Daily Update Affairs 21 October 2024

Daily Update Affairs 21 October 2024

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?

উত্তর: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রশ্ন: ‘জেনেসিস অব দ্য বাংলাদেশ: ওয়ার অব ইনডিপেনডেন্স’ বইটির লেখক কে?

উত্তর: জাতীয় অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

প্রশ্ন: জলবায়ু খাতে বাংলাদেশের জনপ্রতি ঋণ কত?

উত্তর: ৭৯ দশমিক ৬১ ডলার।

প্রশ্ন: দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারী কে?

উত্তর: তাইজুল ইসলাম।

প্রশ্ন: সম্প্রতি WHO কোন দেশকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করেছে?

উত্তর: মিসর।

প্রশ্ন: ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: প্রাবোও সুবিয়ান্তো।

প্রশ্ন: ‘টিটিপি’ কোন দেশ ভিত্তিক স্বাধীনতাকামী গোষ্ঠী?

উত্তর: পাকিস্তান ও আফগানিস্তান।

প্রশ্ন: ২০২৪ সালে নারী টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: দেশের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর: মো. সাহাবুদ্দিন।

প্রশ্ন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ২০২৪-এর চ্যাম্পিয়ন দল কোনটি?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে?

উত্তর: ভারত ও কানাডা।

প্রশ্ন: ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী?

উত্তর: সপ্তম।

প্রশ্ন: ‘ব্রিটিশ কলাম্বিয়া’ কোন দেশের একটি প্রদেশ?

উত্তর: কানাডা।

প্রশ্ন: নিচের কোনটি ‘বামন গ্রহ’ হিসেবে পরিচিত?

উত্তর: প্লুটো।

প্রশ্ন: ‘Lyrical Ballads’ কাব্য সংকলনের রচয়িতা কারা?

উত্তর: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ও এস. টি. কোলরিজ।

প্রশ্ন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন: ইংরেজি সাহিত্যের জনপ্রিয় কবিতা ‘Kubla Khan’ কে লিখেছেন?

উত্তর: স্যামুয়েল কোলরিজ।

প্রশ্ন: ‘সানা’ কোন দেশের রাজধানী?

উত্তর: ইয়েমেন।

প্রশ্ন: বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা কার?

উত্তর: সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।

প্রশ্ন: সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিভাবে গঠিত হয়?

উত্তর: প্রধান বিচারপতি ও পরবর্তী দুজন জ্যেষ্ঠ বিচারপতি নিয়ে।

প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনী হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে?

উত্তর: ষোড়শ সংশোধনী।

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?

উত্তর: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রশ্ন: বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর: ডানা।

প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘ডানা’ নামটি কোন দেশ দিয়েছে?

উত্তর: কাতার।

প্রশ্ন: ইন্দোনেশিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: প্রাবোও সুবিয়ান্তো।

প্রশ্ন: নারী টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দল কোনটি?

উত্তর: নিউজিল্যান্ড।

প্রশ্ন: নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?

উত্তর: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রশ্ন: ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: প্রাবোও সুবিয়ান্তো।

প্রশ্ন: বিচারপতিদের অপসারণের প্রয়োজন মনে করলে পুনর্বহালকৃত সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তা করতে পারবে?

উত্তর: ৯৬ অনুচ্ছেদ।

প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী কে?

উত্তর: ফজিলতুন্নেসা জোহা।

প্রশ্ন: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ২০১৫ সালে।

প্রশ্ন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন দলের নাম কী?

উত্তর: নিউজিল্যান্ড। (রানার্সআপ- সাউথ আফ্রিকা)

প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে প্রথম অংশগ্রহণ করে কত সালে?

উত্তর: ১৯৮৮ সালে।

প্রশ্ন: জাতিসংঘের ‘স্বস্তি পরিষদ’ বলা হয় কোন পরিষদকে?

উত্তর: নিরাপত্তা পরিষদকে।

প্রশ্ন: ‘কিনঝাল’ কী?

