Daily Update Affairs 20 November 2024

Daily Update Affairs 20 November 2024

প্রশ্ন: সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে?

উত্তর: ৩২ বছর।

প্রশ্ন: সম্প্রতি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে?

উত্তর: খলিলুর রহমানকে।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে কোন দেশ?

উত্তর: ইউক্রেন।

প্রশ্ন: ২০২৪ সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজারমূল্য কত হবে?

উত্তর: ২৫০ বিলিয়ন ডলার (প্রায়)।

প্রশ্ন: চট্টগ্রাম সিটি করপোরেশনের আমবাগান এলাকাস্থ ‘শেখ রাসেল’ পার্কের নাম পরিবর্তন করে কী করা হয়েছে?

উত্তর: ‘শহিদ ওয়াসিম পার্ক’।

প্রশ্ন: সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে?

উত্তর: হরিণী অমারাসুরিয়া।

প্রশ্ন: সম্প্রতি রাশিয়ার পরমাণু নীতি হালনাগাদ করে কী উল্লেখ করা হয়েছে?

উত্তর: পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে, পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো।

প্রশ্ন: সম্প্রতি কোন দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে?

উত্তর: সৌদি আরব।

প্রশ্ন: কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কোন বাংলাদেশি প্রথম স্থান অর্জন করেছেন?

উত্তর: হাফেজ আনাস মাহফুজ।

প্রশ্ন: আনাস মাহফুজ কোন গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন?

উত্তর: ৮ থেকে ১২ বছরের শিশু হাফেজদের (ছিগারুল হুফফাজ) গ্রুপে।

প্রশ্ন: আনাস মাহফুজ কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী?

উত্তর: মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর।

প্রশ্ন: এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি কে?

উত্তর: ক্বারী আবু জর গিফারী।

প্রশ্ন: কতটি দেশের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন?

উত্তর: ৭৪টি দেশের।

প্রশ্ন: সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন কে জারি করেছে?

উত্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ।

প্রশ্ন: সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নতুন নাম কী?

উত্তর: সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ।

প্রশ্ন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের নতুন নাম কী?

উত্তর: গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ।

প্রশ্ন: হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নতুন নাম কী?

উত্তর: হবিগঞ্জ মেডিক্যাল কলেজ।

প্রশ্ন: মোট কতটি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে?

উত্তর: ৯টি।

প্রশ্ন: সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশে কবে পালিত হয়?

উত্তর: ২১ নভেম্বর।

প্রশ্ন: পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: শাহিদ আসলাম।

Question: What is the newly set age limit for entering government jobs as per the recently issued ordinance?

Answer: 32 years.

Question: Who has recently been appointed as the High Representative on Rohingya Issues by the Chief Advisor?

Answer: Khalilur Rahman.

Question: Which country recently attacked Russia using missiles provided by the United States?

Answer: Ukraine.

Question: What is the estimated global market value of private security services in 2024?

Answer: Approximately $250 billion.

Question: What is the new name of the ‘Sheikh Russell Park’ located in the Ambagan area of Chattogram City Corporation?

Answer: ‘Shaheed Wasim Park.’

Question: Who has recently been appointed as the new Prime Minister of Sri Lanka?

Answer: Harini Amarasuriya.

Question: What has been updated in Russia’s nuclear policy recently?

Answer: Russia stated it may use nuclear weapons in response to a missile attack supported by any nuclear-armed country.

Question: Which country has recently banned the commercial use of religious symbols?

Answer: Saudi Arabia.

Question: Who won first place in the 13th International Hifz-ul-Quran Competition held in Kuwait?

Answer: Hafiz Anas Mahfuz from Bangladesh.

Question: In which category did Anas Mahfuz achieve first place?

Answer: The group for 8-12-year-old child Hafiz (Sigharul Huffaz).

Question: Which institution does Anas Mahfuz represent?

Answer: Markazul Faizil Quran Al Islami in Mirpur, Dhaka.

Question: Who secured third place in the Qiraat group at the same competition?

Answer: Qari Abu Zor Gifari from Bangladesh.

Question: How many countries participated in this competition?

Answer: 74 countries.

Question: Which authority issued the gazette to rename Sunamganj Medical College?

Answer: The Health Education Division of the Ministry of Health and Family Welfare.

Question: What is the new name of Sunamganj Medical College?

Answer: Sunamganj Medical College.

Question: What is the new name of Sheikh Sayera Khatun Medical College in Gopalganj?

Answer: Gopalganj Medical College.

Question: What is the new name of Sheikh Hasina Medical College in Habiganj?

Answer: Habiganj Medical College.

Question: How many government medical colleges have been renamed in total?

Answer: 9 medical colleges.

Question: When is Armed Forces Day observed in Bangladesh?

Answer: 21 November.

Question: Who has been appointed as Pakistan’s new batting coach?

Answer: Shahid Aslam.

Share:

Leave a Comment

error: Content is protected !!