Daily Update Affairs 16 October 2024

Daily Update Affairs 16 October 2024

প্রশ্ন: লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ কবে সম্পন্ন হয়?

উত্তর: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।

প্রশ্ন: ‘বাতাসের লাশের গন্ধ’ কবিতার রচয়িতা কে?

উত্তর: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। (জন্ম: ১৬ অক্টোবর, ১৯৫৬)

প্রশ্ন: বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৬ অক্টোবর। (বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ৭ জুন)

প্রশ্ন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অন্তর্বর্তীকালীন কোচের নাম কী?

উত্তর: ফিল সিমন্স। (ওয়েস্ট ইন্ডিজ)

প্রশ্ন: ডি-৮ এর বর্তমান মহাসচিবের নাম কী?

উত্তর: আশরাফুল হক চৌধুরী।

প্রশ্ন: সামরিক ড্রোন কিনতে ভারত সম্প্রতি কোন দেশের সাথে চুক্তি করেছে?

উত্তর: যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: ইতিহাসের ১ম সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কী?

উত্তর: স্টারশিপ। (৪০০ ফুট লম্বা রকেটটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট বলা হচ্ছে)

প্রশ্ন: পিএসসি’র চেয়ারম্যান ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান কে?

উত্তর: প্রধান বিচারপতি।

প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের অর্থনীতিতে প্রধান চ্যালেঞ্জ কয়টি?

উত্তর: ৩টি।

প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি কত হতে পারে?

উত্তর: ৯ শতাংশে।

প্রশ্ন: বিগত বছরগুলিতে বাংলাদেশে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কত শতাংশ?

উত্তর: সাড়ে ৪৫ শতাংশ।

প্রশ্ন: সেনাপ্রধান ১১ দিনের সরকারি সফরে কোন দেশে গেছেন?

উত্তর: যুক্তরাষ্ট্র ও কানাডা।

প্রশ্ন: মিরপুর-১০ মেট্রোস্টেশন চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে কত?

উত্তর: ১ কোটি ২৫ লাখ টাকা।

প্রশ্ন: সম্প্রতি পাল্টাপাল্টি কূটনীতিক বহিস্কার করেছে কোন দুটি দেশ?

উত্তর: ভারত ও কানাডা।

প্রশ্ন: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কী?

উত্তর: ফিল সিমন্স।

প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে প্রধান তিনটি চ্যালেঞ্জ কী কী?

উত্তর: মূল্যস্ফিতি, আর্থিক খাতের ভঙ্গুরতা ও বহিঃস্থ চাপ।

প্রশ্ন: ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৪’ কবে পালিত হয়?

উত্তর: ১৬ অক্টোবর।

প্রশ্ন: বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪-এ বাংলাদেশের স্কোর কত?

উত্তর: ১৯ দশমিক ৪।

প্রশ্ন: বাংলাদেশের মোট কতটি বড় শহরে সিটি করপোরেশন বিদ্যমান?

উত্তর: ১২টি।

প্রশ্ন: ‘লবণ পর্বত’ কোথায় অবস্থিত?

উত্তর: পাকিস্তান।

প্রশ্ন: কোনটি রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়?

উত্তর: কয়লা।

Question: When did the first partition of Bengal take place under the orders of Lord Curzon?

Answer: 16 October 1905.

Question: Who is the author of the poem Batasher Lasher Gondho (The Smell of the Corpse in the Wind)?

Answer: Rudra Mohammad Shahidullah. (Born: 16 October 1956)

Question: When is World Food Day celebrated?

Answer: 16 October. (World Food Safety Day: 7 June)

Question: Who is the new interim coach of the Bangladesh national cricket team?

Answer: Phil Simmons. (West Indies)

Question: Who is the current Secretary-General of the D-8 Organization for Economic Cooperation?

Answer: Ashraful Haque Chowdhury.

Question: Which country has India recently signed a deal with to purchase military drones?

Answer: The United States.

Question: Where is the 23rd Shanghai Cooperation Organisation (SCO) Summit being held?

Answer: Pakistan.

Question: What is the name of the first rocket to successfully achieve a hanging landing?

Answer: Starship. (The 400-foot rocket is considered the most powerful in history.)

Question: Who administers the oath to the Chairman and members of the PSC (Public Service Commission)?

Answer: The Chief Justice.

Question: According to the World Bank, how many major challenges are there for Bangladesh’s economy?

Answer: Three.

Question: What is the inflation rate forecast for Bangladesh at the end of the 2024-25 fiscal year, according to the World Bank?

Answer: 9%.

Question: What percentage of employment creation has occurred in Bangladesh in recent years?

Answer: 45.5%.

Question: The Chief of Army Staff is on an 11-day official visit to which countries?

Answer: The United States and Canada.

Question: What was the initial cost of opening the Mirpur-10 Metro Station?

Answer: 12.5 million BDT (1 crore 25 lakh taka).

Question: Which two countries have recently expelled diplomats in a tit-for-tat move?

Answer: India and Canada.

Question: What is the name of the new coach of the Bangladesh cricket team?

Answer: Phil Simmons.

