Daily Update Affairs 23 October 2024

Daily Update Affairs 23 October 2024

প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কবে?

উত্তর: ২৩ অক্টোবর ২০২৪।

প্রশ্ন: ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কোন আইন অনুযায়ী?

উত্তর: সন্ত্রাস বিরোধী আইন ২০০৯।

প্রশ্ন: ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?’ কার রচিত পঙক্তি?

উত্তর: শামসুর রাহমান।

প্রশ্ন: সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েও তা স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন কে?

উত্তর: জাঁ পল সার্জে।

প্রশ্ন: পুলিশ অফিসারদের প্রশিক্ষণের লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’ কোথায় অবস্থিত?

উত্তর: সারদা, রাজশাহী।

প্রশ্ন: প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে?

উত্তর: পূর্ব-পশ্চিম।

প্রশ্ন: হরিপুর গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?

উত্তর: সিলেট।

প্রশ্ন: দেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?

উত্তর: সেন্ট মার্টিন।

প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?

উত্তর: আজারবাইজান।

প্রশ্ন: ‘মজলুম আদিব’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

উত্তর: শামসুর রাহমান।

প্রশ্ন: ‘Nausea’ কার রচিত উপন্যাস?

উত্তর: জাঁ পল সার্জে।

প্রশ্ন: নিচের কোনটি শামসুর রাহমানের রচনা নয়?

উত্তর: মগ্ন চৈতন্যে শিস।

প্রশ্ন: ‘ইংরেজি’ কয়টি দেশের আনুষ্ঠানিক ভাষা?

উত্তর: ৪৬টি।

প্রশ্ন: অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?

উত্তর: ৬.০২ × ১০²³।

প্রশ্ন: বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী কোনটি?

উত্তর: হিজবুল্লাহ।

প্রশ্ন: ঘূর্ণিঝড় ‘ডানা’ কোন ভাষার শব্দ?

উত্তর: আরবি।

প্রশ্ন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

উত্তর: ২২তম।

প্রশ্ন: আইএমএফ-এর মতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ?

উত্তর: ৪ দশমিক ৫ শতাংশ।

প্রশ্ন: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান সাধারণ সম্পাদক কে?

উত্তর: সারজিস আলম।

প্রশ্ন: নাসার ‘লা টেক বায়োমাস’ গবেষণা দলে কোন বাংলাদেশী রয়েছেন?

উত্তর: মোহাম্মদ তারিকুজ্জামান।

প্রশ্ন: বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন কোথায়?

উত্তর: বঙ্গভবন।

প্রশ্ন: সেন্টমার্টিন পর্যটকদের জন্য কবে সীমিত থাকবে?

উত্তর: নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রশ্ন: বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহীর সারদাতে।

প্রশ্ন: প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

উত্তর: কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?

উত্তর: টোকিও।

প্রশ্ন: বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২৪ বা কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: আজারবাইজানের বাকুতে, নভেম্বর মাসে।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে? (সূত্র: আইএমএফ)

উত্তর: ৪.৫ শতাংশ।

প্রশ্ন: বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ইউসুফ জুলেখা’ রচনা করেন কোন কবি?

উত্তর: শাহ মুহম্মদ সগীর।

প্রশ্ন: পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?

উত্তর: ১৪C (কার্বন-১৪)।

প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?

উত্তর: দিনাজপুর।

প্রশ্ন: ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ’ হয় কোন সংশোধনীর মাধ্যমে?

উত্তর: পঞ্চদশ সংশোধনী।

প্রশ্ন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে ছিলেন?

উত্তর: কমলা হ্যারিস।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

উত্তর: ৭ মার্চ ১৯৭৩।

প্রশ্ন: ‘রাজু ভাস্কর্য’-এর অবস্থান কোথায়?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৭৮।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে কবে?

উত্তর: ১৯৭৯ সালে।

প্রশ্ন: ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?

উত্তর: কবি শামসুর রহমান। (জন্ম: ২৩ অক্টোবর, ১৯২৯)

প্রশ্ন: ‘নীল লোহিত’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়। (মৃত্যু: ২৩ অক্টোবর, ২০১২)

প্রশ্ন: চলতি অর্থবছরে (২০২৪-২৫) বিটিভির বাজেট কত?

উত্তর: ৩২০ কোটি ৮৮ লাখ টাকা।

প্রশ্ন: সম্প্রতি সিলেটের হরিপুরে নতুন করে কত ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে?

উত্তর: ৮ মিলিয়ন ঘটফুট।

প্রশ্ন: ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিনমাসে রাজস্ব ঘাটতির পরিমাণ কত?

