Daily Update Affairs 27 September 2024
Daily Update Affairs 27 September 2024
1. জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের নাম কী?
উত্তর: দ্য আর্ট অব ট্রায়াম্ফ।
2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব কে?
উত্তর: অ্যাগনেস ক্যালামার্ড।
3. তাইওয়ান দ্বীপকে পৃথককারী প্রণালীর নাম কী?
উত্তর: তাইওয়ান প্রণালী।
4. অর্থনীতির ‘হৃৎপিণ্ড’ হিসেবে কোন খাতকে বলা হয়?
উত্তর: ব্যাংক খাত।
5. মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
উত্তর: ৪৫%।
6. সংবিধানের কোন অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্যের আসন শুন্য হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ৭০নং অনুচ্ছেদ।
7. সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক বাংলাদেশকে কত টাকা সহায়তা দিবে?
উত্তর: ৩৫০ কোটি ডলার।
8. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৭ সেপ্টেম্বর।
9. বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ডলার।
10. বাংলাদেশে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি রয়েছে?
উত্তর: ৩টি।
11. ‘গৌড়ীয় ব্যাকরণ’ কে রচনা করেন?
উত্তর: রাজা রামমোহন রায় (মৃত্যু: ২৭ সেপ্টেম্বর, ১৮৩৩)।
12. বাংলা সাহিত্যের ‘সব্যসাচী লেখক’ হিসেবে কে পরিচিত?
উত্তর: সৈয়দ শামসুল হক (মৃত্যু: ২৭ সেপ্টেম্বর, ২০১৬)।
13. “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”- চরণটির লেখক কে?
উত্তর: কামিনী রায় (মৃত্যু: ২৭ সেপ্টেম্বর, ১৯৩৩)।
14. সংস্কারের জন্য বাংলাদেশকে বিশ্বব্যাংক কত ঋণ দেবে?
উত্তর: ৩৫০ কোটি ডলার।
15. সর্বশেষ (২৪/০৯/২৪) জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের পণ্যগুলো কী?
উত্তর: ভোলার মহিষের দুধের কাঁচা দই, ব্রাহ্মবাড়িয়ার ছানামুখী মিষ্টি, এবং মাধুপুরের আনারস।
16. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: কে পি শর্মা ওলি।
17. সম্প্রতি কোন দেশের কাছে ‘জেএফ-১৭ ব্লক থ্রি’ নামক ফাইটার জেট বিক্রির জন্য চুক্তি করেছে পাকিস্তান?
উত্তর: আজারবাইজান।
18. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর পূর্তি কবে উদযাপিত হচ্ছে?
উত্তর: ২০২৪ সালে।
19. ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস কাকে পরিচয় করিয়ে দেন?
উত্তর: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথিকে।
20. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আমেরিকা কত সহায়তা ঘোষণা করেছে?
উত্তর: ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
21. সংস্কারের জন্য বাংলাদেশকে বিশ্বব্যাংক কত ঋণ সহায়তা দেবে?
উত্তর: ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
22. ‘স্যাটায়ার এন্ড রিডিকিউল’ বইটি কে সম্পাদনা করেছেন?
উত্তর: শহীদুল আলম।
23. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তর: হরিণী আমারাসুরিয়া।
24. বাংলাদেশের ৩৩তম জিআই পণ্য কোনটি?
উত্তর: মধুপুরের আনারস।
25. স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে মোট কত ঋণের প্রতিশ্রুতি দিয়েছে?
উত্তর: ৪ হাজার ১০০ কোটি ডলার।
26. বিশ্বব্যাংক এ পর্যন্ত বাংলাদেশকে মোট কত ঋণ দিয়েছে?
উত্তর: প্রায় ২০০০ কোটি ডলার।
27. বাণিজ্য মন্ত্রণালয় ভারতে রপ্তানির জন্য কত টন ইলিশের অনুমোদন দিয়েছে?
উত্তর: ২৪২০ টন।
28. টাঙ্গুয়ার হাওরের অবস্থান কোথায়?
উত্তর: সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়।
29. ‘মনপুরা ৭০’ এবং ‘সাওতাঁল দম্পতি’ চিত্রকর্মগুলো কার সৃষ্টি?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন।
30. বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৭ সেপ্টেম্বর।
31. জাপানের ক্ষমতাসীন দলের নাম কী?
উত্তর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
Daily Update Affairs in English 27 September 2024
1. What is the name of the mural painted by students during the July-August revolution?
Answer: The Art of Triumph.
2. Who is the current Secretary General of Amnesty International?
Answer: Agnes Callamard.
3. What is the name of the strait separating the island of Taiwan?
Answer: Taiwan Strait.
4. Which sector is known as the ‘Heart of the Economy’?
Answer: Banking Sector.
5. What percentage of the total workforce is engaged in the agricultural sector?
Answer: 45%.
