Daily Update Affairs 2 October 2024
Daily Update Affairs 2 October 2024
প্রশ্ন: ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দেশ?
উত্তর: ভারত। (রানার্স আপ বাংলাদেশ)
প্রশ্ন: নেপাল থেকে বাংলাদেশ কত মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে?
উত্তর: ৪০ মেগাওয়াট।
প্রশ্ন: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ কত দরে রপ্তানি করা হলো?
উত্তর: ১০ মার্কিন ডলার/বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকায়।
প্রশ্ন: সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ কত?
উত্তর: ২৪০ কোটি ডলার। (বেড়েছে ৮০%)
প্রশ্ন: একশনএইড বাংলাদেশের সমীক্ষায় জীবাশ্ম জ্বালানি ও বাণিজ্যিক কৃষিতে বছরে ভর্তুকি কত?
উত্তর: ৬৭৭ বিলিয়ন ডলার।
প্রশ্ন: সম্প্রতি (অক্টোবর-২৪) ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম কী?
উত্তর: Operation True Promise II
প্রশ্ন: ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে কোন পণ্যটির ব্যবহার বন্ধ ঘোষণা করা হয়েছে?
উত্তর: পলিথিন ও প্রোপাইলিনের তৈরি ব্যাগ।
প্রশ্ন: সামরিক জোট ন্যাটোর নতুন প্রধান কে?
উত্তর: মার্ক রুটে।
প্রশ্ন: সেপ্টেম্বর, ২০২৪ মাসে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে কত?
উত্তর: ২৪০ কোটি ডলার।
প্রশ্ন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে কবে?
উত্তর: ১৯৭০ সালের ১ অক্টোবর।
প্রশ্ন: বিমসটেকের পরবর্তী শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: নভেম্বর মাসে, থাইল্যান্ডে।
প্রশ্ন: ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে?
উত্তর: ১৮০টি।
প্রশ্ন: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কোন বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তর: নেভাতিম বিমানঘাঁটি।
প্রশ্ন: ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কী?
উত্তর: ইরনা।
প্রশ্ন: ন্যাটোর নতুন মহাসচিব কে?
উত্তর: মার্ক রুত্তে (নেদারল্যান্ডস)।
প্রশ্ন: জাতীয় পথশিশু দিবস কবে?
উত্তর: ২ অক্টোবর।
প্রশ্ন: বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা প্রদান করবে কোন সংস্থা?
উত্তর: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।
প্রশ্ন: গ্রামীণ ব্যাংক পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে?
উত্তর: ২ অক্টোবর, ১৯৮৩ সাল।
প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় কঠিন শিলা খনি রয়েছে?
উত্তর: দিনাজপুর।
প্রশ্ন: জাতিসংঘে ‘ইউনাইটিং ফর পিস রেজল্যুশন’ পাস হয়েছে কবে?
উত্তর: ১৯৫০ সালে।
প্রশ্ন: মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর: ক্লডিয়া শেইনবম।
প্রশ্ন: ‘অপারেশন নর্দান অ্যারোস’ কী?
উত্তর: লেবাননে ইসরায়েলের স্থল হামলার অভিযান।
প্রশ্ন: বিশ্ব অহিংস দিবস পালিত হয় কবে?
উত্তর: ২ অক্টোবর।
Daily Update Affairs In English 2 October 2024
Question: Which country won the SAFF U-17 Championship in 2024?
Answer: India. (Runners-up: Bangladesh)
Question: How many megawatts of hydropower will Bangladesh import from Nepal?
Answer: 40 megawatts.
Question: At what price was Hilsa fish exported to India for the upcoming Durga Puja?
Answer: 10 USD / 1,180 BDT per kilogram.
Question: What was the total remittance for September 2024?
Answer: 2.4 billion USD (an 80% increase).
Question: What is the annual subsidy for fossil fuels and commercial agriculture according to ActionAid Bangladesh?
Answer: 677 billion USD.
Question: What is the name of Iran’s recent (October 2024) attack on Israel?
