কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি | মিটার রিডার কাম মেসেঞ্জার | ০৭.০৯.২০২৪
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পরীক্ষার তারিখ: ০৭.০৯.২০২৪
১. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এটি কার উক্তি?
ক. চণ্ডীদাস✔
খ. স্বামী বিবেকানন্দ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
২. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কী?
ক. নিন্দনীয়
খ. আনন্দ
গ. নিখুঁত✔
ঘ. দুঃখ
৩. ‘সাগরকন্যা’ বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম?
ক. কক্সবাজার
খ. কুয়াকাটা✔
গ. ভোলা
ঘ. সেন্টমার্টিন
৪. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৯টি
খ. ১১টি✔
গ. ১২টি
ঘ. ১৫টি
৫. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. ধ্বনি✔
গ. বর্ণ
খ. শব্দ
ঘ. অক্ষর
৬. যা দমন করা কষ্টকর। এক কথায়-
ক. অদম্য
খ. দুর্দমনীয় ✔
গ. দুর্নিবার
ঘ. অনিবার্য
৭. মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি?
ক. ৪টি✔
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১১টি
৮. সমাস ভাষাকে কি করে?
ক. সংক্ষেপ করে✔
খ. অর্থপূর্ণ করে
গ. বিস্তৃত করে
ঘ. অর্থের রূপান্তর ঘটায়
৯. ‘লালসালু’ উপন্যাসের রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. মুনীর চৌধুরী
গ. কবি জসীম উদ্দিন
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ✔
১০. স্পেনের রাজধানীর নাম কি?
ক. সোফিয়া
খ. হেলসিংকি
গ. বেলগ্রেড
ঘ. মাদ্রিদ✔
১১. বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে?
ক. ভারত
খ. নেপাল
গ. মিয়ানমার
ঘ. ভারত ও মিয়ানমার✔
১২. বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?
ক. অ্যাটর্নি জেনারেল
খ. রাষ্ট্রপতি✔
গ. স্পীকার
ঘ. প্রধানমন্ত্রী
১৩. জাপানের পতাকার রঙ কী?
ক. সাদা ও কালো
খ. সাদা ও লাল✔
গ. লাল ও সবুজ
ঘ. লাল ও সবুজ
১৪. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশী চা বাগান আছে?
ক. সিলেট
খ. মৌলভীবাজার✔
গ. হবিগঞ্জ
ঘ. পঞ্চগড়
১৫. শব্দ: বর্ণ: আলো: ….?
ক. অন্ধকার
খ. চক্ষু✔
গ. বুদ্ধি
ঘ. জ্ঞান
১৬. কচুশাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান?
ক. লৌহ✔
খ. ভিটামিন
গ. দস্তা
ঘ. ক্যালসিয়াম
১৭. সোনায় মরিচা ধরে না কেন?
ক. সোনা নিষ্ক্রিয় ধাতু✔
খ. সোনা সক্রিয় ধাতু
গ. সোনা কোন ধাতু নয়
ঘ. কোনটিই নয়
১৮. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
ক. ৭টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ৬টি✔
১৯. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
ক. ২৬ জুলাই, ১৯১৪
খ. ১০ জুলাই, ১৯১৫
গ. ২৮ জুলাই, ১৯১৪✔
ঘ. কোনটিই নয়
২০. ইন্টারনেটের ব্যান্ডউইথ কি?
ক. ডেটা প্রবাহের হার✔
খ. ডেটা প্রবাহের দিক
গ. ডেটা প্রবাহ
ঘ. কোনটিই নয়
২১. বাংলাদেশ জাতিসংঘের কততমম সদস্য?
ক. ১৩৪
খ. ১৩৬✔
গ. ১৩৭
ঘ. ১৩২
২২. বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক?
ক. সুইডেন
খ. অস্ট্রেলিয়া✔
গ. নিউজিল্যান্ড
ঘ. হল্যান্ড
২৩. আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয়?
ক. ০৬ মার্চ
খ. ০৮ মার্চ✔
গ. ০৮ এপ্রিল
ঘ. ০৮ মে
২৪. যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ গাওয়া হয়?
ক. চার✔
খ. সাত
গ. পাঁচ
ঘ. আট
২৫.শুদ্ধ বানান কোনটি?
ক. Collaboration✔
গ. Collaburation
খ. Colaboration
ঘ. Colaburetion
২৬. Choose the correctly spelt word?
ক. Tsunami✔
খ. Suname
গ. Sunami
ঘ. Sonamee
২৭. আমরা যদি পাখির মত ডানা থাকত! এর সঠিক ইংরেজি
কোনটি?
ক. If I would have the wings of a birds!
খ. Had I the wings of a bird!✔
গ. I wish that I would the wings of a bird!
ঘ. If I could fly like a bird!