উত্তর: ২৫,৫৯৭ কোটি টাকা। (সূত্র: এনবিআর)

প্রশ্ন: IMF-এর মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?

উত্তর: ৪.৫ শতাংশ।

প্রশ্ন: কপ-২৯ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: বাকু, আজারবাইজান।

প্রশ্ন: সম্প্রতি কোন দেশকে WHO ম্যালেরিয়ামুক্ত দেশ ঘোষণা করেছে?

উত্তর: মিসর।

1. Question: “How many more times must we float in a river of blood to achieve freedom?” Whose line is this?

Answer: Shamsur Rahman.

2. Question: Who voluntarily declined the Nobel Prize in Literature?

Answer: Jean-Paul Sartre.

3. Question: Where is the Bangladesh Police Academy located?

Answer: Sardah, Rajshahi.

4. Question: Which novel by the renowned writer Sunil Gangopadhyay references the Bangladesh Liberation War?

Answer: Purbo-Paschim (East-West).

5. Question: In which district is the Haripur gas field located?

Answer: Sylhet.

6. Question: What is the only coral island in Bangladesh?

Answer: Saint Martin’s Island.

7. Question: “Baku” is the capital of which country?

Answer: Azerbaijan.

8. Question: Who used the pen name “Mazlum Adib”?

Answer: Shamsur Rahman.

9. Question: Who is the author of the novel Nausea?

Answer: Jean-Paul Sartre.

10. Question: Which of the following is not written by Shamsur Rahman?

Answer: Magno Chaitonye Shish.

11. Question: In how many countries is English an official language?

Answer: 46 countries.

12. Question: What is the value of Avogadro’s number?

Answer: 6.02 × 10²³.

13. Question: What is currently the largest armed Islamic political group in the world?

Answer: Hezbollah.

14. Question: The cyclone “Dana” is a word from which language?

Answer: Arabic.

15. Question: Mohammad Shahabuddin is the how-manyth president of Bangladesh?

Answer: 22nd.

16. Question: According to the IMF, what is Bangladesh’s GDP growth forecast for the 2024-25 fiscal year?

Answer: 4.5%.

17. Question: Who is the current General Secretary of the July Shaheed Smriti Foundation?

Answer: Sarzis Alam.

18. Question: Which Bangladeshi is part of NASA’s La Tech Biomass research team?

Answer: Mohammad Tariquzzaman.

19. Question: Where is the official residence and office of the President of Bangladesh?

Answer: Bangabhaban.

20. Question: During which months will Saint Martin’s Island be restricted for tourists?

Answer: From November to February.

21. Question: Who has been appointed as the Principal Private Secretary to the Chief Advisor?

Answer: Diplomat Mohammad Mozammel Haque.

22. Question: What is the most populous city in the world?

Answer: Tokyo.

23. Question: Where will the World Climate Conference 2024 (COP-29) be held?

Answer: Baku, Azerbaijan, in November.

24. Question: Who wrote the famous poem Yusuf Zulekha?

Answer: Shah Muhammad Sagir.

25. Question: How is the Earth’s age determined?

Answer: Using 14C (Carbon-14) dating.

26. Question: In which district of Bangladesh is wheat cultivation prominent?

Answer: Dinajpur.

27. Question: Through which amendment was the caretaker government system abolished in Bangladesh?

Answer: The 15th amendment.

28. Question: Who was the Democratic Party’s candidate in the U.S. Presidential election?

Answer: Kamala Harris.

29. Question: When was the first general election held in independent Bangladesh?

Answer: March 7, 1973.

30. Question: Where is the “Raju Sculpture” located?

Answer: Dhaka University.

31. Question: When was the Bangladesh Nationalist Party (BNP) founded?

Answer: September 1, 1978.

32. Question: When did Jamaat-e-Islami re-emerge in independent Bangladesh?

Answer: In 1979.

33. Question: Who wrote the poem Shadhinota Tumi (Freedom, You)?

Answer: Poet Shamsur Rahman (Born on October 23, 1929).

34. Question: Which writer used the pseudonym “Neel Lohit”?

Answer: Sunil Gangopadhyay (Died on October 23, 2012).

35. Question: What is BTV’s budget for the 2024-25 fiscal year?

Answer: 3.2 billion taka.

36. Question: How much new gas has been discovered recently in the Haripur field in Sylhet?

Answer: 8 million cubic feet.

37. Question: What is the revenue shortfall for the first quarter of the 2024-25 fiscal year?

Answer: 25,597 crore taka (Source: NBR).

