Daily Update Affairs 18 September 20246
Daily Update Affairs 18 September 2024
# রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে কবে?
✏️ ১৭ সেপ্টেম্বর ২০২৪।
# সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কতদিন?
✏️ ২ মাস।
# খরিপ-২ মৌসুমের সময়কাল কখন?
✏️ আষাঢ় থেকে ভাদ্র মাস।
# HyV -এর পূর্ণরূপ কী?
✏️ High yielding Variety.
# কতগুলো ধারায় সেনাবাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো?
✏️ ১৭টি ধারায়।
# বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ?
✏️ ৮৬ শতাংশ।
# কোন খাদ্যটিকে ‘সবজি মাংস’ বলা হয়?
✏️ মাশরুম।
# সাম্প্রতিক কোন দেশের স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়?
✏️ গ্রিসে।
# ইসি’তে নিবন্ধিত দলের সংখ্যা কত?
✏️ ৪৮টি।
# ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন’ প্রনয়ণ করা হয় কত সালে?
✏️ ২০২৩ সালে।
# ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’ এর উপদেষ্টা কে?
✏️ মোঃ নাহিদ ইসলাম।
# এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর কে?
✏️ হোয়ে ইউন জিয়ং।
# WHO অনুমোদিত এমপক্সের ১ম টিকার নাম কী?
✏️ এমভিএ বিএন।
# ‘স্পেসওয়াক’ এর মিশনের নাম কী?
✏️ পোলারিস ডন।
# বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
✏️ ২০০ নটিক্যাল মাইল।
# যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
✏️ ডোনাল্ড লু।
# “মেগাফোন কূটনীতি” কী?
✏️ সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কী ধরণের বক্তব্য ও বিবৃতি TV চ্যানেলে দেয় তা নজর রাখা।
# অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং শাখার নাম কী?
✏️ AWS (অ্যামাজন ওয়েব সার্ভিসেস)।
# পেটের অ্যাসিডিটির জন্য কোন এসিড দায়ী?
✏️ HCI
# উপকূলীয় অঞ্চলে মাটির PH এর মাত্রা কত?
✏️৭-৮.৫।
# ‘The Wealth of Nations’ গ্রন্থটি কার রচনা?
✏️ অ্যাডাম স্মিথ।
# PMI এর পূর্ণরূপ কী?
✏️ Purchasing Managers Index
# BSCL এর পূর্ণরূপ-
✏️ Bangladesh Satellite Company Limited.
# কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেমি গভীর স্তরকে মাটি বলা হয়?
✏️ ১৫-১৮ সেমি।
# বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র কে?
✏️ হুসনে আরা শিখা।
# আন্তর্জাতিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
✏️ মিটার।
# চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানের নতুন মডেলের নাম কী?
✏️ ওপেনএআই ওওয়ান (কোড স্ট্রবেরি)।
# শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লি: এর উৎপাদিত সারের নাম কী?
✏️ ইউরিয়া ও এ্যামোনিয়া সার।
# বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
✏️ ভারত (২য় থাইল্যান্ড)।
# নাথান কমিশন গঠন করা হয় কত সালে?
✏️ ১৯১২ সালে।
# বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?
# ৫৭তম।
# BSCL এর মতে কতগুলো টিভি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সেবা নেয়?
✏️ ৪০টি।
# বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালক কে?
✏️ সৈয়দ জামিল আহমেদ।
# জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ আবদুল মুয়ীদ চৌধুরী।
# দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ ইফতেখারুজ্জামান।
# নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ বদিউল আলম মজুমদার।
# পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ সফর রাজ হোসেন।
# বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।
# সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ শাহদীন মালিক।
শিক্ষক নিবন্ধন লিখিত প্রশ্ন ব্যাংক ( স্কুল ও স্কুল২) PDF
Civil Surgeon Office Recruitment Question Bank & Solution PDF
Daily Update Affairs 18 September 2024 in English
# At night, when did the Public Administration Ministry issue a notification to the commissioned officers of the army with the responsibility of executive magistrate?
✏️ 17 September 2024.
# How long will the commissioned officers of the army perform the duties of the executive magistrate?
✏️ 2 months.
# When is the duration of Kharif-2 season?
✏️ Ashad to Bhadra month.
# What is the full form of HyV?
✏️ High yielding variety.
