Daily Update Affairs 13 October 2024
Daily Update Affairs 13 October 2024
Daily Update Affairs 13 October 2024
প্রশ্ন: বিশ্বব্যাংক এর মতে, বাংলাদেশে নারীর কর্মসংস্থান বাড়লে অর্থনীতি কত শতাংশ বাড়বে?
উত্তর: ২৯ শতাংশ।
প্রশ্ন: সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা হয়েছে কোথায়?
উত্তর: লেবাননে।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র সচিবের নাম কী?
উত্তর: জসিম উদ্দিন।
প্রশ্ন: ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আচরণের কারণে সম্প্রতি কোন দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে?
উত্তর: নিকারাগুয়া। (মধ্য আমেরিকার দেশ)
প্রশ্ন: সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২৯৭ রানের রেকর্ড গড়েছে কোন দেশ?
উত্তর: ভারত। (বিপক্ষ দল বাংলাদেশ)
প্রশ্ন: ১১তম বিপিএলের ড্রাফটে কতজন বিদেশি ক্রিকেটারের নাম উঠেছে?
উত্তর: ৪৪০ জন।
প্রশ্ন: বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ।
প্রশ্ন: ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন’ প্রকল্প সমাপ্ত হওয়ার সম্ভাব্য সময় কখন?
উত্তর: ডিসেম্বর, ২০২৯ সাল।
প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৩ অক্টোবর, ২০০৬।
প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতার কবি কে?
উত্তর: গোলাম মোস্তফা। (মৃত্যু: ১৩ অক্টোবর, ১৯৬৪)
প্রশ্ন: তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩ অক্টোবর, ২০০২।
প্রশ্ন: বিশ্বে পামওয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর: মালয়েশিয়া।
প্রশ্ন: বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবদান কত?
উত্তর: ৯.১ শতাংশ।
প্রশ্ন: ২০২৩ সালে পর্যটন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (২.৩৫ ট্রিলিয়ন ডলার)।
প্রশ্ন: আন্তর্জাতিক টি-২০ তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত?
উত্তর: ৩১৪ (মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের)।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংককে কর অব্যাহতি দেয়া হয় কবে থেকে?
উত্তর: ১৯৮৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই।
প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সামিটে বাংলাদেশ থেকে কে অংশগ্রহণ করবেন?
উত্তর: আকরাম হুসাইন।
প্রশ্ন: হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন কবে?
উত্তর: ২৩ অক্টোবর।
প্রশ্ন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১২ অক্টোবর, ২০০৮।
প্রশ্ন: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২৩তম বৈঠক কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৫ ও ১৬ অক্টোবর, ইসলামাবাদ, পাকিস্তান।
প্রশ্ন: সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কোন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে?
উত্তর: সাহারা মরুভূমিতে।
প্রশ্ন: সাহারা মরুভূমি কত বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত?
উত্তর: ৯০ লাখ বর্গকিলোমিটার (উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকায়)।
প্রশ্ন: ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১৩ অক্টোবর।
প্রশ্ন: কোন সম্মেলনে বৃহৎ পাঁচটি শক্তিশালী দেশকে ভেটো ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: ইয়াল্টা সম্মেলন।
প্রশ্ন: কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়?
উত্তর: তিউনিসিয়া।
প্রশ্ন: পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর: সুন্দরবন।
প্রশ্ন: সিটি করপোরেশনের প্রধানকে কী বলা হয়?
উত্তর: মেয়র।
প্রশ্ন: ‘পিনাটুবো’ কী?
উত্তর: একটি আগ্নেয় পর্বত।
প্রশ্ন: আইবুক কোন কোম্পানির তৈরি?
উত্তর: ওপেন কম্পিউটার্স।
Daily Update Affairs In English 13 October 2024
Question: According to the World Bank, by how much will Bangladesh’s economy grow if women’s employment increases?
Answer: 29 percent.
Question: Where was the recent attack on the UN peacekeeping forces?
Answer: In Lebanon.
Question: What is the name of Bangladesh’s current Foreign Secretary?
Answer: Jasim Uddin.
Question: Which country recently cut diplomatic ties with Israel due to fascist and genocidal behavior?
Answer: Nicaragua. (Central American country)
Question: Which country recently set a record for the highest team score of 297 runs in T20 cricket among test-playing nations?
Answer: India. (Against Bangladesh)
Question: How many foreign cricketers were included in the 11th BPL Players’ Draft?
Answer: 440 foreign cricketers.
Question: What is currently the longest bridge in the world?
Answer: Danyang-Kunshan Grand Bridge.
Question: What is the expected completion date of the ‘Matarbari Port Development’ project?
Answer: December 2029.
Question: When did Dr. Muhammad Yunus and Grameen Bank win the Nobel Peace Prize?
Answer: October 13, 2006.
Question: Who is the poet of the poem ‘Prarthona’ (Prayer)?
Answer: Golam Mostafa. (Died: October 13, 1964)
Question: When did Ila Mitra, the leader of the Tebhaga Movement, pass away?
Answer: October 13, 2002.
Question: Which country is the second-largest producer of palm oil in the world?
Answer: Malaysia.
Question: What is the contribution of the tourism sector to global GDP?
Answer: 9.1 percent.
Question: Which country earned the highest revenue from tourism in 2023?
Answer: The United States ($2.35 trillion).
Question: What is the highest score in a single T20 International inning?
Answer: 314 (Nepal against Mongolia).
Question: Since when has Grameen Bank been exempted from taxes?
Answer: Since its inception in 1983.
Question: Who will represent Bangladesh at the U.S. State Department’s Global Leadership Summit?
