৭ম নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪
৭ম নারী সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৪
বিষয়বস্তু | তথ্য |
---|---|
সময়কাল | ১৭-৩০ অক্টোবর, ২০২৪ |
স্বাগতিক | নেপাল |
মোট দল | ৭টি |
মোট ম্যাচ | ১২টি |
চ্যাম্পিয়ন | বাংলাদেশ (২-১ গোলে) |
রানার্স আপ | নেপাল |
ফাইনাল খেলা | দশরথ রঙ্গশালা স্টেডিয়াম (কাঠমুন্ডু, নেপাল) |
ফাইনালে গোলদাতা | মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ) |
সেরা গোলকিপার | রূপনা চাকমা (বাংলাদেশ) |
সেরা খেলোয়াড় | ঋতুপর্ণা চাকমা (বাংলাদেশ) |
শীর্ষ গোলদাতা | দেকি লাজোম, ভুটান (৮টি গোল) |
ফেয়ার প্লে পুরস্কার | ভুটান |
*** বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়নশীপে মোট ২ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে—২০২২ ও ২০২৪ সালে, উভয়বারই নেপালের বিপক্ষে। অন্যদিকে, নেপাল নারী সাফ চ্যাম্পিয়নশীপে ৬ বার রানার্স আপ হয়েছে, যা তাদের ধারাবাহিক সাফল্যের প্রমাণ। উল্লেখ্য, নারী সাফ চ্যাম্পিয়নশীপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালে, যা দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।6