Daily Update Affairs 24 September 2024

Daily Update Affairs 24 September 2024

Daily Update Affairs 24 September 2024

# জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: ১০০তম।

# ২৪ এর গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় শহীদের সংখ্যা কত?

উত্তর: ৭০৮ জন।

# স্বাস্থ্য মন্ত্রণালয় গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় প্রকাশ করে কবে?

উত্তর: ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে।

# জাতিসংঘের মতে, বাংলাদেশে কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে?

উত্তর: ৩৯ শতাংশ।

# বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?

উত্তর: ৫২ শতাংশ।

# বাংলায় প্রথম মুদ্রা কবে প্রচলন হয়?

উত্তর: ১৩০১ খ্রিস্টাব্দে।

# জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের সভাপতি কে ছিলেন?

উত্তর: ফিলেমন ইয়াং (ক্যামেরুন)।

# ইসরায়েল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা কোথায় করেছে?

উত্তর: লেবাননে।

# সম্প্রতি, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন

উত্তরঃ মো. শাখাওয়াত হোসেন।

# সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট ‘চাইল্ড পর্নোগ্রাফি’ দেখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

উত্তরঃ ভারত।

# নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্ল্যাকহোলকে কী হিসেবে উল্লেখ করেছে?

উত্তরঃ ‘জমাট তারা’ বা ‘ফ্রোজেন স্টার’।

# শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

উত্তরঃ অনুড়া কুমারা দিসানায়েকে।

# পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের’ নতুন গোয়েন্দাপ্রধানের নাম কী?

উত্তরঃ মুহাম্মদ আসিম মালিক।

# শ্রীলংকার নব নির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের রাজনৈতিক জোটের নাম কী?

উত্তরঃ ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।

# ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের ১ম নারী শহীদের নাম কী?

উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার। (মৃত্যু: ২৪ সেপ্টেম্বর, ১৯৩২)

# বিপ্লব ও মুক্তির অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার পেশায় কী ছিলেন?

উত্তর: শিক্ষিকা।

# ড. ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন কবে?

উত্তর: ২৭ সেপ্টেম্বর।

# ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কতটি?

উত্তর: ৫৪টি।

# বাংলায় প্রথম মুদ্রা প্রচলন কে শুরু করেন?

উত্তর: সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ। (১৩০১ সালে)

# জাতিসংঘের ৭৯তম বার্ষিক অধিবেশনের সাধারণ বিতর্কের এবারের প্রতিপাদ্য কী?

উত্তর: “কাউকে পেছনে ফেলে নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে একসঙ্গে কাজ করা।”

# ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত সেনা কর্মকর্তার নাম কী?

উত্তর: তানজিম

# নিহত তানজিম সরোয়ার (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর কোন পদে ছিলেন?

উত্তর: লেফটেন্যান্ট ছিলেন।

Daily Update Affairs 24 September 2024 MCQ

# জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

– ক) ১১০তম

– খ) ৯৫তম

– গ) ১০০তম

– ঘ) ৯০তম

 

