Daily Update Affairs 23 September 2024

Daily Update Affairs 23 September 2024

Daily Update Affairs 23 September 2024

# সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে?

উত্তর: বিকল্পধারা বাংলাদেশ।

# সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন?

উত্তর: ফিলিস্তিন।

# পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের’ নতুন গোয়েন্দাপ্রধানের নাম কী?

উত্তর: মুহাম্মদ আসিম মালিক।

# সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট ‘চাইল্ড পর্নোগ্রাফি’ দেখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

উত্তর: ভারত।

# সম্প্রতি ইসরায়েল কোন দেশটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে?

উত্তর: লেবানন।

# ‘দ্য গালফ রেলওয়ে’ মধ্যপ্রাচ্যের কয়টি মরু দেশকে সংযুক্ত করবে?

উত্তর: ৬টি।

# রাশিয়ার বর্তমান প্রধামন্ত্রীর নাম কী?

উত্তর: মিখাইল মিশুস্তিন।

# শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: অনুড়া কুমারা দিসানায়েকে।

# লন্ডনের সবচেয়ে অপরাধ প্রবণ এলাকার নাম কী?

উত্তর: ওয়েস্টমিনস্টার।

# ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: মাহমুদ আব্বাস।

# আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে কবে?

উত্তর: ৩০ জানুয়ারি ২০২৩

# রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন করেছে কোন দেশ?

উত্তর: রাশিয়া

# বিটিভির নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?

উত্তর: মো. মাহবুবুল আলম

# সেন্সর বোর্ড বিলুপ্ত করে চলচ্চিত্র শিল্পে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছে?

উত্তর: বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

# ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ থাকবে কতদিন পর্যন্ত?

উত্তর: ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর

# শ্রীলঙ্কার নব নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তর: অনূঢ়া কুমারা দিশানায়েকে

# শ্রীলঙ্কার নির্বাচনে জয়ী রাজনৈতিক জোটের নাম কী?

উত্তর: ন্যাশনাল পিপলস পাওয়ার

# কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোথায়?

উত্তর: ডেলাওয়ারের উইলমিংটন

Daily Update Affairs 23 September 2024 MCQ

# বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রস্তাবিত নতুন নাম কী?

ক. বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ

খ. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

গ. বাংলাদেশ চলচ্চিত্র নিয়ন্ত্রণ বোর্ড

ঘ. বাংলাদেশ চলচ্চিত্র পরিদর্শন বোর্ড

উত্তর: খ. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

# সম্প্রতি ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৪’ অর্জনকারী বাংলাদেশি ব্যাংকের নাম কী?

ক. সোনালী ব্যাংক

খ. রূপালী ব্যাংক

গ. বাংলাদেশ ইসলামী ব্যংক

ঘ. জনতা ব্যাংক

উত্তর: গ. বাংলাদেশ ইসলামী ব্যংক

# সম্প্রতি কোন দেশ সরকারি সকল কার্যক্রমে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে?

ক. রাশিয়া

খ. চীন

গ. ইউক্রেন

ঘ. ইরান

উত্তর: গ. ইউক্রেন

# অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের কার্যক্রম শুরু হবে কবে?

ক. ১ সেপ্টেম্বর ২০২৪

খ. ১ অক্টোবর ২০২৪

গ. ১ নভেম্বর ২০২৪

ঘ. ১ ডিসেম্বর ২০২৪

উত্তর: খ. ১ অক্টোবর ২০২৪

# সম্প্রতি বাংলাদেশের কোন রাজনৈতিক দলটির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে?

ক) আওয়ামী লীগ

খ) বিএনপি

গ) জাতীয় পার্টি

ঘ) বিকল্পধারা বাংলাদেশ

উত্তর: ঘ) বিকল্পধারা বাংলাদেশ

# সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন?

ক) চীন

খ) ফিলিস্তিন

গ) যুক্তরাষ্ট্র

ঘ) রাশিয়া

উত্তর: খ) ফিলিস্তিন

# পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের’ নতুন গোয়েন্দাপ্রধানের নাম কী?

ক) কামার জাভেদ বাজওয়া

খ) আসিম মুনির

গ) মুহাম্মদ আসিম মালিক

ঘ) ফয়েজ হামিদ

উত্তর: গ) মুহাম্মদ আসিম মালিক

# সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট ‘চাইল্ড পর্নোগ্রাফি’ দেখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

