বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ট্রাফিক হেলপার | প্রশ্ন সমাধান | 4.10.2024

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ট্রাফিক হেলপার | প্রশ্ন সমাধান | 4.10.2024

MCQ Quiz

1. ‘Come to light’ means-

ক. in danger
খ. into light
গ. to publish
ঘ. valid

উত্তর: গ

2. Which one is correct spelling?

ক. Adultaretion
খ. Adalturetion
গ. Adulteration
ঘ. Adeltarution

উত্তর: গ

3. All the books have been sold. There……left.

ক. is none
খ. are not any
গ. is not any
ঘ. are none

উত্তর: ঘ

4. Truth এর Adjective কোনটি?

ক. True
খ. Truism
গ. Truly
ঘ. None of them

উত্তর: ক

5. Padma abounds … hilsha Fish.

ক. of
খ. in
গ. on
ঘ. with

উত্তর: ঘ

6. অনুবাদ করুন: টাকায় টাকা আনে।

ক. Money produces money
খ. Money begets money
গ. Money grows money
ঘ. Money births money

উত্তর: খ

7. What is the correct active form of ‘It has to be done by me’?

ক. I will do it.
খ. I must have done it.
গ. I have to do it.
ঘ. I do it.

উত্তর: গ

8. Which of the words can be used as both masculine and feminine?

ক. Spouse
খ. Gander
গ. Actor
ঘ. Spinster

উত্তর: ক

9. The word ‘sibling’ means-

ক. A brother
খ. A sister
গ. A brother or sister
ঘ. A brother and a sister

উত্তর: গ

10. Either he or his friends … done it.

ক. have
খ. are
গ. has
ঘ. is

উত্তর: ক

11. English … across the world.

ক. speaks
খ. is spoken
গ. is speaking
ঘ. has been spoken

উত্তর: খ

12. The girl … her mother.

ক. take after
খ. takes after
গ. took after
ঘ. took up

উত্তর: খ

13. Smoking is detrimental … health.

ক. to
খ. with
গ. for
ঘ. after

উত্তর: ক

14. Which is the collective noun?

ক. flower
খ. water
গ. enemy
ঘ. army

উত্তর: ঘ

15. She needs … heir to her property.

ক. an
খ. the
গ. a
ঘ. no article

উত্তর: ক

16. Hazardous is opposite to-

ক. Risky
খ. Critical
গ. Danger
ঘ. Safe

উত্তর: ঘ

17. Excess means-

ক. Exploit
খ. Continuous
গ. Surplus
ঘ. Durable

উত্তর: গ

18. He complained that the food tasted …

ক. worse
খ. worst
গ. badly
ঘ. bad

উত্তর: ঘ

19. Do you enjoy teaching? The underlined word is a-

ক. A gerund
খ. A participle
গ. A noun
ঘ. An adjective

উত্তর: ক

20. A ‘decade’ is same as-

ক. Hundred years
খ. Thirty years
গ. Twenty years
ঘ. Ten years

উত্তর: ঘ

21. একজন কর্মচারির বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কতো ছিলো?

ক. ১৮০ টাকা
খ. ১৫০ টাকা
গ. ১৬০ টাকা
ঘ. ১৯০ টাকা

উত্তর: খ

22. a + b = 7 এবং a2 + b2= 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?

ক. ৬
খ. কোনটিই নয়
গ. ১০
ঘ. ১২

উত্তর: ঘ

23. একটি কাজ ১০ জন ০৬ দিনে করতে পারে, ০৩ জন কত দিনে কাজটি করতে পারবে?

ক. ২০ দিন
খ. ১০ দিন
গ. ২৫ দিন
ঘ. ১৫ দিন

উত্তর: ক

24. একটি দ্রব্য ১৭০ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ১৮০ টাকা
খ. ১৯০ টাকা
গ. ২০০ টাকা
ঘ. ১২০ টাকা

উত্তর: গ

25. ৮, ১৩, ২১, ৩৪……. ধারাটির পরের সংখ্যাটি কত?

ক. ৪৪
খ. ৫৫
গ. ৬৬
ঘ. ৭৭

উত্তর: খ

26. ১ কাঠা = কত শতক?

ক. ১.৬৫ শতক
খ. ১.৭৫ শতক
গ. ১.৫৫ শতক
ঘ. ১.৮৫ শতক

উত্তর: ক

27. ১৫, ২০, ২৫ এর ল.সা.গু. কত?

ক. ১৫০
খ. ২৫০
গ. ২০০
ঘ. ৩০০

উত্তর: ঘ

28. একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ৬ মিটার ও উচ্চতা ৪ মিটার। ত্রিভূজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক. ১৬ বর্গ মিটার
খ. ২৪ বর্গ মিটার
গ. ১২ বর্গ মিটার
ঘ. ৪৮ বর্গ মিটার

উত্তর: গ

29. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কী কোণ?

ক. সূক্ষ্মকোণ
খ. স্থূলকোণ
গ. সমকোন
ঘ. সরলকোণ

উত্তর: ক

30. ৩ : ৫ এর দ্বিগুণানুপাত কত?

