মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি | মিটার রিডার কাম মেসেঞ্জার | ১৩.০৯.২০২৪

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার

পরীক্ষার তারিখ: ১৩.০৯.২০২৪

১. আধুনিক অলিম্পিকের জনক কে?

ক. বেডেন পাওয়েল

খ. ব্যারন পিয়ারে

. প্যারেজ দ্য কুইলার

গ. কুবার্তা

২. নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে?

ক. ১৯০১ সালে

খ. ১৯০৩ সালে

গ. ১৯১০ সালে

ঘ. ১৯০৫ সালে

৩. বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার?

ক. ৩৭৪.৭

খ. ৪৬০.২

গ. ৫২৫

ঘ. ৬২৪.৩

৪. চীনের মুদ্রার নাম কী?

ক. ইয়েন

খ. ইউয়ান

গ. রিয়াল

ঘ. জেনমেনপি

৫. ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?

ক. ১৯৫৭

খ. ১৮৫৭

গ. ১৯১১

ঘ. ১৯০৫

৬.বাংলাদেশের জাতীয় সংগীতের মোট চরণ সংখ্যা কত?

ক. ২০

খ. ২৫

গ. ৩৫

ঘ. ৩০

৭. স্বাধীনতার পর প্রথম ডাক টিকেটে কোন ছবি ছিল?

ক. সোনা মসজিদ

খ. লালবাগের কেল্পা

গ. শহীদ মিনার

ঘ. জাতীয় স্মৃতিসৌধ

৮. অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে?

ক. ১৭৭২

খ. ১৮৭২

গ. ১৭৬৩

ঘ. ১৮৬৩

৯. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

ক. জনগণ

খ. সুপ্রিমকোর্ট

গ. জাতীয় সংসদ

ঘ. সংসদ সদস্য

১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে?

ক. ২টি

খ. ৪টি

গ. ৩টি

ঘ. ৫টি

১১. Basin পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কী হবে?

ক. জলধারা

খ. উপদ্বীপ

গ. অববাহিকা

ঘ. মৈত্রীজোট

১২. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

ক. সাম্যবাদী

খ. বিষের বাঁশী

গ. সিন্ধু-হিন্দোল

ঘ. নতুন চাঁদ

১৩. ‘সিতকর’ শব্দের অর্থ কী?

ক. সমুদ্র

খ. চোর

গ. চন্দ্র

ঘ. অর্ক

১৪. নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?

ক. ঢাকী

খ. সেবিকা

গ. মালী

ঘ. সুন্দর

১৫. ‘উচাটন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. উঁচুনিচু

খ. অবনত

গ. প্রশান্ত

ঘ. সংকীর্ণ

১৬. ‘পয়স্বিনী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক. নদী

খ. গরু

গ. কুহক

ঘ. নারী

১৭. Consul এর বাংলা পরিভাষা কোনটি?:

ক. পরামর্শক

খ. সুপারিশকারী

গ. বাণিজ্যদূত

ঘ. উপদেষ্টা

১৮. তুমি কি কেবলই ছবি? এই বাক্যটি কোন পদ?

ক. অব্যয়

খ. সর্বনাম

গ. বিশেষ্য

ঘ. ক্রিয়া বিশেষণ

১৯. কোনটি ইংরেজি শব্দ নয়?

ক. এস্টেট

গ. ডজন

খ. রেস্টুরেন্ট

ঘ. লিস্ট

[ সঠিক উত্তর নেই ]