Answer: Operation True Promise II.
Question: From October 1st in supermarkets and from November 1st in raw markets, which product has been banned?
Answer: Bags made of polyethylene and polypropylene.
Question: Who is the new chief of NATO?
Answer: Mark Rutte.
Question: What was the total remittance in Bangladesh for September 2024?
Answer: 2.4 billion USD.
Question: When was the Bangladesh Rice Research Institute established?
Answer: October 1, 1970.
Question: Where will the next BIMSTEC summit be held?
Answer: In November, in Thailand.
Question: How many missiles did Iran launch targeting Israeli territory?
Answer: 180.
Question: Which Israeli airbase was damaged by Iranian missile strikes?
Answer: Nevatim Airbase.
Question: What is the name of Iran’s state news agency?
Answer: IRNA.
Question: Who is the new Secretary-General of NATO?
Answer: Mark Rutte (Netherlands).
Question: When is National Street Children Day observed?
Answer: October 2.
Question: Which organization will provide 700 million USD budget support to Bangladesh?
Answer: Asian Infrastructure Investment Bank (AIIB).
Question: When did Grameen Bank officially start operating as a full-fledged bank?
Answer: October 2, 1983.
Question: In which district of Bangladesh is a hard rock mine located?
Answer: Dinajpur.
Question: When was the ‘Uniting for Peace Resolution’ passed at the United Nations?
Answer: 1950.
Question: Who is the first female President of Mexico?
Answer: Claudia Sheinbaum.
Question: What is ‘Operation Northern Arrows’?
Answer: Israel’s ground offensive in Lebanon.
Question: When is the International Day of Non-Violence observed?
Answer: October 2.
Daily Update Affairs For India 2 October 2024
১. আন্তর্জাতিক অনুবাদ দিবস: প্রতি বছর ৩০ সেপ্টেম্বর অনুবাদকদের ভাষাগত ও সাংস্কৃতিক বিভেদ দূরীকরণের ভূমিকার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অনুবাদ দিবস পালিত হয়।
২. ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে শীর্ষে: ভারতে বিদেশি পর্যটকদের আগমনের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ।
৩. মাদ্রাজ হাইকোর্টের নতুন বিচারপতি: জে. শামীম আহমেদ মাদ্রাজ হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।
৪. জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্য: ভারত জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপে সাতটি পদক অর্জন করেছে।
৫. মহারাষ্ট্রের ‘রাজ্য মাতা’ মর্যাদা: মহারাষ্ট্র সরকার দেশি গরুকে ‘রাজ্য মাতা’ মর্যাদা প্রদান করেছে।
৬. নতুন ক্যাটফিশ প্রজাতি আবিষ্কার: নাগাল্যান্ডে নতুন ক্যাটফিশ প্রজাতি Exostoma centenary আবিষ্কৃত হয়েছে।
৭. ন্যাটোর নর্দান ল্যান্ড কমান্ড: ন্যাটো পূর্ব ফিনল্যান্ডে তাদের নর্দান ল্যান্ড কমান্ড স্থাপন করবে।
৮. কাজইন্ড যৌথ সামরিক মহড়া: কাজাকিস্তান ও ভারতের মধ্যে ৮ম সংস্করণের কাজইন্ড যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।
৯. হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৪: ১৪তম সংস্করণের হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ ঝাড়খণ্ডে শুরু হয়েছে।
১০. ইনডাসল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও পুনরায় নিয়োগ: সুমন্ত কাঠপালিয়া পুনরায় ইনডাসল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।
১১. মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব: অনুরাগ জৈন মধ্যপ্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
১২. আইফা ২০২৪-এ সেরা অভিনেতা পুরস্কার: শাহরুখ খান আইফা ২০২৪-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
১৩. রবীন্দ্র জাদেজার টেস্ট ক্রিকেটে মাইলফলক: রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় বামহাতি স্পিনার হয়েছেন।
১৪. ৭০তম নেহরু ট্রফি নৌকা দৌড়: কেরালার আলাপ্পুঝায় ৭০তম নেহরু ট্রফি নৌকা দৌড় অনুষ্ঠিত হয়েছে।
১৫. দাদা সাহেব ফালকে পুরস্কার: মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
Daily Update Affairs For India In English 2 October 2024
1. International Translation Day: Celebrated on 30 September, recognizing translators’ role in bridging linguistic and cultural divides globally.