ক. ৬:১০
খ. ৬:২৫
গ. ৯:২৫
ঘ. ৯:১০

উত্তর: ক

31. ১০ টাকায় ১২টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ০৮টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক. ২৫% লাভ
খ. ৫০% লাভ
গ. ৫০% ক্ষতি
ঘ. ২৫% ক্ষতি

উত্তর: খ

32. ২৩০০৫ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কোনটি?

ক. ৩০০
খ. ৩০০৫
গ. ৩০
ঘ. ৩০০০

উত্তর: ঘ

33. b এর ০৩ গুণের সাথে ৭ যোগ করলে যোগফল ৩৭ হয়, b এর মান কত?

ক. ৪০
খ. ৩০
গ. ১০
ঘ. ২০

উত্তর: গ

34. ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা, ৫ কেজি চারের দাম কত?

ক. ১০৫ টাকা
খ. ১১০ টাকা
গ. ১২০ টাকা
ঘ. ১১৫ টাকা

উত্তর: ক

35. কোনটি Input ডিভাইস নয়?

ক. Mouse
খ. Keyboard
গ. Monitor
ঘ. Microphone

উত্তর: গ

36. WiFi এর পূর্ণরূপ কী ?

ক. Wireless Firewall
খ. Wireless Fider
গ. Wireless Firefox
ঘ. Wireless Fidelity

উত্তর: ঘ

37. নীচের কোনটি Browser Software ?

ক. WORD
খ. PUBLISHER
গ. EDGE
ঘ. AVRO

উত্তর: গ

38. WiFi Network -এর সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি?

ক. তার হীন সংযোগ
খ. অপটিক্যাল ফাইবার
গ. তামার তার
ঘ. উপরের সবকয়টি

উত্তর: ক

39. VIRUS এর পূর্ণরূপ কী?

ক. Various Information Resources Under Stolen
খ. Various Information resources Under Siege
গ. Vital Information Resources Under Siege
ঘ. Vital Information resources Under Stolen

উত্তর: গ

40. Computer এর ভাষা কী?

ক. হেক্সাডেসিমেল
খ. অক্টাল
গ. দশমিক
ঘ. বাইনারি

উত্তর: ঘ

41. ‘যার কোনো উপায় নেই’- এক কথায় প্রকাশ কী?

ক. অনুপায়
খ. নাচার
গ. অনন্যোপায়
ঘ. নিরুপায়

উত্তর: ঘ

42. ‘উগ্র’ শব্দ বিপরীতার্থক কোনটি?

ক. সৌম্য
খ. চপল
গ. বিজ্ঞ
ঘ. মেজাজ

উত্তর: ক

43. নামাজ, রোজা কোন দেশি শব্দ?

ক. ফারসি
খ. উর্দু
গ. আরবি
ঘ. তুর্কি

উত্তর: গ

44. ‘অভাবগ্রস্থ লোক’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?

ক. ছা পোষা
খ. আমড়া কাঠের ঢেঁকি
গ. উপোসি ছারপোকা
ঘ. উড়নচণ্ডী

উত্তর: গ

45. ‘তেপান্তর’ কোন সমাস?

ক. অব্যয়ীভাব
খ. দ্বিগু
গ. কর্মধারয়
ঘ. তৎপুরুষ

উত্তর: খ

46. ‘পাগলে কিনা বলে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় ৭মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. কর্মে ৭মী

উত্তর: ক

47. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-

ক. বসুন্ধরা
খ. অবনি
গ. ধরণি
ঘ. যামিনী

উত্তর: ঘ

48. ‘রক্তকরবী’ নাটকটি কার রচনা?

ক. সৈয়দ শামসুল হক
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কায়কোবাদ
ঘ. গিরিশচন্দ্র রায়

উত্তর: খ

49. ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-

ক. ক্ষুধ+ঋত
খ. ক্ষুধা+আর্ত
গ. ক্ষুধা+ঋত
ঘ. ক্ষুধ+আর্ত

উত্তর: গ

50. বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য?

ক. দেবদাস
খ. মেঘনাদবধ
গ. গীতাঞ্জলি
ঘ. মহাপালক

উত্তর: খ

51. নীচের কোনটি মৌলিক শব্দ?

ক. দ্বীপ
খ. ছুটি
গ. মেঘ
ঘ. কাব্য

উত্তর: খ

52. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কবে?

ক. ১১ শ্রাবণ
খ. ১১ কার্তিক
গ. ১১ জ্যৈষ্ঠ
ঘ. ১১ ভাদ্র

উত্তর: গ

53. ‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে’- কার লেখা?

ক. কালীপ্রসন্ন ঘোষ
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জীবনানন্দ দাশ

উত্তর: ঘ

55. Forgery শব্দের বাংলা পরিভাষা কী?

ক. বাজেয়াপ্ত
খ. পূর্বাভাস
গ. তছরুপ
ঘ. জালিয়াতি

উত্তর: ঘ

56. ‘আমি আছি, ভয় কেন মা করো’- কোন ধরনের উক্তি?

ক. পরোক্ষ
খ. প্রশ্নবোধক
গ. প্রত্যক্ষ
ঘ. পুনরুক্ত

উত্তর: গ

57. নীচের কোন দুটি তাড়নজাত ব্যঞ্জনধ্বনি?

