ব্যালন ডি’অর ২০২৪
ব্যালন ডি’অর ২০২৪
ক্যাটাগরি | বিজয়ী |
---|---|
বর্ষসেরা পুরুষ ফুটবলার | রদ্রি |
বর্ষসেরা নারী ফুটবলার | আইতানা বোনমাতি |
বর্ষসেরা তরুণ ফুটবলার | লামিন ইয়ামাল |
বর্ষসেরা নারী ক্লাব | বার্সেলোনা |
বর্ষসেরা পুরুষ ক্লাব | রিয়াল মাদ্রিদ |
বর্ষসেরা স্ট্রাইকার | কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন |
বর্ষসেরা পুরুষ গোলকিপার | এমিলিয়ানো মার্টিনেজ |
বর্ষসেরা পুরুষ কোচ | কার্লো আনচেলত্তি |
বর্ষসেরা নারী কোচ | এমা হায়েস |
সক্রেটিস অ্যাওয়ার্ড | হেনিফার এরমোসো |
*** ২০২৪ সালে ব্যালন ডি’অর (বর্ষসেরা পুরুষ ফুটবলার) পুরস্কারটি জিতেছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। দীর্ঘ ৬৪ বছর পর আবারও স্পেনের কোনো খেলোয়াড় এই পুরস্কার অর্জন করলেন। এর আগে ১৯৬০ সালে স্পেনের একজন ফুটবলার শেষবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন। রদ্রির এই অর্জন স্পেনের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো এবং তাকে আধুনিক ফুটবলে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।৬