Daily Update Affairs 21 September 20246
Daily Update Affairs 21 September 2024
# অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?
✏️ আলী রীয়াজ।
# প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) বর্তমান মহাপরিচালক কে?
✏️ ফারুক ওয়াসিফ।
# অন্তর্বর্তী সরকারের ৬ সংস্কার কমিশন কবে নাগাদ তাদের প্রতিবেদন জমা দিবেন?
✏️ ৩১ ডিসেম্বরের মধ্যে
# সম্প্রতি ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব কোন দেশের মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে?
✏️ ভারত।
# ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর সাধারণ সম্পাদক কে?
✏️ মাহবুবুর রহমান স্নিগ্ধ।
# সম্প্রতি ভারতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘লেডি ডন’ এর নাম কী?
✏️ কাজল খত্রী।
# বুকার পুরস্কার-২০২৪ এর সংক্ষিপ্ত তালিকার কতজন নারী?
✏️ ৬ জনের মধ্যে ৫ জনই নারী। (৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ)
# বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের ‘কাজীপাড়া স্টেশন’ মেরামতে খরচের পরিমাণ কত?
✏️ ২০.৫ লাখ টাকা।
# সম্প্রতি কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে?
✏️ সৌদি আরব।
# সম্প্রতি বাংলাদেশে পরিবেশগত ছাড়পত্রবিহীন কয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে?
✏️ ৩৪৯১টি।
# কোন দেশটি বর্তমানে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে?
✏️ কিউবা।
# সম্প্রতি কোন দেশটিতে পেজারের (তারবিহীন যোগাযোগের যন্ত্র) বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে?
✏️ লেবানন।
# সম্প্রতি ভারতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘লেডি ডন’ এর নাম কী?
✏️ কাজল খত্রী।
# সম্প্রতি কোন দেশটি ইসরাইলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে?
✏️ জার্মানি।
# আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত?
✏️ ১০৩ বিলিয়ন ডলার।
# ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
✏️ ১৮৬তম।
# বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কী?
✏️ ইলন মাস্ক।
# আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার ভারতে সর্বমোট কত টন ইলিশ রপ্তানি করবে?
✏️ ৩ হাজার টন।
# সম্প্রতি ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৪’ অর্জনকারী বাংলাদেশি ব্যাংকের নাম কী?
✏️ বাংলাদেশ ইসলামী ব্যংক।
# সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে মিয়ানমারের কত জন কুকি যোদ্ধা অবৈধভাবে প্রবেশ করেছে?
✏️ ৯০০ জন।
# ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকার করা স্পিনারের নাম কী?
✏️ আদিল রশিদ।
# সম্প্রতি কোন দেশটি রাশিয়ান অ্যাপ ‘টেলিগ্রাম’ এর ব্যবহার নিষিদ্ধ করেছে?
✏️ ইউক্রেন।
# আইসিসি ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম?
✏️ ৮ম।
# সম্প্রতি কোন দেশটি মহাকাশে একদিনে নতুন ৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
✏️ চীন।
# আজ দক্ষিণ এশিয়ার কোন দেশেটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে?
✏️ শ্রীলঙ্কা।
# সম্প্রতি কোন দেশটির মন্ত্রিসভায় ‘এক দেশ এক ভোট’ প্রস্তাব পাস হয়েছে?
✏️ ভারত।
# ভারতের দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম কী?
✏️ আতিশি মারলেনা (৪৩)।
Daily Update Affairs 21 September 2024 in English
# Who is the head of the constitutional reform commission of the interim government?
✏️ Ali Riyaz.
# Press Institute of Bangladesh (PIB) who is the current director general?
✏️ Farooq Wasif.
# By when will the 6 reform commissions of the interim government submit their report?
✏️ By 31 December
# Recently ‘One Country One Vote’ proposal has been approved by the cabinet of which country?
✏️ India.
# Who is the General Secretary of ‘Julai Shaheed Smriti Foundation’?
✏️ Mahbubur Rahman is sweet.
# What is the name of ‘Lady Don’ who was recently arrested in connection with the sensational murder in India?
✏️ Kajal Khatri.
# Booker Prize-2024 short list of how many women?
✏️ 5 out of 6 people are women. (highest in 55-year history)
# What is the amount of cost to repair ‘Kazipara station’ of Metrorail damaged by anti-discrimination student movement?
✏️ Rs.20.5 lakhs.
# Recently, which country announced the recognition of Israel on the condition of the establishment of a Palestinian state?
✏️ Saudi Arabia.
# Recently in Bangladesh, how many brick kilns without environmental clearance are going to be closed?
✏️ 3491.
# Which country is currently facing the biggest economic crisis in the last 30 years?
✏️ Cuba.
# Recently 12 people were killed in a pager (wireless communication device) explosion in which country?
✏️ Lebanon.
# What is the name of ‘Lady Don’ who was recently arrested in the sensational murder case in India?
✏️ Kajal Khatri.
# Which country has recently suspended arms exports to Israel?
✏️ Germany.
# What is the amount of foreign debt left by the Awami government?
✏️ 103 billion dollars.
# What is the current position of Bangladesh in the FIFA ranking?
✏️ 186th.
# What is the name of the richest person in the world today?
✏️ Elon Musk.
# On the occasion of upcoming Durga Puja, how many tons of hilsa will the Bangladesh government export to India?
✏️ 3 thousand tons.
# What is the name of the Bangladeshi bank that recently achieved ‘Most Outstanding Islamic Bank-2024’?
✏️ Bangladesh Islamic Bank.
# How many Kuki fighters from Myanmar have entered the Indian state of Manipur illegally recently?
✏️ 900 people.
# What is the name of the spinner who took the first 200 wickets in the history of England in ODI cricket?
✏️ Adil Rashid.
# Which country recently banned the use of Russian app ‘Telegram’?
✏️ Ukraine.
# What is the current position of Bangladesh in the ICC ODI cricket ranking in the world?
✏️ 8th.
# Which country recently launched 6 new satellites in space in one day?
✏️ China.
# Today which South Asian country’s presidential election is being held?
✏️ Sri Lanka.
# ‘One country one vote’ proposal was recently passed by the cabinet of which country?
✏️ India.
# What is the name of the youngest Chief Minister of Delhi, India?
✏️ Atishi Marlena (43).
পত্রিকার পাতা থেকে
# ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে বিজ্ঞানীরা ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন।
💡 স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ‘চাঁদ’ পেতে যাচ্ছে পৃথিবী। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রহাণুটি পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে। ‘২০২৪ পিটি৫’ নামের এই গ্রহাণুকে ‘মিনি মুন’ হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা।
গত ৭ আগস্ট প্রথম এই গ্রহাণুটির সন্ধান পান বিজ্ঞানীরা, নাসার দক্ষিণ আফ্রিকাভিত্তিক অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস ব্যবহার করার মাধ্যমে।
# অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের কার্যক্রম শুরু হবে – ১ অক্টোবর, ২০২৪।
💡 রাষ্ট্র মেরামতের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলো আগামী ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে এবং পরবর্তী তিন মাস, অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশন তার সংস্কার প্রস্তাবনা সরকারের নিকট পেশ করবে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শ করবে।
# বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় শব্দের মানমাত্রা – দিনে ৫০ ডেসিবল ও রাতে ৪০ ডেসিবল।
💡 বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় শব্দের মানমাত্রা দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবল থাকবে। সম্প্রতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।