Daily Update Affairs 26 September 2024

Daily Update Affairs 26 September 2024

Daily Update Affairs 26 September 2024

1. সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

উত্তর: সাকিব আল হাসান।

2. আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার কয়টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে?

উত্তর: ৪৯টি।

3. সম্প্রতি কোন দেশের ভিক্ষুকদের বিরুদ্ধে প্লেনে চড়ে বিদেশ গিয়ে ভিক্ষা করার অভিযোগ উঠেছে?

উত্তর: পাকিস্তান।

4. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ‘হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছেন?

উত্তর: ইসরায়েল।

5. সম্প্রতি ভারতের কোন রাজ্যের হিন্দু উৎসবে (জীবিতপুত্রিকা উৎসব) ৪৬ জনের মৃত্যু হয়েছে?

উত্তর: বিহার রাজ্যে।

6. সম্প্রতি তাইওয়ান প্রণালিতে প্রথমবারের মতো কোন দেশের যুদ্ধজাহাজ প্রবেশ করেছে?

উত্তর: জাপান।

7. সম্প্রতি কোন দেশটি সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছে?

উত্তর: ভারত।

8. বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়া সর্বশেষ জিআই পণ্যের নাম কী?

উত্তর: মধুপুরের আনারস (টাঙ্গাইল)।

9. ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: বেনিয়ামিন নেতানিয়াহু।

10. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

উত্তর: রামচন্দ্র পৌডেল।

11. ২০২৪-২৫ অর্থবছরের জন্য এডিবি বাংলাদেশের অর্থনৈতিক হার নির্ধারণ করেছে কত?

উত্তর: ৫.১%

12. USAID এর বর্তমান প্রশাসক কে?

উত্তর: সামান্থা পাওয়ার।

13. বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর সম্পাদিত বইয়ের নাম কী?

উত্তর: স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল।

14. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত?

উত্তর: ৩২%।

15. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন কতটি?

উত্তর: ৬টি।

16. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?

উত্তর: ক্রিস্টালিনা জর্জিয়েভা।

17. ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর: জর্জিয়া মেলোনি।

18. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর: অনূঢ়া কুমারা দিশানায়েকে।

19. সাপের কামড়ের প্রতিষেধকের নাম কী?

উত্তর: অ্যান্টিভেনম।

20. অ্যাপোলো কোন দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি?

উত্তর: যুক্তরাষ্ট্র।

21. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৬ সেপ্টেম্বর, ১৮২০।

22. সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে?

উত্তর: ভোলার মহিষের দুধের দই।

23. বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে?

উত্তর: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

24. বিখ্যাত ইংরেজি কবি টি এস এলিয়ট কবে জন্মগ্রহণ করেন?

উত্তর: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮।

25. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন?

উত্তর: ৪২তম।

26. ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরষ্কার পেয়েছে-

উত্তর: কাতার এয়ারওয়েজ (পুরষ্কার প্রদান করেছেন SKY TRAX)।

27. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে?

উত্তর: ফিলেসন ইয়াং।

Daily Update Affairs 26 September 2024 [ MCQ ]

1. সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

– ক) মুশফিকুর রহিম

– খ) সাকিব আল হাসান

– গ) তামিম ইকবাল

– ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ

 

উত্তর: খ) সাকিব আল হাসান

2. আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ সরকার কয়টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে?

– ক) ২০টি

– খ) ৩০টি

– গ) ৪৯টি

– ঘ) ৫০টি

 

উত্তর: গ) ৪৯টি

3. সম্প্রতি কোন দেশের ভিক্ষুকদের বিরুদ্ধে প্লেনে চড়ে বিদেশ গিয়ে ভিক্ষা করার অভিযোগ উঠেছে?

– ক) আফগানিস্তান

– খ) পাকিস্তান

– গ) ভারত

– ঘ) বাংলাদেশ

 

উত্তর: খ) পাকিস্তান

4. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ‘হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ দিয়েছেন?

– ক) লেবানন

– খ) সিরিয়া

– গ) ইরান

– ঘ) ইসরায়েল

 

উত্তর: ঘ) ইসরায়েল

5. সম্প্রতি ভারতের কোন রাজ্যের হিন্দু উৎসবে (জীবিতপুত্রিকা উৎসব) ৪৬ জনের মৃত্যু হয়েছে?

