প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান | বাংলা | পর্ব ২

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বাংলা প্রশ্ন সমাধান

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১১

সেট: জবা

তারিখ: ০৯.১২.২০১১

১. ‘কবর’ নাটকটির নাট্যকার কে?

✏️  মুনীর চৌধুরী

২. ‘খোয়াবনামা’ উপন্যাসের রচয়িতা কে?

✏️ আখতারুজ্জামান ইলিয়াস

৩. ‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচনা?

✏️ কায়কোবাদ

৪. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ

✏️ পদ + হতি

৫. কোন বানানটি শুদ্ধ?

✏️ সমীচীন

৬. কোনটি দ্বিগু সমাস?

✏️  চৌরাস্তা

৭. কোনটি শুদ্ধ বানান?

✏️ আলস্য

৮. ‘নীলাম্বর’ কোন সমাস?

✏️ বহুব্রীহি

৯. ‘আলোয় আঁধার কাটে’-বাক্যে ‘আলোয়’ কোন কারক?

✏️ করণ

১০. ‘মাঠে ধান ফলেছে’ -বাক্যে ‘মাঠে’ কোন কারক?

✏️ স্থানাধিকরণ

১১. ‘দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন’–এককথায়

✏️ গোধূলি

১২. ‘যা দীপ্তি পাচ্ছে’ -এককথায়

✏️ দেদীপ্যমান

১৩. ‘কাকনিদ্রা’এর সঠিক অর্থ কোনটি?

✏️ অগভীর নিদ্রা

১৪. ‘সূর্য’ এর প্রতিশব্দ নয় কোনটি?

✏️ হিমকর

১৫. ‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ—

✏️ প্রাচীন

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১১

সেট: শাপলা

তারিখ: ০৯.১২.২০১১

১. ‘যার কোন উপায় নেই’–এক কথায় কি হবে?

✏️  নিরুপায়

২. ‘যা বলা হয়নি’–এক কথায় হবে

✏️ অনুক্ত

৩. ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কি?

✏️ শেষ বিদায়

৪. ‘আকস্মিক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ চিরন্তন

৫. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

✏️ ঢেউ

৬ . ‘বিচ্ছিন্ন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

✏️বি+ ছিন্ন

৭. ‘ছায়াশীতল’ কোন সমাস (ছায়াতে শীতল)?

✏️ তৎপুরুষ

৮. ‘হারামণি’ কোন সমাস (হারিয়েছে যে মণি)?

✏️ কর্মধারয়

৯. “পড়াশোনায়” মন দাও -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন

কারকে কোন বিভক্তি?

✏️  অধিকরণে ৭মী

১০. গাড়ী “স্টেশন” ছাড়ল -বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অপাদানে শূন্য

১১. কোনটি শুদ্ধ বানান?

✏️ নিশীথিনী

১২. কোন বানানটি শুদ্ধ?

✏️ জ্ঞানভূষিত

১৩. ‘কবর’ নাটকটির রচয়িতা কে?

✏️ মুনীর চৌধুরী

১৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘পথের পাঁচালি’ একটি —

✏️ উপন্যাস

১৫. বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা “আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ”। পংক্তিটির রচয়িতা কে?

✏️ জসীমউদ্‌দীন

IBA Job Solution Plus ( Practice Part ) PDF Download

BIBM Job Solution 2024 PDF

অভিযাত্রী বাংলা প্রশ্ন সমাধান ২০২৪ PDF

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২

সেট: কর্ণফুলী

তারিখ: ২৪.০২.২০১২

১. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?

✏️ কাজী নজরুল ইসলাম

২. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে?

✏️ জহির রায়হান

৩. ‘রক্তকরবী’ নাটকটি কার রচনা?

✏️ রবীন্দ্রনাথ ঠাকুর

৪. ‘যা কষ্টে লাভ করা যায়।’ এক কথায় কী হবে?

✏️  দুর্লভ

৫. ‘আবক্ষ জলে নেমে স্নান।’ এক কথায় কী হবে?

✏️ অবগাহন

৬. কোন বানানটি শুদ্ধ?

✏️ পসারিণী

৭. কোনটি শুদ্ধ বানান?

✏️ আনুষঙ্গিক

৮. খালেদ “বই” পড়ে —বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ কর্মে শূন্য

৯. “ব্যায়ামে” শরীর ভাল থাকে—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ করণে ৭মী

১০. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

✏️ দিব্‌ + লোক

১১. ‘মৌমাছি’ কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

✏️  কর্মধারয়

১২. ‘অসুখ’ কোন সমাস (নাই সুখ যার)?

