Daily Update Affairs 22 September 20246
Daily Update Affairs 22 September 2024
# বর্তমানে দেশের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২২৯ টি। [সূত্র: বিজিএমইএ]
# ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ কবে গঠিত হয়?
উত্তর: ১০ সেপ্টেম্বর, ২০২৪।
# নিউইয়র্কে ইউনুস-বাইডেন বৈঠক কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২৪ সেপ্টেম্বর।
# অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন?
উত্তর: ৭৯তম।
# মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
উত্তর: ১ হাজার ২০০ মেগাওয়াট।
# ‘কাসালং নদী’ (সাজেক নদী) কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙামাটি।
# কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন শুরু হয় কবে?
উত্তর: ২১ সেপ্টেম্বর, ২০২৪।
# কোয়াডের চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে-
উত্তর: যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যে।
# ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: উরসুলা ভন ডার লিয়েন।
# শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: রনিল বিক্রমাসিংহে।
# বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম কী?
উত্তর: পেট্রাপোল।
# সম্প্রতি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ‘গ্লোবাল চ্যাম্পিয়ন’ স্বীকৃতি পেয়েছে?
উত্তর: আইপিডিসি ফাইন্যান্স। [নারী উদ্যোগদের সহায়তায় ভূমিকা রাখার জন্য]
# ‘বিশ্ব নদী দিবস’ কবে পালিত হয়?
০উত্তর: সেপ্টেম্বর মাসের শেষ রবিবার।
# দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর: অতিশী মারলেনা (৪৩)।
# দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন কত?
উত্তর: ২১ বর্গ কি.মি.। (দেশটির ৯৫ শতাংশ মানুষ স্কুল)
# সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে? উত্তর: ইউক্রেন।
# ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর: চাঁদপুরকে1।
# বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি রয়েছে?
উত্তর: ৬টি।
# জাটকা বলতে কী বোঝায়?
উত্তর: ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ।
# ইলিশ উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম?
উত্তর: বাংলাদেশ।
# বাংলাদেশে জাটকা রক্ষার কর্মসূচি কবে থেকে শুরু হয়?
উত্তর: ২০০৩-২০০৪ সাল থেকে।
# বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ থেকে?
উত্তর: প্রায় ১২ শতাংশ।
# ইলিশ বাংলাদেশের কোন জিআই পণ্য?
উত্তর: দ্বিতীয় জিআই পণ্য (সনদ লাভ: ১৭ আগস্ট ২০১৭)।
Daily Update Affairs 22 September 2024
# What is the number of environmentally friendly factories in the country?
Answer: 229 t. [Source: BGMEA]
# ‘Julai Shaheed Smriti Foundation’ was formed when?
Answer: September 10, 2024.
# When will the Yunus-Biden meeting be held in New York?
Answer: 24 September.
# The chief adviser of the interim government. How many general sessions of the United Nations will Muhammad Yunus address on September 27?
Answer: 79th.
# What is the production capacity of Matarbari power plant?
Answer: 1 thousand 200 MW.
# In which district is ‘Kasalong River’ (Sajek River) located?
Answer: Rangamati.
# When the fourth summit of the quad began?
Answer: September 21, 2024.
# Fourth Summit of the Quad is being held-
Answer: In the US state of Delaware.
# What is the name of the president of the European Commission?
Answer: Ursula von der Lien.
# What is the name of the current president of Sri Lanka?
Answer: Ranil Wickramasinghe.
# What is the name of Indian land port adjacent to Benapole land port?
Answer: Petrapol.
# Which institution of Bangladesh recently got the recognition of ‘Global Champion’?
Answer: IPDC Finance. [To play a role in supporting women’s initiatives]
# When is ‘World River Day’ celebrated?
Answer: Last Sunday of September.
# What is the name of the youngest Chief Minister of Delhi?
Answer: Atishi Marlena (43).
# What is the size of Nauru, the smallest island in the South Pacific?
Answer: 21 sq km. (95 percent of the country’s people are in school)
# Which country recently banned Telegram app for all government functions? Answer: Ukraine.
# Which district is called the home of hilsa?
Answer: Chandpurke1.