উত্তর: গ) ১০০তম

# ২৪ এর গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় শহীদের সংখ্যা কত?

– ক) ৭০০ জন

– খ) ৭০৮ জন

– গ) ৭২০ জন

– ঘ) ৭৫০ জন

উত্তর: খ) ৭০৮ জন

# স্বাস্থ্য মন্ত্রণালয় গণ–অভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় প্রকাশ করে কবে?

– ক) ২০ সেপ্টেম্বর ২০২৪

– খ) ২৫ সেপ্টেম্বর ২০২৪

– গ) ২৪ সেপ্টেম্বর ২০২৪

– ঘ) ২২ সেপ্টেম্বর ২০২৪

উত্তর: গ) ২৪ সেপ্টেম্বর ২০২৪

# জাতিসংঘের মতে, বাংলাদেশে কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে?

– ক) ৩০ শতাংশ

– খ) ৩৯ শতাংশ

– গ) ৪০ শতাংশ

– ঘ) ৪৫ শতাংশ

উত্তর: খ) ৩৯ শতাংশ

# বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?

– ক) ৪৮ শতাংশ

– খ) ৫২ শতাংশ

– গ) ৫০ শতাংশ

– ঘ) ৫৫ শতাংশ

উত্তর: খ) ৫২ শতাংশ

# বাংলায় প্রথম মুদ্রা কবে প্রচলন হয়?

– ক) ১২৯৯ খ্রিস্টাব্দে

– খ) ১৩০১ খ্রিস্টাব্দে

– গ) ১৩১০ খ্রিস্টাব্দে

– ঘ) ১৩১৫ খ্রিস্টাব্দে

উত্তর: খ) ১৩০১ খ্রিস্টাব্দে

# জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের সভাপতি কে ছিলেন?

– ক) ফিলেমন ইয়াং

– খ) আন্তোনিও গুতেরেস

– গ) বান কি মুন

– ঘ) জন অ্যাশ

উত্তর: ক) ফিলেমন ইয়াং

# ইসরায়েল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা কোথায় করেছে?

– ক) সিরিয়া

– খ) লেবানন

– গ) ইরান

– ঘ) ইরাক

উত্তর: খ) লেবানন

# সম্প্রতি, ট্যুরিজম ফেস অব সাউথ এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন কে?

– ক) মো. শাখাওয়াত হোসেন

– খ) জুবায়ের আহমেদ

– গ) আব্দুল করিম

– ঘ) রাকিবুল হাসান

উত্তর: ক) মো. শাখাওয়াত হোসেন

# সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট ‘চাইল্ড পর্নোগ্রাফি’ দেখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

