ইতিহাসে আজকের দিন ৭ ডিসেম্বর

ইতিহাসে আজকের দিন ৭ ডিসেম্বর

ঘটনাবলী

🔹 ১৭৮২ – টিপু সুলতান ভারতের মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

🔹 ১৮৫৬ – রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

🔹 ১৮৭২ – বাংলায় প্রথম নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় এবং দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ মঞ্চস্থ হয়।

🔹 ১৮৮৯ – পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়।

🔹 ১৯১৭ – মার্কিন সরকার অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

🔹 ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ।

🔹 ১৯৭০ – সাধারণ নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ।

🔹 ১৯৭১ – ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

🔹 ১৯৭১ – জামালপুরের ইসলামপুর পাক হানাদার মুক্ত হয়।

🔹 ১৯৭২ – চাঁদে অ্যাপোলোর শেষ অভিযান অ্যাপোলো-১৭ যাত্রা শুরু করে।

🔹 ১৯৮৪ – কলকাতা থেকে বরুণ সেনগুপ্তর সম্পাদনায় দৈনিক বর্তমান পত্রিকার প্রকাশনা শুরু হয়।

🔹 ১৯৮৫ – ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জন্ম

🔹 ১৮৭৯ – বাঘা যতীন, বাঙালি বিপ্লবী (মৃ. ১৯১৫)।

🔹 ১৮৮৯ – রাধাকমল মুখোপাধ্যায়, চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী (মৃ. ১৯৬৮)।

🔹 ১৮৯৩ – ফে বেইন্টার, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী (মৃ. ১৯৬৮)।

🔹 ১৯১৫ – প্রফুল্লকুমার সেন, ভারতীয় বাঙালি হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রথম শল্যচিকিৎসক (মৃ. ১৯৮২)।

🔹 ১৯২৮ – নোম চমস্কি, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক।

🔹 ১৯৩৩ – মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর নামে পরিচিত), বাঙালি সাহিত্যিক।

🔹 ১৯৫৭ – জিওফ লসন, অস্ট্রেলীয় ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন কোচ।

🔹 ১৯৬০ – আবদুল্লাতিফ কাশিশ, তিউনিশীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

🔹 ১৯৭০ – কোর্টনি ব্রাউন, বার্বাডীয় ক্রিকেটার।

🔹 ১৯৮৮ – এমিলি ব্রাউনিং, অস্ট্রেলীয় অভিনেত্রী, গায়িকা ও মডেল।

🔹 ১৯৮৯ – নিকোলাস হল্ট, ইংরেজ অভিনেতা।

🔹 ১৯৯১ – অ্যানিয়া শ্রাবসোল, ইংরেজ নারী ক্রিকেটার।

মৃত্যু

🔹 ১৭৮২ – মহীশূরের বীর যোদ্ধা হায়দার আলী।

🔹 ১৯৭০ – রুব গোল্ডবার্গ, মার্কিন কার্টুনিস্ট, স্থপতি, লেখক, প্রকৌশলী ও আবিষ্কারক (জ. ১৮৮৩)।

🔹 ১৯৯১ – আতাউর রহমান খান, বাংলাদেশি রাজনীতিবিদ ও লেখক (জ. ১৯০৭)।

🔹 ২০১৪ – খলিল উল্লাহ খান, বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা (জ. ১৯৩৪)।

🔹 ২০২০ – জারওয়ালি খান, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯৫৩)।

Today’s Events, Births, and Death Anniversaries

Events

🔹 1782 – Tipu Sultan assumed power as the ruler of Mysore, India.

🔹 1856 – The first widow remarriage ceremony in India was conducted in the presence of Ishwar Chandra Vidyasagar at Rajkrishna Banerjee’s house.

🔹 1872 – The first theater in Bengal, National Theatre, was established, and Dinabandhu Mitra’s play Nil Darpan was performed.

🔹 1889 – The world’s first automobile was created.

🔹 1917 – The U.S. government declared war on Austria-Hungary.

🔹 1941 – Japan attacked Pearl Harbor during World War II.

🔹 1970 – Awami League secured an absolute majority in the National Assembly elections of Pakistan.

🔹 1971 – Bhutan recognized Bangladesh as an independent country.

🔹 1971 – The Pakistani occupation forces were defeated in Islampur, Jamalpur, Bangladesh.

🔹 1972 – The final Apollo mission, Apollo-17, began its journey to the Moon.

🔹 1984 – The first edition of the Bengali daily newspaper Bartaman was published in Kolkata, edited by Barun Sengupta.

🔹 1985 – The first SAARC Summit was held in Dhaka, Bangladesh.

Births

🔹 1879 – Bagha Jatin, Bengali revolutionary (d. 1915).

🔹 1889 – Radhakamal Mukherjee, Indian thinker and sociologist (d. 1968).

🔹 1893 – Fay Bainter, American actress (d. 1968).

🔹 1915 – Prafulla Kumar Sen, Indian Bengali and the first heart transplant surgeon in India (d. 1982).

🔹 1928 – Noam Chomsky, American linguist and philosopher.

🔹 1933 – Manishankar Mukherjee, widely known as Shankar, Bengali author.

🔹 1957 – Geoff Lawson, Australian cricketer and former coach of the Pakistan cricket team.

🔹 1960 – Abdellatif Kechiche, Tunisian-French film director and screenwriter.

🔹 1970 – Courtney Browne, Barbadian cricketer.

🔹 1988 – Emily Browning, Australian actress, singer, and model.

🔹 1989 – Nicholas Hoult, English actor.

🔹 1991 – Anya Shrubsole, English women’s cricketer.

Deaths

🔹 1782 – Hyder Ali, the warrior king of Mysore.

🔹 1970 – Rube Goldberg, American cartoonist, writer, engineer, and inventor (b. 1883).

🔹 1991 – Ataur Rahman Khan, Bangladeshi politician and writer (b. 1907).

🔹 2014 – Khalil Ullah Khan, Bangladeshi film and television actor (b. 1934).

🔹 2020 – Zarwali Khan, Pakistani Deobandi Islamic scholar (b. 1953).

Share:

Leave a Comment

error: Content is protected !!