# How many hilsa shelters are there in Bangladesh?
Answer: 6.
# What does Jatka mean?
Answer: 10 inch baby hilsa.
# Which country is the first in the world in the production and export of hilsa?
Answer: Bangladesh.
# Jatka protection program in Bangladesh since when?
Answer: From 2003-2004.
# What percentage of Bangladesh’s total fish production comes from hilsa?
Answer: About 12 percent.
# Hilsa is a GI product of Bangladesh?
Answer: Second GI Product (Certificate Gain: 17 August 2017).
Daily Update Affairs 22 September 2024 [ MCQ ]
# জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে কবে?
ক) ২২ সেপ্টেম্বর
খ) ২৩ সেপ্টেম্বর
গ) ২৪ সেপ্টেম্বর ✅
ঘ) ২৫ সেপ্টেম্বর
# দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে কবে?
ক) ২০ সেপ্টেম্বর
খ) ২১ সেপ্টেম্বর
গ) ২২ সেপ্টেম্বর ✅
ঘ) ২৩ সেপ্টেম্বর
# দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি ✅
ঘ) ৫টি
# দেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বর্তমানে কতটি?
ক) ২২৭টি
খ) ২২৮টি
গ) ২২৯টি ✅
ঘ) ২৩০টি
# দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ভারতে কত টন ইলিশ রপ্তানি করবে?
ক) ২ হাজার টন
খ) ২.৫ হাজার টন
গ) ৩ হাজার টন ✅
ঘ) ৩.৫ হাজার টন
# ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন কোন দেশের দাবারু?
ক) ভারতের
খ) পাকিস্তানের
গ) বাংলাদেশের ✅
ঘ) শ্রীলঙ্কার
# দাবা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
ক) প্যারিস
খ) লন্ডন
গ) বুদাপেস্ট ✅
ঘ) টোকিও
# দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন কত?
ক) ১৫ বর্গ কি.মি.
খ) ২১ বর্গ কি.মি. ✅
গ) ৩০ বর্গ কি.মি.
ঘ) ২৫ বর্গ কি.মি.
# সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে?
ক) রাশিয়া
খ) চীন
গ) ইউক্রেন ✅
ঘ) ইরান
# ইলিশের বাড়ি বলা হয় কোন জেলাকে?
ক) বরিশাল
খ) খুলনা
গ) চাঁদপুর ✅
ঘ) কক্সবাজার
# বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি রয়েছে?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি ✅
ঘ) ৭টি
# জাটকা বলতে কী বোঝায়?
ক) ৮ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ
খ) ১০ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ ✅
গ) ১২ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ
ঘ) ১৪ ইঞ্চি মাপের বাচ্চা ইলিশ
# ইলিশ উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম?
ক) ভারত
খ) বাংলাদেশ ✅
গ) মিয়ানমার
ঘ) থাইল্যান্ড
# বাংলাদেশে জাটকা রক্ষার কর্মসূচি কবে থেকে শুরু হয়?
ক) ২০০০-২০০১ সাল থেকে
খ) ২০০১-২০০২ সাল থেকে
গ) ২০০২-২০০৩ সাল থেকে
ঘ) ২০০৩-২০০৪ সাল থেকে ✅
# বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ থেকে?
ক) প্রায় ১০ শতাংশ
খ) প্রায় ১২ শতাংশ ✅
গ) প্রায় ১৫ শতাংশ
ঘ) প্রায় ২০ শতাংশ
# ইলিশ বাংলাদেশের কোন জিআই পণ্য?
ক) প্রথম জিআই পণ্য
খ) দ্বিতীয় জিআই পণ্য ✅
গ) তৃতীয় জিআই পণ্য
ঘ) চতুর্থ জিআই পণ্য
- NTRCA সমাজবিজ্ঞান ( প্রভাষক ) লিখিত প্রশ্ন ব্যাংক PDF
- ১০তম – ৪৬তম BCS বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন সমাধান PDF
পত্রিকার পাতা থেকে
# শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট- বামপন্থী অনূঢ়া।
💡 গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনূঢ়া কুমারা দিশানায়েকে। অনূঢ়া কুমারা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের টানা দেড় দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটে।