Daily Update Affairs 14 September 2024

Daily Update Affairs 14 September 2024

# ‘চাঁপাভাঙ্গার বৌ’ গল্পটির রচয়িতা কে?

উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। (মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭১)

# সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘ফ্লোর ক্রসিং’ নিয়ে বলা হয়েছে?

উত্তর: ৭০ নং অনুচ্ছেদে।

# দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?

উত্তর: ৫২৫ মেগাওয়াট।

# PPP এর পূর্ণরূপ কী?

উত্তর: Public Private Partnership Purchasing Power Parity.

# ‘How to Prevent the Next Pandemic’ বইটির লেখক কে?

উত্তর: বিল গেটস।

# বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে? উত্তর: অজয় বাঙ্গা (ভারতীয় বংশোদ্ভূত)।

# বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূতের নাম কী?

উত্তর: ইয়াও ওয়েন।

# সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করেছে?

উত্তর: সৌদি আরব।

# বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?

উত্তর: অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

# বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান কে?

উত্তর: আশিক চৌধুরী। (তিনি ৪১ হাজার ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাফ দিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন)

# সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন?

উত্তর: মাহমুদ হোসেন খান দুলাল। (ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি)

# WHO কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কিপক্সের টীকার নাম কী?

উত্তর: এমভিএ-বিএন।

# ‘দেশে বিদেশে’ ভ্রমণ কাহিনির রচয়িতা কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী। (জন্ম: ১৩ সেপ্টেম্বর, ১৯০৪)

# IMF এর হিসেবে বর্তমান দেশের রিজার্ভের পরিমাণ কত?

উত্তর: ১৯.৪৪ বিলিয়ন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)

# জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তর: আবদুল মুয়ীদ চৌধুরী।

# দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তর: ইফতেখারুজ্জামান।

# নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তর: বদিউল আলম মজুমদার।

# পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তর: সফর রাজ হোসেন।

# বুয়েটের নতুন উপাচার্যের নাম কী?

উত্তর: আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

# সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক AI অলিম্পিয়াডে বাংলাদেশের অজর্ন কী?

উত্তর: দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক।

# সেপ্টেম্বর মাসের ১ম ৭দিনে কত টাকার রেমিটেন্স এসেছে?

উত্তর: ৭ হাজার কোটি টাকা।

# ‘ফ্রান্সিন’ কীসের নাম?

উত্তর: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া একটি ঘূর্ণিঝড়।

# ‘পোলারিস ডন’ কী?

উত্তর: বিশ্বের ১ম বাণিজ্যিক স্পেসওয়াকের জন্য স্পেসএক্সের নতুন মিশন।

# সম্প্রতি ‘ইয়াগি’ নামক টাইফুন কোন দেশে আঘাত হেনেছে?

উত্তর: ভিয়েতনাম।

পত্রিকার পাতা থেকে

# ইংল্যান্ড ফুটবল দলের নতুন কোচ – অ্যাশলে কোল।

💡 ইংল্যান্ডের জার্সিতে ১০৭টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। সাবেক এই ফুটবলারকে পূর্ণ মেয়াদে প্রধান কোচ বানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (FA)। এর আগে অ্যাশলে কোল ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ক্লাবে কোচ ছিলেন। লি কার্সলি তার সহকারী কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলে।

# দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফরে আসেন – ১৪ সেপ্টেম্বর।

💡দুই দিনের সফরে দি‌ল্লি হয়ে ঢাকায় আসেন মা‌র্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

এর আগে ১৪ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতি‌নি‌ধি দল ঢাকায় আসে।

# সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন অধ্যক্ষ – অধ্যাপক জাকিউল।

💡 শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে। এর আগে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

# বাংলাদেশে ওষুধ পণ্যের চাহিদার ৩০ শতাংশ আসে ভারত থেকে।

💡 বাংলাদেশে ওষুধ পণ্যের যে পরিমাণ চাহিদা রয়েছে সেটির ৩০ শতাংশ আসে ভারতের বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে। এসব পণ্য সরবরাহ করে থাকে ছোট, মাঝারি এবং বড় বড় অনেক প্রতিষ্ঠান।

# আইসিটি বিভাগের সচিব হয়েছেন – শীষ হায়দার চৌধুরী

💡 সরকার অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসঙ্গে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

Share:

Leave a Comment

error: Content is protected !!