✏️ বহুব্রীহি

১৩. ‘মুখচোরা’ বাগধারাটির অর্থ কি?

✏️ লাজুক

১৪. কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ?

✏️  বসুধা

১৫. ‘ঔদ্ধত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ বিনয়

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১২

সেট: করতোয়া

তারিখ: ২৪.০২.২০১২

১ . খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্ক্তিটির রচয়িতা কে?

✏️ রবীন্দ্রনাথ ঠাকুর

২. ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?

✏️ আবু ইসহাক

৩. ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচয়িতা কে?

✏️ মুনীর চৌধুরী

৪. ‘যিনি অধিক কথা বলেন না।’–এক কথায় কী হবে?

✏️  মিতভাষী

৫. ‘যা কষ্টে জয় করা যায়।’–এক কথায় কী হবে?

✏️ দুর্জয়

৬. কোন বানানটি শুদ্ধ?

✏️ মরীচিকা

৭. কোনটি শুদ্ধ বানান?

✏️  অন্বেষণ

৮. “আলোয়” আঁধার কাটে—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ করণে ৭মী

৯. “খনিতে” সোনা পাওয়া যায়—বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অপাদানে ৭মী

১০. ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?

✏️ ক্ষুধা + ঋত

১১. ‘আমরণ’ কোন সমাস (মরণ পর্যন্ত)?

✏️  অব্যয়ীভাব

১২. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে

✏️ তৎপুরুষ সমাস

১৩. ‘ঊনপাঁজুরে’ বাগধারাটির অর্থ কি?

✏️ হতভাগ্য

১৪. কোনটি ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ?

✏️  বারিদ

১৫. ‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ সরল

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২

সেট: সুরমা

তারিখ: ২৪.০২.২০১২

১ . আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?

✏️ জসীমউদ্দীন

২. কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?

✏️ চিলেকোঠার সেপাই

৩. ‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?

✏️ হুমায়ুন আহমেদ

৪. ‘কোনোভাবেই যা নিবারণ করা যায় না।’–এক কথায় কী হবে?

✏️ অনিবার্য

৫ . ‘যা অধ্যয়ন করা হয়েছে।’–এক কথায় কী হবে?

✏️ অধীত

৬. কোন বানানটি শুদ্ধ?

✏️ নিরীক্ষণ

৭. কোনটি শুদ্ধ বানান?

✏️ স্বায়ত্তশাসন

৮ . “অহঙ্কার” পতনের মূল বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন  বিভক্তি?

✏️  করণে শূন্য

৯. নেহাল “অঙ্কে” খুব কাঁচা– বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অধিকরণে ৭মী

১০. ‘পদ্ধতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?

✏️ পদ্‌ + হতি

১১. ‘ইত্যাদি’ কোন সমাস (ইতি হতে আদি)?

✏️ তৎপুরুষ

১২. ‘ঈগল পাখী’ কোন সমাস (ঈগল নামের যে পাখী)?

✏️ কর্মধারয়

১৩. ‘শিরে-সংক্রান্তি’ বাগধারাটির অর্থ কি?

✏️ আসন্ন বিপদ

১৪. কোনটি ‘নদী’ শব্দের সমার্থক শব্দ?

✏️ শৈবলিনী

১৫. ‘নির্মল’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ পঙ্কিল

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-১০১২

সেট: যমুনা

তারিখ: ২৪.০২.২০১২

১. ‘মসনদের মোহ’ নাটকটির রচয়িতা কে?

✏️ শাহাদৎ হোসেন

২. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

✏️ আহসান হাবীব

৩. ‘সীমানা ছাড়িয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

✏️ সৈয়দ শামসুল হক

৪. কোনটি শুদ্ধ বানান?

✏️  দধীচি

৫. কোনটি শুদ্ধ বানান?

✏️  ভাগীরথী

৬. “গুণহীনে” ত্যাগ কর–বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ কর্মে ৭মী

৭. আমি কি ডরাই সখি ভিখারী “রাঘবে”?–বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অপাদানে ৭মী

৮. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

✏️ কর্মধারয়

৯. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে–

✏️ তৎপুরুষ সমাস

১০. ‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ

✏️ আলো

১১. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় —

✏️  যামিনী

১২ ‘গবেষণা’ এর সন্ধি বিচ্ছেদ

✏️ গো + এষণা

১৩. কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

✏️  সুখের পায়রা

১৪. প্রত্যয় কত প্রকার?

