Daily Update MCQ : 7 October 2024
Daily Update MCQ : 7 October 2024
১. ‘বিশ্ব শিশু দিবস’ কবে পালিত হয়?
ক) অক্টোবর মাসের ১ম সোমবার
খ) নভেম্বর মাসের ২য় বৃহস্পতিবার
গ) সেপ্টেম্বর মাসের শেষ শুক্রবার
ঘ) ডিসেম্বর মাসের ১ম বুধবার
ক) অক্টোবর মাসের ১ম সোমবার
খ) নভেম্বর মাসের ২য় বৃহস্পতিবার
গ) সেপ্টেম্বর মাসের শেষ শুক্রবার
ঘ) ডিসেম্বর মাসের ১ম বুধবার
উত্তর: ক) অক্টোবর মাসের ১ম সোমবার।
২. WIPO-এর বৈশ্বিক উদ্ভাবনী সূচক ২০২৪ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
ক) ১০২ তম
খ) ১০৬ তম
গ) ১১০ তম
ঘ) ১২০ তম
ক) ১০২ তম
খ) ১০৬ তম
গ) ১১০ তম
ঘ) ১২০ তম
উত্তর: খ) ১০৬ তম।
৩. বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ এ শীর্ষে রয়েছে কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র
খ) সুইডেন
গ) সুইজারল্যান্ড
ঘ) জার্মানি
ক) যুক্তরাষ্ট্র
খ) সুইডেন
গ) সুইজারল্যান্ড
ঘ) জার্মানি
উত্তর: গ) সুইজারল্যান্ড।
৪. বাংলাদেশে সর্বপ্রথম আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপন করা হয় কত সালে?
ক) ১৮৬৭ সালে
খ) ১৮৯০ সালে
গ) ১৯০১ সালে
ঘ) ১৯২০ সালে
ক) ১৮৬৭ সালে
খ) ১৮৯০ সালে
গ) ১৯০১ সালে
ঘ) ১৯২০ সালে
উত্তর: ক) ১৮৬৭ সালে।
৫. জাতীয় শিল্পনীতি ২০১০ অনুযায়ী শিল্পকে কতভাবে ভাগ করা হয়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
উত্তর: ক) ২ ভাগে।
৬. কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়?
ক) ১৮৯০ সাল
খ) ১৯০১ সাল
গ) ১৯১২ সাল
ঘ) ১৯২০ সাল
ক) ১৮৯০ সাল
খ) ১৯০১ সাল
গ) ১৯১২ সাল
ঘ) ১৯২০ সাল
উত্তর: খ) ১৯০১ সাল।
৭. বছরের কোন দিন থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়?
ক) অক্টোবর মাসের ১ তারিখ
খ) অক্টোবর মাসের ৭ তারিখ
গ) অক্টোবর মাসের ১৫ তারিখ
ঘ) অক্টোবর মাসের ২০ তারিখ
ক) অক্টোবর মাসের ১ তারিখ
খ) অক্টোবর মাসের ৭ তারিখ
গ) অক্টোবর মাসের ১৫ তারিখ
ঘ) অক্টোবর মাসের ২০ তারিখ
উত্তর: খ) অক্টোবর মাসের ৭ তারিখ থেকে।
৮. কতটি প্রবালদ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত?
ক) ৮০০টি
খ) ৯৫০টি
গ) প্রায় ১২০০টি
ঘ) ১৫০০টি
ক) ৮০০টি
খ) ৯৫০টি
গ) প্রায় ১২০০টি
ঘ) ১৫০০টি
উত্তর: গ) প্রায় ১২০০টি।
৯. হাইফা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
ক) ইরান
খ) তুরস্ক
গ) ইসরাইল
ঘ) লেবানন
ক) ইরান
খ) তুরস্ক
গ) ইসরাইল
ঘ) লেবানন
উত্তর: গ) ইসরাইল।
১০. প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কি?
ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলি
ক) মেঘনা
খ) যমুনা
গ) পদ্মা
ঘ) কর্ণফুলি
উত্তর: খ) যমুনা।
১১. জুলাই বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
ক) বাংলাদেশ ও মিশর
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) জাপান
ক) বাংলাদেশ ও মিশর
খ) যুক্তরাষ্ট্র
গ) যুক্তরাজ্য
ঘ) জাপান
উত্তর: ক) ২০২৪ সালে বাংলাদেশে এবং ১৯৫২ সালে মিশরে।
১২. যুক্তরাষ্ট্রের আগামী ৬০ তম নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
ক) ১ নভেম্বর ২০২৪
খ) ৫ নভেম্বর ২০২৪
গ) ১৫ নভেম্বর ২০২৪
ঘ) ৩০ নভেম্বর ২০২৪
ক) ১ নভেম্বর ২০২৪
খ) ৫ নভেম্বর ২০২৪
গ) ১৫ নভেম্বর ২০২৪
ঘ) ৩০ নভেম্বর ২০২৪
উত্তর: খ) ৫ নভেম্বর ২০২৪।
১৩. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি?
