Daily Update Affairs 5 October 2024

Daily Update Affairs 5 October 2024

Daily Update Affairs 5 October 2024

# বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক কে নির্বাচিত হয়েছেন?

উত্তর: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর।

# বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রতিপাদ্য কী ছিল?

উত্তর: শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।

# সেপ্টেম্বর মাসে পোশাকশিল্পে পণ্য রপ্তানি কত শতাংশ বেড়েছে?

উত্তর: ১৬ দশমিক ২৭ শতাংশ।

# গত সেপ্টেম্বরে পোশাকশিল্পে পণ্য রপ্তানির পরিমাণ কত ডলার ছিল?

উত্তর: ৩৮৬ কোটি ডলার।

# গত বছরের সেপ্টেম্বরে তুলনায় এই বছরের সেপ্টেম্বরে রপ্তানি কত ডলার বেড়েছে?

উত্তর: গত বছরের সেপ্টেম্বরে তুলনায় এই বছরের সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৫৪ কোটি ডলার।

# বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?

উত্তর: প্রতিবছর ৫ অক্টোবর।

# মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী কতজন বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছেন?

উত্তর: ১৮ হাজার (১ম ধাপে)।

# চলতি অর্থবছরে সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি কত?

উত্তর: ১৬.২৭ শতাংশ।

# ২০১৮ সালের বাঘশুমারি অনুযায়ী দেশে বাঘের সংখ্যা ছিল কতটি?

উত্তর: ১১৪টি।

# সম্প্রতি বাংলা ভাষাকে ভারত কোন ভাষার স্বীকৃতি দিয়েছে?

উত্তর: ধ্রুপদি ভাষার।

# ২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হবে-

উত্তর: মালয়েশিয়া।

# ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ এর প্রতিপাদ্য কী?

উত্তর: “শিক্ষকের কণ্ঠস্বর; শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।”

# ফরাসি বিপ্লবের সূচনা হয় কত সালে?

উত্তর: ১৭৮৯ সালে।

# সম্প্রতি ফিলিস্তিনের কে ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ ইসা আমরো (৪৪)। [অধিকারকর্মী]

# নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন?

উত্তরঃ ১০ লাখ টাকা। (বাংলাদেশ ব্যাংক)

# নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে?

উত্তরঃ অক্টোবর মাসের ১ম সোমবার। (৭ অক্টোবর চিকিৎসা শাস্ত্রে বিজয়ীর নাম ঘোষণা হবে)

# সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে?

উত্তরঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

# সম্প্রতি জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন –

উত্তরঃ মার্ক জাকারবার্গ।

# মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী কতজন বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছেন?

উত্তরঃ ১৮ হাজার (১ম ধাপে)।

পত্রিকার পাতা থেকে

# পোশাকশিল্পে সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে পণ্য রপ্তানি হয়েছে ৩৮৬ কোটি ডলারের। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের সেপ্টেম্বরে তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে ৫৪ কোটি ডলার।

# বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রতিপাদ্য ছিল শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।

1. Who was selected as the best teacher in the agricultural university category at the national level on the occasion of World Teachers’ Day 2024?

Answer: Dr. Ehsanul Kabir, Professor of Agricultural Power and Machinery Department, Bangladesh Agricultural University (BAU).

2. What was the theme of World Teachers’ Day 2024?

Answer: “The Voice of Teachers: A New Social Commitment in Education.”

3. By what percentage did the export of garments increase in September?

Answer: 16.27%.

4. What was the total amount of garment exports in September?

Answer: 3.86 billion USD.

5. By how much did the export increase in September compared to the same month last year?

Answer: 540 million USD.

6. When is World Teachers’ Day observed?

Answer: Every year on October 5th.

7. How many Bangladeshi workers has the Prime Minister of Malaysia assured to employ in the first phase?

Answer: 18,000 workers.

8. What was the growth rate of product exports in September of the current fiscal year?

Answer: 16.27%.

9. According to the 2018 tiger census, how many tigers were there in the country?

Answer: 114 tigers.

10. What status has India recently granted to the Bengali language?

Answer: Classical Language.

11. Who will be the next chair of ASEAN starting from January 2025?

Answer: Malaysia.

12. What was the theme of “World Teachers’ Day 2024”?

Answer: “The Voice of Teachers: A New Social Commitment in Education.”

13. When did the French Revolution begin?

Answer: In 1789.

14. Which Palestinian activist recently received the ‘Right Livelihood’ award?

Answer: Issa Amro (44), [Human Rights Activist].

15. According to the new policy, what is the maximum loan amount a migrant worker can receive?

Answer: Up to 1 million BDT (Bangladesh Bank).

16. When are the Nobel Prize winners announced?

Answer: From the first Monday of October. (The winner of the Medicine category will be announced on October 7th.)

17. Which Bangladeshi was recently included in TIME Magazine’s list of 100 Emerging Influential People?

Answer: Nahid Islam, Interim Government Adviser.