38. Question: Which country was recently declared malaria-free by the WHO?

Answer: Egypt.

World Iodine Deficiency Day: বিশ্ব আয়োডিন ঘাটতি দিবস প্রতি বছর ২১ অক্টোবর পালন করা হয়, যাতে পুষ্টি ও স্বাস্থ্যে আয়োডিনের গুরুত্ব তুলে ধরা হয়।

নতুন কয়লা সচিব: বিক্রম দেব দত্ত ভারতে কয়লা সম্পদ প্রশাসনের নেতৃত্বে কয়লা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

কাগিসো রাবাদা টেস্ট ক্রিকেটে রেকর্ড: কাগিসো রাবাদা টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন বল খেলে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন।

ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ: পশ্চিমবঙ্গে এই যৌথ প্রশিক্ষণ শুরু হয়েছে, যা প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে।

সুদর্শন চক্র কর্পসের স্বাবলম্বন শক্তি মহড়া: ভারতীয় সেনাবাহিনী দ্বারা ঝাঁসিতে আয়োজিত এই মহড়া, স্বনির্ভরতা এবং কর্মক্ষম প্রস্তুতি বৃদ্ধির উদ্দেশ্যে।

আর্চারি বিশ্বকাপে দীপিকা কুমারী: রৌপ্য পদক জয় করেছেন দীপিকা কুমারী।

কেন্দ্রীয় মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য লঞ্চ করলেন ই-শ্রম: নয়াদিল্লিতে, অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য একটি ডিজিটাল ডাটাবেস তৈরির লক্ষ্য নিয়ে।

‘মাউন্টেন ম্যামালস অফ দ্য ওয়ার্ল্ড’-এর লেখক: এম কে সঞ্জিত সিংহ এই বইটির লেখক, যেখানে পাহাড়ি স্তন্যপায়ী প্রাণীদের বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

ICC মহিলা টি-২০ বিশ্বকাপের বিজয়ী: নিউজিল্যান্ড তাদের বিজয়ের মাধ্যমে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট উদযাপন করেছে।

ইন্ডেক্স অফ ইকনমিক ফ্রিডম ২০২৪-এ ভারতের স্থান: অর্থনৈতিক নীতিমালা ও পারফরম্যান্সের প্রতিফলন হিসেবে ভারতের স্থান ৮৪তম।

ভারত সফরে ভুটানের প্রধানমন্ত্রী: দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে।

মিশন বসুন্ধরা ৩.০ আসামের মুখ্যমন্ত্রীর উদ্বোধন: ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করতে এই প্রকল্প চালু হয়েছে।

ভারত ও ওমানের যৌথ নৌ মহড়া ‘নসিম আল বাহর’: গোয়ার উপকূলে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য সমুদ্র নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি।

মালদ্বীপের রাষ্ট্রপতি ইউপিআই চালু করবেন: ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম আন্তর্জাতিকভাবে প্রসারিত হচ্ছে।

অভ্যুদয় জিন্দালকে ভারতীয় বাণিজ্য পরিষদের সভাপতি নিয়োগ: এই প্রতিষ্ঠানকে নতুন উদ্যোগ এবং বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেবেন।

1. Q. Which bowler recently became the fastest to take 300 wickets in Test cricket?

A: Kagiso Rabada

2. Q. In which state did the Joint Military Training Exercise between India and Singapore start?

A: West Bengal

3. Q. Where did the Sudarshan Chakra Corps of the Indian Army organize the ‘Swavalamban Shakti’ exercise?

A: Jhansi

4. Q. Which medal did Deepika Kumari win in the Archery World Cup?

A: Silver

5. Q. Where did Union Minister Dr. Mansukh Mandaviya launch e-Shram?

A: New Delhi

6. Q. Who is the author of the book ‘Mountain Mammals of the World’?

A: M K Sanjit Singh

7. Q. Which country won the ICC Women’s T20 World Cup?

A: New Zealand

8. Q. What is India’s rank in the Index of Economic Freedom 2024?

A: 84th

9. Q. Which country’s Prime Minister came on an official visit to India recently?

A: Bhutan

10. Q. Which state launched Mission Basundhara 3.0?

A: Assam

11. Q. Which countries conducted the joint naval exercise ‘Naseem Al Bahr’ off the Goa coast?

A: India and Oman

12. Q. Which country’s president decided to launch UPI in his country?

A: Maldives

13. Q. Who was appointed as the President of the Indian Chamber of Commerce?

A: Abhyudaya Jindal

Share:

Leave a Comment

error: Content is protected !!