Daily Update Affairs 1 October 2024
Daily Update Affairs 1 October 2024
প্রশ্ন: আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে?
উত্তর: ১লা অক্টোবর।
প্রশ্ন: জিআই স্বীকৃতি পাওয়া মধুপুরের আনারস চাষের গোড়াপত্তন হয় কত সালে?
উত্তর: ১৯৪২ সালে।
প্রশ্ন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়া ঋণের পরিমাণ কত?
উত্তর: ১,১৩৮ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৬ হাজার কোটি টাকা)।
প্রশ্ন: বিশ্বের মোট উৎপাদিত ইলিশের কতভাগ এককভাবে বাংলাদেশে হয়?
উত্তর: ৮৫ শতাংশ।
প্রশ্ন: নেপাল থেকে কী পরিমাণ বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ?
উত্তর: ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ।
প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী চীন কবে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: ১৯৪৯ সালের ১লা অক্টোবর।
প্রশ্ন: ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: আটলান্টিক মহাসাগরে।
প্রশ্ন: ২০২৩ সাল নাগাদ চীনের উৎপাদন শিল্পের মোট সংযোজিত মূল্য কত হয়েছে?
উত্তর: ৩৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪.৭১ ট্রিলিয়ন ডলার)।
প্রশ্ন: জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু হয় কবে?
উত্তর: ২০১৭ সালে।
প্রশ্ন: সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কবে?
উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা কত?
উত্তর: প্রায় ৩০ লাখ।
প্রশ্ন: নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে কবে?
উত্তর: ৩ অক্টোবর।
প্রশ্ন: সুপারশপে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হচ্ছে কবে থেকে?
উত্তর: ১ অক্টোবর থেকে।
প্রশ্ন: ইসরায়েল লেবাননে বিমান হামলার পর কী শুরু করেছে?
উত্তর: স্থল অভিযান।
- এপ্রিল ( ২০২৪ ) মাসে অনুষ্ঠিত সকল প্রশ্ন সমাধান ( লিখিত + MCQ ) PDF
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ঝটপট রিভিশন PDF
পত্রিকার পাতা থেকে
# ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা দেশটির সাম্প্রতিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির প্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের পর তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি এই হামলা পরিচালনা করে। ইসরায়েলে একসঙ্গে একশরও বেশি মিসাইল ছুড়ে।
# নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত আছেন বদিউল আলম মজুমদার।
# পুলিশ সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব পালন করছেন সফর রাজ হোসেন।
# বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
# দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আছেন ইফতেখারুজ্জামান।
# জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
# সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আলী রীয়াজ।
Daily Update Affairs In English 1 October 2024
Question: When is International Day of Older Persons?
Answer: 1st October.
Question: In which year did the cultivation of GI-recognized Madhupur pineapples begin?
Answer: In 1942.
Question: How much loan did Russia provide for the Rooppur Nuclear Power Plant?
Answer: 11.38 billion USD (approximately 360 billion BDT).
Question: What percentage of the world’s total hilsa fish is produced in Bangladesh?
Answer: 85 percent.
Question: How much electricity will Bangladesh import from Nepal?
Answer: 40 MW of hydropower.
Question: When was the People’s Republic of China established?
Answer: On 1st October 1949.
Question: In which ocean is the Falkland Islands located?
Answer: In the Atlantic Ocean.
Question: What was the total added value of China’s manufacturing industry in 2023?
Answer: 33 trillion yuan (approximately 4.71 trillion USD).
Question: When was the national emergency service 999 launched?
Answer: In 2017.
Question: When did Bangladesh establish diplomatic relations with Saudi Arabia?
Answer: In 1975.
Question: How many Bangladeshi workers are employed in Saudi Arabia?
Answer: Approximately 3 million.
Question: When will the tripartite agreement between Bangladesh, India, and Nepal for importing 40 MW electricity from Nepal be signed?
Answer: On 3rd October.
Question: From when will the use of polythene bags in supermarkets be banned?
Answer: From 1st October.
Question: What did Israel start after the airstrikes in Lebanon?
Answer: A ground operation.
Daily Update Affairs For India 1 October 2024
1. On which day is World ‘Heart Day’ celebrated?
Ans: 29 September
2. Who among the following has been appointed as the Director General of Jammu and Kashmir Police?
Ans: Nalin Prabhat
3. Recently ‘N. Daruwala’ has passed away, who was he?
Ans: English poet
4. Where among the following has President Draupadi Murmu inaugurated the Indian Arts Festival?
Ans: Secunderabad
5. Who among the following has taken oath as the Chief Justice of Delhi High Court?
Ans: J. Manmohan
6. Which of the following state governments has launched ‘Darshini Yojana’ for student tours?
Ans: Telangana
7. Which of the following countries has been elected to the fifteen-member Steering Committee of the Global Network?
Ans: India
8. Prime Minister ‘Andrew Holness’ of which of the following countries will visit India?
Ans: Jamaica
9. Where among the following has the foundation stone of the Rs 530 crore ‘Drinking Water Project’ funded by ADB been laid?
Ans: Tripura
10. Indian athlete ‘Gulveer Singh’ has won which of the following medals in the men’s 5000 m race in the World Athletics Continental Tour in Japan?
Ans: Gold
11. Which of the following country’s cricket team selector ‘Mohammad Yunus’ has resigned?
Ans: Pakistan
12. ‘Udhayanidh Stalin’ has been made the Deputy Chief Minister of which of the following states?
Ans: Tamil Nadu
13. Where among the following has BCCI inaugurated the National Cricket Academy?
Ans: Bengaluru
14. Recently, OECD has estimated India’s growth rate in FY 25 to be what percentage of the following?
Ans: 6.7%
15. Which of the following Indian actresses has been honoured by the South Korean government?
Ans: Anushka Sen
Update Affairs In One Line For India 1 October 2024
1. World Heart Day: Celebrated on 29 September, highlighting the importance of heart health and promoting preventive measures against cardiovascular diseases.
2. Nalin Prabhat: Appointed as the Director General of Jammu and Kashmir Police, bringing extensive experience in maintaining law and order in the region.
3. N. Daruwala: A renowned English poet, recently passed away, leaving behind a legacy of influential literary works.
4. Indian Arts Festival: Inaugurated by President Draupadi Murmu in Secunderabad, showcasing diverse forms of Indian art and culture.
5. J. Manmohan: Sworn in as the Chief Justice of Delhi High Court, expected to bring significant judicial reforms and leadership.
6. ‘Darshini Yojana’: Launched by the Telangana state government to provide educational tours for students, enhancing their learning experiences.
7. India: Elected to the fifteen-member Steering Committee of the Global Network, reflecting its growing influence in international affairs.
8. Andrew Holness: Prime Minister of Jamaica, scheduled to visit India, strengthening bilateral relations between the two countries.
9. Drinking Water Project: Foundation stone laid in Tripura for a ₹530 crore project funded by ADB, aimed at improving access to clean drinking water.
10. Gulveer Singh: Indian athlete who won the gold medal in the men’s 5000 m race at the World Athletics Continental Tour in Japan, showcasing India’s athletic prowess.
11. Mohammad Yunus: Resigned as the cricket team selector of Pakistan, marking a significant change in the country’s cricket administration.
12. Udhayanidh Stalin: Appointed as the Deputy Chief Minister of Tamil Nadu, expected to play a key role in the state’s governance.
13. National Cricket Academy: Inaugurated by BCCI in Bengaluru, aimed at nurturing young cricketing talent in India.
14. OECD Growth Estimate: The OECD has projected India’s growth rate for FY 25 to be 6.7%, indicating steady economic progress.
15. Anushka Sen: Honored by the South Korean government for her contributions to cultural exchange and entertainment.