6. Which article of the constitution states that a Member of Parliament’s seat will be vacant if they resign or vote against their political party?
Answer: Article 70.
7. How much support will the World Bank provide to Bangladesh for implementing reforms?
Answer: 350 million USD.
8. When is World Tourism Day observed?
Answer: September 27.
9. What is the current foreign exchange reserve of Bangladesh?
Answer: 19.56 billion USD.
10. How many Army Science and Technology Universities are there in Bangladesh?
Answer: 3.
11. Who wrote ‘Gauriya Grammar’?
Answer: Raja Rammohan Roy (Died: September 27, 1833).
12. Who is known as the ‘Versatile Writer’ in Bengali literature?
Answer: Syed Shamsul Haq (Died: September 27, 2016).
13. Who wrote the line “Sokoler Tore Sokole Amra, Protyeke Mora Porer Tore”?
Answer: Kamini Roy (Died: September 27, 1933).
14. How much loan will the World Bank provide to Bangladesh for reforms?
Answer: 350 million USD.
15. What are the latest GI-certified products of Bangladesh (as of 24/09/24)?
Answer: Raw buffalo milk curd from Bhola, Chanamukhi sweets from Brahmanbaria, and Pineapple from Madhupur.
16. Who is the current Prime Minister of Nepal?
Answer: K.P. Sharma Oli.
17. Which country recently signed a contract to buy ‘JF-17 Block III’ fighter jets from Pakistan?
Answer: Azerbaijan.
18. When will Bangladesh celebrate the 50th anniversary of its membership in the United Nations?
Answer: In 2024.
19. Who did Dr. Yunus introduce at the Clinton Global Initiatives event?
Answer: His Special Assistant Mahfuz Alam and BRAC University student Ayesha Siddika Tithi.
20. How much additional aid has the USA announced for the Rohingya community?
Answer: 199 million USD.
21. How much total loan assistance will the World Bank provide to Bangladesh for reforms?
Answer: 3.5 billion USD.
22. Who edited the book ‘Satire and Ridicule’?
Answer: Shahidul Alam.
23. Who is the new Prime Minister of Sri Lanka?
Answer: Harini Amarasuriya.
24. What is the 33rd GI product of Bangladesh?
Answer: Pineapple from Madhupur.
25. How much loan commitment has the World Bank given to Bangladesh since independence?
Answer: 41 billion USD.
26. How much loan has the World Bank provided to Bangladesh so far?
Answer: Approximately 20 billion USD.
27. How much Hilsa fish export to India has been approved by the Ministry of Commerce?
Answer: 2,420 tons.
28. Where is Tanguar Haor located?
Answer: In Tahirpur and Dharmapasha upazilas of Sunamganj district.
29. Who created the paintings ‘Monpura 70’ and ‘Santali Couple’?
Answer: Shilpacharya Zainul Abedin.
30. When is World Tourism Day observed?
Answer: September 27.
31. What is the name of the ruling party in Japan?
Answer: Liberal Democratic Party.
Recent GK 2024 PDF ফাইল
পত্রিকার পাতা থেকে Update Affairs
#ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি জিআই-৫৫ নম্বরে তালিকাভুক্ত হয়েছে এবং স্থানীয়ভাবে ‘মইষা দই’ নামে পরিচিত। এই দইটি ভোলার ২০০ বছরের ঐতিহ্যের একটি অংশ। ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। একই দিনে মধুপুরের আনারস ও ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি নামক দুইটি পণ্যও জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে।
# বিশ্ববিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ, যিনি ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজে ‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, ৮৯ বছর বয়সে মারা গেছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ম্যাগি স্মিথ ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার লন্ডনের চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘ অভিনয়জীবনে তিনি ১৯৭০ এবং ১৯৭৯ সালে দুটি অস্কার জয় করেছিলেন এবং চারবার মনোনীত হয়েছিলেন। এছাড়াও তিনি আটবার বাফটা পুরস্কার অর্জন করেন, যা তার অভিনয় দক্ষতার স্বীকৃতি।
# জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। দলের অভ্যন্তরে অনুষ্ঠিত রান-অফ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কট্টর জাতীয়তাবাদী নেতা সানায়ে তাকাইচিকে পরাজিত করে সরকারপ্রধানের পদ নিশ্চিত করেছেন ৬৭ বছর বয়সী ইশিবা। শুক্রবার অনুষ্ঠিত এই ভোটে ইশিবার জয় নিশ্চিত হয়। ইশিবা তার ক্যারিয়ার শুরু করেছিলেন গত শতকের আশির দশকের শুরুর দিকে ব্যাংকিং খাতে চাকরি গ্রহণের মাধ্যমে। পরে, ১৯৮৬ সালে তিনি চাকরি ছেড়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন এবং সেখান থেকেই তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয়।