বাংলা সাহিত্যে উপাধি ও ছদ্মনাম নিয়ে ৫০ MCQ
বাংলা সাহিত্যে উপাধি ও ছদ্মনাম নিয়ে ৫০ MCQ
# ভারতের শেক্সপিয়র কার উপাধি?
ক) কালিদাস
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) কালিদাস
# খাঁটি বাঙালী কবি কার উপাধি?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
# পূৰ্ববঙ্গের বিদ্যাসাগর কার উপাধি?
ক) কালীপ্রসন্ন ঘোষ
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) কালীপ্রসন্ন ঘোষ
# জাতীয়তার দীক্ষাগুরু কার উপাধি?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
# দত্তকুলোদ্ভব কবি কার উপাধি?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
# শিল্পগুরু কার উপাধি?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
# কথাশিল্পী কার উপাধি?
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
# বিশ্বকবি কার উপাধি?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
# কবিরঞ্জন কার উপাধি?
ক) রামপ্রসাদ সেন
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) রামপ্রসাদ সেন
# সাহিত্য সম্রাট কার উপাধি?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
# ভাষাচার্য কার উপাধি?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
# পদাতিক কবি কার উপাধি?
ক) সুভাষ মুখোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) সুভাষ মুখোপাধ্যায়
# বাংলার মিলটন কার উপাধি?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
# কবিশেখর কার উপাধি?
ক) কালিদাস রায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) কালিদাস রায়
# স্বভাব কবি কার উপাধি?
ক) গোবিন্দ দাস
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) গোবিন্দ দাস
# আদি কবি কার উপাধি?
ক) কৃত্তিবাস ওঝা
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) কৃত্তিবাস ওঝা
# গুণরাজ খান কার উপাধি?
ক) মালাধর বসু
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) মালাধর বসু
# কবি গুরু কার উপাধি?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
# মৈথিলি কোকিল কার উপাধি?
ক) বিদ্যাপতি
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) বিদ্যাপতি
# ভোরের পাখী কার উপাধি?
ক) বিহারীলাল চক্রবর্তী
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) বিহারীলাল চক্রবর্তী
# রায়গুণাকর কার উপাধি?
ক) ভারতচন্দ্র রায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) ভারতচন্দ্র রায়
পাশ্চাত্যের মিলটন কার উপাধি?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
# চারণ কবি কার উপাধি?
ক) মুকুন্দ দাস
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) মুকুন্দ দাস
# কবিকঙ্কন কার উপাধি?
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) মুকুন্দরাম চক্রবর্তী
# দেহবাদী কবি কার উপাধি?
ক) মোহিতলাল মজুমদার
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) মোহিতলাল মজুমদার
# দুঃখ কবি কার উপাধি?
ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
# কান্ত কবি কার উপাধি?
ক) রজনীকান্ত সেন
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) রজনীকান্ত সেন
# রূপসী বাংলার কবি কে?
ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) কালিদাস রায়
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: খ) জীবনানন্দ দাশ
# বিদ্রোহী কবি কার উপাধি?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক) কাজী নজরুল ইসলাম
# কিশোর কবি কার উপাধি?
ক) সতেন্দ্রনাথ দত্ত
খ) রাম নারায়ণ
গ) আল মাহমুদ
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ঘ) সুকান্ত ভট্টাচার্য
# অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) মধুসূদন দত্ত
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
# শিল্পগুরু কার উপাধি?
ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
# সাহিত্য সম্রাট কার উপাধি?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
# বিশ্বকবি কার উপাধি?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর
# মধু কবি কার উপাধি?
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর: ক) মাইকেল মধুসূদন দত্ত
# পল্লী কবি কার উপাধি?
ক) জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) জসীমউদ্দীন
# ছন্দের যাদুকর কার উপাধি?
ক) জীবনানন্দ দাশ
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ) সত্যেন্দ্রনাথ দত্ত
- Bank Vocabulary 2018 – 2023 এর PDF
- BCS Bangla Grammar Question Solution ( 10th to 46th ) PDF
- Inception 152 Grammatical Rules For Competitive Exam PDF Download
# ভানুসিংহ কার ছদ্মনাম?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাশ
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর
# যাযাবর কার ছদ্মনাম?
ক) জীবনানন্দ দাশ
খ) কাজী নজরুল ইসলাম
গ) বিনয় মুখোপাধ্যায়
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: গ) বিনয় মুখোপাধ্যায়
# নীললোহিত কার ছদ্মনাম?
ক) সুনীল গঙ্গোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) সুনীল গঙ্গোপাধ্যায়
# বনফুল কার ছদ্মনাম?
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
# পরশুরাম কার ছদ্মনাম?
ক) রাজশেখর বসু
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) রাজশেখর বসু
# কালকূট কার ছদ্মনাম?
ক) সমরেশ বসু
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) সমরেশ বসু
# শ্রীনিরপেক্ষ কার ছদ্মনাম?
ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
# চাণক্য কার ছদ্মনাম?
ক) অমিতাভ চৌধুরী
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) অমিতাভ চৌধুরী
# রসিক মল্লা কার ছদ্মনাম?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
# বাণভট্ট কার ছদ্মনাম?
ক) নীহার রঞ্জন গুপ্ত
খ) জীবনানন্দ দাশ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মধুসূদন দত্ত
উত্তর: ক) নীহার রঞ্জন গুপ্ত
কোথায় কোন ভুল পরিলক্ষিত হলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা যাচাই বাছাই করে সংশোধ করে দিব।