সাম্প্রতিক মডেল টেস্ট ১
সাম্প্রতিক বিষয়াবলির উপর পরীক্ষা দিন সাম্প্রতিক মডেল টেস্ট ১ এর এবং নিজের প্রস্তুতি যাচাই করুন
1. বিশ্বে সাহিত্যে নোবেল বিজয়ী হান কাং কততম নারী?
2. ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান-
3. বৈশ্বিক শান্তি সূচক ২০২৪ এ শীর্ষ দেশ-
4. বাফুফের বর্তমান সভাপতি-
5. ১১-২২ নভেম্বর, ২০২৪ ‘কপ-২৯’ অনুষ্ঠিত হয়-
6. সরকারি কর্ম কমিশনের ১৫তম চেয়ারম্যান-
7. ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশে দশ সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ?
8. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয়-
9. জাতীয় বাজেট ২০২৪-২৫ এর মোট বাজেট আকার কত?
10. শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
11. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
12. বাংলাদেশের খুমি নৃগোষ্ঠী নিবাস কোন জেলায়?
13. ১৭৭৬ সালে রচিত ‘দি ওয়েলথ অব নেশনস’ গ্রন্থের রচয়িতা-
14. ১৮৮২ সালে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
15. বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি হলো-
16. রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-
17. ৮ বর্গকিমি বিশিষ্ট বাংলাদেশের একমাত্র ‘প্রবাল’ দ্বীপ-
18. নৌকা বাইচে পরিবেশিত গানের নাম-
19. হায়ারোগ্লিফিক (পবিত্রলিপি) যে সভ্যতার লিখন পদ্ধতি-
20. বাব এল মান্দেব (দুর্দশার দুয়ার) প্রণালি বিভক্ত করেছে-
21. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
22. কৃষ্ণগহবর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
23. বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে-
24. সর্বপ্রথম ১৯৮৯ সালে ‘সুশাসন’ ধারণাটি প্রবর্তন করে-
25. বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদী আন্দোলন-
26. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় যে আদালতকে-
কার্টেসি: মিহির’স GK