Daily Update Affairs 28 September 2024
Daily Update Affairs 28 September 2024
1. প্রশ্ন: জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে কতজন নিহত হয়েছেন?
উত্তর: মোট ১৫৮১ জন।
2. প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ড. ইউনূস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন?
উত্তর: বাংলা।
3. প্রশ্ন: বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি কে?
উত্তর: করিম এ এ খান।
4. প্রশ্ন: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয়?
উত্তর: ২৮ সেপ্টেম্বর।
5. প্রশ্ন: শিক্ষামন্ত্রণালয় সম্প্রতি কী বিষয়ক সমন্বয় কমিটি বাতিল করেছে?
উত্তর: বিনা মূল্যের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজের জন্য।
6. প্রশ্ন: ইসরাইলের হামলায় সম্প্রতি কে নিহত হয়েছেন?
উত্তর: হিজবুল্লাহ’র প্রধান হাসান নাসরাল্লাহ।
7. প্রশ্ন: সাম্প্রতিক সময়ে কোন দেশে ‘Monsoon Revolution’ সংঘটিত হয়েছে?
উত্তর: বাংলাদেশ।
8. প্রশ্ন: যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য কত পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে?
উত্তর: ২০ কোটি ডলার।
9. প্রশ্ন: ড. ইউনূসের ঘোষিত তিন শূন্যের ধারণায় কী কী বিষয় অন্তর্ভুক্ত?
উত্তর: শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নিঃসরণ।
10. প্রশ্ন: আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বর্তমান মহাপরিচালক কে?
উত্তর: গিলবার্ট হুংবো।
11. প্রশ্ন: জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (UNHCR) হাই কমিশনারের নাম কী?
উত্তর: ফিলিপ্পো গ্রান্ডি।
12. প্রশ্ন: রোহিঙ্গা সংকট নিরসণে ড. ইউনূস কত দফা প্রস্তাব পেশ করেছেন?
উত্তর: ৩ দফা।
13. প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে?
উত্তর: ৬৩টি মিশনে।
14. প্রশ্ন: ‘বিলোনিয়া’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
উত্তর: ফেনী।
15. প্রশ্ন: ‘মোনালিসা’ চিত্রকর্মের চিত্রকর কে?
উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি।
16. প্রশ্ন: মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীর নাম কী?
উত্তর: পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)।
17. প্রশ্ন: জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ইশিবা শিগেরু কোন রাজনৈতিক দলের সদস্য?
উত্তর: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
18. প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে?
উত্তর: পাকিস্তান।
19. প্রশ্ন: এডিবির তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কত শতাংশ হবে?
উত্তর: ১০.১ শতাংশ।
20. প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জনবহুল উপকূল অঞ্চলে আঘাত হানা হারিকেনের নাম কী?
উত্তর: হেলেন।
21. প্রশ্ন: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছে?
উত্তর: সৌদি আরব।
22. প্রশ্ন: সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশটি চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?
উত্তর: ভারত।
23. প্রশ্ন: বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে?
উত্তর: বাংলাদেশ (২১.৫৫%)।
24. প্রশ্ন: সম্প্রতি কোন দেশটির সোনার খনি ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে?
উত্তর: ইন্দোনেশিয়া।
25. প্রশ্ন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর: যোগী আদিত্যনাথ।
26. প্রশ্ন: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কী?
উত্তর: আয়াতুল্লাহ আলী খামেনি।
Daily Update Affairs In English 28 September 2024
1. Question: How many people were killed in the July mass uprising across the country?
Answer: A total of 1,581.
2. Question: In which language did Dr. Yunus deliver his speech at the 79th session of the United Nations General Assembly?
Answer: Bengali.
3. Question: Who is currently the Chief Prosecutor of the International Criminal Court?
Answer: Karim AA Khan.
4. Question: When is International Right to Information Day celebrated?
Answer: September 28.
5. Question: What subject did the Ministry of Education recently abolish the coordination committee for?
Answer: For the revision and modification of free textbooks.
6. Question: Who was recently killed in an Israeli attack?
Answer: Hezbollah’s leader Hassan Nasrallah.
7. Question: In which country has the ‘Monsoon Revolution’ recently occurred?
Answer: Bangladesh.
8. Question: How much financial assistance has the United States announced for the Rohingya?
Answer: 200 million dollars.
9. Question: What topics are included in Dr. Yunus’s concept of three zeros?
Answer: Zero poverty, zero unemployment, zero net carbon emissions.
10. Question: Who is the current Director-General of the International Labour Organization (ILO)?
Answer: Gilbert Houngbo.
11. Question: What is the name of the United Nations High Commissioner for Refugees (UNHCR)?
Answer: Filippo Grandi.
