Daily Update MCQ 10 October 2024
১. ২০২৪ সালে বাংলাদেশের কতটি মণ্ডপে উৎসাহ-উদ্দীপনার সাথে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে?
A) ২৫,০০০
B) ৩০,০০০
C) ৩২,০০০
D) ৩৫,০০০
উত্তর: C) ৩২,০০০
২. ‘চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড ২০২৪’ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
A) ঢাকা বিশ্ববিদ্যালয়
B) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
C) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
D) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: C) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩. ‘চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড ২০২৪’-এ বিজয়ীদের জন্য মোট কত টাকার পুরস্কার সামগ্রী থাকছে?
A) ৫ লাখ টাকা
B) ৭ লাখ টাকা
C) ১০ লাখ টাকা
D) ১২ লাখ টাকা
উত্তর: C) ১০ লাখ টাকা
৪. মিডিয়া অলিম্পিয়াড ২০২৪ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে কবে?
A) ২৫ নভেম্বর
B) ২৬ নভেম্বর
C) ২৮ নভেম্বর
D) ৩০ নভেম্বর
উত্তর: C) ২৮ নভেম্বর
৫. হেয়ার রোডের শ্বেতশুভ্র ভবনটি কী হিসেবে সংরক্ষিত হবে?
A) আধুনিক স্থাপনা
B) পুরাকীর্তি
C) শিক্ষা প্রতিষ্ঠান
D) সরকারি অফিস
উত্তর: B) পুরাকীর্তি
৬. শ্বেতশুভ্র ভবনটির বয়স কত বছরের বেশি?
A) ১০০ বছর
B) ১১২ বছর
C) ১১৬ বছর
D) ১২০ বছর
উত্তর: C) ১১৬ বছর
৭. শ্বেতশুভ্র ভবনটির নির্মাণশৈলিতে কোন ধরণের স্থাপত্যরীতি রয়েছে?
A) ইসলামী স্থাপত্যরীতি
B) আধুনিক স্থাপত্যরীতি
C) মোঘল ও ইউরোপীয় ধ্রুপদী স্থাপত্যরীতির ছাপ
D) প্রাচীন স্থাপত্যরীতি
উত্তর: C) মোঘল ও ইউরোপীয় ধ্রুপদী স্থাপত্যরীতির ছাপ
৮. শ্বেতশুভ্র ভবনটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহার হচ্ছে কবে থেকে?
A) ১৯৪৫ সাল থেকে
B) ১৯৫০ সাল থেকে
C) ১৯৬০ সাল থেকে
D) ১৯৭০ সাল থেকে
উত্তর: B) ১৯৫০ সাল থেকে
৯. প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশে কততম প্রধান বিচারপতি?
A) ২০ তম
B) ২৫ তম
C) ৩০ তম
D) ৩৫ তম
উত্তর: B) ২৫ তম
১০. সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে কত?
A) ৫ দশমিক ৫ শতাংশ
B) ৬ দশমিক ৭৮ শতাংশ
C) ৭ দশমিক ১ শতাংশ
D) ৮ দশমিক ৩ শতাংশ
উত্তর: B) ৬ দশমিক ৭৮ শতাংশ
১১. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান কে?
A) অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম
B) অধ্যাপক ড. জাহাঙ্গীরনগর
C) অধ্যাপক ড. খন্দকার মোশাররফ
D) অধ্যাপক ড. আসিফ নজরুল
উত্তর: A) অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম
১২. হাইকোর্ট বিভাগের ২৩ জন বিচারক কখন শপথ পাঠ করেছেন?
A) ৬ অক্টোবর
B) ৭ অক্টোবর
C) ৮ অক্টোবর
D) ৯ অক্টোবর
উত্তর: C) ৮ অক্টোবর
১৩. সংস্কার কমিশনের প্রধানদের মর্যাদা কিসের সমমান হবে?
A) আপিল বিভাগের বিচারপতিদের সমমান
B) হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমমান
C) জেলা আদালতের বিচারকগণের সমমান
D) প্রশাসনিক কর্মকর্তাদের সমমান
উত্তর: A) আপিল বিভাগের বিচারপতিদের সমমান
১৪. চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার কে কে পেয়েছেন?
A) ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম জাম্পার
B) জন বেকার, ডেভিড হ্যাসাবিস, মোহাম্মদ এম জাম্পার
C) ডেমিস বেকার, জন হ্যাসাবিস, ডেভিড এম জাম্পার
D) জন বেকার, মোহাম্মদ হ্যাসাবিস, ডেমিস এম জাম্পার
উত্তর: A) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র), ডেমিস হ্যাসাবিস (ব্রিটেন), জন এম জাম্পার (যুক্তরাষ্ট্র)
১৫. গুরপতবন্ত সিং পানুন কে?
A) ভারতীয় রাজনীতিবিদ
B) খালিস্তানপন্থী শিখ নেতা
C) মানবাধিকার কর্মী
D) পাকিস্তানি সাংবাদিক
উত্তর: B) তিনি খালিস্তানপন্থী শিখ নেতা
১৬. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী?
A) হার্ভি
B) মিল্টন
C) ক্যাটরিনা
D) ইরমা
উত্তর: B) মিল্টন
১৭. ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?
A) হ্যান কাং (দক্ষিণ কোরিয়া)
B) কেলি লো (যুক্তরাষ্ট্র)
C) রাহুল পান্ডিতা (ভারত)
D) মীনা কারিম (পাকিস্তান)
উত্তর: A) হ্যান কাং (দক্ষিণ কোরিয়া)
১৮. প্রধান বিচারপতির বাসভবনকে কীরূপে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে?
A) আধুনিক স্থাপনা হিসেবে
B) সরকারি অফিস হিসেবে
C) পুরাকীর্তি হিসেবে
D) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে
উত্তর: C) পুরাকীর্তি হিসেবে
১৯. বিশ্বে জিডিপিতে শীর্ষ কোন দেশ?
A) চীন
B) যুক্তরাষ্ট্র
C) জাপান
D) জার্মানি
উত্তর: B) যুক্তরাষ্ট্র
২০. অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রিপরিষদ সচিব কে?
A) মোহাম্মদ তৌফিক-উজ-জামান
B) শেখ আব্দুর রশিদ
C) সেলিনা হোসেন
D) কামাল আহমেদ
উত্তর: B) শেখ আব্দুর রশিদ
২১. আইএমএফ এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি?
A) যুক্তরাষ্ট্র
B) জাপান
C) লুক্সেমবার্গ
D) সিঙ্গাপুর
উত্তর: C) লুক্সেমবার্গ
২২. বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত?
A) ২ শতাংশ
B) ৩ শতাংশ
C) ৪ শতাংশ
D) ৫ শতাংশ
উত্তর: C) ৪ শতাংশ
২৩. ‘মিল্টন’ কী?
A) একটি শহরের নাম
B) একটি শক্তিশালী তুফান
C) একটি বইয়ের নাম
D) একটি ফিল্মের নাম
উত্তর: B) তীব্র শক্তির হ্যারিকেনের নাম। (সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকায় আঘাত হেনেছে)
২৪. বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন?
A) সাকিব আল হাসান
B) মাহমুদউল্লাহ রিয়াদ
C) তামিম ইকবাল
D) মোহাম্মদ আশরাফুল
উত্তর: B) মাহমুদউল্লাহ রিয়াদ
২৫. তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
A) জার্দ এল-সেডি
B) কাইস সাঈদ
C) আলী গদ্দাফি
D) আমেরি দ্যুদ
উত্তর: B) কাইস সাঈদ
২৬. এ প্রোটিনের গঠন পূর্বানুমানের জন্য তৈরীকৃত আলোড়ন সৃষ্টিকারী এআই মডেলটির নাম কী?
A) AlphaFold2
B) BetaFold
C) ProteinNet
D) DeepFold
উত্তর: A) AlphaFold2
২৭. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়?
A) ১৩৮ (১) অনুচ্ছেদ
B) ১৩৮ (২) অনুচ্ছেদ
C) ১৩৮ (৩) অনুচ্ছেদ
D) ১৩৮ (৪) অনুচ্ছেদ
উত্তর: B) ১৩৮ (২) অনুচ্ছেদ
Very helpful
Thanks ❤️