2. Top Foreign Tourists Visiting India: Bangladesh has topped the list of foreign tourists visiting India.
3. New Judge of Madras High Court: J. Shamim Ahmed has taken oath as a judge of the Madras High Court, contributing to the judiciary’s diversity.
4. India’s Achievement in the Junior World Wushu Championship: India won seven medals in the Junior World Wushu Championship.
5. ‘Rajya Mata’ Status to Native Cow: The Maharashtra government has granted ‘Rajya Mata’ status to the native cow, highlighting its cultural and agricultural importance.
6. Discovery of New Catfish Species: A new catfish species, Exostoma centenary, has been discovered in Nagaland, enhancing the region’s biodiversity.
7. NATO’s Northern Land Command: NATO will establish its Northern Land Command in Eastern Finland to strengthen its strategic presence.
8. KAZIND Joint Military Exercise: The 8th edition of the joint military exercise between Kazakhstan and India has begun, fostering military cooperation.
9. Hockey India Junior Women’s National Championship 2024: The 14th edition has started in Jharkhand, promoting young talent in women’s hockey.
10. Re-appointment of INDUSLAND Bank’s MD & CEO: Sumant Kathpalia has been re-appointed as the MD & CEO of INDUSLAND Bank.
11. New Chief Secretary of Madhya Pradesh: Anurag Jain has been appointed as the new Chief Secretary of Madhya Pradesh.
12. Best Actor Award at IIFA 2024: Shahrukh Khan won the ‘Best Actor’ award at IIFA 2024.
13. Ravindra Jadeja’s Milestone in Test Cricket: Ravindra Jadeja became the first Indian left-arm spinner to take 300 wickets in Test cricket.
14. 70th Nehru Trophy Boat Race: The 70th edition of the Nehru Trophy Boat Race was held in Alappuzha, Kerala.
15. Dada Saheb Phalke Award: Mithun Chakraborty has been selected for the Dada Saheb Phalke Award, recognizing his contribution to Indian cinema.
Daily Update Affairs Quiz For India 2 October 2024
Question 1: On which day was ‘International Translation Day’ recently celebrated?
Answer: 30 September
Question 2: Which country has topped the list of foreign tourists visiting India?
Answer: Bangladesh
Question 3: Who has taken oath as a judge of the Madras High Court?
Answer: J. Shamim Ahmed
Question 4: How many medals has India won in the Junior World Wushu Championship?
Answer: Seven
Question 5: Which state government has given the status of ‘Rajya Mata’ to the native cow?
Answer: Maharashtra
Question 6: Where has a new species of catfish ‘Exostoma centenary’ been discovered?
Answer: Nagaland
Question 7: Where will NATO establish its Northern Land Command?
Answer: Eastern Finland
Question 8: The 8th edition of the joint military exercise KAZIND has started between which country and India?
Answer: Kazakhstan
Question 9: Where has the 14th edition of the Hockey India Junior Women’s National Championship 2024 started?
Answer: Jharkhand
Question 10: Which bank has re-appointed Sumant Kathpalia as MD & CEO?
Answer: INDUSLAND Bank
Question 11: Who has been appointed as the new Chief Secretary of Madhya Pradesh?
Answer: Anurag Jain
Question 12: Who has won the ‘Best Actor’ award at IIFA 2024?
Answer: Shahrukh Khan
Question 13: Who has become the first Indian left-arm spinner to take 300 wickets in Test cricket?
Answer: Ravindra Jadeja
Question 14: Where was the 70th edition of the ‘Nehru Trophy Boat Race’ held?
Answer: Alappuzha
Question 15: Who has been selected for the Dada Saheb Phalke Award?
Answer: Mithun Chakraborty