Answer: Akram Hossain.
Question: What is the deadline for Hajj pre-registration?
Answer: October 23.
Question: When was Begum Rokeya University established?
Answer: October 12, 2008.
Question: When and where will the 23rd Shanghai Cooperation Organization (SCO) meeting be held?
Answer: October 15-16, in Islamabad, Pakistan.
Question: Which region has recently experienced flooding due to climate change?
Answer: The Sahara Desert.
Question: How large is the Sahara Desert in terms of area?
Answer: 9 million square kilometers (covering Northern, Central, and Western Africa).
Question: When is ‘International Day for Disaster Risk Reduction’ observed?
Answer: October 13.
Question: At which conference was the decision made to give veto power to the five major world powers?
Answer: Yalta Conference.
Question: In which country did the Arab Spring first begin?
Answer: Tunisia.
Question: What is the largest mangrove forest in the world?
Answer: The Sundarbans.
Question: What is the title of the head of a city corporation?
Answer: Mayor.
Question: What is ‘Pinatubo’?
Answer: A volcano.
Question: Which company developed the iBook?
Answer: Open Computers.
Daily Update Affairs For India 13 October 2024
International Girl Child Day: প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়, যা বিশ্বব্যাপী কন্যা শিশুদের ক্ষমতায়ন ও সমর্থনের গুরুত্ব তুলে ধরে।
বিহারে নতুন বাঘ সংরক্ষণ কেন্দ্র: কাইমুর জেলায় শীঘ্রই বিহারের দ্বিতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে, যা রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টাকে আরো বাড়িয়ে তুলবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ: অনিল কুমার গুপ্ত বিমানবন্দর কর্তৃপক্ষের (AAI) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, যা তার বিশেষজ্ঞতার সাথে সংস্থাটিকে সহায়তা করবে।
এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ: ভারতীয় পুরুষদের দল আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছে।
পরিষ্কার জ্বালানি চুক্তি: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) IIT দিল্লির সাথে পরিষ্কার জ্বালানি উদ্যোগে সহযোগিতা করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪: সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪-এ ভারত ১০৫তম স্থানে রয়েছে, যা খাদ্য নিরাপত্তার চলমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে।
সাধুলা বতুকম্মা উৎসব: তেলেঙ্গানায় আয়োজিত হয়েছে রঙিন সাধুলা বতুকম্মা উৎসব, যা অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করে।
বিশ্বের উচ্চতম ইমেজিং চেরেনকভ টেলিস্কোপ: লাদাখে উন্মোচিত এই টেলিস্কোপটি জ্যোতির্বিজ্ঞান গবেষণায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।
বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস: WWF-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ১৯৭০ সাল থেকে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা ৭৩% কমে গেছে, যা জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান: ‘নোয়েল টাটা’ টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন, যা সংস্থাটিকে ভবিষ্যত বিকাশের দিকে পরিচালিত করবে।
দেবী কালী’র মুকুট চুরি: বাংলাদেশে যশোরেশ্বরী মন্দির থেকে দেবী কালী’র মুকুট চুরি হয়েছে।
UPI ওয়ালেট সীমা বৃদ্ধি: RBI UPI ওয়ালেট সীমা ২০০০ থেকে ৫০০০ পর্যন্ত বৃদ্ধি করেছে, যা ডিজিটাল লেনদেনের সক্ষমতাকে বাড়িয়েছে।
হিজব-উত-তাহরীর নিষিদ্ধ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় “হিজব-উত-তাহরীর” সংগঠনটিকে জেরুজালেমে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং নিষিদ্ধ করেছে।
নোবেল শান্তি পুরস্কার ২০২৪: জাপানের “নিহন হিদানকিও” সংগঠনকে শান্তির প্রচারের জন্য নোবেল শান্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হবে।
আয়ুধ পূজা উদযাপন: তামিলনাড়ুতে আয়ুধ পূজা উদযাপন করা হয়, যেখানে উপকরণ ও যন্ত্রপাতির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Daily Update Affairs Q&A For India 13 October 2024
Question: When is International Girl Child Day celebrated?
Answer: October 11
Question: In which district of Bihar will the second tiger reserve be established?
Answer: Kaimur
Question: Who has been appointed as a member of the Airport Authority of India (AAI)?
Answer: Anil Kumar Gupta
Question: What medal did the Indian men’s team win in the Asian Table Tennis Championship?
Answer: Bronze
Question: Where was the Asian Table Tennis Championship held?
Answer: Astana
Question: Which IIT has signed an agreement with the International Energy Agency for clean energy?
Answer: IIT Delhi
Question: What rank did India achieve in the Global Hunger Index 2024?
Answer: 105th
Question: Where was the Sadhula Bathukamma festival organized?
Answer: Telangana
Question: Where was the world’s tallest imaging Cherenkov telescope unveiled?
Answer: Ladakh
Question: According to the WWF report, by what percentage has the global wildlife population declined since 1970?
Answer: 73%
Question: Who has been appointed as the new chairman of Tata Trust?
Answer: Noel Tata
Question: In which country was the crown of Goddess Kali stolen from the Jeshoreshwari temple?
Answer: Bangladesh
Question: What is the new limit for UPI wallet transactions increased by the RBI?
Answer: 5000
Question: In which city did the Union Home Ministry ban the organization “Hizb ut Tahrir” and declare it a terrorist organization?
Answer: Jerusalem
Question: Which country’s Nihon Hidankyo Organization will be awarded the Nobel Peace Prize in 2024?
Answer: Japan
Question: Where is Ayudha Puja celebrated?
Answer: Tamil Nadu
1 thought on “Daily Update Affairs 13 October 2024”