২০০০: রিচার্ড ফার্নসওয়ার্থ, আমেরিকান অভিনেতা ও স্টান্টম্যান (জন্ম: ১৯২০)।

👁️ ২০১২: আন্তোনিও থিসনেরস, পেরুভিয়ান কবি।

👁️ ২০২০: এডি ভ্যান হ্যালেন, প্রখ্যাত গিটারিস্ট (জন্ম: ১৯৫৫)।

1. In 1702, the British flag was hoisted for the first time at Fort William.

2. In 1769, Captain Cook set foot in New Zealand for the first time.

3. In 1860, the Indian Penal Code was enacted, but it became effective on January 1, 1862.

4. In 1908, Austria annexed the territories of Bosnia and Herzegovina.

5. In 1918, France established its control over Beirut, previously under the Ottoman Empire.

6. In 1928, Chiang Kai-shek became the President of China.

7. In 1972, a train accident near Seattle, Mexico resulted in the death of 208 people.

8. In 1973, Cameroon recognized Bangladesh as an independent country.

9. In 1976, a military coup took place in Thailand.

10. In 1995, a 60-day ceasefire agreement was signed in Bosnia.

Birth

877: Charles the Bald, Roman Emperor.

1660: Paul Scarron, French poet and writer.

1820: Jenny Lind, Swedish singer and actress.

1831: Richard Dedekind, German mathematician.

1887: Le Corbusier, Swiss architect and urban planner.

1888: Nirmal Chandra Chandra, nationalist politician and lawyer (d. 1953).

1892: Lord Alfred Tennyson, British poet.

1893: Meghnad Saha, Bengali astrophysicist (d. 1956).

1903: Ernest Thomas Sinton Walton, Nobel Prize-winning Irish physicist and professor.

1906: Janet Gaynor, American actress and painter (d. 1984).

1908:

Carole Lombard, American film actress (d. 1942).

Mohammad Modabber, Bangladeshi journalist, children’s writer, and social worker (d. 1984).

1912: August Marie François Baron Neyer, Nobel Prize-winning Belgian politician and 14th Prime Minister.

1930: Richie Benaud, Australian cricketer (d. 2015).

1931:

Nikolai Chernykh, Soviet astronomer of Russian origin (d. 2004).

Riccardo Giacconi, Italian-American astrophysicist and astronomer.

1933: Alokeranjan Dasgupta, Indian Bengali poet (d. 2020).

1934: Abul Maal Abdul Muhith, Bangladeshi economist, diplomat, and language activist.

1946:

John Craig Venter, American biologist.

Tony Greig, English cricketer and commentator (d. 2012).

1966: Shirin Sharmin Chaudhury, Bangladeshi politician and the first female and youngest Speaker of Bangladesh.

1966: Niall Quinn, former Irish footballer and manager.

1986: Olivia Thirlby, American actress.

1989: Shafiul Islam Suhas, Bangladeshi cricketer.

Death

👁️ 1951: Otto Fritz Meyerhof, Nobel Prize-winning German-born American physician and biochemist.

👁️ 1962: Tod Browning, American actor, director, and screenwriter.

👁️ 1967: Jatindra Chandra Bhattacharya, associate of Subhas Chandra Bose (b. 1895).

👁️ 1981: Muhammad Anwar El Sadat, Nobel Prize-winning Egyptian politician and 3rd President of Egypt.

👁️ 1992: Bill O’Reilly, renowned Australian cricketer.

👁️ 1999: Amália Rodrigues, Portuguese singer and actress.

👁️ 2000: Richard Farnsworth, American actor and stuntman (b. 1920).

👁️ 2012: Antonio Cisneros, Peruvian poet.

👁️ 2020: Eddie Van Halen, famous guitarist (b. 1955).

Share:

Leave a Comment

error: Content is protected !!