✏️ ২ প্রকার

১৫. ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে এক কথায় কি বলে?

✏️ গভীর জলের মাছ

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-মেঘনা- ২৪.০২.২০১২

১ . ‘শিব মন্দির’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

✏️ কায়কোবাদ

২. ‘দেবী চৌধুরানী’ উপন্যাসটির রচয়িতা কে?

✏️ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩. ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে?

✏️  রবীন্দ্রনাথ ঠাকুর

৪. কোনটি শুদ্ধ বানান?

✏️ গণনা

৫. কোনটি শুদ্ধ বানান?

✏️ গৃহিণী

৬. সে “তোমাকে” ভয় পায় উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অপাদানে ২য়া

৭. “তোমার” পূজার ছলে তোমায় ভুলেই থাকি কোন কারকে কোন বিভক্তি?

✏️ সম্প্রদানে ৬ষ্ঠী

৮. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

✏️ নিত্য সমাস

৯. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

✏️  অলুক সমাস

১০. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয়

✏️ ললাট

১১. ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ —

✏️ সাকার

১২. কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়?

✏️  গৌরচন্দ্রিকা

১৩. ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ

✏️ আ + চর্য

১৪. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে–

✏️  কৃৎ প্রত্যয়

১৫. ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কি?

✏️  তীব্র জ্বালা

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১২

সেট: পদ্মা

তারিখ: ২৪.০২.২০১২

১. ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?

✏️ মামুনুর রশীদ

২. ‘শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?

✏️ ড. মুহম্মদ শহীদুল্লাহ

৩. ‘সর্বহারা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

✏️ কাজী নজরুল ইসলাম

৪. কোনটি শুদ্ধ বানান?

✏️ নিরীহ

৫. কোনটি শুদ্ধ বানান?

✏️  নিশীথ

৬. “পাগলে” কিনা বলে। বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️  কর্তায় ৭মী

৭. এই “নদীর” মাছ বড়।–বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অধিকরণে ৬ষ্ঠী

৮. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?

✏️ সমস্যমান পদ

৯. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?

✏️ পর পদ

১০. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ –

✏️ বিষণ্ণ

১১. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়

✏️ শিলা

১২. কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

✏️ আঠারো মাসে বছর

১৩. ‘নীরস’ এর সন্ধি বিচ্ছেদ

✏️ নিঃ রস

১৪. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে

✏️ প্রত্যয়

১৫. ‘সৌভাগ্যের বিষয়’ কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?

✏️ একাদশে বৃহস্পতি

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২০১৩

সেট:রাইন

তারিখ: ০৮.১১.২০১৩

১. “নীলদর্পণ” নাটকটি কার লেখা?

✏️ দীনবন্ধু মিত্র

২. মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?

✏️ রামায়ণ

৩. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিতি লেখা কোনটি?

✏️ বাউন্ডেলের আত্মকাহিনী

৪. “বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে?

✏️  নীহার রঞ্জন রায়

৫. পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে–

✏️  পিতৃ + আলয়

৬. “বিদিত” শব্দের বিপরীত শব্দ কোনটি?

✏️  অজ্ঞাত

৭. নিচের কোন শব্দটিতে কর্তায় শূন্য বিভক্তি রয়েছে?

✏️ বাঁশি

৮. “বুলবুলিতে ধান খেয়েছে” বাক্যের “বুলবুলিতে” কোন কারক ও বিভক্তি রয়েছে?

✏️ কর্তৃকারকে সপ্তমী

৯. “নন্দিত” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ নিন্দিত

১০. “কুল কাঠের আগুন” এর প্রকৃত অর্থ কি?

✏️ তীব্র জ্বালা

১১. নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?

✏️ অহিনকুল সম্বন্ধ, আদায় কাচকলায়

১২. “ঘোটক” শব্দের অর্থ কি?

✏️ ঘোড়া

১৩. পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে–

✏️ প্রাদি সমাস

১৪. “অর্ধম” শব্দের সমস্যমান পদ কোনটি?

💪 নয় ধর্ম

১৫. “চাঁদ মুখ” কোন সমাস?

✏️ উপমিত

১৭. বিশুদ্ধ বানান কোনটি?

✏️ দূষণীয়

১৮. কোন ভাষার সাহিত্যে গম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

✏️ সাধু ভাষায়

১৯. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

✏️ চন্দ্রাবতী

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩

সেট: ভলগা

তারিখ: ০৮.১১.২০১৩

২০. “তাসের ঘর” এর অর্থ কি?

