Daily Update MCQ 12 October 2024

Daily Update MCQ 12 October 2024

প্রশ্ন ১: সংস্কার কমিটি অবসরের বয়স সুপারিশ করেছে কত?

ক. ৫৮ বছর
খ. ৫৯ বছর
গ. ৬০ বছর
ঘ. ৬২ বছর

উত্তর: খ. ৫৯ বছর

প্রশ্ন ২: বৈশ্বিক শান্তি সূচক-২০২৪ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?

ক. নরওয়ে
খ. সুইডেন
গ. আইসল্যান্ড
ঘ. ডেনমার্ক

উত্তর: গ. আইসল্যান্ড

প্রশ্ন ৩: বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

ক. ৮০তম
খ. ৮২তম
গ. ৮৪তম
ঘ. ৮৬তম

উত্তর: গ. ৮৪তম

প্রশ্ন ৪: ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ ইলিশ আহরণ করা হয়?

ক. ৫ লাখ ৫০ হাজার ১০০ টন
খ. ৫ লাখ ৬০ হাজার ২০০ টন
গ. ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন
ঘ. ৫ লাখ ৮০ হাজার ৪০০ টন

উত্তর: গ. ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন

প্রশ্ন ৫: ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার মৃত্যুর পর টাটা ট্রাস্টের দায়িত্ব পেয়েছেন কে?

ক. সাইরাস মিস্ত্রি
খ. নোয়েল টাটা
গ. নটরাজ টাটা
ঘ. রজনীশ টাটা

উত্তর: খ. নোয়েল টাটা

প্রশ্ন ৬: সরকারি চাকরিতে প্রবেশে পুরুষদের ক্ষেত্রে ৩৫ ও নারীদের ক্ষেত্রে ৩৭ বছরের সুপারিশ করেছে কে?

ক. পরিকল্পনা মন্ত্রণালয়
খ. সংস্কার কমিটি
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তর: খ. সংস্কার কমিটি

প্রশ্ন ৭: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?

ক. খন্দকার রাশেদ মাকসুদ
খ. মিজানুর রহমান
গ. মাহবুবুর রহমান
ঘ. কামরুল হাসান

উত্তর: খন্দকার রাশেদ মাকসুদ

প্রশ্ন ৮: ২০২৩-২৪ অর্থবছরে দেশের কী পরিমাণ চাল উৎপাদন হয়েছে?

ক. ৩ কোটি ৮০ লাখ টন
খ. ৪ কোটি ১০ লাখ টন
গ. ৪ কোটি ২০ লাখ টন
ঘ. ৩ কোটি ৭০ লাখ টন

উত্তর: ৪ কোটি ১০ লাখ টন

প্রশ্ন ৯: ১১তম বিপিএলের ড্রাফটে জায়গা পেয়েছেন দেশের কতজন?

ক. ১৮৫ জন
খ. ১৮৮ জন
গ. ১৯০ জন
ঘ. ১৯৫ জন

উত্তর: ১৮৮ জন

প্রশ্ন ১০: চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কতজন?

ক. ১৯৫ জন
খ. ১৯৯ জন
গ. ২০১ জন
ঘ. ২০৫ জন

উত্তর: ২০১ জনে (আপডেট: ১১ অক্টোবর ২০২৪)

প্রশ্ন ১১: প্রস্তাবিত মিসরের নতুন রাজধানীর নাম কী?

ক. নিউ কায়রো
খ. নিউ ক্যাপিটাল সিটি
গ. নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (NAC)
ঘ. সেন্ট্রাল সিটি

উত্তর: নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (NAC)

প্রশ্ন ১২: বর্তমানে বাংলাদেশে কতটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে?

ক. ৭২০টি
খ. ৭২২টি
গ. ৭২৪টি
ঘ. ৭২৬টি

উত্তর: ৭২৪টি

প্রশ্ন ১৩: সম্প্রতি পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোন খেলোয়াড়?

ক. নোভাক জোকোভিচ
খ. রাফায়েল নাদাল
গ. রজার ফেদেরার
ঘ. অ্যান্ডি মারে

উত্তর: রাফায়েল নাদাল

প্রশ্ন ১৪: বর্তমানে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কোন পাঁচটি দেশ?