– ক) পশ্চিমবঙ্গ

– খ) উত্তরপ্রদেশ

– গ) বিহার

– ঘ) ঝাড়খন্ড

 

উত্তর: গ) বিহার

6. সম্প্রতি তাইওয়ান প্রণালিতে প্রথমবারের মতো কোন দেশের যুদ্ধজাহাজ প্রবেশ করেছে?

– ক) দক্ষিণ কোরিয়া

– খ) জাপান

– গ) যুক্তরাষ্ট্র

– ঘ) চীন

 

উত্তর: খ) জাপান

7. সম্প্রতি কোন দেশটি সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছে?

– ক) ফ্রান্স

– খ) যুক্তরাজ্য

– গ) ভারত

– ঘ) জার্মানি

 

উত্তর: গ) ভারত

8. বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়া সর্বশেষ জিআই পণ্যের নাম কী?

– ক) বাগেরহাটের চিংড়ি

– খ) মধুপুরের আনারস

– গ) দিনাজপুরের লিচু

– ঘ) রাজশাহীর আম

 

উত্তর: খ) মধুপুরের আনারস

9. ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

– ক) ইহুদ ওলমার্ট

– খ) বেনি গ্যান্টজ

– গ) বেনিয়ামিন নেতানিয়াহু

– ঘ) ইসরায়েল ক্যাটজ

 

উত্তর: গ) বেনিয়ামিন নেতানিয়াহু

10. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?

– ক) বিদ্যা দেবী ভাণ্ডারী

– খ) রামচন্দ্র পৌডেল

– গ) শের বাহাদুর দেউবা

– ঘ) প্রচণ্ড

 

উত্তর: খ) রামচন্দ্র পৌডেল

11. ২০২৪-২৫ অর্থবছরের জন্য এডিবি বাংলাদেশের অর্থনৈতিক হার নির্ধারণ করেছে কত?

– ক) ৫.১%

– খ) ৬.০%

– গ) ৬.৫%

– ঘ) ৭.০%

 

উত্তর: ক) ৫.১%

12. USAID এর বর্তমান প্রশাসক কে?

– ক) সামান্থা পাওয়ার

– খ) মাইকেল পম্পেও

– গ) নিকোলাস বার্নস

– ঘ) জন কেরি

 

উত্তর: ক) সামান্থা পাওয়ার

13. বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ওপর সম্পাদিত বইয়ের নাম কী?

– ক) লিডারশিপ ইন টাইমস অফ ক্রাইসিস

– খ) স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল

– গ) বাংলাদেশ: দ্য মেকিং অফ নেশন

– ঘ) স্ট্রাগল ফর ডেমোক্রেসি

 

উত্তর: খ) স্যাটায়ার অ্যান্ড রিডিকিউল

14. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত?

– ক) ২০%

– খ) ২৫%

– গ) ৩০%

– ঘ) ৩২%

 

উত্তর: ঘ) ৩২%

15. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশন কতটি?

– ক) ৪টি

– খ) ৫টি

– গ) ৬টি

– ঘ) ৭টি

 

উত্তর: গ) ৬টি

16. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?

– ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা

– খ) ডোমিনিক স্ট্রস

– গ) ল্যাগার্ড

– ঘ) অগাস্টিন কার্স্টেন

 

উত্তর: ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা

17. ইতালির বর্তমান প্রধানমন্ত্রী কে?

– ক) মাত্তিও সালভিনি

– খ) জর্জিয়া মেলোনি

– গ) এনরিকো লেটা

– ঘ) মারিও দ্রাঘি

 

উত্তর: খ) জর্জিয়া মেলোনি

18. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?

– ক) রানিল বিক্রমাসিংহে

– খ) অনূঢ়া কুমারা দিশানায়েকে

– গ) মাইথ্রিপালা সিরিসেনা

– ঘ) মহিন্দা রাজাপক্ষে

 

উত্তর: খ) অনূঢ়া কুমারা দিশানায়েকে

19. সাপের কামড়ের প্রতিষেধকের নাম কী?