ক. চ, ছ
খ. ড়, ঢ়
গ. প, ফ
ঘ. ব, ভ

উত্তর: খ

58. ‘বিষাদ-সিন্ধু’ একটি-

ক. ইতিহাস আশ্রয়ী উপন্যাস
খ. আত্মজীবনী
গ. গবেষণাগ্রন্থ
ঘ. ধর্মবিষয়ক

উত্তর: ক

59. কোনটি একবচনের উদাহরণ?

ক. মানুষ মরণশীল
খ. লোকে বলে
গ. বনে বাঘ থাকে
ঘ. শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন

উত্তর: ঘ

60. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলা হয়?

ক. বর্ণ
খ. পদ
গ. শব্দ
ঘ. ধাতু

উত্তর: ক

61. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে?

ক. লর্ড কর্নওয়ালিস
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. লর্ড বেন্টিং

উত্তর: খ

62. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিলো?

ক. পূর্ব বাংলা ও বিহার
খ. পূববঙ্গ ও উড়িষ্যা
গ. পূর্ববঙ্গ ও আসাম
ঘ. পূর্ব বঙ্গ

উত্তর: গ

63. প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন-

ক. তেভাগা আন্দোলন
খ. ১৯৭১ মুক্তিযুদ্ধ
গ. ব্রিটিশ বিরোধী আন্দোলন
ঘ. সত্যাগ্রহ আন্দোলন

উত্তর: গ

64. শূন্য মাধ্যমে নিচের ০৩টি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?

ক. পাথর
খ. সবকটি একসঙ্গে
গ. কাঠ
ঘ. পালক

উত্তর: খ

65. ‘ডুরাল্ড লাইন’ কোন কোন দেশের বিভক্তি রেখা?

ক. পাকিস্তান-আফগানিস্তান
খ. ভারত- নেপাল
গ. চীন-তিব্বত
ঘ. ভারত-চীন

উত্তর: ক

66. ‘রটেরডাম’ কোন দেশের সমুদ্র বন্দর?

ক. ইংল্যান্ড
খ. বেলজিয়াম
গ. নেদারল্যান্ডস
ঘ. জার্মানি

উত্তর: গ

67. কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?

ক. পালাও
খ. মালদ্বীপ
উ. ঘ

উত্তর: ঘ

68. বাংলাদেশ মশলা গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?

ক. বগুড়া
খ. দিনাজপুর
গ. ঈশ্বরদী
ঘ. পাকশী

উত্তর: ক

69. কোনটি রবি ফসল নয়?

ক. গম
খ. মুলা
গ. টমেটো
ঘ. কচু

উত্তর: ঘ

70. আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড-

ক. BDT
খ. BTBT
গ. BDTK
ঘ. BTK

উত্তর: ক

71. The term ‘Secondary Market’ is commonly used as-

ক. Garments market
খ. Factory Market
গ. Stock market
ঘ. Labor Market

উত্তর: গ

72. জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড.মুহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন?

ক. ৭২তম
খ. ৭৫তম
গ. ৭৮তম
ঘ. ৭৯তম

উত্তর: ঘ

73. TCB এর পূর্ণরূপ কী ?

ক. Tea Corporation Board
খ. Trade Commission Bangladesh
গ. Tea Commission of Bangladesh
ঘ. Trading Corporation of Bangladesh

উত্তর: ঘ

74. কবে থেকে দেশের সকল সুপারসপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়?

ক. ০১ সেপ্টেম্বর, ২০২৪
খ. ০২ সেপ্টেম্বর, ২০২৪
গ. ০১ অক্টোবর, ২০২৪
ঘ. ০২ অক্টোবর, ২০২৪

উত্তর: গ

75. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?

ক. বঙ্গোপসাগর
খ. কুমিল্লা
গ. ব্রাহ্মণবাড়িয়া
ঘ. সিলেট

উত্তর: ক

76. বাংলাদেশ কোন সাল থেকে GSP পাচ্ছে?

ক. ১৯৭৮
খ. ১৯৭৬
গ. ১৯৭৭
ঘ. ১৯৭৯

উত্তর: খ

77. শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কী?

ক. রামিনি অমরসুরিয়া
খ. অর্জুনা অমরসুরিয়া
গ. হরিনি অমরসুরিয়া
ঘ. চামিনি অমরসুরিয়া

উত্তর: গ

78. বিমানের প্রতীক ‘বলাকা’ এর ডিজাইনার কে?

ক. নিতুন কুণ্ডু
খ. হাশেম খান
গ. কামরুল হাসান
ঘ. মর্তুজা বশির

উত্তর: গ

79. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

ক. ৪টি
খ. ১টি
গ. ২টি
ঘ. ৩টি

উত্তর: ঘ

80. বহুরূপী মৌল কোনটি?

ক. সোডিয়াম
খ. অ্যালুমিনিয়াম
গ. কার্বন
ঘ. ক্যালসিয়াম

উত্তর: গ

Share:

Leave a Comment

error: Content is protected !!