ক. যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত
খ. যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, বৃটেন
গ. যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, পাকিস্তান
ঘ. যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান

উত্তর: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, বৃটেন

প্রশ্ন ১৫: ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

ক. Nihon Hidankyo
খ. ICRC
গ. UNHCR
ঘ. Amnesty International

উত্তর: Nihon Hidankyo (নিহন হিদানকায়ো); জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন

প্রশ্ন ১৬: ৩১তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক. মেক্সিকো
খ. চিলি
গ. পেরু
ঘ. ইকুয়েডর

উত্তর: পেরু

প্রশ্ন ১৭: ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?

ক. সুভাষ মুখোপাধ্যায়
খ. জীবনানন্দ দাশ
গ. কামিনী রায়
ঘ. সুফিয়া কামাল

উত্তর: কামিনী রায়। (জন্ম: ১২ অক্টোবর, ১৮৬৪)

প্রশ্ন ১৮: আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কততম প্রতিষ্ঠাবার্ষিকী?

ক. ১৪তম
খ. ১৫তম
গ. ১৬তম
ঘ. ১৭তম

উত্তর: ১৬তম। (প্রতিষ্ঠিত: ১২ অক্টোবর, ২০০৮)

প্রশ্ন ১৯: ২০২২-২৩ অর্থবছরে দেশে কী পরিমাণ ইলিশ আহরণ করা হয়?

ক. ৫ লাখ ৫০ হাজার টন
খ. ৫ লাখ ৬০ হাজার টন
গ. ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন
ঘ. ৫ লাখ ৮০ হাজার টন

উত্তর: ৫ লাখ ৭১ হাজার ৩৪২ টন

প্রশ্ন ২০: ‘বিশ্ব দৃষ্টি দিবস’ পালিত হয় কবে?

ক. অক্টোবর মাসের প্রথম সোমবার
খ. অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার
গ. নভেম্বর মাসের প্রথম শুক্রবার
ঘ. সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার

উত্তর: অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার

প্রশ্ন ২১: ২০২৪ সালে শান্তিতে নোবেল পাওয়া ‘নিহন হিদানকায়ো’ কোন দেশভিত্তিক সংগঠন?

ক. চীন
খ. জাপান
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. ফ্রান্স

উত্তর: জাপান

প্রশ্ন ২২: শান্তিতে নোবেল পাওয়া ‘নিহন হিদানকায়ো’ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ১৯৫৫
খ. ১৯৫৬
গ. ১৯৫৭
ঘ. ১৯৬০

উত্তর: ১৯৫৬ সালে

প্রশ্ন ২৩: স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ও রোবোভ্যান উন্মোচন করে কোন প্রতিষ্ঠান?

ক. গুগল
খ. টেসলা
গ. অ্যামাজন
ঘ. অ্যাপল

উত্তর: টেসলা

প্রশ্ন ২৪: দেশের উপকূলে মা ইলিশ ধরা বন্ধ থাকবে কবে থেকে?

ক. ১২ অক্টোবর থেকে
খ. ১৩ অক্টোবর থেকে
গ. ১৪ অক্টোবর থেকে
ঘ. ১৫ অক্টোবর থেকে

উত্তর: ১৩ অক্টোবর থেকে পরবর্তী ২২ দিন

প্রশ্ন ২৫: সম্পর্ক জোরদারের জন্য পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সফর করছেন কোন দেশে?

ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. ফ্রান্স

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে

প্রশ্ন ২৬: সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কোন দেশ?

ক. ভেনেজুয়েলা
খ. নিকারাগুয়া
গ. কিউবা
ঘ. ইকুয়েডর

উত্তর: নিকারাগুয়া

প্রশ্ন ২৭: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান?

ক. Nihon Hidankyo
খ. UNHCR
গ. ICRC
ঘ. Amnesty International

উত্তর: জাপানি প্রতিষ্ঠান নিহন হিদানকায়ো

প্রশ্ন ২৮: এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে কেন?

ক. যুদ্ধের প্রতি বিরোধিতা করার জন্য
খ. মানবাধিকার রক্ষার জন্য
গ. পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার স্বীকৃতি হিসেবে
ঘ. পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য

উত্তর: পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার স্বীকৃতি হিসেবে

প্রশ্ন ২৯: ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. ব্রাজিল
খ. চীন
গ. রাশিয়া
ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তর: রাশিয়ায়, অক্টোবরের শেষ সপ্তাহে

Share:

Leave a Comment

error: Content is protected !!