ক) হাসান রুহানি
খ) মোহাম্মদ জাওয়াদ
গ) আয়াতুল্লাহ আলী খামেনি
ঘ) আব্বাস মোসাভি
ক) হাসান রুহানি
খ) মোহাম্মদ জাওয়াদ
গ) আয়াতুল্লাহ আলী খামেনি
ঘ) আব্বাস মোসাভি
উত্তর: গ) আয়াতুল্লাহ আলী খামেনি।
১৪. বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের স্কোর কত?
ক) ৫০.৪০
খ) ৫৩.৮৬
গ) ৫৬.৩২
ঘ) ৬০.১৫
ক) ৫০.৪০
খ) ৫৩.৮৬
গ) ৫৬.৩২
ঘ) ৬০.১৫
উত্তর: খ) ৫৩.৮৬।
১৫. দুর্নীতির বিরুদ্ধে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে?
ক) দেবপ্রিয় ভট্টাচার্য
খ) রেহমান সোবহান
গ) আনু মুহাম্মদ
ঘ) মুহাম্মদ ইউনূস
ক) দেবপ্রিয় ভট্টাচার্য
খ) রেহমান সোবহান
গ) আনু মুহাম্মদ
ঘ) মুহাম্মদ ইউনূস
উত্তর: ক) দেবপ্রিয় ভট্টাচার্য।
১৬. ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ভারত
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) অস্ট্রেলিয়া
ঘ) নিউজিল্যান্ড
ক) ভারত
খ) সংযুক্ত আরব আমিরাত
গ) অস্ট্রেলিয়া
ঘ) নিউজিল্যান্ড
উত্তর: খ) সংযুক্ত আরব আমিরাত।
১৭. ২০২৪ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন-
ক) পিটার হ্যান্ডকি
খ) ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন
গ) আলফ্রেড নোবেল
ঘ) জেমস ওয়াটসন
ক) পিটার হ্যান্ডকি
খ) ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন
গ) আলফ্রেড নোবেল
ঘ) জেমস ওয়াটসন
উত্তর: খ) ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুভকুন।
১৮. বিশ্বব্যাংকের প্রতিবেদনে, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান-
ক) দ্বিতীয় সারিতে
খ) চতুর্থ সারিতে
গ) পঞ্চম সারিতে
ঘ) ষষ্ঠ সারিতে
ক) দ্বিতীয় সারিতে
খ) চতুর্থ সারিতে
গ) পঞ্চম সারিতে
ঘ) ষষ্ঠ সারিতে
উত্তর: খ) চতুর্থ সারিতে।
১৯. সম্প্রতি, পৃথিবীর দিকে ধেয়ে আসা শক্তিশালী সৌরচ্ছটা কোন শ্রেণীভুক্ত?
ক) ‘এক্স ৮.০’
খ) ‘এক্স ৯.০’
গ) ‘এ ২.৫’
ঘ) ‘এ ৪.০’
ক) ‘এক্স ৮.০’
খ) ‘এক্স ৯.০’
গ) ‘এ ২.৫’
ঘ) ‘এ ৪.০’
উত্তর: খ) ‘এক্স ৯.০’।
২০. ক্যানসার সচেতনতায় অবদান রাখায় ‘গোলাপি মানব’ খেতাব পেয়েছেন-
ক) অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার
খ) অধ্যাপক মুহাম্মদ ইউনূস
গ) ড. আসমা বেগম
ঘ) ড. সাবিনা ইয়াসমিন
ক) অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার
খ) অধ্যাপক মুহাম্মদ ইউনূস
গ) ড. আসমা বেগম
ঘ) ড. সাবিনা ইয়াসমিন
উত্তর: ক) অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার।
২১. বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কয়টি?
ক) পাঁচটি
খ) সাতটি
গ) নয়টি
ঘ) দশটি
ক) পাঁচটি
খ) সাতটি
গ) নয়টি
ঘ) দশটি
উত্তর: খ) সাতটি।
২২. ইরানের কুদস ফোর্সের প্রধান কে?
ক) মোহাম্মদ আলী জাফারি
খ) ইসমাঈল কানি
গ) কাসেম সোলাইমানি
ঘ) আলী খামেনি
ক) মোহাম্মদ আলী জাফারি
খ) ইসমাঈল কানি
গ) কাসেম সোলাইমানি
ঘ) আলী খামেনি
উত্তর: খ) ইসমাঈল কানি।
২৩. হামাসের ‘আল-আকসা ফ্লাড’ অপারেশন কবে সংগঠিত হয়?