Question: What are the three main challenges facing Bangladesh’s economy?

Answer: Inflation, fragility in the financial sector, and external pressures.

Question: When is World Food Day 2024 celebrated?

Answer: 16 October.

Question: What is Bangladesh’s score on the Global Hunger Index 2024?

Answer: 19.4.

Question: How many major cities in Bangladesh have City Corporations?

Answer: Twelve.

Question: Where is the Salt Range located?

Answer: Pakistan.

Question: What substance transforms into graphite?

Answer: Coal.

World Standards Day: 14 অক্টোবর বিশ্ব মান দিবস পালিত হয়, যা বিভিন্ন শিল্পখাতে পণ্যের গুণমান, নিরাপত্তা এবং দক্ষতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের গুরুত্বের ওপর জোর দেয়।

National Kishore Kumar Award: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি National Kishore Kumar Award পেয়েছেন, যা ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদানের স্বীকৃতি।

Heir to Jamnagar Throne: আজয় জাদেজাকে জামনগর সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা রাজ পরিবারের ঐতিহ্য অব্যাহত রাখছে।

ISSF Junior World Cup 2025: ভারত ISSF Junior World Cup 2025 আয়োজনের অধিকার লাভ করেছে, যা শুটিং খেলাধুলার প্রচারের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে প্রদর্শন করে।

Telangana’s Caste Survey: তেলেঙ্গানা তৃতীয় রাজ্য হিসেবে জাতি জরিপ চালু করেছে, যা নীতিনির্ধারণের জন্য জাতিগত জনসংখ্যার বিস্তারিত তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে।

India International Science Festival 2024: 10তম India International Science Festival গুয়াহাটিতে আয়োজিত হবে, যা বৈজ্ঞানিক অর্জন ও উদ্ভাবনকে তুলে ধরবে।

Biopolymers Demonstration Facility: পুনেতে ভারতের প্রথম বায়োপলিমার প্রদর্শন সুবিধা উদ্বোধন করা হয়েছে, যা টেকসই উপকরণ উন্নয়নে একটি মাইলফলক।

eMigrate V 2.0 Launch: ড. এস জয়শঙ্কর eMigrate V 2.0 পোর্টাল ও অ্যাপ চালু করেছেন, যা ভারতীয় শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়া সহজতর করবে।

Bendigo International Challenge Badminton Tournament: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত Bendigo International Challenge Badminton Tournament-এ তানিয়া হেমন্ত মহিলাদের একক শিরোপা জিতেছেন।

The passing of Atul Parchure: প্রবীণ অভিনেতা অতুল পারচুরের মৃত্যু হয়েছে, যা চলচ্চিত্র শিল্পে তার রেখে যাওয়া উত্তরাধিকারকে স্মরণ করায়।

India and Russia Technology Trade: নিষিদ্ধ প্রযুক্তি সরবরাহে ভারত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে তুলে ধরে।

Ambassador Recall from Canada: ভারত কানাডা থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে, যা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নির্দেশ করে।

First Indian to Climb Mount Shishapangma: অর্জুন বাজপেয়ী চীনের মাউন্ট শিশাপাংমা আরোহন করা প্রথম ভারতীয় হিসেবে সাফল্য অর্জন করেছেন।

Renaming of Rajya Kaushal University: মহারাষ্ট্র রাজ্য কৌশল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রতন টাটার নামে নামকরণ করবে, যা শিল্প ও শিক্ষায় তার অবদানের স্বীকৃতি।

New DGMS Appointment: কবিতা সাহা নতুনভাবে মেডিকেল সার্ভিসেসের মহাপরিচালক (DGMS) হিসেবে নিয়োগ পেয়েছেন, যা চিকিৎসা খাতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Question: When is World Standards Day celebrated?

Answer: 14 October

Question: Who received the National Kishore Kumar Award?

Answer: Rajkumar Hirani

Question: Who has been declared the heir to the Jamnagar throne?

Answer: Ajay Jadeja

Question: Which country will host the ISSF Junior World Cup 2025?

Answer: India

Question: Which state has become the third state to launch a Caste Survey?

Answer: Telangana

Question: Where will the 10th India International Science Festival be organized?

Answer: Guwahati

Question: Where was India’s first demonstration facility for biopolymers inaugurated?

Answer: Pune

Question: Who launched the eMigrate V 2.0 portal and app?

Answer: Dr. S. Jaishankar

Question: Who won the title in women’s singles in the Bendigo International Challenge Badminton Tournament?

Answer: Tanya Hemant

Question: Who was Atul Parchure, who recently passed away?

Answer: Actor

Question: Which country has become Russia’s second-largest supplier of banned technology?

Answer: India

Question: From which country has India recalled its ambassador?

Answer: Canada

Question: Who became the first Indian to climb Mount Shishapangma in China?

Answer: Arjun Vajpayee

Question: In which state will the name of Rajya Kaushal University be changed to Ratan Tata’s name?

Answer: Maharashtra

Question: Who assumed the post of DGMS (Director General of Medical Services)?

Answer: Kavita Sahay

Share:

Leave a Comment

error: Content is protected !!