বাংলা সাহিত্যের ৫০ MCQ

বাংলা সাহিত্যের ৫০ MCQ

বাংলা সাহিত্যের ৫০ MCQ

# প্রথম বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এর কাহিনিকার কে ছিলেন?

ক. সমরেশ মজুমদার

খ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গ. সুনীল গঙ্গোপাধ্যায়

ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়

উত্তর: ক. সমরেশ মজুমদার

# বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা (সনেট) কে প্রথম রচনা করেন?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. জীবনানন্দ দাশ

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: খ. মাইকেল মধুসূদন দত্ত

# ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থের জন্য কোন লেখক জ্ঞানপীঠ পুরস্কার পান?

ক. সুনীল গঙ্গোপাধ্যায়

খ. শঙ্খ ঘোষ

গ. বিষ্ণু দে

ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তর: গ. বিষ্ণু দে

# ‘বুড়ো শালিখের ঘাড়ে রোঁ’ প্রহসন কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: খ. মাইকেল মধুসূদন দত্ত

# বিদ্যাসাগর ‘কস্যচিত উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন?

ক. অতি অল্প হইল

খ. আবার অতি অল্প হইল

গ. ব্রজবিলাস

ঘ. সবগুলোই

উত্তর: ঘ. সবগুলোই

# মধুসূদন দত্ত ‘Timothy Pen Poem’ ছদ্মনামে কী লিখেছিলেন?

ক. A Vision of the past

খ. Captive Ladie

গ. The Slaves of the East

ঘ. The Captive Ladie

উত্তর: খ. Captive Ladie

# মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী?

ক. অমিত্রাক্ষর ছন্দ

খ. মুক্তক ছন্দ

গ. গৈরিশ ছন্দ

ঘ. সনেট ছন্দ

উত্তর: ক. অমিত্রাক্ষর ছন্দ

# দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কি?

ক. The Indigo Planting Mirror

খ. The Blue Mirror

গ. The Indigo Rebellion

ঘ. The Indigo Revolt

উত্তর: ক. The Indigo Planting Mirror

# বিদ্যাপতি কার সভাকবি ছিলেন?

ক. মিথিলার রাজা শিবসিংহ

খ. মিথিলার রাজা লক্ষ্মীসিংহ

গ. মিথিলার রাজা রামসিংহ

ঘ. মিথিলার রাজা ভগীরথ

উত্তর: ক. মিথিলার রাজা শিবসিংহ

# কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কাণ্ডারী হুঁশিয়ারি লিখেছিলেন?

ক. মহাত্মা গান্ধী

খ. নেতাজী সুভাষচন্দ্র বসু

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র বসু

উত্তর: খ. নেতাজী সুভাষচন্দ্র বসু

# বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর: খ. রবীন্দ্রনাথ ঠাকুর

# সত্যজিৎ রায়ের ‘তিনকন্যার’ তিনটি গল্পের নাম কী কী?

ক. পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি

খ. চারুলতা, পথের পাঁচালী, অপরাজিত

গ. ঘরে বাইরে, গোরা, শেষের কবিতা

ঘ. কাবুলিওয়ালা, ছোটোদের শারদীয়া, ছোটোদের রামায়ণ

উত্তর: ক. পোস্টমাস্টার, মনিহারা, সমাপ্তি

# ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

# যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী?

ক. নটী বিনোদিনী

খ. কুমারী বিনোদিনী

গ. নটী সুমিত্রা

ঘ. নটী কুমারী

উত্তর: ক. নটী বিনোদিনী

# পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী?

ক. কুলীন কুলসর্বস্ব

খ. নীলদর্পণ

গ. সীতার বনবাস

ঘ. মেঘনাদবধ কাব্য

উত্তর: ক. কুলীন কুলসর্বস্ব

# ‘সন্দেশ’ এর সম্পাদক কে ছিলেন?

ক. সত্যজিৎ রায়

খ. সুকুমার রায়

গ. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ঘ. সবগুলোই

উত্তর: ঘ. সবগুলোই

# বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন, তার নাম কী?

ক. কল্পনা

খ. নৃত্যশিল্পী

গ. নৃত্যকলা

ঘ. নৃত্যগুরু

উত্তর: ক. কল্পনা

# বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায়?

ক. জীবনানন্দ দাশ

খ. সুকান্ত ভট্টাচার্য

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: ক. জীবনানন্দ দাশ

# বেদকে চারভাগে কে ভাগ করেন?

ক. মহর্ষি ব্যাস

খ. মহর্ষি মনু

গ. মহর্ষি কাশ্যপ

ঘ. মহর্ষি অত্রি

উত্তর: ক. মহর্ষি ব্যাস

# ‘A Suitable Boy’ বইটি কার লেখা?

ক. বিক্রম শেঠ

খ. অমিতাভ ঘোষ

গ. ঝুম্পা লাহিড়ী

ঘ. চেতন ভগত

উত্তর: ক. বিক্রম শেঠ

# ‘পদাতিক’ কাব্যগ্রন্থ কার লেখা?

ক. সুভাষ মুখোপাধ্যায়

খ. জীবনানন্দ দাশ

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তর: ক. সুভাষ মুখোপাধ্যায়

# ‘নষ্টনীড়’ কবিতাটি কার লেখা?

ক. সমর সেন

খ. জীবনানন্দ দাশ

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তর: ক. সমর সেন

বিবিসি এর জরিপে শ্রেষ্ঠ বাঙ্গালির তালিকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবস্থান কত?