12. Question: How many proposals has Dr. Yunus presented for resolving the Rohingya crisis?
Answer: Three proposals.
13. Question: How many peacekeepers has Bangladesh sent to United Nations peacekeeping missions?
Answer: In 63 missions.
14. Question: In which district is the ‘Bilonia’ land port located?
Answer: Feni.
15. Question: Who is the painter of the ‘Mona Lisa’ artwork?
Answer: Leonardo da Vinci.
16. Question: What is the name of the rebel group fighting against Myanmar’s junta government?
Answer: People’s Defense Forces (PDF).
17. Question: Which political party is Ishiba Shigeru a member of as Prime Minister of Japan?
Answer: Liberal Democratic Party (LDP).
18. Question: Which country did Bangladesh recently defeat to reach the final of the SAFF Under-17 Championship?
Answer: Pakistan.
19. Question: According to ADB, what will be the inflation rate in Bangladesh for the fiscal year 2024-25?
Answer: 10.1 percent.
20. Question: What is the name of the hurricane that struck the densely populated coastal area of Florida, USA?
Answer: Helen.
21. Question: Which country has recently announced the formation of a global coalition for the establishment of a Palestinian state?
Answer: Saudi Arabia.
22. Question: Which South Asian country recently lifted the ban on rice exports?
Answer: India.
23. Question: Tourists from which country travel to India the most?
Answer: Bangladesh (21.55%).
24. Question: In which country did a gold mine collapse recently, resulting in 15 deaths?
Answer: Indonesia.
25. Question: What is the name of the Chief Minister of Uttar Pradesh?
Answer: Yogi Adityanath.
26. Question: What is the name of Iran’s Supreme Religious Leader?
Answer: Ayatollah Ali Khamenei.
পত্রিকার পাতা থেকে Update Affairs
# বিশ্বে পাঁচটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র রয়েছে, যাদের কোনো বিমানবন্দর নেই। তবে এ দেশগুলোতে বিমানবন্দর না থাকলেও প্রতিটিতে অন্তত একটি করে হেলিপোর্ট রয়েছে, যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে। এই দেশগুলো ইউরোপে অবস্থিত এবং এরা হলো—অ্যান্ডোরা, লিখটেনস্টাইন, মোনাকো, সান মারিনো ও ভ্যাটিকান সিটি।
# বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্র হলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে বাংলাদেশ ৮-৭ গোলে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে।
# লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর শনিবার একটি বিবৃতিতে তারা এই তথ্য প্রকাশ করে। শুক্রবার বিকেলে লেবাননের রাজধানী বৈরুতের উপর ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়, যেখানে হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্যবস্তু ছিল। হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন হাসান নাসরুল্লাহ।
# বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে, দেশের বিভিন্ন স্থানে মোট ১৫৮১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে তারা। ২৮ সেপ্টেম্বর শনিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে স্বাস্থ্য উপ-কমিটি এবং নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। উপ-কমিটির তথ্য অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানে ৩১ হাজারেরও বেশি ছাত্র-জনতা আহত হয়েছেন।
Daily Update Affairs For India 28 September 2024
Q1. Which day has recently been celebrated as ‘World Pharmacist Day’?
Ans. (b) 25 September
Q2. Who among the following has inaugurated the second edition of the Uttar Pradesh International Trade Show?
Ans. (d) Jagdeep Dhankhar
Q3. Who among the following has been appointed as the chief of Sardar Vallabhbhai Patel National Police Academy, Hyderabad?
Ans. (d) Amit Garg
Q4. Who among the following has inaugurated the 41st Indian Coast Guard Commanders Conference?
Ans. (a) Rajnath Singh
Q5. In collaboration with which of the following IITs, DRDO has developed an ‘ABHED’ lightweight bulletproof jacket?
Ans. (c) IIT Delhi
Q6. Which of the following states in the North-East of India has declared itself to be insurgency-free?
Ans. (a) Manipur
Q7. Where among the following was the traditional Vijay festival celebrated?
Ans. (b) Nepal
Q8. Which of the following state governments has announced to increase in the minimum wage?
Ans. (a) Delhi
Q9. Who among the following has been selected for the ‘Eklavya Award 2024?
Ans. (d) Pratyaksha Ray
Q10. Which of the following South East Asian countries has legalized gay marriage?
Ans. (a) Thailand
Q11. Which of the following countries has made a law to ban the smartphones of students?
Ans. (b) California
Q12. Which of the following states has given the status of a special tribal group to the ‘Mankidiya community’?
Ans. (a) Odisha
Q13. In which of the following will the 55th International Film Festival of India be organized?
Ans. (b) Goa
Q14. Which of the following countries has emerged as the largest importer of weapons from India?
Ans. (b) Armenia
Q15. Which of the following has topped the recently released Asia Power Index?
Ans. (a) America