✏️ ক্ষণস্থায়ী

১. সামাজিক নাটক কোনটি?

✏️  সধবার একাদশী

২. বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-

✏️ মোহিতলাল মজুমদার

৩. “গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?

✏️ সুরেশ ও অচলা

৪. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-

✏️ বঙ্কিমচন্দ্র চট্টোপাধায়

৫. বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

✏️ বহ্নি উৎসব

৬. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল–

✏️ নৌ ইক

৭. সাপের খোলসকে এক কথায় বলা হয়?

✏️ নির্মোক

৮. খেয়াপার করে যে তাকে বলা হয়-

✏️ পাটনী

৯. “পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?

✏️ সম্প্রদানে সপ্তমী

১০. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-

✏️ করণ কারক

১১. কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?

✏️ আরক্তিম

১২. ক্ষুধিত পাষাণ কোন সমাস?

✏️ কর্মধারয়

১৩. “শীকর” শব্দের অর্থ কি?

✏️ জলকণা

১৪. “ইনকিলাব” শব্দের অর্থ কি?

✏️ বিপ্লব

১৫. “চপল” এর বিপরীত শব্দ-

✏️ গম্ভীর

১৬. “কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?

✏️ অগভীর সতর্ক নিদ্রা

১৭. “নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ–

✏️ সঞ্চয়ের প্রবৃত্তি

১৮. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?

✏️ হাতি/হাতী

১৯. কোন বানানটি শুদ্ধ?

✏️ সংশপ্তক

২০. শওকত ওসমানের রচনা কোনটি?

✏️ জননী

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩

সেট: মিসিসিপি

তারিখ: ০৮.১১.২০১৩

১. কোনটি শওকত ওসমান রচিত?

✏️ ক্রীতদাসের হাসি

২. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-

✏️ চর্যাপদ

৩. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?

✏️ রূপতত্ত্বে

৪. কোনটি শুদ্ধ বানান?

✏️ মুহুর্মুহু

৫. ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?

✏️  অসম্ভব ঘটনা

৬. দস্ত-ব-দস্ত কথার অর্থ কি?

✏️ হাতে-হাতে

৭. “কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?

✏️ সীমিত জ্ঞানের মানুষ

৮. নিচের কোনটি সমার্থক শব্দ নয়?

✏️ ঢেউ

৯. সংশয়-এর বিপরীত শব্দ-

✏️ প্রত্যয়

১০. পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?

✏️ সরণি

১১. “বেসাতি” শব্দের প্রকৃত অর্থ কি?

✏️ কেনাবেচা

১২. “কলুর বলদ” কোন সমাস?

✏️ অলুক তৎপুরুষ সমাস

১৩. “সোনামুখী” কোন সমাস?

✏️  উপমিত

১৪. “কান্নায় শোক কমে” বাক্যে “কান্নায়” কোন কারক?

✏️ অধিকরণ কারক

১৫. “দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

💪 দৃশ + অনীয়

১৬. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

✏️ ক্রিয়া

১৭. “নীল লোহিত” কার ছদ্মনাম?

✏️ সুনীল গঙ্গোপাধ্যায়

১৮. “ময়নামতি চর” কাব্যটির রচয়িতা কে?

✏️ বন্দে আলী মিয়া

১৯. “পদ্মা নদীর মাঝি” কি ধরনের রচনা?

✏️ উপন্যাস

২০. “ওয়ারিশ” উপন্যাসটির লেখক হচ্ছেন-

✏️শওকত আলী

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩

সেট: দাজলা

তারিখ: ০৮.১১.২০১৩

১. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

✏️ মৃত্যুক্ষুধা

২. “দেখিনু সেদিন রেলে, কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিল নীচে ফেলে!” পংক্তিটির রচয়িতা কে?

✏️ কাজী নজরুল ইসলাম

৩ . “অপরাহ্ন” নাটকটির রচয়িতা কে?

✏️ হুমায়ূন আহমেদ

৪. “কিরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?

✏️ অংশু

৫. “স্মরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️ বিস্মরণ

৬. “কারক” শব্দটির অর্থ?

✏️ যা ক্রিয়া সম্পাদন করে

৭. কর্ম কারকের উদাহরণ কোনটি?

✏️ তোমাকে অনেক কথা শুনতে হবে।

৮. “সকলকে মরতে হবে”-বাক্যে “সকলকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ কর্তৃকারকে দ্বিতীয়া

৯. “চক্ষুদান করা” বাগধারাটির অর্থ কি?