উত্তর: রাশিয়ার তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

Question: Who is the new Permanent Representative of Bangladesh to the United Nations?

Answer: Salahuddin Noman Chowdhury.

Question: Who is the author of the book Genesis of the Bangladesh: War of Independence?

Answer: National Professor Alamgir Mohammad Sirajuddin.

Question: What is the per capita debt of Bangladesh in the climate sector?

Answer: 79.61 USD.

Question: Who is the second Bangladeshi to take 200 wickets in Test cricket?

Answer: Taijul Islam.

Question: Which country was recently declared malaria-free by WHO?

Answer: Egypt.

Question: Who has been elected the 8th President of Indonesia?

Answer: Prabowo Subianto.

Question: TTP is a separatist group based in which countries?

Answer: Pakistan and Afghanistan.

Question: Which country became the 2024 Women’s T20 World Cup champion?

Answer: New Zealand.

Question: Who is the current President of Bangladesh?

Answer: Md. Sahabuddin.

Question: What is Bangladesh’s position in the 2024 Women’s T20 World Cup?

Answer: Seventh.

Question: British Columbia is a province of which country?

Answer: Canada.

Question: Which of the following is known as a “dwarf planet”?

Answer: Pluto.

Question: Who are the authors of the poetry collection Lyrical Ballads?

Answer: William Wordsworth and S.T. Coleridge.

Question: In which country was the 2024 Women’s T20 World Cup held?

Answer: United Arab Emirates.

Question: Who wrote the famous English poem Kubla Khan?

Answer: Samuel Coleridge.

Question: Sana is the capital of which country?

Answer: Yemen.

Question: Who has the power to remove judges?

Answer: The Supreme Judicial Council.

Question: How is the Supreme Judicial Council formed?

Answer: It is composed of the Chief Justice and the next two senior-most judges.

Question: Which amendment of the Constitution was annulled by the High Court?

Answer: The 16th Amendment.

Question: What is the name of the recent cyclone formed in the Bay of Bengal?

Answer: Dana.

Question: Which country named the cyclone ‘Dana’?

Answer: Qatar.

Question: Under which article of the restored Constitution can the Supreme Judicial Council remove judges if deemed necessary?

Answer: Article 96.

Question: Who was the first Muslim female student at Dhaka University?

Answer: Fazilatunnesa Joha.

Question: In which year was the New Development Bank (NDB) established?

Answer: 2015.

Question: In which year did Bangladesh first participate in UN peacekeeping missions?

Answer: 1988.

Question: Which council is referred to as the “Peace Council” of the United Nations?

Answer: The Security Council.

Question: What is “Kinzhal”?

Answer: A Russian hypersonic missile.

World Pediatric Bone and Joint Day: ১৯ অক্টোবর বিশ্বব্যাপী শিশুকালীন হাড় ও অস্থি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব শিশুকালীন হাড় ও অস্থি দিবস উদযাপিত হয়।

ভারত ও জার্মানির মধ্যে শ্রম গতিশীলতা চুক্তি: দক্ষ শ্রমিকদের চলাচল সহজতর করার লক্ষ্যে ভারত ও জার্মানি একটি শ্রম গতিশীলতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।

ভারতের জন্য আমিরাতের নতুন ভিসা নীতি: ভারতীয় নাগরিকদের জন্য আমিরাত ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু করেছে, যা ভ্রমণ ও পর্যটনকে আরও সহজ করবে।

ডব্লিউআর চেস মাস্টার্স কাপ বিজয়ী: অর্জুন এরিগাইসি ডব্লিউআর চেস মাস্টার্স কাপ জয় করেছেন, যা তার অসাধারণ দাবার দক্ষতাকে প্রদর্শন করে।

গোয়ায় জাতীয় প্যারা সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত: প্যারা-অ্যাথলেটিক্সকে উৎসাহিত করার জন্য গোয়ায় জাতীয় প্যারা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

ঝাড়খণ্ডের নতুন ডিজিপি: আইপিএস অজয় সিং ঝাড়খণ্ডের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন, যা রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