# In how many sections the power of the army special executive magistrate was assigned?
✏️ in 17 sections.
# What is the percentage of Bangladesh’s contribution to the production of hilsa in the world?
✏️ 86 percent.
# Which food is called ‘vegetable meat’?
✏️ Mushrooms.
# Which country recently banned the use of mobile phones in schools?
✏️ in Greece.
# What is the number of parties registered in EC?
✏️ 48.
# In which year was the ‘Bangladesh Film Certification Act’ enacted?
✏️ In 2023.
# Who is the advisor of ‘Bangladesh Film Censor Board’?
✏️ Md. Nahid Islam.
# Asian Development Bank (ADB) who is the new country director in Bangladesh?
✏️ Hoe Yoon Jeong.
# What is the name of the 1st vaccine for measles approved by WHO?
✏️ MVA BN.
# What is the name of the mission of ‘Spacewalk’?
✏️ Polaris Dawn.
# What is the economic sea limit of Bangladesh?
✏️ 200 nautical miles.
# What is the name of the US Assistant Secretary of State for South and Central Asia?
✏️ Donald Lu.
# What is “megaphone diplomacy”?
✏️ Monitoring what kind of statements and statements are made by the government and prominent people on TV channels.
# What is the name of Amazon’s cloud computing branch?
✏️ aws (Amazon Web Services).
# Which acid is responsible for stomach acidity?
✏️ hci
# What is the pH level of the soil in coastal areas?
✏️7-8.5.
# Who wrote the book ‘the wealth of nations’?
✏️ Adam Smith.
# What is the full form of pmi?
✏️ purchasing managers index
# Full form of bscl-
✏️ Bangladesh satellite company limited.
# In farmer’s language, how many cm deep layer of the surface is called soil?
✏️ 15-18 cm.
# Who is the new spokesperson of Bangladesh Bank?
✏️ Husna Ara Shikha.
# What is the unit of length in the international system?
✏️ meters.
# What is the name of the new model of the manufacturer of ChatGPT?
✏️ OpenAI Owan (Code Strawberry).
# What is the name of the fertilizer produced by Shahjalal Fertilizer Company Ltd.?
✏️ Urea and ammonia fertilizers.
# Which country is the top exporter of rice in the world?
✏️ India (2nd Thailand).
# Nathan Commission was formed in what year?
✏️ In 1912.
# How many countries send satellites into space in Bangladesh?
# 57th.
# According to BSCL, how many TV channels are served by Bangabandhu-1 satellite?
✏️ 40
# Who is the director general of Bangladesh Shilpa Academy?
✏️ Syed Jamil Ahmed.
# Who is the head of the Public Administration Reform Commission?
✏️ Abdul Mueed Chowdhury.
# Who is the head of the anti-corruption reform commission?
✏️ Iftekharuzzaman.
# Who is the head of the Electoral Reform Commission?
✏️ Badiul Alam Majumdar.
# Who is the head of the Police Administration Reform Commission?
✏️ Safar Raj Hossain.
# Who is the head of the Judicial Reform Commission?
✏️ Justice Shah Abu Naeem Mominur Rahman.
# Who is the head of the Constitution Reform Commission?
✏️ Shahdeen Malik.
পত্রিকার পাতা থেকে
# বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট – মার্টিন রেইজার।
💡 দুই দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
# সৈন্য সংখ্যার ভিত্তিতে বিশ্বের শীর্ষ সেনাবাহিনী – পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।
💡 রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত ১ লাখ ৮০ হাজার সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ বর্তমানে রাশিয়া। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে অনুযায়ী , সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা ২৩ লাখ ৮০ হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে ১৫ লাখ সেনা।
# ২০২৪ সালে তা ডেঙ্গুতে মৃত্যুর হার- ০.৫৯ শতাংশ।
💡২০২৩ সালে বছর বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার (CFR) ছিল ০.৫ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর প্রতিটি দেশেই যেকোনো রোগে আক্রান্ত ও মৃত্যুর হার হিসাব এবং পর্যবেক্ষণ করে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুহার অতি উচ্চ বলে তার জানিয়েছে। ২০২৩ সালে বাংলাদেশে ৩,২১,১৭৯ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ১৭০৫ জন মারা গেছে।
# বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে পাবে।
💡বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।