Daily Update Affairs 4 October 2024

Daily Update Affairs 4 October 2024

Daily Update Affairs 4 October 2024

প্রশ্ন : ৪ অক্টোবর কোন দেশের প্রধানমন্ত্রী ঢাকায় সফরে এসেছেন?

উত্তর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রশ্ন : আনোয়ার ইব্রাহিম কজনের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন?

উত্তর: তিনি ৫৮ সদস্যের প্রতিনিধিদল।

প্রশ্ন : ঢাকার বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে কে স্বাগত জানিয়েছেন?

উত্তর: বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রশ্ন: নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন?

উত্তর: ১০ লাখ টাকা। (বাংলাদেশ ব্যাংক)

প্রশ্ন: সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে?

উত্তর: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রশ্ন: ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ কবে পাস হয়?

উত্তর: ১৩ সেপ্টেম্বর, ২০২৩।

প্রশ্ন: ২০২৮ সালের মধ্যে কতটি গ্যাসকূপ খনন করা হবে?

উত্তর: ১০০টি। (বিদ্যু, জ্বালানি ও খণিজ সম্পদ উপদেষ্টা)

প্রশ্ন: ‘বিশ্ব প্রাণী দিবস’ কবে পালিত হয়?

উত্তর: প্রতিবছর ৪ অক্টোবর।

প্রশ্ন: সম্প্রতি ফিলিস্তিনের কে ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেয়েছেন?

উত্তর: ইসা আমরো (৪৪)। [অধিকারকর্মী]

প্রশ্ন: নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে?

উত্তর: অক্টোবর মাসের ১ম সোমবার। (৭ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা হবে)

প্রশ্ন: পরবর্তী ডি-৮ শীর্ষ সম্মেলন-২০২৪ আয়োজন করবে কোন দেশ?

উত্তর: মিসর।

প্রশ্ন : কোন দেশগুলো ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালিয়েছে?

উত্তর: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রশ্ন : ইয়েমেনের কোন স্থানগুলোতে বিমান হামলা করা হয়েছে?

উত্তর: ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে।

প্রশ্ন : ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেলের নাম কী?

উত্তর: আল মাসিরাহ টিভি।

প্রশ্ন ১: কোন ব্যান্ড গানের স্বত্ব সনি মিউজিকের কাছে বিক্রি করেছে?

উত্তর: প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড।

প্রশ্ন ২: পিংক ফ্লয়েডের গানের স্বত্ব কত মূল্যে বিক্রি হয়েছে?

উত্তর: পিংক ফ্লয়েডের গানের স্বত্ব প্রায় ৪০ কোটি ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ৮০০ কোটি টাকা।

প্রশ্ন ৩: পিংক ফ্লয়েড ব্যান্ডটি কবে যাত্রা শুরু করে?

উত্তর: ১৯৬৫ সালে।

প্রশ্ন ৪: পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামের নাম কী?

উত্তর: পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামের নাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’।

প্রশ্ন ৫: পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামটি কবে মুক্তি পায়?

উত্তর: পিংক ফ্লয়েডের প্রথম অ্যালবামটি ১৯৬৭ সালে মুক্তি পায়।

প্রশ্ন ৬: পিংক ফ্লয়েড কোন ধরনের গান করে?

উত্তর: পিংক ফ্লয়েড মূলত প্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে।

প্রশ্ন : বুলগেরিয়ার ভিসার আবেদন কোন কোন দেশ থেকে করতে পারবে শিক্ষার্থীরা?

উত্তর: শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তান থেকে বুলগেরিয়ার ভিসার আবেদন করতে পারবে।

প্রশ্ন : বুলগেরিয়ার কোন দূতাবাসগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসার আবেদন করতে পারবে?

উত্তর: ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার আবেদন করতে পারবে।

প্রশ্ন : বুলগেরিয়ার কোন দূতাবাসে ভিসা আবেদন বন্ধ রয়েছে?

উত্তর: বুলগেরিয়ার ভারতীয় দূতাবাসে ভিসা আবেদন বর্তমানে বন্ধ রয়েছে।

প্রশ্ন : চলতি বছরে ডেঙ্গুতে মোট কতজনের মৃত্যু হয়েছে?

উত্তর: চলতি বছরে ডেঙ্গুতে ১৭৭ জন।

প্রশ্ন : গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কতজন?

উত্তর: তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

প্রশ্ন : গত বছরে ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে?