18. Who has recently become the third richest person in the world, surpassing Jeff Bezos?

Answer: Mark Zuckerberg.

19. How many Bangladeshi workers has the Prime Minister of Malaysia assured to employ in the first phase?

Answer: 18,000 workers.

1. জার্মান ইউনিটি ডে: ৩ অক্টোবর জার্মানির পূর্ব ও পশ্চিম অংশের পুনঃএকীকরণের স্মরণে জার্মান ইউনিটি ডে উদযাপিত হয়।

2. পি. কে. গুপ্তা: তাকে উত্তরাখণ্ড স্মল ফিনান্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ব্যাংকিং ও ফিন্যান্সে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

3. ‘গোল ফর ইন্ডিয়া ২০২৪’ ইভেন্ট: দিল্লিতে আয়োজিত এই ইভেন্টে ২০২৪ সালের মধ্যে ভারতের উন্নয়নের জন্য কৌশলগত উদ্যোগ ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে।

4. জি-৭ সম্মেলন: ইতালির আয়োজনে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান ও আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

5. সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: ভারত এই শিরোপা জয় করেছে, যা ভারতীয় ফুটবলে উদীয়মান প্রতিভা ও সম্ভাবনা প্রদর্শন করেছে।

6. ২৫তম হর্নবিল উৎসব: নাগাল্যান্ড ও ওয়েলস যৌথভাবে এই উৎসব উদযাপন করেছে, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে অবদান রেখেছে।

7. ‘ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান’: প্রধানমন্ত্রী মোদি ঝাড়খণ্ডে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও গ্রামীণ উন্নয়ন প্রচারে এই অভিযান শুরু করেছেন।

8. প্রবীন জয় বিক্রমা: শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে।

9. লক্ষ্মণ শ্রেষ্ঠ: মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাকে ‘বসুদেব গাইতোন্ডে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে তার শিল্পকলায় অবদানের জন্য।

10. ক্লডিয়া শেইনবাম: তিনি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হয়েছেন, যা দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক মুহূর্ত।

11. গ্লোবাল চেস লিগ: দ্বিতীয় সংস্করণ লন্ডনে শুরু হয়েছে, যেখানে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় দাবা প্রতিভারা অংশগ্রহণ করছে।

12. ‘মুখ্যমন্ত্রী যুব উদ্যামী বিকাশ অভিযান’: উত্তরপ্রদেশ সরকার তরুণ উদ্যোক্তাদের সমর্থন ও অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করেছে।

13. কার্লোস আলকারাজ: চীনা ওপেনের প্রথম শিরোপা জিতেছেন, যা তার চমৎকার টেনিস ক্যারিয়ারে আরেকটি মাইলফলক।

14. বায়ো-সিএনজি প্ল্যান্ট: মধ্যপ্রদেশে ভারতের প্রথম আধুনিক গোশালা উদ্বোধন করা হয়েছে, যেখানে একটি বায়ো-সিএনজি প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যা পরিবেশবান্ধব শক্তির প্রচার করছে।

15. রিলায়েন্স গ্রুপ: ভুটানের নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ ঘোষণা করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী এবং সবুজ শক্তির প্রসারে অবদান রাখবে।

Q1. On which day was ‘German Unity Day’ celebrated recently?

Ans. 03 October

Q2. Who will be honoured with the ‘Late Vasudev Gaitonde Life Time Achievement Award’ by the Maharashtra Government?

Ans. Laxman Shrestha

Q3. Recently, ‘Claudia Sheinbaum’ has become the first woman President of which country?

Ans. Mexico

Q4. Which country’s cricketer Praveen Jai Vikrama has been banned for one year due to disciplinary issues?

Ans. Sri Lanka

Q5. Where has the second edition of the Global Chess League started?

Ans. London

Q6. Which state government has launched the ‘Mukhyamantri Yuva Udyami Vikas Abhiyan’?

Ans. Uttar Pradesh

Q7. Who has won the first China Open title?

Ans. Carlos Alcaraz

Q8. Where has India’s first modern cowshed with a BIO-CNG plant been inaugurated?

Ans. Madhya Pradesh

Q9. Recently, Reliance Group announced investment in the renewable energy sector of which country?

Ans. Bhutan

Q10. Which event was organized in Delhi focusing on India’s development goals for 2024?

Ans. ‘Goal for India 2024’

Q11. Which country hosted the G7 conference to address the ongoing Middle East crisis?

Ans. Italy

Q12. Which team won the SAFF Under-17 Championship recently?

Ans. India

Q13. Which state collaborated with Wales to celebrate the 25th Hornbill Festival?

Ans. Nagaland

Q14. Which campaign was launched by Prime Minister Modi in Jharkhand to uplift tribal communities?

Ans. ‘Dharti Aba Janjati Gram Utkarsh Abhiyan’

Share:

Leave a Comment

error: Content is protected !!