ক) ৬ষ্ঠ

খ) ৭ম

গ) ৮ম

ঘ) ৯ম

উত্তর: গ) ৮ম

# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী?

ক) ভবচন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ) ঠাকুরচাঁদ বন্দ্যোপাধ্যায়

গ) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়

ঘ) কোনটিই নয়

উত্তর: গ) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়

# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?

ক) ১৮২৯ সালে

খ) ১৮৩০ সালে

গ) ১৮২৮ সালে

ঘ) ১৮৩৩ সালে

উত্তর: ক) ১৮২৯ সালে

# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন?

ক) কলেজের দায়িত্ব নিতে চাননি বলে

খ) কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে

গ) কলেজের শিক্ষার্থীদের বেয়াদবির কারণে

ঘ) ফোর্ট উইলিয়াম কলেজে চাকুরী পেয়েছিলেন বলে

উত্তর: খ) কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে

# শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে?

ক) বর্ণ পরিচয়

খ) ব্যাকরণ কৌমুদী

গ) আলালের ঘরের দুলাল

ঘ) কথামালা

উত্তর: ক) বর্ণ পরিচয়

# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বই এ কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটনের মতো বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন?

ক) চরিতাবলী

খ) জীবনচরিত

গ) কথামালা

ঘ) বোধদয়

উত্তর: ক) চরিতাবলী

# কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন?

ক) চরিতাবলী

খ) জীবনচরিত

গ) কথামালা

ঘ) বোধদয়

উত্তর: গ) কথামালা

# কারও কারও মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা “ভারতভূমি” কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক) বঙ্গদর্শন

খ) জ্ঞানাঙ্কুর

গ) প্রতিবিম্ব

ঘ) গ্রামবার্তা

উত্তর: ক) বঙ্গদর্শন

# কোন সাহিত্যিকের ছদ্মনাম “নীহারিকা দেবী”?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: খ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত

# “হুতোম পেঁচা” ছদ্মনামটি কোন সাহিত্যিকের?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. কালীপ্রসন্ন সিংহ

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: গ. কালীপ্রসন্ন সিংহ

# “বনফুল” ছদ্মনামটি কোন সাহিত্যিকের?

ক. প্রমথ চৌধুরী

খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ. তারাশংকর বন্দ্যোপাধ্যায়

ঘ. জীবনানন্দ দাশ

উত্তর: খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

# কোন সাহিত্যিক “যাযাবর” ছদ্মনামে লিখতেন?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: গ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়

# “টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামটি কোন সাহিত্যিকের?

ক. প্যারীচাঁদ মিত্র

খ. মীর মশাররফ হোসেন

গ. মধুসূদন দত্ত

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ক. প্যারীচাঁদ মিত্র

# চর্যাপদ কবে আবিষ্কৃত হয়?

ক. ১৮৯৭

খ. ১৯০৭

গ. ১৯১৬

ঘ. ১৯২৮

উত্তর: খ. ১৯০৭

# চর্যাপদে মোট কতটি পদ রয়েছে?

ক. ৪০

খ. ৪৬

গ. ৫০

ঘ. ৫১

উত্তর: গ. ৫০

# চর্যাপদের কোন কবি সর্বাধিক পদ রচনা করেছেন?

ক. সরহপা

খ. কাহ্নপা

গ. ভুসুকু

ঘ. লুইপা

উত্তর: খ. কাহ্নপা

# চর্যাপদ কোন ভাষায় রচিত?

ক. সংস্কৃত

খ. পালি

গ. প্রাচীন বাংলা

ঘ. তিব্বতি

উত্তর: গ. প্রাচীন বাংলা

# চর্যাপদ আবিষ্কার করেন কে?

ক. হরপ্রসাদ শাস্ত্রী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ক. হরপ্রসাদ শাস্ত্রী

# ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটির লেখক কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম

খ) জীবনানন্দ দাশ

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তর: গ) রবীন্দ্রনাথ ঠাকুর

# ‘পথের পাঁচালী’ উপন্যাসটির লেখক কে?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

# ‘দেবদাস’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) মীর মশাররফ হোসেন

ঘ) মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘কবি’ উপন্যাসটির লেখক কে?

ক) জীবনানন্দ দাশ

খ) কাজী নজরুল ইসলাম

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

# ‘চোখের বালি’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) মীর মশাররফ হোসেন

উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর

# ‘মেঘনাদবধ কাব্য’ কাব্যগ্রন্থটির লেখক কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত

# ‘সাতকাহন’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ) সমরেশ মজুমদার

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

উত্তর: খ) সমরেশ মজুমদার

# ‘রক্তকরবী’ নাটকটির লেখক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) মাইকেল মধুসূদন দত্ত

গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ) জীবনানন্দ দাশ

উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর

# ‘অপরাজিত’ উপন্যাসটির রচয়িতা কে?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ ( আপডেট – জুন ২০২৪) PDF

বাংলা সাহিত্য ঝটপট রিভিশন PDF

লাল নীল দীপাবলি থেকে A2Z প্রশ্নোত্তর PDF

Share:

Leave a Comment

error: Content is protected !!