✏️  চুরি করা

১০. কোন বানানটি শুদ্ধ?

✏️ পসারিনি

১১. কোনটি শুদ্ধ বানান?

✏️ একান্নবর্তী

১২. “মধ্যাহ্ন” কোন সমাস?

✏️ কর্মধারয়

১৩. “নিরামিষ” কোন সমাস?

✏️ অব্যয়ীভাব

১৪. “সহোদর” কোন সমাস?

✏️  বহুব্রীহি

১৫. “যে ব্যক্তির দুহাত সমান চলে”- এক কথায় কি হবে?

✏️ সব্যসাচী

১৬. “ইহলোকে যা সামান্য নয়”- এক কথায় কি হবে?

✏️ অলোকসামান্য

১৭. “অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ অহঃ+অহ

১৮. “নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ নিঃ+ রস

১৯. “নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ নৌ+ ইক

২০. “সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ সৎ আশয়

২১. “জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ জন + এক

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ঝিলাম- ০৮.১১.২০১৩

১. “লালসালু” উপন্যাসের লেখক কে?

✏️ সৈয়দ ওয়ালীউল্লাহ

২. “মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।”– পঙ্ক্তিটির রচয়িতা কে?

✏️ রবীন্দ্রনাথ ঠাকুর

৩. “জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?

✏️  সেলিম আল দীন

৪. “বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি?

✏️  বৃক্ষ

৫. “কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️  সরল

৬. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

✏️  বিভক্তি

৭. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?

✏️ টাকায় কি না হয়

৮. “আমাকে যেতে হবে”– বাক্যে “আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ কর্মে দ্বিতীয়া

৯. কোন বানানটি শুদ্ধ?

✏️  মুহুর্মুহু

১০. কোন বানানটি শুদ্ধ?

✏️ ছান্দসিক

১১. “যে উপকারীর উপকার স্বীকার করে”- এক কথায় কী হবে?

✏️ কৃতজ্ঞ

১২. “কোনোভাবেই যা নিবারণ করা যায় না”- এক কথায় কী হবে?

✏️ অনিবার্য

১৩. “আট কপালে” কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে?

✏️ হতভাগ্য

১৪. “বইপড়া” কোন সমাস?

✏️ তৎপুরুষ

১৫. “উপকথা” কোন সমাস?

✏️ অব্যয়ীভাব

১৬ . “সুবর্ণ” কোন সমাস? কর্মধারয় ১৭. “ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ ষট + দশ

১৮. “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ গৈ + অক

১৯. “গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ গো এষণা

২০. “ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

✏️ ভৌ+ উক

Written Job Solution 2024 ( January to June ) PDF

MCQ Job Solution 2024 [ January to June ] PDF

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ( MPEMR ) Job Solution PDF

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৩

সেট: হোয়াংহো

তারিখ:০৮.১১.২০১৩

১. “ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?

✏️ শাহ মুহম্মদ সগীর

২. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

  মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?

✏️ শেখ ফজলুল করিম

৩. কোন নাটকটি সেলিম আল দীনের?

✏️  মুনতাসীর ফ্যান্টাসী

৪. “প্রভাত সূর্যের” সমার্থক শব্দ কোনটি?

✏️ অরুণ

৫. “হরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

✏️  পূরণ

৬. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?

✏️ নাম পদের

৭. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?

✏️ তিলে তৈল আছে

৮. “তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে “ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অধিকরণে সপ্তমী

৯. কোন বানানটি শুদ্ধ?

✏️ উন্মীলন

১০. কোনটি শুদ্ধ বানান?

✏️ রূপায়ণ

১১. নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস?

✏️ কর্মধারয়

১২. “তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ অধিকরণে ৭মী

১৩. “জগতে কীর্তিমান হও সাধনায়”–বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

✏️ করণে ৭মী

১৪. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?

✏️ নির+ আময়

১৫. “সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?

✏️ সহচর+ য

১৬. “সাক্ষী গোপাল” এর অর্থ কী?

✏️ নিষ্ক্রিয় দর্শক

১৭. “বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ—

✏️ ভঙ্গুর

১৮. “সবুজপত্র” কি?

✏️ সাময়িকপত্র

১৯. “কিরণ” এর সমার্থক শব্দ নয়

✏️ রবি

২০. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?

✏️ পর পদ

Share:

Leave a Comment

error: Content is protected !!