– ক) এন্টি-টিটেনাস

– খ) অ্যান্টিভেনম

– গ) ইন্সুলিন

– ঘ) প্যারাসিটামল

 

উত্তর: খ) অ্যান্টিভেনম

20. অ্যাপোলো কোন দেশভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি?

– ক) যুক্তরাজ্য

– খ) যুক্তরাষ্ট্র

– গ) কানাডা

– ঘ) অস্ট্রেলিয়া

 

উত্তর: খ) যুক্তরাষ্ট্র

21. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন?

– ক) ২৬ সেপ্টেম্বর, ১৮৩০

– খ) ২৬ সেপ্টেম্বর, ১৮২০

– গ) ১৫ আগস্ট, ১৮১৫

– ঘ) ২ জানুয়ারি, ১৮২৫

 

উত্তর: খ) ২৬ সেপ্টেম্বর, ১৮২০

22. সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে?

– ক) বগুড়ার দই

– খ) সাতক্ষীরার হিমসাগর আম

– গ) ভোলার মহিষের দুধের দই

– ঘ) কুমিল্লার রসমালাই

 

উত্তর: গ) ভোলার মহিষের দুধের দই

23. বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে?

– ক) ১৯৭২ সালের ১৭ মার্চ

– খ) ১৯৭৩ সালের ২৬ সেপ্টেম্বর

– গ) ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

– ঘ) ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি

 

উত্তর: গ) ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

24. বিখ্যাত ইংরেজি কবি টি এস এলিয়ট কবে জন্মগ্রহণ করেন?

– ক) ২৬ সেপ্টেম্বর, ১৮৯০

– খ) ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮

– গ) ১৫ নভেম্বর, ১৮৭৫

– ঘ) ১৮ জানুয়ারি, ১৮৮৫

 

উত্তর: খ) ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮

25. বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন?

– ক) ৪০তম

– খ) ৪২তম

– গ) ৪৪তম

– ঘ) ৪১তম

 

উত্তর: খ) ৪২তম

26. ২০২৪ সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরষ্কার পেয়েছে-

– ক) এমিরেটস এয়ারলাইন

– খ) সিঙ্গাপুর এয়ারলাইনস

– গ) কাতার এয়ারওয়েজ

– ঘ) ব্রিটিশ এয়ারওয়েজ

 

উত্তর: গ) কাতার এয়ারওয়েজ

27. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে?

– ক) আবদুল্লাহ শহিদ

– খ) মারিয়া ফার্নান্দা

– গ) ফিলেসন ইয়াং

– ঘ) ভলকান বোজকির

 

উত্তর: গ) ফিলেসন ইয়াং

Daily Update Affairs For India 26 September 2024

প্রশ্ন: ভারতের প্রথম CO₂ থেকে মিথানল প্রস্তুতকারক পাইলট প্ল্যান্ট কোথায় স্থাপিত হবে?

উত্তর: ভারতের প্রথম CO₂ থেকে মিথানল প্রস্তুতকারক পাইলট প্ল্যান্ট মহারাষ্ট্রের পুনেতে স্থাপিত হবে।

প্রশ্ন: গোয়া মেরিটাইম সিম্পোজিয়াম ২০২৪ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর: গোয়া মেরিটাইম সিম্পোজিয়াম ২০২৪ নেভাল ওয়ার কলেজ, গোয়াতে অনুষ্ঠিত হয়েছে।

প্রশ্ন: কে ২০২৪ সালের ‘একলব্য পুরস্কার’ পেতে চলেছেন?

উত্তর: ওডিশার সাঁতারু প্রত্যাশা রায় ২০২৪ সালের ‘একলব্য পুরস্কার’ পেতে চলেছেন।

প্রশ্ন: প্রত্যাশা রায় ২০২৪ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কতগুলো পদক জিতেছেন?

উত্তর: প্রত্যাশা রায় ২০২৪ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ৪টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছেন।

প্রশ্ন: US ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে কে নিয়োগ পেয়েছেন?

উত্তর: US ন্যাশনাল ক্রিকেট লিগের কমিশনার হিসেবে অ্যারন লোরগাট নিয়োগ পেয়েছেন।

প্রশ্ন: মধ্যপ্রদেশ হাইকোর্টের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন?

উত্তর: বিচারপতি সুরেশ কুমার কৈত মধ্যপ্রদেশ হাইকোর্টের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

প্রশ্ন: ২০২৪ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের স্থান কত?

উত্তর: ২০২৪ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের স্থান তৃতীয়।

প্রশ্ন: এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৪-এ প্রথম ও দ্বিতীয় স্থানে কোন দুটি দেশ রয়েছে?

উত্তর: এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৪-এ প্রথম স্থানে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে চীন রয়েছে।

প্রশ্ন: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রাম কবে শুরু হয়েছিল?

উত্তর: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রাম ২৫ সেপ্টেম্বর ২০১৪ সালে শুরু হয়েছিল।

প্রশ্ন: ‘ডাস্ট-ফ্রি দিল্লি’ ক্যাম্পেইন কে শুরু করেছেন?

উত্তর: ‘ডাস্ট-ফ্রি দিল্লি’ ক্যাম্পেইন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা শুরু করেছেন।

প্রশ্ন: ‘ডাস্ট-ফ্রি দিল্লি’ ক্যাম্পেইন কোন কোন সংস্থা একসাথে পরিচালনা করবে?

উত্তর: ‘ডাস্ট-ফ্রি দিল্লি’ ক্যাম্পেইন MCD, PWD, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, NDMC এবং ওয়াটার বোর্ড একসাথে পরিচালনা করবে।

প্রশ্ন: পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) কোন সংস্থা প্রকাশ করে?

উত্তর: পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) প্রকাশ করে।

Daily Update Affairs 26 September 2024 in English

1. Which Bangladeshi cricketer recently announced his retirement from Test and T20 formats?

Answer: Shakib Al Hasan.

2. How many companies has the Bangladeshi government approved to export hilsa fish to India for the upcoming Durga Puja?

Answer: 49.

3. Which country’s beggars were recently accused of traveling abroad by plane to beg?

Answer: Pakistan.

4. Which country’s Prime Minister recently ordered a full-scale war against Hezbollah?

Answer: Israel.

5. In which Indian state did 46 people recently die during the Hindu festival (Jivitputrika festival)?

Answer: Bihar.

6. Which country’s warship recently entered the Taiwan Strait for the first time?

Answer: Japan.

7. Which country recently pledged to stand by Ukraine to protect its sovereignty?

Answer: India.

8. What is the name of the latest Geographical Indication (GI) product recognized by the Bangladeshi government?

Answer: Pineapple from Madhupur (Tangail).

9. Who is the current Prime Minister of Israel?

Answer: Benjamin Netanyahu.

10. Who is the current President of Nepal?

Answer: Ram Chandra Poudel.

11. What is the economic growth rate for Bangladesh set by the Asian Development Bank (ADB) for the 2024-25 fiscal year?

Answer: 5.1%.

12. Who is the current Administrator of USAID?

Answer: Samantha Power.

13. What is the name of the book written about the July Uprising in Bangladesh?

Answer: *Satire and Ridicule*.

14. According to Bangladesh Bank, what is the percentage of non-performing loans in non-bank financial institutions?

Answer: 32%.

15. How many commissions were formed by the interim government of Bangladesh?

Answer: 6.

16. Who is the current Managing Director of the International Monetary Fund (IMF)?

Answer: Kristalina Georgieva.

17. Who is the current Prime Minister of Italy?

Answer: Giorgia Meloni.

18. Who is the current President of Sri Lanka?

Answer: Anura Kumara Dissanayake.

19. What is the name of the antidote for snake bites?

Answer: Antivenom.

20. Which country is the asset management company Apollo based in?

Answer: United States.

21. When was Ishwar Chandra Vidyasagar born?

Answer: September 26, 1820.

22. Which Bangladeshi product recently received GI certification?

Answer: Buffalo milk yogurt from Bhola.

23. When did Bangladesh gain full membership in the United Nations?

Answer: September 17, 1974.

24. When was the famous English poet T. S. Eliot born?

Answer: September 26, 1888.

25. Which number president of the United States was Bill Clinton?

Answer: 42nd.

26. Which airline won the 2024 World’s Best Airline Award?

Answer: Qatar Airways (Awarded by SKYTRAX).

27. Who is the President of the 79th session of the United Nations General Assembly?

Answer: Dennis Francis.

Share:

Leave a Comment

error: Content is protected !!