২০. ‘অছি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. সাপ

গ. অছিয়ত

খ. স্বপ্ন

ঘ. অভিভাবক

২১. The antonym of the word Callous is..

ক. Compassionate

খ. Cruel

গ. Unsympathetic

ঘ. Fickle

২২. Which one is abstract noun?

ক. Friend

খ. Manhood

গ. Fleet

ঘ. Nation

২৩. The synonym of the word Dastard is-

ক. Famous

খ. Brave

গ. Hard working

ঘ. Coward

২৪. Annihilate means:

ক. Destroy

খ. Entrain

গ. Forward

ঘ. Testify

২৫. He behaves as if he … a king.

ক. Was

খ. Were

গ. Has

ঘ. Had

২৬. Which one is correct spelling?

ক. Playwrite

খ. Playrite

গ. Playwright

ঘ. Playright

২৭. He did it … here ‘did’ is…

ক. Proverb

খ. Common verb

গ. Transitive verb

ঘ. Reflexive verb

২৮. What is the antonym of the word ‘Gentle’?

ক. Harsh

খ. Modest

গ. Clever

ঘ. Rude

২৯. Which word has nearly the meaning as ‘Grave’? same

ক. Vague

খ. Vicious

গ. Gloomy

ঘ. Serious

৩০. What is the time … your watch?

ক. at

খ. by

গ. in

ঘ. of

৩১. বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

ক. ৪৪০ টাকা

খ. ৪৪৫ টাকা

গ. ৪৪১ টাকা

ঘ. ৪৫০ টাকা

৩২. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত সে.মি.?

ক. ১৬ পাই বর্গ সে.মি.

খ. ৩৬ পাই বর্গ সে.মি.

গ. ৩২ পাই বর্গ সে.মি.

ঘ. ৪৮ পাই বর্গ সে.মি.

৩৩. ১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি?

ক. ৮টি

খ. ১০টি

গ. ৯টি

ঘ. ১১টি

৩৪. একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?

ক. ৩

খ.

গ. ৪

ঘ. ১০০

৩৫. একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী।

ক. ৫২০

খ. ৪৭০

গ. ৪৫০

ঘ. ৫০০

৩৬. দুটি সংখ্যার গুণফল ২২৫০ এবং ভাগফল ৯/১০ সংখ্যা দুটি অন্তর কত?

ক.

খ. ৬

গ. ৪৫

ঘ. ৫০

৩৭. মৌলিক সংখ্যার গুননীয়ক কয়টি?

ক.

খ. ৩

গ. ১

ঘ. কোন গুননীয়ক নেই

৩৮. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদেত ৬০০ টাকা বিনিয়োগ করলো। এক বছর পর তিনি কত টাকা পাবেন?

ক. ২০৫ টাকা

গ. ২২৫ টাকা

খ. ২৫০ টাকা

ঘ. ২৯০ টাকা

৩৯. ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ এবং ১৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২: ১। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর?

ক. ৫৫

গ. ৮০

খ. ৬৫

ঘ. ৯০

৪০. ১৫ টাকার শতকরা ৭ শতাংশ কত হয়?

ক. ১.০৫

গ. ১.৫

খ. ১০.৫

ঘ. ৭.৫

৪১. ৩% করসহ একটি পণ্যের মূল্য ৮২.৪০ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা?

ক. ৭৭

গ. ৯৪

খ. ৮৫

ঘ. ৮০

৪২. ৫ ডজন কলা ও ২ হালি ডিমের দাম ৬৭২ ও ১ টি ডিমের দাম ৯ টাকা হলে, এক হালি কলার দাম কত টাকা?

ক. ৫০

খ. ৪০

গ. ৬০

ঘ. ৮০

৪৩. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে আসলে ৫৫৮ টাকা হবে?

ক. ৩ বছর

খ. ৫ বছর

গ. ৪ বছর

ঘ. ৬ বছর

৪৪. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

ক. ১৮০ ডিগ্রি

খ. ৩৬০ ডিগ্রি

গ. ৩০০ ডিগ্রি

ঘ. ৪০০ ডিগ্রি

৪৫. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

ক. ১২৮

খ. ৬৪

গ. ১৪৪

ঘ. ৯৬

৪৬. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

ক. ১৬%

গ. ২৪%

খ. ২৫%

ঘ. ২০%

৪৭. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ২১ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?

ক. ১০

গ. ৬

খ. ১২

ঘ. ৮

[ নোট: প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ। ]

৪৮. ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?

ক. ৫%

খ. ৩%

গ. ৪%

ঘ. ৬%

৪৯. প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?

ক. ১২টি

খ. ১০টি

গ. ১৫টি

ঘ. ১৩টি

৫০. পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?

ক. ১১৮

গ. ১১৫

খ. ১১২

ঘ. ১১৩

Share:

Leave a Comment

error: Content is protected !!