ইতিহাসে আজকের দিন ৭ নভেম্বর
ইতিহাসে আজকের দিন ৭ নভেম্বর
১৬৫৯ – ফ্রান্স ও স্পেন ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
১৬৬৫ – ব্রিটেনের সরকারী প্রকাশনা “দ্যা লন্ডন গেজেট” প্রথমবারের মতো প্রকাশিত হয়।
১৭৮৩ – ইংল্যান্ডে শেষ প্রকাশ্য ফাঁসির ঘটনা ঘটে।
১৮২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো একটি গুরুত্বপূর্ণ মতবাদ ঘোষণা করেন।
১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার প্রদান করা হয়।
১৯১৬ – জ্যানেট র্যানকিম মার্কিন কংগ্রেসের প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
১৯১৭ – রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
১৯২৪ – কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে পৌঁছান।
১৯৪১ – পার্ল হারবারে জাপানের বোমা হামলা শুরু হয়।
১৯৪৪ – ফ্রাঙ্কলিন রুজভেল্ট রেকর্ড ভেঙে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯৭৫ – বাংলাদেশে মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার আন্দোলনের ফলে মুক্ত হন।
১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং তিনি নিহত হন।
১৯৮৭ – তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন, এবং আবেদিন বিন আলী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮৮ – আর্মেনিয়ার ভূমিকম্পে লক্ষাধিক লোক প্রাণ হারান।
১৯৮৯ – পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার পদত্যাগ করেন।
১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান হন।
১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
২০২০ – চীন বিশ্বের প্রথম ৬জি উপগ্রহ উৎক্ষেপণ করে।
জন্মবার্ষিকী
৯৯৪ – ইবনে হাজম, বিশিষ্ট মুসলিম দার্শনিক।
১৭২৮ – ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিষ্কারক।
১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৮৬৭ – মারি ক্যুরি, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
১৮৭৯ – লিওন ত্রোত্স্কি, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবী।
১৮৮৮ – স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, নোবেলজয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী।
১৯০৩ – কনরাড লরেঞ্জ, নোবেলজয়ী প্রাণিবিজ্ঞানী।
১৯১৩ – আলবেয়ার কামু, নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক।
১৯২২ – গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা।
১৯২৯ – এরিক ক্যান্ডেল, নোবেলজয়ী স্নায়ুবিজ্ঞানী।
১৯৩১ – আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী।
১৯৪৩ – মাইকেল স্পেন্স, নোবেলজয়ী অর্থনীতিবিদ।
১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭১ – ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৮ – রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।
১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় অভিনেত্রী।
১৯৮১ – অনুষ্কা শেট্টি, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
মৃত্যুবরণ
১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক।
১৯৬৮ – গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।
১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা।
১৯৭৫ – এ.টি.এম. হায়দার, মুক্তিযোদ্ধা।
২০১১ – জো ফ্রেজিয়ার, হেভিওয়েট মুষ্টিযোদ্ধা।
২০১২ – এলেন ডগলাস, আমেরিকান লেখক।
২০১৩ – রন ডেলও, ইংরেজ ফুটবল খেলোয়াড়।
২০১৯ – নবনীতা দেবসেন, বাঙালি কবি ও শিক্ষাবিদ।
Today In History 7 November
1659 – The historic Treaty of the Pyrenees was signed between France and Spain.
1665 – Britain’s official publication, The London Gazette, was first published.
1783 – The last public execution took place in England.
1823 – James Monroe, the fifth President of the United States, announced a significant doctrine.
1893 – Women were granted the right to vote in the U.S. state of Colorado.
1916 – Jeannette Rankin was elected as the first female member of the U.S. Congress.
1917 – Under Lenin’s leadership, the world’s first socialist state was established in Russia.
1924 – Rabindranath Tagore arrived in Buenos Aires, Argentina.
1941 – Japan began bombing Pearl Harbor.
1944 – Franklin Roosevelt was elected U.S. President for a record-breaking fourth term.
1956 – The Suez Canal conflict ended due to the United Nations’ intervention.
1975 – In Bangladesh, Major General Ziaur Rahman was freed from house arrest due to a joint uprising of soldiers and civilians.
1975 – Khaled Mosharraf’s coup failed, and he was killed by soldiers.
1987 – Tunisian President Habib Bourguiba was ousted, and Zine El Abidine Ben Ali assumed the presidency.
1988 – An earthquake in Armenia claimed the lives of hundreds of thousands of people.
1989 – East Germany’s communist government resigned.
1990 – Mary Robinson became the first female President of the Irish Republic.
1996 – A cyclone in Andhra Pradesh, India, claimed the lives of 2,500 people.
2020 – China launched the world’s first 6G satellite.
Birth Anniversaries
994 – Ibn Hazm, renowned Muslim philosopher.
1728 – Captain James Cook, British naval officer and explorer.
1858 – Bipin Chandra Pal, Indian independence activist.
1867 – Marie Curie, Nobel laureate physicist and chemist.
1879 – Leon Trotsky, Soviet socialist revolutionary.
1888 – Sir Chandrasekhara Venkata Raman, Nobel laureate Indian physicist.
1903 – Konrad Lorenz, Nobel laureate zoologist.
1913 – Albert Camus, Nobel laureate French-Algerian writer.
1922 – Ghulam Azam, Bangladeshi political leader.
1929 – Eric Kandel, Nobel laureate neuroscientist.
1931 – Aminul Islam, Bangladeshi painter.
1943 – Michael Spence, Nobel laureate economist.
1954 – Kamal Haasan, Indian film actor.
1971 – Rituparna Sengupta, Indian Bengali actress.
1978 – Rio Ferdinand, British footballer.
1979 – Raima Sen, Indian film actress.
1981 – Anushka Shetty, South Indian film actress known for Telugu and Tamil films.
Deaths
1862 – Bahadur Shah Zafar, the last emperor of the Mughal Empire.
1923 – Ashwini Kumar Dutta, Bengali politician, social worker, and writer.
1968 – Gordon Coventry, Australian football player.
1975 – Khaled Mosharraf, Bangladeshi freedom fighter.
1975 – A.T.M. Haider, Bangladeshi freedom fighter and sector commander.
2011 – Joe Frazier, heavyweight boxer.
2012 – Ellen Douglas, American author.
2013 – Ron Delany, English footballer and manager.
2019 – Nabaneeta Dev Sen, Bengali poet, writer, and educator.