উত্তর: এক হাজার ৭০৫ জন।

ইয়েমেনের উপর বিমান হামলা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সম্মিলিতভাবে ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই তথ্যটি হুথি সমর্থিত আল মাসিরাহ টিভির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পিংক ফ্লয়েডের স্বত্ব বিক্রি

প্রখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড সনি মিউজিকের কাছে তাদের গানের স্বত্ব প্রায় ৪০ কোটি ডলারে বিক্রি করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার ৮০০ কোটি টাকার সমান। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যান্ডটি প্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক ও ব্লুজ রক ঘরানার গান করে। তাদের প্রথম অ্যালবাম ‘দ্য পাইপার অ্যাট দ্য গেটস অব ডন’ ১৯৬৭ সালে মুক্তি পায়।

বুলগেরিয়ান ভিসার আবেদন

বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতীয় ভিসা বন্ধ থাকায় ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে ভিসার আবেদন করতে পারবে। এই সুযোগটি তাদের জন্য বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার লক্ষ্যে।

ডেঙ্গু পরিস্থিতি

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৭ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান এক হাজার ৭০৫ জন।

Question 1: Which country’s Prime Minister has visited Dhaka?

Answer: The Prime Minister of Malaysia, Anwar Ibrahim.

Question 2: How many members are in Anwar Ibrahim’s delegation that visited Dhaka?

Answer: He came with a 58-member delegation.

Question 3: Who welcomed the Prime Minister of Malaysia at Dhaka Airport?

Answer: He was welcomed by Dr. Muhammad Yunus, the chief advisor of the interim government.

Question: According to the new policy, how much loan can a migrant worker take?

Answer: 1 million Taka. (Bangladesh Bank)

Question: Which Bangladeshi has recently been listed in Time magazine’s 100 Emerging Leaders?

Answer: Nahid Islam, advisor to the interim government.

Question: When was the ‘Cybersecurity Act-2023’ passed?

Answer: September 13, 2023.

Question: How many gas wells will be drilled by 2028?

Answer: 100. (Advisor on Power, Energy, and Mineral Resources)

Question: When is ‘World Animal Day’ celebrated?

Answer: Every year on October 4.

Question: Who recently received the ‘Right Livelihood’ award in Palestine?

Answer: Isa Amro (44). [Human rights activist]

Question: When are the names of the Nobel Prize winners announced?

Answer: On the first Monday of October. (The announcement for medicine will be made on October 7.)

Question: Which country will host the next D-8 summit in 2024?

Answer: Egypt.

Question: Which countries have conducted joint airstrikes in Yemen?

Answer: The United States and the United Kingdom have conducted joint airstrikes in Yemen.

Question: In which locations in Yemen have airstrikes been carried out?

Answer: Airstrikes have targeted the Hodeidah airport, Sana’a, and Dhammar city in Yemen.

Question: What is the name of the Houthi-supported television channel in Yemen?

Answer: Al Masirah TV.

Question 1: Which band has sold its music rights to Sony Music?

Answer: The renowned British rock band Pink Floyd.

Question 2: For how much were the music rights of Pink Floyd sold?

Answer: The music rights were sold for approximately $400 million, equivalent to about 48 billion Taka in Bangladeshi currency.

Question 3: When did Pink Floyd start its journey?

Answer: In 1965.

Question 4: What is the name of Pink Floyd’s first album?

Answer: The name of Pink Floyd’s first album is “The Piper at the Gates of Dawn.”

Question 5: When was Pink Floyd’s first album released?

Answer: Pink Floyd’s first album was released in 1967.

Question 6: What type of music does Pink Floyd play?

Answer: Pink Floyd primarily plays progressive rock, psychedelic rock, and blues rock.

Question: From which countries can students apply for a Bulgarian visa?

Answer: Students can apply for a Bulgarian visa from Vietnam, Pakistan, and Kazakhstan.

Question: At which Bulgarian embassies can Bangladeshi students apply for visas?

Answer: Bangladeshi students can apply for visas at the Bulgarian embassies in Vietnam, Pakistan, and Kazakhstan.

Question: Which Bulgarian embassy has visa applications currently closed?

Answer: The Bulgarian embassy in India currently has visa applications closed.

Question 1: How many people have died from dengue this year?

Answer: 177 people have died from dengue this year.

Question 2: How many people were hospitalized last year due to dengue?

Answer: 321,179 people were hospitalized last year due to dengue.

Question 3: How many people died from dengue last year?

Answer: 1,705 people died from dengue last year.

International Non-Violence Day: Observed on October 2, this day honors Mahatma Gandhi’s birthday and promotes non-violence through education and awareness.

