Daily Update Affairs 17 September 2024
Daily Update Affairs 17 September 2024
# বাংলাদেশে ‘মহান শিক্ষা দিবস’ কবে পালিত হয়?
✏️ ১৭ সেপ্টেম্বর।
# ADB বাংলাদেশকে আরো কত কোটি ডলার ঋণ সহায়তা দিবে?
✏️ ৫০কোটি ডলার। (২০২৫ সালের মার্চ মাসের মধ্যে)
# WB এবং ADB সংস্কারের শর্তে বাংলাদেশকে কী পরিমাণ আর্থিক সহায়তা দেবে?
✏️ আড়াই বিলিয়ন ডলার।
# সম্প্রতি বাংলাদেশকে কী পরিমাণ আর্থিক উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র?
✏️ ২০২.২৫ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪২৭ কোটি টাকা)।
# ‘অনিলা দেবী’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
✏️ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। (জন্ম: ১৫ সেপ্টেম্বর, ১৮৭৬)
# ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ কবে পালিত হয়?
✏️ প্রতিবছর ১৫ সেপ্টেম্বর।
# যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
✏️ চীন। (বাংলাদেশের অবস্থান তৃতীয়)
# ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ কত কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে?
✏️ ৭২৯ কোটি ডলার।
# ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশের নাম কী?
✏️ ভারত। (বাংলাদেশ ৩৫তম)
# বিশ্বের মোট কতটি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়?
✏️ ১৫১টি।
# ১২০০ মেগাওয়াট ধারনক্ষমতার মতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কত ছিল?
✏️ ৫৭ হাজার কোটি টাকা।
# ‘চামরান-১’ কী?
✏️ মহাকাশে গবেষণার জন্য ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্যাটেলাইট।
# ‘বিশ্ব ওজোন দিবস’ কবে পালিত হয়?
✏️ ১৬ সেপ্টেম্বর।
# বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণের জন্য কতটি শর্ত দিয়েছে বিশ্বব্যাংক?
✏️ ৪টি।
# সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে?
✏️ গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪।
# তিতাস গ্যাসের নতুন পরিচালকের নাম কী?
✏️ মতিউর রহমান চৌধুরী।
# ‘এস ১০২ বি’ কোন দেশের গোয়েন্দা বিমান?
✏️ সুইডেন।
# জর্ডানের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?
✏️ জাফর হাসান।
# ২০২৪-২৫ মৌসুমে ফুটবলের চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণকারী দল কতটি?
✏️ ৩৬টি। (পূর্বে ছিল ৩২টি)
# কোন অর্থবছরে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল?
✏️ ২০২০-২১ অর্থবছরে। (২,৪৭৭ কোটি ডলার)
# বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্রের নাম কী?
✏️ হুসনে আরা শিখা।
# আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নাম কী?
✏️ শ্রী বিজয় পুরম।
# ‘চামরান-১’, ‘সোরাইনা’ উপগ্রহ ২টি কোন দেশের?
✏️ ইরান।
# ঘূর্ণিঝড় ‘ইয়াগি’ কোথায় সৃষ্টি হয়?
✏️ ফিলিপাইন সাগরে।
Daily Update Affairs 17 September 2024 in English
# When is the ‘Great Education Day’ celebrated in Bangladesh?
✏️ September 17.
# adb will give more billions of dollars in loan assistance to Bangladesh?
✏️ 50 million dollars. (By March 2025)
# How much financial assistance will be given to Bangladesh by wb and adb in terms of reforms?
✏️ Two and a half billion dollars.
# How much financial development assistance is the United States giving to Bangladesh recently?
✏️ 202.25 million dollars (about 2 thousand 427 crore taka).
# ‘Anila Devi’ is the pseudonym of any writer?
✏️ Saratchandra Chatterjee. (Born: September 15, 1876)
# When is ‘International Democracy Day’ celebrated?
✏️ 15 September every year.
# Which country is the top exporter of clothing made in the United States?
✏️ China. (Bangladesh ranks third)
# In 2023, how many billions of dollars Bangladesh exports ready-made garments to the US market?
✏️ 729 million dollars.
# What is the name of the top country in use of cryptocurrency?
✏️ India. (Bangladesh 35th)
# How many countries in the world use cryptocurrency as a digital currency?
✏️ 151.
# How much was the construction cost of Matarbari thermal power plant of 1200 MW capacity?
✏️ 57 thousand crore rupees.
# What is ‘Chamran-1’?
✏️ Satellite built in Iran’s own technology for space research.
# When is ‘World Ozone Day’ celebrated?
✏️ September 16.
# How many conditions have the World Bank given for the loan of 100 million US dollars to Bangladesh?
✏️ 4.
# Which international award has recently been awarded to Bangladesh Bank?
✏️ Global Youth Financial Inclusion Award-2024.
# What is the name of the new director of Titus gas?
✏️ Matiur Rahman Chowdhury.
# ‘S102B’ spy plane of which country?
✏️ Sweden.
# What is the name of the new prime minister of Jordan?
✏️ Zafar Hasan.
# How many teams are participating in the football Champions League in the 2024-25 season?
✏️ 36. (Previously there were 32)
# In which fiscal year the highest record amount of remittances in the country’s history came?
✏️ In FY 2020-21. ($2,477 crore)
# What is the name of the new spokesperson of Bangladesh Bank?
✏️ Husna Ara Shikha.
# What is the new name of the capital of Andaman and Nicobar Islands?
✏️ Shri Vijay Puram.
# ‘Chamran-1’, ‘Soraina’ 2 satellites of which country?
✏️ Iran.
# Cyclone ‘Yagi’ is created where?
✏️ In the Philippine Sea.
পত্রিকার পাতা থেকে
# আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম – ‘রুম নম্বর ২০১১’।
💡 ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের করুণ মৃত্যু হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে সিনেমাটি নির্মিত হয়েছে। আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে।
২৫ মিনিটের হতে পারে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেওয়া হবে। বাংলাদেশ এবং আমেরিকায় মুক্তি পাবে ‘রুম নম্বর ২০১১।’
মৌলিক এই ফিল্মটির সহযোগিতায় রয়েছেন আমেরিকার বাংলাদেশি সংগঠন ‘একটিফুল’।
# জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু – ১৭ সেপ্টেম্বর ২০২৪।
💡 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এবং হতাহতদের পরিবারের সাহায্যার্থে গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু হল। সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে ১৭ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এ ফাউন্ডেশন।
# সাম্প্রতিক বন্যায় মোট ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
💡 বন্যাকবলিত এলাকাগুলোতে মোট ৯ লাখ ৪২ হাজার ৮১১ জন প্রত্যক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ছাড়া মারা গেছেন ৭৪ জন। আহত হয়েছেন ৬৮ জন। উপদেষ্টা ফারুক-ই-আজম ১৭ সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন।
# ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন – ১৭ সেপ্টেম্বর ২০২৪।
💡 ১৭ সেপ্টেম্বর বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করে অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেন। এ সময় তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন।
# দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির (এএপি) – অতীশি মারলেনা।
💡 তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। অতীশি বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। দিল্লির স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে তিনি ব্যাপকভাবে কাজ করেছেন।