Daily Update Affairs 15 September 2024

Daily Update Affairs 15 September 20245

Daily Update GK 15 September 20246

# বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান চেয়ারম্যান কে?

✏️ মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

# তিতাস গ্যাসের নতুন মহাব্যবস্থাপক কে?

✏️ শাহনেওয়াজ পারভেজ।

# ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে কোন দেশ?

✏️ অস্ট্রেলিয়া।

# সম্প্রতি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-বিমান মহড়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?

✏️ চীন।

# বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি ভারত সীমান্তে কী মোতায়েন করেছে?

✏️ মৌমাছি।

# জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বর্তমান চেয়ারপারসন কে?

✏️ ড. মুহাম্মদ ইউনূস।

# ‘ওশান-২০২৪’ কী?

✏️ আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া।

# কোন দেশ জাতিসংঘের পূর্ণসদস্য না হয়েও সম্প্রতি সাধারণ পরিষদের আসন পেল?

✏️ ফিলিস্তিন।

# সম্প্রতি কবে ‘আইফোন-১৬’ উদ্বোধন করা হয়?

✏️ ৯ সেপ্টেম্বর।

# সম্প্রতি বাংলাদেশের কয়জন আম্পায়ারকে আইসিসি নতুন দায়িত্ব দিয়েছে?

✏️ ৫ জন।

# মেট্রোরেলের নতুন এমডি কে?

✏️ মোহাম্মদ আব্দুর রউফ।

# সাম্প্রতিক রাশিয়ার নৌ ও বিমান বাহিনী কর্তৃক পরিচালিত মহড়ার নাম কী?

✏️ ওশেন ২০২৪।

# এইচআরএসএস মতে, দেশে কোটা সংস্কার আন্দোলন ও অভ্যুত্থানে নিহত কত জন?

✏️ ৮৭৫ জন।

# আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কী?

✏️ শ্রী বিজয় পুরম।

# সম্প্রতি বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতার চুক্তি সই হয়েছে কত তারিখে?

✏️ ১৫ সেপ্টেম্বর ২০২৪

# চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কী?

✏️ ওপেনএআই ওওয়ান (কোড স্ট্রবেরি)।

# গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটির স্কোয়াক কোড কত?

✏️ ৪১৩১।

# বিশ্বে সর্বপ্রথম এমপক্সের টিকা পাওয়া দেশের নাম কী?

✏️ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।

# সম্প্রতি বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে?

✏️ যুক্তরাষ্ট্র।

# বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র কে?

✏️ হুসনে আরা শিখা।

# দেশে সাংবিধানিক সংস্কারের জন্য অন্তবর্তী সরকারের কয়টি কমিশন গঠন করা হয়েছে?

✏️ ছয়টি।

# সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন দুটি জেলায় তাদের কমিটি বাতিল করেছে?

✏️ মাগুরা ও কুষ্টিয়া।

# সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন?

✏️ মাহমুদ হোসেন খান দুলাল। (ক্রীড়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি)

# বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কী?

✏️ অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

# বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান কে?

✏️ মোহাম্মাদ মফিজুর রহমান।

# সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরছেন?

✏️ সাইফউদ্দিন।

# WHO কর্তৃক অনুমোদিত প্রথম মাস্কিপক্সের টীকার নাম কী?

✏️ এমভিএ-বিএন।

# বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান কে?

✏️ আশিক চৌধুরী। (তিনি ৪১ হাজার ফুট উঁচুতে বিমান থেকে দেশের পতাকা নিয়ে লাফ দিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন)

# জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হবে?

✏️ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

# বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় কবে?

✏️ ৯ সেপ্টেম্বর, ২০২৪।

# সম্প্রতি কোন দেশটি পারমাণবিক অস্ত্রাগার বৃদ্ধির ঘোষণা দিয়েছে?

✏️ উত্তর কোরিয়া।

# সম্প্রতি ভারতের কোন রাজ্যে ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে?

✏️ মণিপুর রাজ্য।

পত্রিকার পাতা থেকে

# চলতি মাসের প্রথম ১৪ দিনে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা – ১১৬ কোটি ৭২ লাখ (এক দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার।

💡চলতি মাসের প্রথম ১৪ দিনে বৈধ পথে ১১৬ কোটি ৭২ লাখ (এক দশমিক ১৬ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে হিসাব করে)। মাসের প্রথম ৭ দিনে এসেছিল ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার ডলার। যা ছিল এক সপ্তাহে আসা সবচেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স প্রবাসীদের পাঠানো ।

# অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেন – ১৫ সেপ্টেম্বর ২০২৪।

💡অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেন । এ সময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়।

# স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক – অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

💡 স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক (গবেষণা, প্রকাশনা ও কারিকুলাম উন্নয়ন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দিনকে। তিনি এর আগে ফরিদপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

# আইসিসি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছে – জিম্বাবুয়েকে।

💡 দেশটির অন্যতম পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া ফলসের কাছে দর্শনীয় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এই স্টেডিয়াম নির্মানে ৫ থেকে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর এই সম্পূর্ণ খরচ বহন করছে আইসিসি।

Share:

Leave a Comment

error: Content is protected !!