Jamaica Marg Inauguration: Prime Minister Modi inaugurated ‘Jamaica Marg’ in Delhi, enhancing infrastructure and celebrating India-Jamaica relations.

National Nutrition Month 2024: The 7th ‘National Nutrition Month 2024’ closing ceremony was held in Ranchi, highlighting nutrition and health awareness nationwide.

Harpoon Missile Development: The USA has developed the “Harpoon Missile,” marking a significant advancement in military technology.

Anti-Dumping Investigation on Steel: India has launched an anti-dumping investigation into steel imports from China to safeguard its domestic steel industry.

UAE Ambassador’s Residence Attack: The UAE ambassador’s residence in Sudan was attacked, raising diplomatic security concerns in the region.

World Green Economy Forum: Launched in Dubai, this forum focuses on sustainable development and global green economic practices.

CMD of RINL: A.K. Saxena has assumed the additional role of Chairman and Managing Director (CMD) of Rashtriya Ispat Nigam Limited (RINL).

Women Entrepreneurship Platform Chapter: Telangana has become the first state to establish the Women Entrepreneurship Platform Chapter of NITI Aayog, promoting female entrepreneurship.

Kho-Kho World Cup 2025: India will host the ‘Kho-Kho World Cup 2025,’ showcasing this traditional sport internationally.

Bapu Tower Inauguration: The “Bapu Tower” was inaugurated in Bihar, honoring Mahatma Gandhi’s legacy and contributions to India’s independence.

President of Indian Newspaper Society: M V Shreyamas Kumar has been elected President of the Indian Newspaper Society for 2024-2025, leading efforts to support the newspaper industry.

Top Bowler in ICC Test Rankings: Jaspreet Bumrah has achieved the top position in the latest ICC Test bowling rankings due to his outstanding performances.

Euronaval 2024 Defense Exhibition: India will participate in the ‘Euronaval 2024 Defense Exhibition’ in France, showcasing advancements in naval defense technology.

Ban on UN Secretary-General: Israel has banned United Nations Secretary-General Antonio Guterres from entering the country, reflecting ongoing diplomatic tensions.

Q1. সম্প্রতি কোন দিনে ‘আন্তর্জাতিক অ-হিংসা দিবস’ উদযাপিত হয়েছে?

Ans. ২ অক্টোবর

Q2. প্রধানমন্ত্রী মোদী ‘জ্যামাইক মার্গ’ কোথায় উদ্বোধন করেছেন?

Ans. দিল্লি

Q3. ৭ম ‘জাতীয় পুষ্টি মাস ২০২৪’ এর সমাপ্তি অনুষ্ঠান কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

Ans. রাঁচি

Q4. “হারপুন ক্ষেপণাস্ত্র” কোন দেশের দ্বারা উন্নত করা হয়েছে?

Ans. মার্কিন যুক্তরাষ্ট্র

Q5. সম্প্রতি, ভারত কোন দেশের থেকে আমদানিকৃত স্টিলের বিরুদ্ধে এন্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে?

Ans. চীন

Q6. কোন দেশে ইউএইর রাষ্ট্রদূতের আবাসে হামলা হয়েছে?

Ans. সুদান

Q7. ‘বিশ্ব সবুজ অর্থনীতি ফোরাম’ কোথায় উদ্বোধন করা হয়েছে?

Ans. দুবাই

Q8. RINL (রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড) এর CMD এর অতিরিক্ত দায়িত্ব কে নিয়েছেন?

Ans. এ.কে. সাক্সেনা

Q9. কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে NITI আয়োগের মহিলাদের উদ্যোক্তা প্ল্যাটফর্মের অধ্যায় পেয়েছে?

Ans. তেলেঙ্গানা

Q10. ‘খো-খো বিশ্বকাপ ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হবে?

Ans. ভারত

Q11. “বাপু টাওয়ার” কোথায় উদ্বোধন করা হয়েছে?

Ans. বিহার

Q12. ২০২৪-২০২৫ সালের জন্য ভারতীয় সংবাদপত্র সোসাইটির সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে?

Ans. এম ভি শ্রেয়ামাস কুমার

Q13. সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার কে?

Ans. জাসপ্রিত বুমরাহ

Q14. ‘ইউরোনাভাল ২০২৪ ডিফেন্স এক্সিবিশনে’ ভারত কোন দেশে অংশগ্রহণ করবে?

Ans. ফ্রান্স

Q15. সম্প্রতি কোন দেশ জাতিসংঘের মহাসচিব ‘অ্যান্টোনিও গুতেরেস’ এর দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে?

Ans. ইসরায়েল

Share:

Leave a Comment

error: Content is protected !!