কেরালা নাগরিক প্রহরী অ্যাপ চালু করেছে: ট্রাফিক নিয়ম লঙ্ঘনের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন করার জন্য কেরালা একটি নতুন নাগরিক প্রহরী অ্যাপ চালু করেছে।

ভারতের প্রধান আমদানি উৎস চীন: ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, যেখানে চীন ভারতের প্রধান আমদানি উৎস হিসেবে উঠে এসেছে।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন: বিজয়া রাহাতকরকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে, যেখানে তিনি নারীর অধিকার ও ক্ষমতায়নের প্রচারে নেতৃত্ব দেবেন।

আইআইটি মাদ্রাসের বৈশ্বিক গবেষণা কেন্দ্র: আইআইটি মাদ্রাস দুবাইতে একটি বৈশ্বিক গবেষণা কেন্দ্র শুরু করতে যাচ্ছে, যা বিশ্বব্যাপী গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতা বৃদ্ধি করবে।

সংস্কৃত পণ্ডিত বসন্ত আনন্দ গডগিলের প্রয়াণ: সংস্কৃত ভাষার গবেষণা ও প্রচারে অবদানের জন্য বিখ্যাত পণ্ডিত বসন্ত আনন্দ গডগিলের মৃত্যুতে স্মরণ করা হচ্ছে।

মধ্যপ্রদেশের হাসপাতালগুলোতে গোলাপি অ্যালার্ম স্থাপন: স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে সুরক্ষা ও জরুরি সাড়া প্রদানের জন্য মধ্যপ্রদেশের বিভিন্ন হাসপাতালে গোলাপি অ্যালার্ম স্থাপন করা হয়েছে।

ভারতের শ্রীলঙ্কায় বৃক্ষরোপণ শিক্ষা সহায়তা বৃদ্ধি: ভারত শ্রীলঙ্কার বাগান সম্প্রদায়ের শিক্ষাগত উদ্যোগকে সমর্থন করার জন্য তাদের অনুদান দ্বিগুণ করেছে।

জলবিদ্যুৎ সহযোগিতা নিয়ে ভারত-ভুটান আলোচনা: নবায়নযোগ্য শক্তি সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে ভারত ও ভুটানের মধ্যে জলবিদ্যুৎ সহযোগিতা জোরদার করার আলোচনা চলছে।

আকো লাইফের সিইও হিসেবে সন্দীপ গোয়েঙ্কা: সন্দীপ গোয়েঙ্কাকে আকো লাইফের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে, যেখানে তিনি টেকসই ও পরিবেশ-বান্ধব উদ্যোগগুলির দিকে কোম্পানিটিকে এগিয়ে নেবেন।

Question. On which date is World Pediatric Bone and Joint Day celebrated?

Answer: 19 October

Question. Which country will sign a labour mobility agreement with India?

Answer: Germany

Question. Which country introduced a new visa-on-arrival policy for Indians?

Answer: UAE

Question. Who won the WR Chess Masters Cup?

Answer: Arjun Erigaisi

Question. Where was the National Para Swimming Championship recently held?

Answer: Goa

Question. Who has been appointed as the new DGP of Jharkhand?

Answer: IPS Ajay Singh

Question. Which state launched the Citizen Sentinel App to monitor traffic rule violations?

Answer: Kerala

Question. Which country has become India’s major import source?

Answer: China

Question. Who has been appointed as the Chairperson of the National Commission for Women?

Answer: Vijaya Rahatkar

Question. Which IIT will start a Global Research Centre in Dubai?

Answer: IIT Madras

Question. Vasant Anant Gadgil, who recently passed away, was known for his contributions to which field?

Answer: Sanskrit scholarship

Question. In which state were Pink Alarms installed in hospitals?

Answer: Madhya Pradesh

Question. India doubled the grant to promote plantation education in which country?

Answer: Sri Lanka

Question. Which country has India discussed strengthening hydropower cooperation with?

Answer: Bhutan

Question. Who has been appointed as the CEO of Acko Life?

Answer: Sandeep Goenka

Share:

Leave a Comment

error: Content is protected !!