ক) ৭ অক্টোবর, ২০২২
খ) ৭ অক্টোবর, ২০২৩
গ) ৮ অক্টোবর, ২০২৩
ঘ) ৯ অক্টোবর, ২০২৩
ক) ৭ অক্টোবর, ২০২২
খ) ৭ অক্টোবর, ২০২৩
গ) ৮ অক্টোবর, ২০২৩
ঘ) ৯ অক্টোবর, ২০২৩
উত্তর: খ) ৭ অক্টোবর, ২০২৩।
২৪. ২০২৪ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
ক) ব্রাজিল
খ) স্পেন
গ) আর্জেন্টিনা
ঘ) পর্তুগাল
ক) ব্রাজিল
খ) স্পেন
গ) আর্জেন্টিনা
ঘ) পর্তুগাল
উত্তর: ক) ব্রাজিল।
২৫. সম্প্রতি, বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তার ঘোষণা দিয়েছে-
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) জাপান
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) জাপান
উত্তর: খ) যুক্তরাষ্ট্র।
২৬. বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০ নম্বরে রয়েছেন-
ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) নাসরিন সুলতানা
গ) আমিনা ওয়াডুদ
ঘ) খালেদা জিয়া
ক) ড. মুহাম্মদ ইউনূস
খ) নাসরিন সুলতানা
গ) আমিনা ওয়াডুদ
ঘ) খালেদা জিয়া
উত্তর: ক) ড. মুহাম্মদ ইউনূস।
২৭. মাদার তেরেসার ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠিত হয় কবে?
ক) ৫ অক্টোবর, ১৯৪৯
খ) ৭ অক্টোবর, ১৯৫০
গ) ১০ অক্টোবর, ১৯৫২
ঘ) ১৫ অক্টোবর, ১৯৫৫
ক) ৫ অক্টোবর, ১৯৪৯
খ) ৭ অক্টোবর, ১৯৫০
গ) ১০ অক্টোবর, ১৯৫২
ঘ) ১৫ অক্টোবর, ১৯৫৫
উত্তর: খ) ৭ অক্টোবর, ১৯৫০।
২৮. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক) বুদ্ধিমত্তা
খ) নৈতিকতা
গ) নেতৃত্বের দক্ষতা
ঘ) যোগাযোগ দক্ষতা
ক) বুদ্ধিমত্তা
খ) নৈতিকতা
গ) নেতৃত্বের দক্ষতা
ঘ) যোগাযোগ দক্ষতা
উত্তর: খ) নৈতিকতা।
২৯. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
ক) মিশর
খ) ব্যাবিলন
গ) গ্রীস
ঘ) রোম
ক) মিশর
খ) ব্যাবিলন
গ) গ্রীস
ঘ) রোম
উত্তর: খ) ব্যাবিলন।
৩০. ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ‘ফকল্যান্ড’ নিয়ে যুদ্ধ হয় কত সালে?
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৯৮৪ সালে
ক) ১৯৭৯ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৮২ সালে
ঘ) ১৯৮৪ সালে
উত্তর: গ) ১৯৮২ সালে।
৩১. কোন দেশের নিকট থেকে যুক্তরাষ্ট্র লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে নেয়?
ক) স্পেন
খ) ফ্রান্স
গ) ব্রিটেন
ঘ) ডাচ
ক) স্পেন
খ) ফ্রান্স
গ) ব্রিটেন
ঘ) ডাচ
উত্তর: খ) ফ্রান্স।
৩২. প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেলপথ চালু হয় কত সালে?
ক) ১৮১৫ সালে
খ) ১৮২০ সালে
গ) ১৮২৬ সালে
ঘ) ১৮৩০ সালে
ক) ১৮১৫ সালে
খ) ১৮২০ সালে
গ) ১৮২৬ সালে
ঘ) ১৮৩০ সালে
উত্তর: গ) ১৮২৬ সালে।
৩৩. ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
ক) আবহাওয়া অধিদপ্তর
খ) স্পারসো
গ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
ঘ) সিডিএম
ক) আবহাওয়া অধিদপ্তর
খ) স্পারসো
গ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
ঘ) সিডিএম
উত্তর: খ) স্পারসো।
৩৪. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে?
ক) ৫০ নং
খ) ৫৫ নং
গ) ৫৭ নং
ঘ) ৬০ নং
ক) ৫০ নং
খ) ৫৫ নং
গ) ৫৭ নং
ঘ) ৬০ নং
উত্তর: খ) ৫৫ নং।
৩৫. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
ক) এ এস এম সায়েম
খ) এস কে সিনহা
গ) খায়রুল হক
ঘ) আইনুল হক
ক) এ এস এম সায়েম
খ) এস কে সিনহা
গ) খায়রুল হক
ঘ) আইনুল হক
উত্তর: ক) এ এস এম সায়েম।
৩৬. ‘সানশাইন পলিসি’র সাথে কোন দেশটি জড়িত?
ক) জাপান
খ) দক্ষিণ কোরিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) চিন
ক) জাপান
খ) দক্ষিণ কোরিয়া
গ) উত্তর কোরিয়া
ঘ) চিন
উত্তর: খ) দক্ষিণ কোরিয়া।
৩৭. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
ক) কোরিয়া সংকট
খ) ভারত-চীন সংকট
গ) ইসরাইল-ফিলিস্তিন সংকট
ঘ) ভিয়েতনাম সংকট
ক) কোরিয়া সংকট
খ) ভারত-চীন সংকট
গ) ইসরাইল-ফিলিস্তিন সংকট
ঘ) ভিয়েতনাম সংকট
উত্তর: ক) কোরিয়া সংকট।