২৮. The word Army is a …..?
ক. Proper Noun
খ. Common Noun
গ. Collective Noun✔
ঘ. Material Noun
২৯. Which word is an Adjective?
ক. Organic✔
খ. Organise
গ. Orgam
ঘ. Organically
৩০. The medicine ____my headache?
ক. Cured
খ. Relieved✔
গ. Released
ঘ. Saved
৩১. ‘ইয়াট’ শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
ক. Yout
খ. Yot
গ. Yote
ঘ. Yacht✔
৩২. Hand Out এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে?
ক. হস্তপত্র
খ. তথ্যপত্র
গ. জ্ঞাপনপত্র✔
ঘ. প্রচারপত্র
৩৩. I saw … beggar?
ক. a one-eyed✔
খ. an one eyed
গ. a one-eye
ঘ. an one-eye
৩৪. The view … pretty.
ক. through✔
খ. for
গ. by
ঘ. along
৩৫. পানি: পাইপ: বিদ্যু: …?
ক. জেনারেটর
খ. তার✔
গ. আলো
ঘ. মিটার
৩৬. ‘কিশোর কবি’ কার উপাধি?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. সুকান্ত ভট্টাচার্য✔
গ. জসীমউদ্দীন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৩৭. রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করা হয়?
ক. ১৯১৫✔
গ. ১৯১৯
খ. ১৯২০
ঘ. ১৯২০
৩৮. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
ক. লোকগীতি
খ. চর্যাপদ✔
গ. পদাবলী
ঘ. পদ্মাবতী
৩৯. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৬.২৫
খ. ৫.২০
গ. ৬.১৫✔
ঘ. ৫.৭৫
৪০. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি?
ক. বীরশ্রেষ্ঠ
খ. বীর প্রতীক
গ. বরি বিক্রম
ঘ. বীর উত্তম✔
৪১. টাকায় ১০টি করে কমলা কিনে টাকায় ৮টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক. ২০
খ. ৩০
গ. ২৫✔
ঘ. ৩৫
৪২. ১ হতে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
ক. ১২টি
খ. ১৫টি✔
গ. ১৭টি
ঘ. ১৯টি
৪৩. রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা হয়েছে। পূর্বে তার বেতন কত টাকা ছিল?
ক. ৮৬০০
খ. ৮৫০০✔
গ. ৮৩০০
ঘ. ৮১০০
৪৪. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২১ কি.মি. ও ৭ কি.মি। তাহরে নদীপথে ৮৪ কি.মি. পথ যেতে ও ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
ক. ৮
খ. ৯✔
গ. ১০
ঘ. ১১
৪৫. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে?
ক. ২১
খ. ৪১
গ. ৩১✔
ঘ. ৫১
৪৬. ০২টি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত?
ক. ৩০
খ. ৫৫
গ. ৪০✔
ঘ. কোনটিই নয়
৪৭. এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে: ১, ৫, ৭, ১৩, ২১,৩৫, …….?
ক. ৫৬
খ. ৫৮
গ. ৬০
ঘ. ৫৭✔
৪৮. Ten hours …. too long to wait.
ক. is✔
খ. were
গ. are
ঘ. none
৪৯. The correct noun form of ‘see’ is…
ক. seen
খ. sight✔
গ. saw
ঘ. seeing
৫০. Passive voice of ‘Never tell a lie’
ক. Let not a lie ever be told.✔
খ. Let not a lie never be told.
গ. Do not tell a lie.
ঘ. None
৫১. He is … to help them?
ক. Like
খ. Willing✔
গ. Will
ঘ. None
৫২. This is …. useful book for research?
ক. an
খ. the
গ. a✔
ঘ. None
৫৩. পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স
কত?
ক. ৩২ বছর
খ. ৪৮ বছর✔
গ. ৩৬ বছর
ঘ. ৫২ বছর
৫৪.৫টি গরুর মূল্য ১৫টি ছাগলের মূল্যের সমান। ১টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে ১টি ছাগলের মূল্য কত টাকা হবে?
ক. ৩০০০
খ. ২০০০✔
গ. ২৫০০
ঘ. ২২০০
৫৫. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪০ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
ক. ১৬০০ বর্গমিটার✔
খ. ১৬০০ মিটার
গ. ১৭০০ বর্গমিটার
ঘ. ১৭০০ মিটার
৫৬. ১ মিটার সমান কত ইঞ্চি?
ক. ৪২.৩৭
খ. ৩৯.৩৭✔
গ. ৩৮.৩৭
ঘ. ৪০.৩৭
৫৭. ১ সরলকোণ সমান কত ডিগ্রি?
ক. ১৬০
খ. ১৯০
গ. ১৮০✔
ঘ. ২০০
৫৮. ভাজক = ৫, ভাগফল = ৪ এবং ভাগশেষ = ১ হলে, ভাজ্য কত হবে?
ক. ২২
খ. ১৯
গ. ২১✔
ঘ. কোনটিই নয়
৫৯.১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
ক. ১৪ দিন
খ. ২৮ দিন✔
গ. ২০ দিন
ঘ. ৩২ দিন
৬০. a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
ক. 12✔
খ. 10
গ. 6
ঘ. কোনটিই নয়