– ক) বাংলাদেশ

– খ) ভারত

– গ) পাকিস্তান

– ঘ) শ্রীলঙ্কা

উত্তর: খ) ভারত

# নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্ল্যাকহোলকে কী হিসেবে উল্লেখ করেছে?

– ক) জমাট তারা

– খ) ফ্রোজেন স্টার

– গ) জমাট তারা ও ফ্রোজেন স্টার

– ঘ) অন্ধকার নক্ষত্র

উত্তর: গ) জমাট তারা ও ফ্রোজেন স্টার

# শ্রীলঙ্কার নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

– ক) গোটাবায়া রাজাপাকসে

– খ) অনুড়া কুমারা দিসানায়েকে

– গ) মাইথ্রিপালা সিরিসেনা

– ঘ) রানিল বিক্রমাসিংহে

উত্তর: খ) অনুড়া কুমারা দিসানায়েকে

# পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের’ নতুন গোয়েন্দাপ্রধানের নাম কী?

– ক) নাভেদ মুকতাদ

– খ) ফয়সাল আশরাফ

– গ) মুহাম্মদ আসিম মালিক

– ঘ) কামরান খান

উত্তর: গ) মুহাম্মদ আসিম মালিক

# শ্রীলংকার নব নির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের রাজনৈতিক জোটের নাম কী?

– ক) ইউনাইটেড ন্যাশনাল পার্টি

– খ) ন্যাশনাল পিপলস পাওয়ার

– গ) ফ্রিডম পার্টি

– ঘ) পিপলস অ্যালায়েন্স

উত্তর: খ) ন্যাশনাল পিপলস পাওয়ার

# ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামের প্রথম নারী শহীদের নাম কী?

– ক) সুকুমারী বসু

– খ) প্রীতিলতা ওয়াদ্দেদার

– গ) বীণা দাস

– ঘ) সরোজিনী নাইডু

উত্তর: খ) প্রীতিলতা ওয়াদ্দেদার

# বিপ্লব ও মুক্তির অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার পেশায় কী ছিলেন?

– ক) ডাক্তার

– খ) শিক্ষিকা

– গ) উকিল

– ঘ) সমাজকর্মী

উত্তর: খ) শিক্ষিকা

# ড. ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন কবে?

– ক) ২৫ সেপ্টেম্বর

– খ) ২৬ সেপ্টেম্বর

– গ) ২৭ সেপ্টেম্বর

– ঘ) ২৮ সেপ্টেম্বর

উত্তর: গ) ২৭ সেপ্টেম্বর

# ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কতটি?

– ক) ৫৩টি

– খ) ৫৪টি

– গ) ৫৫টি

– ঘ) ৫৬টি

উত্তর: খ) ৫৪টি

# বাংলায় প্রথম মুদ্রা প্রচলন কে শুরু করেন?

– ক) সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ

– খ) সুলতান আলাউদ্দিন হোসেন শাহ

– গ) সুলতান ইলিয়াস শাহ

– ঘ) সুলতান গিয়াসউদ্দিন বলবন

উত্তর: ক) সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ

# জাতিসংঘের ৭৯তম বার্ষিক অধিবেশনের সাধারণ বিতর্কের এবারের প্রতিপাদ্য কী?

– ক) “শান্তি ও উন্নয়নের জন্য নতুন দিগন্ত”

– খ) “কাউকে পেছনে ফেলে নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে একসঙ্গে কাজ করা”

– গ) “মানবাধিকার ও সমতা নিশ্চিত করা”

– ঘ) “ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন”

উত্তর: খ) “কাউকে পেছনে ফেলে নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতি সাধনে একসঙ্গে কাজ করা”

# ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত সেনা কর্মকর্তার নাম কী?

– ক) রাকিবুল হাসান

– খ) তানজিম

– গ) সোহেল রানা

– ঘ) রাহাত হোসেন

উত্তর: খ) তানজিম

# নিহত তানজিম সরোয়ার (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর কোন পদে ছিলেন?

– ক) ক্যাপ্টেন

– খ) মেজর

– গ) লেফটেন্যান্ট

– ঘ) কর্নেল

উত্তর: গ) লেফটেন্যান্ট

Daily Update Affairs For India 24 September 2024

প্রশ্ন: ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে ২০২৫ সালের অস্কার প্রতিযোগিতায় মনোনীত চলচ্চিত্র কোনটি?

উত্তর: ‘লাপাতা লেডিস’

প্রশ্ন: ৪৫তম ফিদে দাবা অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে?

উত্তর: সোনা

প্রশ্ন: ২০২৫ সালের আইফা পুরস্কারের আসর কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: জয়পুর

প্রশ্ন: শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে?

উত্তর: অনুরা কুমার দিশানায়কে

প্রশ্ন: NCRB-র নতুন পরিচালক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: অলোক রঞ্জন

প্রশ্ন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সফল অভিনেতা হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?

উত্তর: চিরঞ্জীবী.

প্রশ্ন: এডিবি ত্রিপুরার ১২টি শহরের জন্য কত কোটি টাকার জল সরবরাহ প্রকল্প অনুমোদন করেছে?

উত্তর: ৫৩০ কোটি টাকা.

প্রশ্ন: হায়দরাবাদের সরদার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রধান হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে?

উত্তর: অমিত গার্গ

প্রশ্ন ১০. সম্প্রতি ‘কাভিয়ুর পন্নাম্মা’ মারা গেছেন, তিনি কে ছিলেন?

উত্তর: অভিনেত্রী

প্রশ্ন ১১. সম্প্রতি IWF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের ধনুশ লোকনাথন কোন পদক জিতেছেন?

উত্তর: ব্রোঞ্জ

প্রশ্ন: কলকাতায় কত সালে প্রথমবারের মত ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়?

উত্তর: ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি।

প্রশ্ন ১২. ২০২৪ সালের রাজ্য খাদ্য নিরাপত্তা সূচকে প্রথম স্থানে কে রয়েছে?

উত্তর: কেরালা

প্রশ্ন:কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের ১৫০ বছর পূর্তি উৎসব হয় কত তারিখে?

উত্তর: ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি।

প্রশ্ন ১৩. ষষ্ঠ বার্ষিক ‘কাবাড লিডারস সামিট’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর: ডেলাওয়্যার

প্রশ্ন: কত সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম?

উত্তর: ১৯০২ সালে।

প্রশ্ন ১৪. NRAI (ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া)-এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: কালিকেশ সিং দেও

প্রশ্ন ১৫. ২০২৫ সালে কে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আইএসএস (আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র)-এ যাবেন?

উত্তর: শুভাংশু শুক্লা

Share:

Leave a Comment

error: Content is protected !!