ক) যুক্তরাষ্ট্র

খ) ভারত

গ) যুক্তরাজ্য

ঘ) অস্ট্রেলিয়া

উত্তর: খ) ভারত

# সম্প্রতি ইসরায়েল কোন দেশটিতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে?

ক) সিরিয়া

খ) লেবানন

গ) ইরান

ঘ) ইরাক

উত্তর: খ) লেবানন

# ‘দ্য গালফ রেলওয়ে’ মধ্যপ্রাচ্যের কয়টি মরু দেশকে সংযুক্ত করবে?

ক) ৪টি

খ) ৫টি

গ) ৬টি

ঘ) ৭টি

উত্তর: গ) ৬টি

# রাশিয়ার বর্তমান প্রধামন্ত্রীর নাম কী?

ক) ভ্লাদিমির পুতিন

খ) দিমিত্রি মেদভেদেভ

গ) মিখাইল মিশুস্তিন

ঘ) সের্গেই ল্যাভরভ

উত্তর: গ) মিখাইল মিশুস্তিন

# শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

ক) গোটাবায়া রাজাপাকসে

খ) রনিল বিক্রমাসিংহে

গ) অনুড়া কুমারা দিসানায়েকে

ঘ) মাহিন্দা রাজাপাকসে

উত্তর: গ) অনুড়া কুমারা দিসানায়েকে

# লন্ডনের সবচেয়ে অপরাধ প্রবণ এলাকার নাম কী?

ক) ক্যামডেন

খ) ওয়েস্টমিনস্টার

গ) টাওয়ার হ্যামলেটস

ঘ) হ্যাকনি

উত্তর: খ) ওয়েস্টমিনস্টার

# ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?

ক) ইয়াসির আরাফাত

খ) মাহমুদ আব্বাস

গ) সালাম ফায়াদ

ঘ) রামি হামদাল্লাহ

উত্তর: খ) মাহমুদ আব্বাস

# আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে কবে?

ক) ৩০ জানুয়ারি ২০২৩

খ) ১৫ ফেব্রুয়ারি ২০২৩

গ) ১ মার্চ ২০২৩

ঘ) ১০ এপ্রিল ২০২৩

উত্তর: ক) ৩০ জানুয়ারি ২০২৩

# রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন করেছে কোন দেশ?

ক) চীন

খ) যুক্তরাষ্ট্র

গ) রাশিয়া

ঘ) জাপান

উত্তর: গ) রাশিয়া

# বিটিভির নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে?

ক) মো. মাহবুবুল আলম

খ) মো. আব্দুল মান্নান

গ) মো. আব্দুল কাদের

ঘ) মো. আব্দুল হান্নান

উত্তর: ক) মো. মাহবুবুল আলম

# সেন্সর বোর্ড বিলুপ্ত করে চলচ্চিত্র শিল্পে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছে?

ক) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন

খ) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

গ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড

ঘ) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি

উত্তর: খ) বাংলাদেশ চলচ্চিত্র

# সার্টিফিকেশন বোর্ড

ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ থাকবে কতদিন পর্যন্ত?

ক) ১ অক্টোবর থেকে ২১ অক্টোবর

খ) ৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর

গ) ১০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর

ঘ) ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর

উত্তর: ঘ) ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর

# শ্রীলঙ্কার নব নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

ক) গোটাবায়া রাজাপাকসে

খ) রনিল বিক্রমাসিংহে

গ) অনূঢ়া কুমারা দিশানায়েকে

ঘ) মাহিন্দা রাজাপাকসে

উত্তর: গ) অনূঢ়া কুমারা দিশানায়েকে

# শ্রীলঙ্কার নির্বাচনে জয়ী রাজনৈতিক জোটের নাম কী?

ক) ইউনাইটেড ন্যাশনাল পার্টি

খ) শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট

গ) ন্যাশনাল পিপলস পাওয়ার

ঘ) শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি

উত্তর: গ) ন্যাশনাল পিপলস পাওয়ার

# কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে কোথায়?

ক) নিউ ইয়র্ক

খ) টোকিও

গ) ডেলাওয়ারের উইলমিংটন

ঘ) সিডনি

উত্তর: গ) ডেলাওয়ারের উইলমিংটন

Share:

Leave a Comment

error: Content is protected !!